ক্রিস্টিন স্কট টমাস: ইংরেজ-ফরাসি অভিনেত্রী

ডেম ক্রিস্টিন অ্যান স্কট টমাস ডিবিই (জন্ম ২৪ মে ১৯৬০) হলেন একজন ইংরেজ-ফরাসি অভিনেত্রী। পাঁচটি বাফটা পুরস্কার ও পাঁচটি লরন্স অলিভিয়ে পুরস্কারের মনোনীত টমাস ফোর ওয়েডিংস অ্যান্ড আ ফিউনারেল (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার এবং ২০০৮ সালে রয়্যাল কোর্টে দ্য সিগাল নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অলিভিয়ে পুরস্কার অর্জন করেন। তিনি দি ইংলিশ পেশন্ট (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ডেম

ক্রিস্টিন স্কট টমাস

ডিবিই
Kristin Scott Thomas
ক্রিস্টিন স্কট টমাস: প্রারম্ভিক জীবন, কর্মজীবন, তথ্যসূত্র
২০১৩ সালে কাবুর্গ চলচ্চিত্র উৎসবে স্কট টমাস
জন্ম (1960-05-24) ২৪ মে ১৯৬০ (বয়স ৬৩)
জাতীয়তাইংরেজ-ফরাসি
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৪-বর্তমান
দাম্পত্য সঙ্গীফ্রঁসোয়া অলিভেন (বি. ১৯৮৭; বিচ্ছেদ. ২০০৫)
সন্তান
আত্মীয়সেরেনা স্কট টমাস (বোন)

প্রারম্ভিক জীবন

স্কট টমাস ১৯৬০ সালের ২৪শে মে কর্নওয়ালের রেড্রুথে জন্মগ্রহণ করেন। তার মাতা ডেবরা (বিবাহপূর্ব হার্লব্যাট) হংকং ও আফ্রিকায় বেড়ে ওঠেন এবং নাট্যতত্ত্ব বিষয়ে পড়াশোনা করেন। তার পিতা লেফটেন্যান্ট কমান্ডার সিমন স্কট টমাস ছিলেন রয়্যাল নেভির ফ্লিট এয়ার আর্মের পাইলট। ক্রিস্টিনের যখন পাঁচ বছর বয়স তখন তিনি একটি বিমান দুর্ঘটনায় মারা যান। তার ছোট বোন সেরেনা স্কট টমাস একজন অভিনেত্রী। তার চাচা অ্যাডমিরাল স্যার রিচার্ড টমাস, এবং তার প্র-প্র-পিতামহের ভাই অভিযাত্রী ক্যাপ্টেন স্কট।

কর্মজীবন

স্কট টমাসের প্রথম আলোচিত কাজ হল ইভলিন ওয়াহের আ হ্যান্ডফুল অব ডাস্ট (১৯৮৮) চলচ্চিত্রে ব্রেন্ডা লাস্ট চরিত্রে অভিনয়। এই কাজের জন্য তিনি সেরা উদীয়মান নবাগত বিভাগে ইভনিং স্ট্যান্ডার্ড ব্রিটিশ চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি হিউ গ্র্যান্টের বিপরীতে বিটার মুন (১৯৯২) ও ফোর ওয়েডিংস অ্যান্ড আ ফিউনারেল (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয় করেন। দ্বিতীয় চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার লাভ করেন।

১৯৯৬ সালে তিনি দি ইংলিশ পেশন্ট চলচ্চিত্রে তার অভিনীত ক্যাথরিন ক্লিফটন চরিত্রটির জন্য ভূয়সী প্রশংসা অর্জন করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার, সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার এবং সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এরপর তিনি রবার্ট রেডফোর্ডের বিপরীতে দ্য হর্স হুইসপারার্স এবং হ্যারিসন ফোর্ডের বিপরীতে র‍্যান্ডম হার্টস চলচ্চিত্রে অভিনয় করেন।

২০০৬ সালে তিনি গিয়োম কানে পরিচালিত ফরাসি চলচ্চিত্র ন্য ল্য দি আ পের্সন (Ne le dis à personne, আক্ষরিক অর্থে "কাউকে বোলো না") চলচ্চিত্রে এলেন চরিত্রে অভিনয় করেন। ২০০৮ সালে রয়্যাল কোর্টে দ্য সিগাল নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অলিভিয়ে পুরস্কার অর্জন করেন। এছাড়া একই বছর তিনি ইল ই আ লোঁতঁ ক্য জ্য তেম (Il y a longtemps que je t'aime, আক্ষরিক অর্থে "বহুদিন ধরে তোমাকে ভালবাসি") চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০০৯ সালে তিনি লিভিং চলচ্চিত্রে তিনি অন্য একজনের জন্য স্বামীকে ছেড়ে যাওয়া স্ত্রী চরিত্রে অভিনয় করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ক্রিস্টিন স্কট টমাস প্রারম্ভিক জীবনক্রিস্টিন স্কট টমাস কর্মজীবনক্রিস্টিন স্কট টমাস তথ্যসূত্রক্রিস্টিন স্কট টমাস বহিঃসংযোগক্রিস্টিন স্কট টমাসগাঙচিল (নাটক)বাফটা পুরস্কারলরন্স অলিভিয়ে পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার

🔥 Trending searches on Wiki বাংলা:

জাযাকাল্লাহজিয়াউর রহমানআবহাওয়ামথুরাপুর লোকসভা কেন্দ্রজাতিসংঘের মহাসচিবপ্রাকৃতিক পরিবেশজার্মানিইউসুফআসসালামু আলাইকুমপ্রাণ-আরএফএল গ্রুপআল-আকসা মসজিদআফ্রিকাবাংলাদেশ জাতীয় ফুটবল দলসিকিমক্লিওপেট্রাপারাশেখ হাসিনামধুমতি এক্সপ্রেসইসরায়েলমূলদ সংখ্যাদুর্গাপূজাতাজউদ্দীন আহমদহোলিকা দহনসরকারবৌদ্ধধর্মপর্যায় সারণিব্যোমযাত্রীর ডায়রিজাতীয়তাবাদজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকালোহিত রক্তকণিকাব্যাংকবিমল করভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহযিনাবিরাট কোহলিভারতের প্রধানমন্ত্রীদের তালিকাউসমানীয় খিলাফতভারত বিভাজনচিকিৎসকযোহরের নামাজফিলিস্তিনমৌলিক সংখ্যাপিংক ফ্লয়েডপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর১ (সংখ্যা)নামবুর্জ খলিফাআমতাজবিদশাহরুখ খানভূমি পরিমাপজেলেসাহাবিদের তালিকাশুক্রাণুখন্দকের যুদ্ধফরাসি বিপ্লবের পূর্বের অবস্থাআরবি ভাষাএইচআইভিঐশ্বর্যা রাইরাধাতামান্না ভাটিয়াগোলাপবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২২০২৩ ক্রিকেট বিশ্বকাপসেন রাজবংশস্বত্ববিলোপ নীতিঅ্যান্টিকিথেরা যন্ত্রকৌশলঅধিবর্ষশিল্প বিপ্লবএপেক্সআবু হুরাইরাহআব্দুল লতিফ চৌধুরী ফুলতলী৬৯ (যৌনাসন)মহাত্মা গান্ধীবেগম রোকেয়ামালাউইবিদ্রোহী (কবিতা)🡆 More