কিম দায়ে জং: দক্ষিণ কোরীয় রাজনীতিবিদ

কিম দায়ে জং (কোরীয়: 김대중; জন্ম: ৬ জানুয়ারি, ১৯২৫ - মৃত্যু: ১৮ আগস্ট, ২০০৯) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ছিলেন। Sunshine Policy বাস্তবায়নের কারণে তিনি ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি হচ্ছেন কোরিয়ার প্রথম ব্যক্তি যিনি এ পুরস্কার পেয়েছেন। ১৯৫৭ সালে রোমান ক্যাথলিক হন। কখনো কখনো তাকে এশিয়ার নেলসন ম্যান্ডেলা নামে ডাকা হয়। কেননা, ক্ষমতায় আরোহণ করতে তাকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে।

কিম দায়ে জং
김대중
金大中
কিম দায়ে জং: প্রারম্ভিক জীবন, রাজনীতিতে প্রবেশ, পুরস্কার ও সম্মাননা
দক্ষিণ কোরিয়ার ৮ম রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
২৫ ফেব্রুয়ারি, ১৯৯৮ – ২৪ ফেব্রুয়ারি, ২০০৩
প্রধানমন্ত্রীকিম জং পিল
পার্ক তাই জুন
লি হ্যান ডং
চ্যাং স্যাং
জিয়ন উন চার্ল
চ্যাং দায়ে হুয়ান
কিম সুক সু
পূর্বসূরীকিম ইয়াং স্যাম
উত্তরসূরীরোহ মু হিউয়ান
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৫-১২-০৩)৩ ডিসেম্বর ১৯২৫
হাউই-দো, সিনান, জিওলানাম-দো, জাপানি কোরিয়া
(এখন হাউই-দো, দক্ষিণ কোরিয়া)
মৃত্যু১৮ আগস্ট ২০০৯(2009-08-18) (বয়স ৮৩)
সিউল, দক্ষিণ কোরিয়া
জাতীয়তাদক্ষিণ কোরিয়ান
রাজনৈতিক দলমিলেনিয়াম ডেমোক্র্যাটিক (বর্তমানে ডেমোক্র্যাটিক ইউনাইটেড পার্টি)
দাম্পত্য সঙ্গীলি হুই হো
ধর্মরোমান ক্যাথলিক
স্বাক্ষরকিম দায়ে জং: প্রারম্ভিক জীবন, রাজনীতিতে প্রবেশ, পুরস্কার ও সম্মাননা
নোবেল শান্তি পুরস্কার (২০০০)

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন ছিলেন। তিনি কিম ইয়াং স্যামের স্থলাভিষিক্ত হন। দক্ষিণ কোরিয়ার উপকূলবর্তী দক্ষিণ জিওলা প্রদেশের হাউই-দো এলাকায় জন্মগ্রহণ করেন তিনি।

প্রারম্ভিক জীবন

কিম মনে করতেন যে তিনি ৬ জানুয়ারি, ১৯২৪ সালে জন্মগ্রহণ করেছেন। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে, জাপানী ঔপনিবেশিক শাসনামলকে দূরে সরিয়ে রাখতেই তার জন্ম তারিখ ৩ ডিসেম্বর, ১৯২৫ রাখা হয়েছে। তৎকালীন জিওলা প্রদেশের সিনান এলাকা ছিল তার জন্মস্থান; যা বর্তমানের জিওলানাম-দো শহর। মকপো কমার্শিয়াল হাই স্কুল থেকে শীর্ষস্থান অধিকার করে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। জাপান অধিগ্রহণকৃত কোরিয়ায় সামান্য একজন কেরাণী হয়ে জাপানী মালিকানাধীন জাহাজ কোম্পানী কাজ শুরু করেন। পরবর্তীকালে তিনি নিজেই এ প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ত্ব লাভ করেন এবং খুবই ধনী লোকে পরিণত হন। কোরিয়ার যুদ্ধের সময়কালে কমিউনিস্টদের হাতে আটক হয়েছিলেন তিনি।

রাজনীতিতে প্রবেশ

কিম দায়ে জং: প্রারম্ভিক জীবন, রাজনীতিতে প্রবেশ, পুরস্কার ও সম্মাননা 
১২ সেপ্টেম্বর ১৯৯৯, অকল্যান্ডে APEC সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে (বাম দিকে) শুভেচ্ছা জানাচ্ছেন জং

