৬ এপ্রিল: তারিখ

৬ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৬তম (অধিবর্ষে ৯৭তম) দিন। বছর শেষ হতে আরো ২৬৯ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  

ঘটনাবলী

  • ১৭১২ - নিউইয়র্কে নিগ্রো ক্রীতদাসরা শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে।
  • ১৭৯৩ - ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য ‘কমিটি অব পাবলিক সেফটি’ গঠিত হয়।
  • ১৮৭৬ - কলকাতা কর্পোরেশন অনুমোদিত হয়।
  • ১৮৯৬ - এথেন্সে আধুনিক অলিম্পিক ক্রীড়ার সূচনা হয়।
  • ১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৩০ - ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন। সকাল সাড়ে ৬টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন।
  • ১৯৪২ - জাপানি বিমান সর্বপ্রথম ভারতে বোমাবর্ষণ করে।
  • ১৯৪৮ - জিন্নাহর ঢাকা ত্যাগের পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে।
  • ১৯৬৬ - গণ দাবির মুখে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ বন্দি দশা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী কে মুক্তি দিতে বাধ্য হন।
  • ১৯৬৮ - জাতিগত সহিংসতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলিতে কয়েক ডজন মার্টিন লুথার রাজা হত্যায় জাতিগত দাঙ্গা তীব্রতাবৃদ্ধি পায়।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন
  • ১৯৮৬ - ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
  • ১৯৯২ - মুসলিম রাষ্ট্র বসনিয়া স্বাধীনতা লাভ করে।
  • ১৯৯৩ - মস্কোর ১৭০০ মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাটিতে মারাত্মক দুঘর্টনা ঘটে।
  • ২০০৮ - এই দিনে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৯০ রানে ভারতের বিপক্ষে জয়ী হয়।

জন্ম

  • ১৪৮৩ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী। (মৃ. ১৫২০)
  • ১৭৭৩ - স্কটিশ ইতিহাসবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক জেমস মিল।
  • ১৮১২ - রাশিয়ান দার্শনিক ও লেখক আলেকজান্ডার হারযেন।
  • ১৮২০ - ফরাসি ফটোগ্রাফার, সাংবাদিক ও লেখক নাডার।
  • ১৮২৬ - ফরাসি চিত্রকর ও শিক্ষাবিদ গুস্টাভে মরেয়াউ।
  • ১৮৪৯ - কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ আমীর আলী।(মৃ.১৯২৮)
  • ১৮৮৩ - চার্লি রবার্টস, ইংরেজ ফুটবলার। (মৃ. ১৯৩৯)
  • ১৮৮৬ - নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম।(মৃ.১৯৬৭)
  • ১৮৯০ - ডাচ প্রকৌশলী, ব্যবসায়ী ও ফকার বিমান প্রস্তুতকর্তা অ্যান্থনি ফকের।
  • ১৯০৪ - জার্মান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় চ্যান্সেলর কার্ট গেয়র্গ কিসিঙ্গের।
  • ১৯১১ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী ফিওডর ফেলিক্স কনরাড লাইনেন।
  • ১৯২০ - নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও শিক্ষাবিদ এডমন্ড এইচ. ফিসার।
  • ১৯২৮ - জেমস ওয়াটসন, মার্কিন আণবিক জীববিজ্ঞানী।
  • ১৯৩০ - ডেভ সেক্সটন, ইংরেজ ফুটবলার ও ফুটবল ম্যানেজার।
  • ১৯৩১ - সুচিত্রা সেন, ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ. ২০১৪)
  • ১৯৪২ - আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ব্যারি লেভিনসন।
  • ১৯৪৯ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ হরস্ট লুডউইগ স্টরমের।
  • ১৯৫৬ - সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ দিলীপ বলবন্ত ভেংসরকার।
  • ১৯৫৬ - মুদাসসর নজর, পাকিস্তানি ক্রিকেটার।
  • ১৯৬৩ - ইকুয়েডর রাজনীতিবিদ ও ৫৪ তম প্রেসিডেন্ট রাফায়েল কররেয়া।
  • ১৯৬৯ - আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পল রুড।
  • ১৯৭8 - রাশিয়ান ফুটবলার ইগর সেমশভ।
  • ১৯৮৩ - জাপানি ফুটবলার মিটসুরু নাকাটা।
  • ১৯৮৫ - লিয়াম প্লাঙ্কেট, ইংরেজ ক্রিকেটার।

মৃত্যু

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

৬ এপ্রিল ঘটনাবলী৬ এপ্রিল জন্ম৬ এপ্রিল মৃত্যু৬ এপ্রিল ছুটি ও অন্যান্য৬ এপ্রিল বহিঃসংযোগ৬ এপ্রিলঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

সাকিব আল হাসানশিয়া ইসলামজাতীয় স্মৃতিসৌধমহাভারতঅর্থনৈতিক ব্যবস্থাপ্রাক-ইসলামি আরবঢাকা মেট্রোরেলকিশোরগঞ্জ জেলামেহজাবীন চৌধুরীবীর্যজাতীয় সংসদের স্পিকারদের তালিকাচিয়া বীজবঙ্গভঙ্গ (১৯০৫)সাপমক্কাদুধসৌরজগৎবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দিল্লী সালতানাতবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশের ইউনিয়নের তালিকাপানিপথের প্রথম যুদ্ধবহুব্রীহি সমাসবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাবিরাট কোহলিক্রিকেটহেপাটাইটিস বিযুক্তরাজ্যবর্তমান (দৈনিক পত্রিকা)কাদারিয়াবৃহত্তম মরুভূমির তালিকাবঙ্গভঙ্গ আন্দোলনজগদীশ চন্দ্র বসু২০২৪ কোপা আমেরিকা২০২৬ ফিফা বিশ্বকাপজায়েদ খান (বাংলাদেশী অভিনেতা)ব্রাহ্মণবাড়িয়া জেলাবাংলাদেশ জাতীয়তাবাদী দলযোনিসমাজসেবা অধিদফতরবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিখারিজিকক্সবাজারজান্নাতহুমায়ূন আহমেদবেনজীর আহমেদবৃষ্টিময়মনসিংহ বিভাগসিন্ধু সভ্যতাপথের পাঁচালীতামান্না ভাটিয়াসানি লিওনহনুমান জয়ন্তীপ্রথম বিশ্বযুদ্ধের কারণকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টধর্মীয় জনসংখ্যার তালিকাকুয়েততারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়সিলেট বিভাগবাংলাদেশের শিক্ষামন্ত্রীহার্নিয়াজলবায়ু পরিবর্তনের রাজনীতিবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাফিলিস্তিনপ্রথম বিশ্বযুদ্ধরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরপুলিশমুহাম্মাদের বংশধারামৌলিক পদার্থইনডেমনিটি অধ্যাদেশবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাপেশাশনি (দেবতা)লালনপ্লাস্টিক দূষণপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকাবিসমিল্লাহির রাহমানির রাহিমতৃণমূল কংগ্রেস🡆 More