ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল),যা স্পন্সরজনিত কারণে আনুষ্ঠানিক ভাবে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নামে পরিচিত, হচ্ছে ভারতের একটি প্রতিযোগিতামূলক টুয়েন্টি২০ ক্রিকেট লিগ। এটি প্রতি বছর সাধারণত এপ্রিল ও মে মাসে ভারতের কয়েকটি নির্দিষ্ট শহর এবং রাজ্যের প্রতিনিধিত্বকারী দলের মধ্যে আয়োজিত হয়। এই লিগটি ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) কর্তৃক প্রতিষ্ঠা লাভ করেছিল। এই লিগের প্রতিষ্ঠাতা ও সাবেক কমিশনার ললিত মোদীকে এই লিগের উদ্ভাবক হিসেবে বিবেচনা করা হয়। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামে আইপিএলের একটি একচেটিয়া অবস্থান রয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
অফিসিয়াল লোগো
দেশইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারত
ব্যবস্থাপকভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
খেলার ধরনটুয়েন্টি২০
প্রথম টুর্নামেন্ট২০০৮
শেষ টুর্নামেন্ট২০২৩
পরবর্তী টুর্নামেন্ট২০২৪
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড-রবিন এবং প্লেঅফস
দলের সংখ্যা১০
বর্তমান চ্যাম্পিয়নচেন্নাই সুপার কিংস (৫ম শিরোপা)
সর্বাধিক সফলমুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস (৫টি শিরোপা)
সর্বাধিক রানবিরাট কোহলি (৭,২৬৩)
সর্বাধিক উইকেটযুজবেন্দ্র চাহাল (১৮৭)
টিভিসম্প্রচারকারীর তালিকা
ওয়েবসাইটwww.iplt20.com
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
আসরসমূহ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
টাটা আইপিএল ট্রফি

আইপিএল হচ্ছে বিশ্বের সর্বাধিক দেখা ক্রিকেট লিগ এবং ২০১৪ সালে সকল ক্রীড়া লিগের মধ্যে গড় উপস্থিতি অনুযায়ী এটি ৬ষ্ঠ স্থান অর্জন করেছিল। ২০১০ সালে, আইপিএল ইউটিউবে সরাসরি সম্প্রচারকারী বিশ্বের প্রথম ক্রীড়া অনুষ্ঠানে পরিণত হয়। ডাফ অ্যান্ড ফেলপসের মতে, ২০১৮ সালে আইপিএলের মূল্য ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার ছিল। বিসিসিআই অনুসারে ২০১৫ সালের আইপিএল ভারতের অর্থনীতির জিডিপিতে ১১.৫ বিলিয়ন ভারতীয় রুপি (১৮২ মিলিয়ন মার্কিন ডলার) অবদান রেখেছিল।

এপর্যন্ত আইপিএল প্রতিযোগিতার ১৬টি মরশুম আয়োজিত হয়েছে। আইপিএলের বর্তমান শিরোপাধারী দল হল চেন্নাই সুপার কিংস যারা সর্বশেষ ২০২৩ মৌসুমে শিরোপাটি জয়লাভ করেছিল। এই প্রতিযোগিতার সফলতম দল হল চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স, যারা সর্বমোট ৫ বার শিরোপা জয়লাভ করেছে।

ইতিহাস।

২০০৭ সালে জি এন্টারটেইনমেন্ট উদ্যোগে ও অর্থায়নে ইণ্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) নামে একটি টুর্নামেন্ট চালু হয়,যা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা স্বীকৃত প্রতিযোগিতা ছিল না। আইসিএলে যোগদান করা থেকে খেলোয়াড়দের প্রতিহত করার জন্য বিসিসিআই তাদের নিজস্ব ঘরোয়া প্রতিযোগিতার পুরস্কার মূল্য বৃদ্ধি করে এবং আইসিএলকে একটি "নিষিদ্ধ লিগ" এবং আইসিএলে যোগদান করা খেলোয়াড়দের আজীবন নিষিদ্ধ ঘোষণা করে।

ব্যবসায়ী এবং ক্রিকেট নির্বাহী পরিচালক ললিত মোদী একটি একটি নতুন টি-২০ প্রতিযোগিতা শুরু করার ধারণা প্রদান করেন, যা ভারতীয় ক্রিকেট লিগের (আইসিএল) প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০০৮ সালের এর শুরুর দিকে বিসিসিআই একটি নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঘোষণা করে, যা ক্রিকেটবিশ্বে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগের সূচনা ঘটায়।