কোরিয়া প্রথম রাষ্ট্রপতি সিংমেন রি'র সরকার প্রশাসনে অংশগ্রহণের মাধ্যমে ১৯৫৪ সালে প্রথম কিম দায়ে জং রাজনীতিতে অংশগ্রহণ করেন। ১৯৬১ সালে জাতীয় পরিষদের সদস্যরূপে নির্বাচিত হলেও সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আরোহণকারী স্বৈরশাসক পার্ক চুং হি তার ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন বাতিল করে দেন। এছাড়াও, ১৯৬৩ এবং ১৯৬৭ সালেও ধারাবাহিকভাবে সংসদে প্রতিনিধিত্ব করলেও প্রত্যেকবারই বিরোধীদলের নেতার ভূমিকায় ছিলেন তিনি। ১৯৭১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে তিনি পার্ক চুং হিকে প্রায় পরাভূত করেছিলেন। কিন্তু বেশ কয়েকবার হাতকড়া পড়ায় ক্ষমতাসীন প্রার্থীকে পরাভূত করা সম্ভব হয়নি।

খুবই প্রথিতযশা বক্তা কিম তার স্বভাবসুলভ বাগ্মীতা প্রদর্শনের মাধ্যমে সমর্থকদেরকে আকৃষ্ট ও তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছিলেন। তার প্রতি ভোটারদের সমর্থনের প্রভাব পড়ে জিওলা অঞ্চলে। সেখানে তিনি অবিশ্বাস্যভাবে ৯৫% ভোট পেয়েছিলেন। শতাংশের বিচারে তা দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে অনতিক্রম্য দূরত্বে অবস্থান করেছে।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

Tags:

কিম দায়ে জং প্রারম্ভিক জীবনকিম দায়ে জং রাজনীতিতে প্রবেশকিম দায়ে জং পুরস্কার ও সম্মাননাকিম দায়ে জং তথ্যসূত্রকিম দায়ে জংen:Sunshine Policyএশিয়াকোরীয় ভাষাদক্ষিণ কোরিয়ানেলসন মান্ডেলানোবেল পুরস্কারপুরস্কাররাষ্ট্রপতিরোমান ক্যাথলিকশান্তিতে নোবেল পুরস্কার

🔥 Trending searches on Wiki বাংলা:

যিনাআইজাক নিউটনগুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২বাঙালি হিন্দু বিবাহকামরুল হাসানআনন্দবাজার পত্রিকাচর্যাপদমালদ্বীপতরমুজসূরা ক্বদরবাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলতাশাহহুদব্রাজিল জাতীয় ফুটবল দলদ্বিতীয় বিশ্বযুদ্ধমোবাইল ফোনডায়াজিপামহেপাটাইটিস বিবিশেষ্যসায়মা ওয়াজেদ পুতুলআমার সোনার বাংলাবৈজ্ঞানিক পদ্ধতিমুহাম্মদ ইউনূসবন্ধুত্বপূর্ণ সংখ্যা১৯৭১ বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডসেনেগালবেল (ফল)২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বইউটিউববৌদ্ধধর্মজলাতংকবাংলাদেশের সংস্কৃতিক্রিস্তিয়ানো রোনালদোইসলামজেলা প্রশাসকমাহিয়া মাহিরাশিয়াপ্রথম বিশ্বযুদ্ধখালিদ বিন ওয়ালিদজনি সিন্সশ্রীলঙ্কাটাইফয়েড জ্বরবাংলাদেশের শিক্ষামন্ত্রীআলহামদুলিল্লাহসৈয়দ মুজতবা আলীব্যাকটেরিয়াদর্শনবাংলাদেশ রেলওয়েমেটা প্ল্যাটফর্মসসুকান্ত ভট্টাচার্যমমতা বন্দ্যোপাধ্যায়কলমমহামৃত্যুঞ্জয় মন্ত্রহায়দ্রাবাদসরকারটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাজীববৈচিত্র্যজাতীয় গণহত্যা স্মরণ দিবসহায়দ্রাবাদ রাজ্যঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনখেজুরবাংলা একাডেমিপ্রাণ-আরএফএল গ্রুপজোট-নিরপেক্ষ আন্দোলনআসসালামু আলাইকুমবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়হৃৎপিণ্ডবিশ্ব থিয়েটার দিবসবিশ্ব ব্যাংকভৌগোলিক নির্দেশকমৌলিক পদার্থভাইরাসপাকিস্তানবায়ুদূষণডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রবাংলার ইতিহাসজান্নাতবাংলা লিপি🡆 More