কোষ ঝিল্লি

প্রোটোপ্লাজমের বাইরে তিন স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা কোষপর্দা বলে। কার্ল নাগেলি ১৮৫৫ সালে একে প্লাজমামেমব্রেন (Plasma Membrane) নামকরণ করেন। এরপর ১৯৩১ সালে জে.

কিউ. প্লাওয়ার প্লাজমালেমা (Plasmalemma) নামটি ব্যবহার করেন। প্রাণীকোষে কোষঝিল্লি সবচেয়ে বাইরের স্তর কিন্তু উদ্ভিদকোষে এটি কোষ প্রাচীরসাইটোপ্লাজমের মাঝে অবস্থান করে। তিনটি স্তর দিয়ে গঠিত । বিভিন্ন প্রকার কোষে যত প্রকার ঝিল্লি থাকে তাদের সকলেরই মৌলিক গঠন ত্রিস্তর বিশিষ্ট একক ঝিল্লি, বিজ্ঞানী রবার্টসনের ভাষায় ইউনিট মেমব্রেন (Unit Membrane)।

কোষ ঝিল্লি
ইউক্যারিওটিক কোষ ঝিল্লি

গঠন

কোষ ঝিল্লি 
কোষ ঝিল্লি

বর্তমানে কোষ ঝিল্লির গঠন ব্যাখ্যা করার জন্য সর্বোত্তম মতবাদ হল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়-এর বিজ্ঞানী সিঙ্গার ও নিকোলসন কর্তৃক প্রদত্ত তরল মোজাইক মতবাদ বা ফ্লুইড মোজাইক মডেল। তাদের কথায় "প্রোটিনের শৈলশিরা লিপিডের মহাসমুদ্রে ভাসমান।"

ত্রিস্তরী কোষ ঝিল্লিতে মাঝের পাতলা স্তরে লিপিড থাকে এবং দুই পাশে প্রোটিনে পুরু স্তর থাকে। লিপিড স্তর 35Å পুরু। এবং দুই পাশের প্রোটিন স্তর 20Å পুরু। পুরো প্লাজমা ঝিল্লির বেধ 75Å (20+35+20=75)। প্লাজমা ঝিল্লিতে ক্ষুদ্র ক্ষুদ্র 8-50Å ব্যাস বিশিষ্ট ছিদ্র থাকে। কোষ ঝিল্লিতে বেশি জল থাকে না। এতে লিপিডের পরিমাণ ৪০%, প্রোটিন ৫৫% ও শর্করা ৫% মতো থাকে। এখানে কোলেস্টেরল, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন-এর আধিক্য লক্ষ্য করা যায়।

লিপিড স্তর

কোষ ঝিল্লি 
কিছু ফসফোলিপিড ও গ্লাইকোলিপিড: ফসফাটিডিলকোলিন (PtdCho), ফসফাটিডিলইথানল্যামিন (PtdEtn), ফসফাটিডিলইনোসিটল (PtdIns), ফসফাটিডিলসেরিন (PtdSer)

লিপিড স্তরকে দুটি উপস্তরে ভাগ করা যায়, যাতে জলাকর্ষী বা হাইড্রোফিলিক প্রান্ত বাইরের দিকে ও জলবিকর্ষী বা হাইড্রোফোবিক প্রান্ত ভিতরের দিকে থাকে। ফসফোলিপিডের ফ্যাটি অ্যাসিডের দুটি চেন হাইড্রোফোবিক প্রান্তে অবস্থান করে। স্তরের মাঝে মাঝে কোলেস্টেরল অণু উপস্থিত থাকে।

কোষ ঝিল্লি 
লিপিড স্তর: হলুদে হাইড্রোফিলিক প্রান্ত ও ধূসরে হাইড্রোফোবিক প্রান্ত

লিপিড স্তরে লিপিড অণুর ফ্লিপ-ফ্লপ চলন দেখা যায়, যাতে ফ্লিপেজ নামক একটি উৎসেচক সাহায্য করে। এছাড়া লিপিড অণু নিজ অক্ষের চারপাশে ঘুরতে পারে ও নিজের স্থান পরিবর্তন করতে পারে। এছাড়া ফ্লেকশন নামের একপ্রকার চলন দেখা যায়, যাতে ফ্যাটি অ্যাসিডের চেনগুলি আকর্ষণ বলের প্রভাবে চালিত হয়।

প্রোটিন স্তর

প্রোটিন স্তরে তিন রকমের প্রোটিন দেখা যায়:

ধরণ বর্ণনা উদাহরণ
অন্তর্বর্তী প্রোটিন
বা ট্রান্সমেমব্রেন প্রোটিন
ঝিল্লিটি বড় করলে দেখা যাবে একটি হাইড্রোফিলিক সাইটোসোলিক ডোমেন আছে, যা অভ্যন্তরীণ অণুর সাথে সংযোগ বজায় রাখে, একটি হাইড্রোফোবিক মেমব্রেন-স্প্যানিং ডোমেন যা এটিকে কোষের ঝিল্লির মধ্যে সংযুক্ত করে এবং একটি হাইড্রোফিলিক এক্সট্রা-সেলুলার ডোমেন যা বাহ্যিক অণুর সাথে যোগাযোগ করে। হাইড্রোফোবিক ডোমেন এক বা একাধিক α-হেলিক্স ও β শিট প্রোটিন গঠনের মিলনে গঠিত। আয়ন চ্যানেল, প্রোটন পাম্প, জি প্রোটিন-কাপলড সংগ্রাহক
লিপিড অ্যাঙ্করড্ প্রোটিন সমযোজীভাবে একক বা একাধিক লিপিড অণুর সাথে আবদ্ধ; হাইড্রোফোবিকভাবে কোষের ঝিল্লিতে ঢুকে প্রোটিনকে নোঙর করে। প্রোটিন নিজেই ঝিল্লির সাথে যোগাযোগ করে না। জি প্রোটিন
বহিঃস্থ প্রোটিন অবিচ্ছেদ্য ঝিল্লি প্রোটিনের সাথে সংযুক্ত, বা লিপিড দ্বিস্তরেল বহিঃ অঞ্চলের সাথে যুক্ত। এই প্রোটিনগুলি জৈবিক ঝিল্লির সাথে শুধুমাত্র অস্থায়ী মিথস্ক্রিয়া করে এবং একবার প্রতিক্রিয়া করলে, অণুটি সাইটোপ্লাজমে তার কাজ চালিয়ে যেতে বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু উৎসেচক, কিছু হরমোন

বিবিধ সংস্করণ

  • অ্যাক্সোলেমা: স্নায়ুকোষের কোষ ঝিল্লি
  • সারকোলেমা: পেশিকোষের কোষ ঝিল্লি
  • ঊলেমা: ঊসাইট কোষের কোষ ঝিল্লি (অপরিণত ডিম্বকোষ)

কাজ

  1. কোষের জীবিত পদার্থকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করে।
  2. কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে।
  3. কোষের জন্য অভিস্রবণ পর্দা হিসেবে কাজ করে।
  4. কোষে কোনো বস্তুর বহির্গমন এবং অন্তর্গমন নিয়ন্ত্রণ করে। (পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস)
  5. ব্যাপন এবং অভিস্রবণ পদ্ধতিতে সাহায্য করে।
  6. বিভিন্ন কোষ অঙ্গাণু এবং নিউক্লিয় পর্দা উৎপাদনে সাহায্য করে।
  7. হরমোন সংগ্রাহক হিসেবে কাজ করে।
  8. স্নায়ু কোষ এবং পেশি কোষে উদ্দীপনা পরিবহনে সাহায্য করে।
  9. কোষের অ্যান্টিজেন ধর্মের পরিচয় বহন করে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

কোষ ঝিল্লি গঠনকোষ ঝিল্লি বিবিধ সংস্করণকোষ ঝিল্লি কাজকোষ ঝিল্লি আরও দেখুনকোষ ঝিল্লি তথ্যসূত্রকোষ ঝিল্লি বহিঃসংযোগকোষ ঝিল্লিউদ্ভিদকোষকোষ প্রাচীরপ্রোটোপ্লাজমসাইটোপ্লাজম

🔥 Trending searches on Wiki বাংলা:

পলাশডিএনএএশিয়া৬৯ (যৌনাসন)সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতাবাংলা বাগধারার তালিকাদৌলতদিয়া যৌনপল্লিমার্চকৃষ্ণচন্দ্র রায়২০১৮–১৯ লা লিগাজাতিসংঘের মহাসচিবআল্লাহজাতিসংঘলোটে শেরিংহোলিকা দহনব্রাজিল জাতীয় ফুটবল দলপিংক ফ্লয়েডবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাইমাম বুখারীলামিনে ইয়ামালদেশ অনুযায়ী ইসলামবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশমিশরযোহরের নামাজভাইরাসমোশাররফ করিমভগবদ্গীতাদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাজয়নগর লোকসভা কেন্দ্রবাঙালি জাতিকালেমাউইকিপিডিয়াহিমালয় পর্বতমালাব্র্যাকএন্দ্রিক ফেলিপেমঙ্গল গ্রহইংরেজি ভাষাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসআয়িশামাহরামপাবনা জেলাধানহিন্দুধর্মের ইতিহাসসুফিয়া কামালজানাজার নামাজবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বিশেষণখুলনাজনগণমন-অধিনায়ক জয় হেনরেন্দ্র মোদীপাহাড়পুর বৌদ্ধ বিহারস্বাধীনতা দিবস (ভারত)পুনরুত্থান পার্বণমনোবিজ্ঞানহস্তমৈথুনদৈনিক প্রথম আলোবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাবিরাট কোহলিপহেলা বৈশাখশামসুর রাহমানফিফা বিশ্বকাপভারতের সংবিধানকৃত্রিম বুদ্ধিমত্তাসংস্কৃতিপারারোডেশিয়াসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাবাংলাদেশের ইউনিয়নচেক প্রজাতন্ত্রবায়ুদূষণঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরহিন্দি ভাষাচেন্নাই সুপার কিংসদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনইউরোপীয় ইউনিয়নপদ্মা সেতুরঙের তালিকা🡆 More