সম্প্রসারণ

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের একটি সংখ্যক অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) , দক্ষিণ আফ্রিকার এসএ২০ , সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি২০ (আইএলটি২০) এবং মার্কিন যুক্তরাষ্ট্র-এর মেজর লীগ ক্রিকেট (এমএলসি) এর মতো দলগুলিকে অধিগ্রহণ করে তাদের ব্যবসা সম্প্রসারিত করেছে । দলগুলিকে তাদের অভিভাবক আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির অনুরূপ নাম দিয়ে ব্র্যান্ড করা হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এসএ২০ আইএলটি২০ এমএলসি
চেন্নাই সুপার কিংস জোবার্গ সুপার কিংস টেক্সাস সুপার কিংস
দিল্লি ক্যাপিটালস প্রিটোরিয়া ক্যাপিটালস দুবাই ক্যাপিটালস
গুজরাট টাইটানস
কলকাতা নাইট রাইডার্স ত্রিনবাগো নাইট রাইডার্স আবুধাবি নাইট রাইডার্স লস এঞ্জেলেস নাইট রাইডার্স
লখনউ সুপার জায়ান্টস ডারবানের সুপার জায়ান্টস
মুম্বাই ইন্ডিয়ান্স এমআই কেপ টাউন এমআই এমিরেটস এমআই নিউইয়র্ক
পাঞ্জাব কিংস সেন্ট লুসিয়া কিংস
রাজস্থান রয়্যালস বার্বাডোজ রয়্যালস পার্ল রয়্যালস
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স ইস্টার্ন কেপ

সংগঠন

আইপিএল পরিচালনা পরিষদ

  • অরুণ সিং ধুমাল , চেয়ারম্যান ( হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমল-এর পুত্র )
  • জয় শাহ , সচিব , বিসিসিআই ( গৃহ মন্ত্রী অমিত শাহ-এর পুত্র )
  • আশীষ শেলার , কোষাধক্ষ্য ,বিসিসিআই ( মুম্বাই বান্দ্রা কেন্দ্রের বিধায়ক )
  • অভিষেক ডালমিয়া , সদস্য
  • প্রজ্ঞান ওঝা , ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি
  • অলকা রেহানি ভরদ্বাজ , ভারতের কম্পট্রোলার এবং অডিটর জেনারেল মনোনীত

প্রতিযোগিতার ধরণ

বর্তমানে দশটি দল আইপিএলে অংশগ্রহণ করে। প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার করে অর্থাৎ একবার নিজেদের মাঠে এবং একবার প্রতিপক্ষের মাঠে ডাবল রাউন্ড-রবিন প্রতিযোগিতা অনুসারে খেলে থাকে। লিগ পর্যায় শেষে শীর্ষ চার দল প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করে। পয়েন্টতালিকার শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচ খেলে এবং বিজয়ী দল সরাসরি ফাইনালে চলে যায়। পয়েন্টতালিকার ৩য় ও ৪র্থ স্থানাধিকারী দল এলিমিনেটর ম্যাচ খেলে। পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এবং বিজয়ী দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচে পরাজিত দলের সাথে দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচ খেলে। দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচে বিজয়ী দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচে জয়ী দলের সাথে ফাইনাল খেলে এবং পরাজিত দল ৩য় স্থান অর্জন করে।

খেলোয়াড়দের বেতন

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ এটি। এমনকি সবধরনের খেলা মিলিয়েও এটি অন্যতম ধনকুবের লিগ। মাত্র ২ মাসের লিগ হলেও এখানে খেলোয়াড়েরা বার্ষিক গড়ে ৫.২ - ৫.৪ মিলিয়ন ডলার বেতন পান,যা ইউরোপীয় প্রথম সারির ফুটবল লিগের দলগুলির সমতুল্য।

