৭ এপ্রিল: তারিখ

৭ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৭তম (অধিবর্ষে ৯৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৬৮ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  

ঘটনাবলী

  • ১৭২১ - রাশিয়ার সম্রাট পিটার কাবির সুইডেন দখলের জন্যে দেশটির উপর হামলা শুরু করে ।
  • ১৭৯৫ - ফ্রান্সে মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
  • ১৭৯৮ - তুরস্কের তৃতীয় সেলিম রাজসিংহাসনে অধিষ্ঠিত।
  • ১৮১৮ - ব্রিটিশ সরকার ‘বিনা বিচারে আটক’ আইন কার্যকর করে।
  • ১৯৩৭ - ইতালী আলবেনীয়া দখলের জন্যে হামলা শুরু করে।
  • ১৯৩৯ - ইতালির আলবেনিয়া দখল।
  • ১৯৪৮ - বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫৩ - সুইডেনের কূটনীতিক ডাক হামারস্কজোল্ট জাতিসংঘ মহাসচিব নিযুক্ত।
  • ১৯৫৬ - মরক্কোর স্বাধীনতা লাভ।
  • ১৯৭৩ - বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু।
  • ১৯৮২ - মেক্সিকোয় চিকোনল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দশ হাজার লোকের প্রাণহানি ঘটে।
  • ১৯৯৪ - বিক্ষুব্ধ সৈন্যরা রুয়ান্ডার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং ১১ জন বেলজীয় জাতিসংঘ সৈন্যকে হত্যা করে।
  • ১৯৯৫ - উপমহাদেশের ইতিহাসে বৃহত্তম চাঞ্চল্যকর যৌন কেলেঙ্কারির ঘটনায় ভারতের মহারাষ্ট্রে দুই কংগ্রেস দলীয় এমপি পণ্ডিত সাপকালে ও সঞ্চয় পাওয়ারকে দশ বছর করে কারাদণ্ড প্রদান।

জন্ম

  • ১৭৭০ - উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজ কবি। (মৃ.১৮৫০)
  • ১৭৭২ - শার্ল ফুরিয়ে, ফরাসি কল্পবাদী সমাজতন্ত্রী।
  • ১৮৮৯ - গ্যাব্রিয়েলা মিস্ত্রাল, ল্যাটিন আমেরিকার প্রসিদ্ধ কবি ও লেখক।(মৃ.১৯৫৭)
  • ১৮৯৫ - জার্মান অভিনেত্রী মারগারেটে শন।
  • ১৮৯৭ - তুলসী লাহিড়ী, নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার।(মৃ.১৯৫৯)
  • ১৯১১ - ফরাসি লেখক হেরভে বাযিন।
  • ১৯১৫ - পঙ্কজ দত্ত, বাঙালি চলচ্চিত্র সাংবাদিক।(মৃ.১৯৮৭)
  • ১৯২০ - রবি শংকর, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ।(মৃ.২০১২)
  • ১৯২৮ - অ্যালান জে পাকুলা, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৩৯ - ফ্রান্সিস ফোর্ড কপোলা, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৩৯ - ইংরেজ বিখ্যাত ইংরেজ সাংবাদিক, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব ডেভিড প্যারাডাইন ফ্রস্ট।
  • ১৯৪৪ - গেরহার্ট শ্রোডার, জার্মান রাজনীতিবিদ।
  • ১৯৫৪ - হংকং ভিত্তিক অভিনেতা, মার্শাল আর্টিস্ট, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার জ্যাকি চ্যান।
  • ১৯৬৪ - নিউজিল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক রাসেল আইরা ক্রো।
  • ১৯৭৩ - সাবেক ইতালিয়ান ফুটবলার মার্কো ডালভেকিও।
  • ১৯৮৩ - ফরাসি ফুটবলার ফ্রাঙ্ক বিলাল রিবেরি।
  • ১৯৮৭ - মার্টিন কাকেরেস, উরুগুয়ের ফুটবলার।
  • ১৯৯০ - রোমানিয়ান টেনিস খেলোয়াড় সরানা কিরস্টেয়া।
  • ১৯৯২ - এন্নিমেরা শিমেল, জার্মানীর ইসলাম বিশেষজ্ঞ।

মৃত্যু

দিবস, ছুটি ও অন্যান্য

Tags:

৭ এপ্রিল ঘটনাবলী৭ এপ্রিল জন্ম৭ এপ্রিল মৃত্যু৭ এপ্রিল দিবস, ছুটি ও অন্যান্য৭ এপ্রিলঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

কুমিল্লা জেলাসূর্যভারতীয় জনতা পার্টিজনগণমন-অধিনায়ক জয় হেরবীন্দ্রসঙ্গীতদারাজদেশ অনুযায়ী ইসলামচিরস্থায়ী বন্দোবস্তঅশ্বত্থদক্ষিণবঙ্গশিব নারায়ণ দাসশাহ জাহানআয়াতুল কুরসিবক্সারের যুদ্ধকোষ বিভাজনইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনসাদ্দাম হুসাইনফুসফুসআশালতা সেনগুপ্ত (প্রমিলা)শুক্র গ্রহবিদীপ্তা চক্রবর্তীসংস্কৃতিআরব লিগসতীদাহমৌলিক সংখ্যাজালাল উদ্দিন মুহাম্মদ রুমিক্যান্সারপর্তুগিজ ভারতদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাশীর্ষে নারী (যৌনাসন)বিভিন্ন দেশের মুদ্রাআন্তর্জাতিক শ্রমিক দিবসআরবি ভাষাবাস্তুতন্ত্রভূগোলপর্তুগিজ সাম্রাজ্যনিউটনের গতিসূত্রসমূহজিএসটি ভর্তি পরীক্ষামুস্তাফিজুর রহমানপানিপথের যুদ্ধচীনসূর্যগ্রহণকম্পিউটার কিবোর্ডঢাকা জেলাবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিমেষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)বাবরজান্নাতুল ফেরদৌস পিয়াবাংলাদেশের বিভাগসমূহবাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকার তালিকাতুলসীভারতের প্রধানমন্ত্রীদের তালিকামাহিয়া মাহিঢাকাজাতীয় সংসদশায়খ আহমাদুল্লাহব্যক্তিনিষ্ঠতাইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধআস-সাফাহবাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশের মন্ত্রিসভাআসিয়ানধানবিরাট কোহলিদাজ্জালশিববঙ্গভঙ্গ (১৯০৫)তুরস্কজগন্নাথ বিশ্ববিদ্যালয়গোপাল ভাঁড়হিন্দি ভাষাশাকিব খানকলকাতা নাইট রাইডার্সডায়াচৌম্বক পদার্থউদ্ভিদকোষআর্কিমিডিসের নীতিসংযুক্ত আরব আমিরাতবেনজীর আহমেদ🡆 More