গংগাচড়া সরকারি কলেজ

গংগাচড়া সরকারি কলেজ রংপুর জেলার গংগাচড়া উপজেলার একটি সরকারি মহাবিদ্যালয়। উপজেলার একমাত্র সরকারি কলেজ।

গংগাচড়া সরকারি কলেজ
অবস্থান
স্থানাঙ্ক২৫°৫১′০৯″ উত্তর ৮৯°১৩′১২″ পূর্ব / ২৫.৮৫২৩৭৮৩° উত্তর ৮৯.২২০১৩১৬° পূর্ব / 25.8523783; 89.2201316
তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি কলেজ
প্রতিষ্ঠাকাল৯-৬-১৯৯০
শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর
বিদ্যালয় নম্বরইন্টার কোড-৫৩০১ এবং ডিগ্রী কোড-৩২০৩
অধ্যক্ষমহেন্দ্র নাথ (ভার প্রাপ্ত)
কর্মকর্তা১৫
শিক্ষকমণ্ডলী৭২
শ্রেণীএকাদশ, ডিগ্রী ও অনার্স
ভাষাবাংলা
ইআইআইএন১২৭২৯৮

ইতিহাস

গংগাচড়াবাসীর জেনারেল মাধ্যমে উচ্চ শিক্ষার প্রথম পাদপীট হচ্ছে এই সরকারি কলেজ। ১৯৯০খ্রি. কলেজটি উচ্চ মাধ্যমিক হিসেবে চালু হয়। পরে ১৯৯৬ সালে এটাকে ডিগ্রী লেভেলে নিয়ে আসা হয়। এখানে ২০১৩ সাল থেকে অনার্স চালু আছে। কলেজটি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে তাঁরা হলেন-করিম উদ্দিন ভরসা (এম.পি.), মোস্তফা কামাল (চেয়ারম্যান), আলী মো. জাফর টফি (সাবেক উপজেলা চেয়ারম্যান), আব্দুল জব্বার (ব্যবসায়ী), আবুল কাশেম (এডভোকেট), মজিদুর রহমান লাল (শিক্ষক) প্রমুখ। কলেজটির একাডেমিক কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিতে সর্বপ্রথম অধ্যক্ষের দায়িত্ব পালন করেন খতিব উদ্দিন আহমেদ।

প্রশাসনিক ইউনিট

সুযোগ্য গভর্ণিং বডির পরিচালনায় একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে এ সরকারি কলেজটি পরিচালিত হয়ে আসছে।

শিক্ষা কার্যক্রম

বর্তমানে কলেজটিতে ইন্টার লেভেলে ২৩টি বিষয়, ডিগ্রী লেভেলে ১৬টি বিষয় এবং অনার্স লেভেলে ৮টি বিষয়ে ক্লাস চালু আছে। অনার্সের বিষয়গুলো হচ্ছে-বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ইতিহাস, ই:ইতিহাস ও উদ্ভিদবিজ্ঞান।

জমি

কলেজের মোট জমির পরিমাণ ৭.৬৯ একর।

ফলাফল

প্রতিবছর কৃতিত্বের সাথে অনেক ছাত্র-ছাত্রী পাশ করে। পাশের হার ৮৫%।

পোশাক

ছাত্র কালো প্যান্ট ও সাদা শার্টি এবং ছাত্রী সাদা পায়জামা, কামিজ আকাশি রঙ এবং ওড়না সাদা। ছাত্র-ছাত্রীর আইডি কার্ড রাখা আবশ্যক।

অন্যান্য

কলেজে রয়েছে ১টি তিন তলা এবং ১টি চার তলা একাডেমিক ভবন ও টিনশেডে মসজিদ। রয়েছে বিশাল লাইব্রেরী, বিজ্ঞান ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব, বিশাল খেলার মাঠ ও একটি বড় পুকুর।

তথ্যসূত্র

Tags:

গংগাচড়া সরকারি কলেজ ইতিহাসগংগাচড়া সরকারি কলেজ প্রশাসনিক ইউনিটগংগাচড়া সরকারি কলেজ শিক্ষা কার্যক্রমগংগাচড়া সরকারি কলেজ জমিগংগাচড়া সরকারি কলেজ ফলাফলগংগাচড়া সরকারি কলেজ পোশাকগংগাচড়া সরকারি কলেজ অন্যান্যগংগাচড়া সরকারি কলেজ তথ্যসূত্রগংগাচড়া সরকারি কলেজগংগাচড়া উপজেলামহাবিদ্যালয়রংপুর জেলা

🔥 Trending searches on Wiki বাংলা:

২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগবঙ্গভঙ্গ আন্দোলনবিড়ালরাজনীতিবাঁশরাশিয়াভারতের সাধারণ নির্বাচন, ২০২৪১৮৫৭ সিপাহি বিদ্রোহবিদীপ্তা চক্রবর্তীসালমান বিন আবদুল আজিজমেঘনা বিভাগইমাম বুখারীরক্তহজ্জবাংলাদেশের ইউনিয়নহেপাটাইটিস বিপানিপথের প্রথম যুদ্ধদি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশযিনাবৈশাখী মেলাপ্যারাচৌম্বক পদার্থবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩জব্বারের বলীখেলাসম্প্রদায়গাঁজা (মাদক)রক্তশূন্যতামানব দেহআনন্দবাজার পত্রিকাঅপারেশন সার্চলাইটঅলিউল হক রুমিবাংলাদেশ আওয়ামী লীগদর্শনদেলাওয়ার হোসাইন সাঈদীআমভাষা আন্দোলন দিবসঅস্ট্রেলিয়াতাসনিয়া ফারিণউত্তম কুমারচেন্নাই সুপার কিংসর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকৃত্তিবাসী রামায়ণযোনি পিচ্ছিলকারকপ্রাকৃতিক সম্পদনারীবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ইহুদিমুস্তাফিজুর রহমানবেলি ফুলখুলনা জেলাছয় দফা আন্দোলনপাবনা জেলাবাংলাদেশের উপজেলার তালিকা৬৯ (যৌনাসন)দেশ অনুযায়ী ইসলামহিট স্ট্রোককুমিল্লা জেলাসাতই মার্চের ভাষণস্ক্যাবিসমাওলানাআর্দ্রতাসিলেটমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাশ্রীলঙ্কাপ্রাকৃতিক পরিবেশমূল (উদ্ভিদবিদ্যা)জাহাঙ্গীরনারায়ণগঞ্জ জেলাইউটিউবজ্বীন জাতিবাগদাদ অবরোধ (১২৫৮)যৌনসঙ্গমবাংলাদেশের নদীবন্দরের তালিকারাধাফেনী জেলাকশ্যপইসতিসকার নামাজজয়া আহসানমালয়েশিয়া🡆 More