সম্প্রচার স্বত্ব

২০০৮ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টিভি স্বত্ব ৬ হাজার ৫৭৯ কোটি রুপিতে ১০ বছরের জন্য কিনে নেয় সনি। সেই চুক্তি সমাপ্তির পর মুম্বাইয়ে নতুন নিলামে সনিকে হারিয়ে লিগের স্বত্ব ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরবর্তী পাঁচ বছরের জন্য স্বত্ব কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া। এ জন্য তাদের খরচ করতে হচ্ছে ১৬ হাজার ৩৪৭ কোটি রুপি। অর্থাৎ প্রতিটি ম্যাচ টিভিতে দেখাতে ৫৫ কোটি রুপি।

দলসমূহ

বর্তমান দলসমূহ

দল শহর নিজস্ব মাঠ অভিষেক বর্তমান প্রধান কোচ ব্যাটিং কোচ বোলিং কোচ বর্তমান অধিনায়ক
চেন্নাই সুপার কিংস চেন্নাই, তামিলনাড়ু এম. এ. চিদম্বরম স্টেডিয়াম ২০০৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  স্টিফেন ফ্লেমিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মাইকেল হাসি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ডোয়েন ব্র্যাভো রুতুরাজ গায়কোয়াড়
দিল্লি ক্যাপিটালস দিল্লি, এনসিআর অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম ২০০৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  রিকি পন্টিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  প্রবীণ আম্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  জেমস হোপস ঋষভ পন্ত
গুজরাত টাইটান্স আহমেদাবাদ, গুজরাত নরেন্দ্র মোদী স্টেডিয়াম ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  আশীষ নেহরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  গ্যারি কার্স্টেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  আশীষ নেহরা শুভমান গিল
কলকাতা নাইট রাইডার্স কলকাতা, পশ্চিমবঙ্গ ইডেন গার্ডেন্স ২০০৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  চন্দ্রকান্ত পণ্ডিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  জেমস ফস্টার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ভরত অরুণ শ্রেয়াস আইয়ার
লখনউ সুপার জায়ান্টস লখনউ, উত্তরপ্রদেশ ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  জাস্টিন ল্যাঙ্গার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  শ্রীধরন শ্রীরাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মরনে মরকেল কে এল রাহুল
মুম্বই ইন্ডিয়ান্স মুম্বই, মহারাষ্ট্র ওয়াংখেড়ে স্টেডিয়াম ২০০৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মার্ক বাউচার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  কিরণ পোলার্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  লাসিথ মালিঙ্গা হার্দিক পাণ্ড্য
পাঞ্জাব কিংস মোহালি, পাঞ্জাব পাঞ্জাব স্টেডিয়াম ২০০৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ট্রেভর বেলিস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ওয়াসিম জাফর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  চার্ল ল্যাঙ্গেভ্যাল্ট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  সুনীল জোশী

শিখর ধাওয়ান
রাজস্থান রয়্যালস জয়পুর, রাজস্থান সয়াই মানসিং স্টেডিয়াম ২০০৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  কুমার সাঙ্গাকারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  রিচার্ড দাস নেভেস সঞ্জু স্যামসন
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বেঙ্গালুরু, কর্ণাটক এম. চিন্নাস্বামী স্টেডিয়াম ২০০৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  অ্যান্ডি ফ্লাওয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  অ্যাডাম গ্রিফিথ ফাফ দু প্লেসিস
সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ, তেলেঙ্গানা রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ড্যানিয়েল ভেট্টোরি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  হেমাঙ্গ বাদানি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ডেল স্টেইন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মুত্তিয়া মুরালিধরন

প্যাট কামিন্স

প্রাক্তন দল

দল শহর নিজস্ব মাঠ অভিষেক বিলুপ্ত
ডেকান চার্জার্স হায়দ্রাবাদ, তেলেঙ্গানা রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ২০০৮ ২০১২
গুজরাত লায়ন্স রাজকোট, গুজরাত সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়াম ২০১৬ ২০১৭
কোচি টাস্কার্স কেরালা কোচি, কেরল জওহরলাল নেহেরু স্টেডিয়াম ২০১১ ২০১১
পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া পুনে, মহারাষ্ট্র মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ২০১১ ২০১৩
রাইসিং পুনে সুপারজায়ান্টস পুনে, মহারাষ্ট্র মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ২০১৬ ২০১৭

