প্রজা পার্টি

প্রজা পার্টি ছিল ব্রিটিশ ভারতে গঠিত একটি রাজনৈতিক দল। প্রথমদিকে একে কাউন্সিল প্রজা পার্টি বা বঙ্গীয় প্রজা পার্টি বলা হত। পরে নিখিল বঙ্গ প্রজা সমিতি ও আরও পরে কৃষক প্রজা পার্টি নাম দেয়া হয়। ১৯২৯ সালের জুলাই মাসে এই দল প্রতিষ্ঠিত হয় এবং ১৯৩৭ সাল পর্যন্ত তা টিকে ছিল। পরবর্তীকালে পূর্ব পাকিস্তানে কৃষক শ্রমিক প্রজা পার্টি নামে দল পুনপ্রতিষ্ঠিত হয়।

প্রজা পার্টি
কৃষক প্রজা পার্টি
কৃষক শ্রমিক পার্টি
প্রাক্তন প্রাদেশিক দল
প্রতিষ্ঠা১৯২৯ (1929)
ভাঙ্গন১৯৫৮
ভাবাদর্শসামন্তবাদ বিরোধী
কৃষিবাদ
প্রগতিবাদ
পপুলিজম
সামাজিক গণতন্ত্র
রাজনৈতিক অবস্থানমধ্য-বামপন্থী

দলটির রাজনীতি বাঙালি মুসলিমদের মাঝে রাজনৈতিক চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর পাশাপাশি তারা বাঙালি হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশের সমর্থনও পেয়েছিল, যারা জমিদারদের প্রভাবে বেশ অসন্তুষ্ট ছিল।

এই দলটি ছিল বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ এ কে ফজলুল হক রাজনৈতিক বাহন। এ কে ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী এবং পূর্ববাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাড়া দলটির আরও দুজন সদস্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন: আবু হোসেন সরকার এবং আতাউর রহমান খান (পরবর্তীকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী)। এছাড়া, দলের অন্যতম নেতা আবদুস সাত্তার পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

প্রতিষ্ঠা

১৯২৯ সালে বঙ্গীয় আইন পরিষদের ১৮ সদস্য নিখিলবঙ্গ প্রজা সমিতি (অল বেঙ্গল টেন্যান্টস অ্যাসোসিয়েশন) গঠন করেন, যা প্রজা পার্টি নামে পরিচিতি লাভ করে। দলটির নেতৃবৃন্দের মধ্যে একে ফজলুল হক, স্যার আজিজুল হক, মৌলভি তমিজউদ্দিন খান এবং স্যার আবদুর রহিম ছিলেন উল্লেখযোগ্য। মূলত, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন (সংশোধিত) ১৯৩৮ -এর কারণে কৃষকদের মধ্যে যে ক্ষোভ ছিল, তা পুঁজি করে দলটি জনমত গঠন করে। ফলে তারা মুসলমানদের পাশাপাশি ধনী হিন্দুদের সমর্থনও লাভ করেছিল।

প্রজা পার্টি 
১৯৫৪ সালে কৃষক শ্রমিক পার্টি ও আওয়ামী লীগের সমন্বয়ে গঠিত পূর্ব বাংলার মন্ত্রিসভা

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

প্রজা পার্টি প্রতিষ্ঠাপ্রজা পার্টি আরও দেখুনপ্রজা পার্টি তথ্যসূত্রপ্রজা পার্টি বহিঃসংযোগপ্রজা পার্টিপূর্ব পাকিস্তান

🔥 Trending searches on Wiki বাংলা:

বঙ্গভঙ্গ (১৯০৫)তাল (সঙ্গীত)আওরঙ্গজেববাংলাদেশের বিভাগসমূহআবদুর রব সেরনিয়াবাতরামকৃষ্ণ পরমহংসঅ্যান মারিতিমিআমসনি মিউজিকহা জং-উহুমায়ূন আহমেদস্টার জলসাক্যান্সারকুমিল্লাআসসালামু আলাইকুমরোজাফোরাতফরাসি বিপ্লবের কারণমসজিদে নববীসোভিয়েত ইউনিয়নইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিনরেন্দ্র মোদীচ্যাটজিপিটিশ্রীকান্ত (উপন্যাস)রাষ্ট্রপিপীলিকা (অনুসন্ধান ইঞ্জিন)বাংলা স্বরবর্ণওবায়দুল কাদেরস্নায়ুতন্ত্রবাংলাদেশ সেনাবাহিনীর পদবিবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র২০২০-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগজ্বীন জাতিকনমেবলশিখধর্মদাজ্জালআমার সোনার বাংলাশিল্প বিপ্লবপাহাড়পুর বৌদ্ধ বিহারসিরাজউদ্দৌলারাসায়নিক বিক্রিয়াসজনেউত্তর চব্বিশ পরগনা জেলাইন্দোনেশিয়াঅপু বিশ্বাসসৌদি আরবতথ্য ও যোগাযোগ প্রযুক্তিসেশেলস জাতীয় ফুটবল দলসিফিলিসবাংলাদেশের সংবিধানঅধিবর্ষবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩আহসান মঞ্জিলথানকুনিমুহাম্মাদের স্ত্রীগণভারতআয়িশামহাস্থানগড়এইচআইভি/এইডসভারতীয় জনতা পার্টিইসলামবাংলার প্ৰাচীন জনপদসমূহগ্রহভরিরাহুল গান্ধীদ্বিঘাত সমীকরণসূরা লাহাবতুরস্কনীল বিদ্রোহজাতিসংঘবাংলা লিপিআরবি ভাষাইরানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধদশাবতারবাঙালি হিন্দুদের পদবিসমূহ🡆 More