পঙ্কজ দত্ত: চলচ্চিত্র সাংবাদিক

পঙ্কজ দত্ত (ইংরেজি: Pankaj Dutta) ( জন্ম- ৭ এপ্রিল, ১৯১৫ - মৃত্যু - ২৭ ফেব্রুয়ারি, ১৯৮৭) একজন খ্যাতনামা চলচ্চিত্র সাংবাদিক ।

পঙ্কজ দত্ত
জন্ম৭ এপ্রিল , ১৯১৫
মৃত্যু২৭ ফেব্রুয়ারি, ১৯৮৭ (বয়স ৭২)
কলকাতা
পেশাচলচ্চিত্র সাংবাদিক
পিতা-মাতাজ্যোতিষচন্দ্র দত্ত (পিতা)

সংক্ষিপ্ত জীবনী

পঙ্কজ দত্তের জন্ম দক্ষিণ ২৪ পরগণা জেলার বোড়ালে। পিতার নাম জ্যোতিষচন্দ্র দত্ত । ১৯৩২ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করার আগেই ১৯৩০ খ্রিস্টাব্দে অবনী বসু সম্পাদিত 'চিত্রপঞ্জী' পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে প্রবন্ধ লেখেন। ১৯৩১ - ৩২ খ্রিস্টাব্দে 'চিত্রলেখা' পত্রিকার সহযোগী সম্পাদক নিযুক্ত হন। ১৯৪১ খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকাগোষ্ঠীর সঙ্গে যোগ দেন। স্বাধীন প্রতিবেদক হিসাবে 'দেশ' পত্রিকায় 'রঙ্গজগৎ' বিভাগে লিখতেন। এই পত্রিকার 'পাঁচমিশেলি' বিভাগটির সূত্রপাত করেন 'শ্রীপঞ্চক' ছদ্মনামে । ১৯৫৬ খ্রিস্টাব্দে এই বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক হন। এই সময় বেনামে 'বেঙ্গল মোশন পিকচার্স জার্নাল' সম্পাদনা এবং 'গ্যালাক্সি' নামে চিত্রতারকাদের বিষয়ে একটি ইংরেজি গ্রন্থ প্রকাশ করেন। চলচ্চিত্র সমালোচনার এক ধারাও প্রবর্তন করেন তিনি 'শৌভিক' ছদ্মনামে । ১৯৪১ - ৪৬ খ্রিস্টাব্দে 'রক্সি' ও 'প্যারাডাইস' সিনেমার ম্যানেজার ও প্রচারসচিব এবং ১৯৪৬ - ৪৮ খ্রিস্টাব্দে ন্যাশনাল সাউন্ড স্টুডিয়োর ম্যানেজার এবং বেঙ্গল জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৮৭ খ্রিস্টাব্দে ২৭ শে ফেব্রুয়ারি ৭২ বৎসর বয়সে কলকাতার প্রয়াত হন ।

তথ্যসূত্র

Tags:

ইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

বিশেষ শাখা (বাংলাদেশ পুলিশ)ব্র্যাকএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলা সাহিত্যহুমায়ূন আহমেদমার্কিন যুক্তরাষ্ট্রপ্রেমালুইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাআবহাওয়াহোয়াটসঅ্যাপগণতন্ত্রনারীজরায়ুমুদ্রাবিমান বাংলাদেশ এয়ারলাইন্সবাংলাদেশের ইতিহাসঅসমাপ্ত আত্মজীবনীসংস্কৃত ভাষাপ্রাকৃতিক দুর্যোগসালমান শাহআর্দ্রতাবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলপর্যায় সারণিসিফিলিসদক্ষিণবঙ্গহরমোনবাংলাদেশের জাতিগোষ্ঠীডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসসতীদাহকবিতাবাসুকীঝড়জনগণমন-অধিনায়ক জয় হেওয়েবসাইটএ. পি. জে. আবদুল কালামসালমান বিন আবদুল আজিজমাদারীপুর জেলাফুটবললোহিত রক্তকণিকাইউক্রেনলালনমৌলিক সংখ্যাডায়াচৌম্বক পদার্থইতিহাসব্যাংকগোপালগঞ্জ জেলালোকসভামৃণালিনী দেবীপায়ুসঙ্গমজালাল উদ্দিন মুহাম্মদ রুমিব্যক্তিনিষ্ঠতাইতালিঅনাভেদী যৌনক্রিয়াকাতারকাজী নজরুল ইসলামসাহাবিদের তালিকাত্রিভুজহস্তমৈথুনমৌলিক পদার্থহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরতানজিন তিশাবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাকৃষ্ণচূড়াদর্শনআগলাবি রাজবংশসুকুমার রায়ইসলামি সহযোগিতা সংস্থাআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতারঙের তালিকাসজনেইউটিউবদীন-ই-ইলাহিআশালতা সেনগুপ্ত (প্রমিলা)শিবশাবনূরশিবা শানুলগইনগুগল🡆 More