টুর্নামেন্ট মৌসুম এবং ফলাফল

মৌসুম ফলাফল

আইপিএল মৌসুম ফলাফল
মৌসুম ফাইনাল ফাইনালের মাঠ দলের
সংখ্যা
টুর্নামেন্টসেরা খেলোয়াড়
বিজয়ী জয়ের পার্থক্য রানার-আপ
২০০৮
বিস্তারিত
রাজস্থান রয়্যালস
১৬৪/৭ (২০ ওভার)
৩ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
চেন্নাই সুপার কিংস
১৬৩/৫ (২০ ওভার)
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  শেন ওয়াটসন (রাজস্থান রয়্যালস)
২০০৯
বিস্তারিত
ডেকান চার্জার্স
১৪৩/৬ (২০ ওভার)
৬ রানে জয়ী
(স্কোরবোর্ড)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
১৩৭/৯ (২০ ওভার)
ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ
(দক্ষিণ আফ্রিকা)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  অ্যাডাম গিলক্রিস্ট (ডেকান চার্জার্স)
২০১০
বিস্তারিত
চেন্নাই সুপার কিংস
১৬৮/৫ (২০ ওভার)
২২ রানে জয়ী
(স্কোরবোর্ড)
মুম্বই ইন্ডিয়ান্স
১৪৬/৯ (২০ ওভার)
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  শচীন তেন্ডুলকর (মুম্বই ইন্ডিয়ান্স)
২০১১
বিস্তারিত
চেন্নাই সুপার কিংস২০৫/৫ (২০ ওভার) ৫৮ রানে জয়ী
(স্কোরবোর্ড)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
১৪৭/৮ (২০ ওভার)
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই ১০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
২০১২
বিস্তারিত
কলকাতা নাইট রাইডার্স
১৯২/৫ (১৯.৪ ওভার)
৫ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
চেন্নাই সুপার কিংস (স্থা)
১৯০/৩ (২০ ওভার)
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  সুনীল নারাইন (কলকাতা নাইট রাইডার্স)
২০১৩
বিস্তারিত
মুম্বই ইন্ডিয়ান্স
১৪৮/৯ (২০ ওভার)
২৩ রানে জয়ী
(স্কোরবোর্ড)
চেন্নাই সুপার কিংস
১২৫/৯ (২০ ওভার)
ইডেন গার্ডেন্স, কলকাতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  শেন ওয়াটসন (চেন্নাই সুপার কিংস)
২০১৪
বিস্তারিত
কলকাতা নাইট রাইডার্স
২০০/৭ (১৯.৩ ওভার)
৩ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
পাঞ্জাব কিংস
১৯৯/৪ (২০ ওভার)
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  গ্লেন ম্যাক্সওয়েল (পাঞ্জাব কিংস)
২০১৫
বিস্তারিত
মুম্বই ইন্ডিয়ান্স
২০২/৫ (২০ ওভার)
৪১ রানে জয়ী
(স্কোরবোর্ড)
চেন্নাই সুপার কিংস
১৬১/৮ (২০ ওভার)
ইডেন গার্ডেন্স, কলকাতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)
২০১৬
বিস্তারিত
সানরাইজার্স হায়দ্রাবাদ
২০৮/৭ (২০ ওভার)
৮ রানে জয়ী
(স্কোরবোর্ড)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
২০০/৭ (২০ ওভার)
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
২০১৭
বিস্তারিত
মুম্বই ইন্ডিয়ান্স
১২৯/৮ (২০ ওভার)
১ রানে জয়ী
(স্কোরবোর্ড)
রাইসিং পুনে সুপারজায়ান্টস
১২৮/৬ (২০ ওভার)
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  বেন স্টোকস (রাইসিং পুনে সুপারজায়ান্টস)
২০১৮
বিস্তারিত
চেন্নাই সুপার কিংস
১৮১/২ (১৮.৩ ওভার)
৮ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
সানরাইজার্স হায়দ্রাবাদ
১৭৮/৬ (২০ ওভার)
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  সুনীল নারাইন (কলকাতা নাইট রাইডার্স)
২০১৯
বিস্তারিত
মুম্বই ইন্ডিয়ান্স
১৪৯/৮ (২০ ওভার)
১ রানে জয়ী
(স্কোরবোর্ড)
চেন্নাই সুপার কিংস
১৪৮/৭ (২০ ওভার)
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)
২০২০
বিস্তারিত
মুম্বই ইন্ডিয়ান্স
১৫৭/৫ (১৮.৪ ওভার)
৫ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
দিল্লি ক্যাপিটালস
১৫৬/৭ (২০ ওভার)
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  জোফ্রা আর্চার (রাজস্থান রয়্যালস)
২০২১
বিস্তারিত
চেন্নাই সুপার কিংস
১৯২/৩ (২০ ওভার)
২৭ রানে জয়ী
(স্কোরবোর্ড)
কলকাতা নাইট রাইডার্স
১৬৫/৯ (২০ ওভার)
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  হার্শাল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
২০২২
বিস্তারিত
গুজরাত টাইটান্স
১৩৩/৩ (১৮.১ ওভার)
৭ উইকেটে জয়ী
(স্কোরবোর্ড)
রাজস্থান রয়্যালস
১৩০/৯ (২০ ওভার)
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ ১০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  জস বাটলার (রাজস্থান রয়্যালস)

