প্রজাপতি কুশ: নিমফ্যালিডি পরিবারের প্রজাপতি

কুশ (বৈজ্ঞানিক নাম: Hestina nama) যার শরীর ও ডানা কালচে খয়েরি রঙের, ডানায় নীলচে ধূসর সরু ডোরা দেখা যায়। এরা বড় আকারের প্রজাপতি। কুশ ‘নিমফ্যালিডি’ পরিবারের সদস্য এবং ' অ্যাপাটুরিনি' উপগোত্রের অন্তর্ভুক্ত।

কুশ
Circe
প্রজাপতি কুশ: আকার, উপপ্রজাতি, বিস্তার
ডানা বন্ধ অবস্থায়
প্রজাপতি কুশ: আকার, উপপ্রজাতি, বিস্তার
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Nymphalidae
গণ: Hestina
প্রজাতি: H. nama
দ্বিপদী নাম
Hestina nama
প্রতিশব্দ

Hestinalis nama (Westwood, 1850)

আকার

কুশ এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৯৫-১০৫ মিলিমিটার দৈর্ঘের হয়।

উপপ্রজাতি

ভারতে প্রাপ্ত কুশ এর উপপ্রজাতি হল-

  • Hestinalis nama nama Doubleday, 1844 – Sylhet Circe

বিস্তার

হিমালয় এর ২২০০ মিটার উচ্চতা পর্যন্ত এদের দেখা মেলে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। হিমালয়ের পূর্বাঞ্চলে এদের অনেক বেশি দেখা যায়, সিমলা থেকে পূর্বে আসাম পর্যন্ত। নেপালএর ১৮০০ থেকে ৭৩০০ ফুট অবধি এদের দেখা যায়। এছাড়া মায়ানমার, তাইল্যান্ড, মালয়েশিয়া এবং পশ্চিম চিন এও কুশদের দেখা মেলে।

বর্ণনা

এদের ডানা কালচে খয়েরি রঙের হয়, তার উপর প্রায় সমান্তরাল অনেকগুলি নীলচে ধূসর রেখা ডানার প্রান্ত অভিমুখে অবস্থিত। মাঝ আঁচলে অথবা তার বাইরের দিকে অনেকগুলি তিরচিহ্ন দেখা যায় তবে সেগুলির মাথা ভিতর দিকে নির্দেশ করে। প্রান্ত বরাবর দু'সারি বিন্দু দেখা যায়। পিছনের ডানাতে লালচে বাদানি রঙ এর আধিক্য দেখা যায়। তার উপরে নীলচে ধূসরের টানা দাগ এবং বিন্দু থাকে।

সাদৃশ্য প্রজাপতি

পুরুষ এবং স্ত্রী কুশ প্রজাপতি উভয়ই ছিটমউল প্রজাপতিকে নকল অথবা অনুকরণ করে। এদের সাথে ছিটমউল এর পার্থক্য হল কুশ এর উপরের ডানার হাল্কা দাগগুলি অপেক্ষাকৃত অনেক সরু এবং সামনের ডানার চাস্ট নাট বর্ণের (খয়েরি এবং হলুদের মিশ্রণ) দাগগুলি ছিটমউল এর তুলনায় অনেক সরু এবং ফ্যাকাশে।

আচরণ

এরা খুব দ্রুতবেগে ওড়ে, তবে মাঝেমধ্যেই এদের শূন্যে ভাসমান অবস্থায় ডানা ঝাপটাতে দেখা যায় এবং এই সময় এদের মিল্ক উইড প্রজাপতিদের সাদৃশ মনে হয়। কুশরা খোলামেলা উপত্যকা এবং জংগলের প্রান্তদেশে এদের ওড়াওড়ি করতে দেখা যায়। এই প্রজাতির প্রজাপতিরা খুব পাকা ফল এবং ফুলে বসতে ভীষণ পছন্দ করে। পুরুষ কুশরা মাড পাডল এর উদ্দেশ্য ভিজে মাটি অথবা ভিজে ছোপযুক্ত জায়গায় বসে। প্রায়শই এদের নিচু ঝোপঝাড়ে, ঘাসের মাথায় বসে অল্প কিছুখন এর জন্য রোদ পোহায়। এদের ফুলের প্রতি আসক্তি দেখা যায়।

চিত্রশালা

তথ্যসূত্র

Tags:

প্রজাপতি কুশ আকারপ্রজাপতি কুশ উপপ্রজাতিপ্রজাপতি কুশ বিস্তারপ্রজাপতি কুশ বর্ণনাপ্রজাপতি কুশ সাদৃশ্য প্রজাপতিপ্রজাপতি কুশ আচরণপ্রজাপতি কুশ চিত্রশালাপ্রজাপতি কুশ তথ্যসূত্রপ্রজাপতি কুশ বহিঃসংযোগপ্রজাপতি কুশ

🔥 Trending searches on Wiki বাংলা:

ঠাকুর অনুকূলচন্দ্রবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ভারতীয় জনতা পার্টিজাযাকাল্লাহপুরুষাঙ্গের চুল অপসারণভারতের ইতিহাসতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩মেসোপটেমিয়াপাখিযৌনসঙ্গমরোমান সাম্রাজ্যবাংলার নবজাগরণইহুদিআল্প আরসালানমোহনদাস করমচাঁদ গান্ধীকাঠগোলাপমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)কুয়েতদুরুদআরবি বর্ণমালাতাকওয়াইউরোপবাংলাদেশ পুলিশজননীতিইসলাম ও হস্তমৈথুনখুররম জাহ্‌ মুরাদবন্ধুত্বজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বাংলা সাহিত্যের ইতিহাসনেলসন ম্যান্ডেলাদুবাইসাইবার অপরাধনরেন্দ্র মোদীবাংলাদেশের উপজেলাজীবনানন্দ দাশবাংলাদেশের প্রধানমন্ত্রীজলাতংকবাংলাদেশের পোস্ট কোডের তালিকাআসমানী কিতাবফুটিমাহরামরফিকুন নবীক্রিকেটকাবাসেশেলসচেঙ্গিজ খানআলবার্ট আইনস্টাইনদ্বিতীয় বিশ্বযুদ্ধঅগ্নিবীণা (কাব্যগ্রন্থ)ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিবগুড়া জেলামাইকেল মধুসূদন দত্তপদার্থের অবস্থাবেলারুশব্রাহ্মণবাড়িয়া জেলাসাপবীর্যসূরা লাহাবফিতরাপ্যারিসআন্তর্জাতিক নারী দিবসজয়নুল আবেদিনমানব মস্তিষ্কআর্যসুকান্ত ভট্টাচার্যহাইড্রোজেনসূরা নাসররাধাবাংলাদেশ জামায়াতে ইসলামীইফতারঅ্যামিনো অ্যাসিডসুকুমার রায়ম্যানুয়েল ফেরারাছারপোকাবেগম রোকেয়ামূত্রনালীর সংক্রমণরক্তশূন্যতা🡆 More