মৌসুম অনুযায়ী দলের ফলাফল

মৌসুম ও দলের সংখ্যা ফাইনাল অংশগ্রহণ প্লেঅফ অংশগ্রহণ ২০০৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৮)
২০০৯
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৮)
২০১০
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৮)
২০১১
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(১০)
২০১২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৯)
২০১৩
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৯)
২০১৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৮)
২০১৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৮)
২০১৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৮)
২০১৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৮)
২০১৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৮)
২০১৯
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৮)
২০২০
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৮)
২০২১
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(৮)
২০২২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 
(১০)
বর্তমান দল
চেন্নাই সুপার কিংস ১০ ২য় সেমি ১ম ১ম ২য় ২য় ৩য় ২য় নিষিদ্ধ ১ম ২য় ৭ম ১ম ৯ম
মুম্বই ইন্ডিয়ান্স ৫ম ৭ম ২য় ৩য় ৪র্থ ১ম ৪র্থ ১ম ৫ম ১ম ৫ম ১ম ১ম ৫ম ১০ম
কলকাতা নাইট রাইডার্স ৬ষ্ঠ ৮ম ৬ষ্ঠ ৪র্থ ১ম ৭ম ১ম ৫ম ৪র্থ ৩য় ৩য় ৫ম ৫ম ২য় ৭ম
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ম ২য় ৩য় ২য় ৫ম ৫ম ৭ম ৩য় ২য় ৮ম ৬ষ্ঠ ৮ম ৪র্থ ৪র্থ ৩য়
সানরাইজার্স হায়দ্রাবাদ দল বিদ্যমান ছিল না ৪র্থ ৬ষ্ঠ ৬ষ্ঠ ১ম ৪র্থ ২য় ৪র্থ ৩য় ৮ম ৮ম
দিল্লি ক্যাপিটালস সেমি সেমি ৫ম ১০ম ৩য় ৯ম ৮ম ৭ম ৬ষ্ঠ ৬ষ্ঠ ৮ম ৩য় ২য় ৩য় ৫ম
রাজস্থান রয়্যালস ১ম ৬ষ্ঠ ৭ম ৬ষ্ঠ ৭ম ৩য় ৫ম ৪র্থ নিষিদ্ধ ৪র্থ ৭ম ৮ম ৭ম ২য়
পাঞ্জাব কিংস সেমি ৫ম ৮ম ৫ম ৬ষ্ঠ ৬ষ্ঠ ২য় ৮ম ৮ম ৫ম ৭ম ৬ষ্ঠ ৬ষ্ঠ ৬ষ্ঠ ৬ষ্ঠ
গুজরাত টাইটান্স দল বিদ্যমান ছিল না ১ম
লখনউ সুপার জায়ান্টস দল বিদ্যমান ছিল না ৪র্থ
বিলুপ্ত দল
ডেকান চার্জার্স ৮ম ১ম ৪র্থ ৭ম ৮ম দল বিলুপ্ত
রাইসিং পুনে সুপারজায়ান্টস দল বিদ্যমান ছিল না ৭ম ২য় দল বিলুপ্ত
পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া দল বিদ্যমান ছিল না ৯ম ৯ম ৮ম দল বিলুপ্ত
গুজরাত লায়ন্স দল বিদ্যমান ছিল না ৩য় ৭ম দল বিলুপ্ত
কোচি টাস্কার্স কেরালা দল বিদ্যমান ছিল না ৮ম দল বিলুপ্ত

বর্তমানে বিদ্যমান নয়।

প্রতি দল ১৪টি করে গ্রুপ ম্যাচ খেলে। পরিসংখ্যান অনুযায়ী ৪ ম্যাচে ২টি, ৭ ম্যাচে ৪টি, ১১ ম্যাচে ৬টি ও ১৪ ম্যাচে ৮টি জয় পেলে প্লে-অফ যাবার লক্ষ্য স্থির থাকে।

পুরস্কার

অরেঞ্জ ক্যাপ

একক মরশুমে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই পুরস্কার পান। বর্তমান জয়ী জস বাটলার। (২০২২)

পার্পেল ক্যাপ

একক মরশুমে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী এই পুরস্কার পান। বর্তমান জয়ী যুজবেন্দ্র চাহাল। (২০২২)

সর্বাধিক ছক্কা

একক মরশুমে সর্বাধিক ছক্কা হাকানোর পুরস্কার পান। বর্তমান জয়ী লোকেশ রাহুল (২০২১)

সম্প্রচারক

বছর সম্প্রচারক
২০০৮-২০১৭ সনি সিক্স
২০১৮-বর্তমান স্টার স্পোর্টস
টি স্পোর্টস (বাংলাদেশ)

ভারতীয় প্রতিভা

এই টুর্নামেন্ট বহু তরুণ ভারতীয় প্রতিভা তুলে এনেছে। ভারতীয় খেলোয়াড়ের মধ্যে সাম্প্রতিক দলবিন্যাসে তার তুলনা নিম্নরূপ : (৪ কোটির কম মূল্য কিন্তু ভালো প্রদর্শনের গাঢ় করে দেখানো হলো )

বাটসমেন

দল ওপেনার বাঁ হাতি ব্যাট্সমেন ডান হাতি ব্যাট্সমেন উইকেটকিপার বাটসমেন অলরাউন্ডার
মুম্বই রোহিত শর্মা তিলক বর্মা সূর্যকুমার যাদব ইশান কিষাণ হার্দিক পাণ্ড্য
চেন্নাই রতুরাজ গায়কোয়াদ শিবম দুবে মহেন্দ্র সিং ধোনি শার্দুল ঠাকুর
হায়দ্রাবাদ রাহুল ত্রিপাঠি অভিষেক শর্মা
ব্যাঙ্গালোর বিরাট কোহলি রজত পাতিদার দিনেশ কার্তিক
কলকাতা ভেঙ্কটেশ আইয়ার রিংকু সিং শ্রেয়াস আয়ার নিতিশ রানা

রমনদীপ সিং

দিল্লি পৃথ্বী শ ঋষভ পন্ত
পাঞ্জাব প্রভসিমরন সিং শিখর ধাওয়ান জিতেশ শর্মা -
রাজস্থান যশস্বী জয়সওয়াল সঞ্জু স্যামসন -
লখনউ লোকেশ রাহুল দেবদূত পাদিক্কাল দীপক হুদা
গুজরাত শুভমান গিল সাই সুদর্শন

রাহুল তেবাতিয়া

অভিনব মনোহর

বিজয় শঙ্কর

ঋদ্ধিমান সাহা

বোলার ও ফিল্ডার

দল উইকেটকিপার বাঁ হাতি অথোডোক্স অফ স্পিনার লেগ স্পিনার ডান হাতি পেসার বাম হাতি পেসার
মুম্বই কুমার কার্তিকেয় (মপ্র) পিযুষ চাওলা জসপ্রীত বুমরাহ
চেন্নাই রবীন্দ্র জাদেজা (সৌ) দীপক চাহার (রা),

তুষার দেশপাণ্ডে (মুম),

মুকেশ চৌধুরী (মহা),
হায়দ্রাবাদ ভুবনেশ্বর কুমার (উপ)

উমরান মালিক (জক)

জয়দেব উনাদকট
ব্যাঙ্গালোর অনুজ রাউত কর্ণ শর্মা মোহাম্মদ সিরাজ (হায়) যশ দয়াল
কলকাতা কে এস ভারত বরুন চক্রবর্তী (তা),

সুয়শ শর্মা

হর্ষিত রানা চেতন সাকারিয়া (সৌ)
দিল্লি অক্ষর প্যাটেল (গুজ) কুলদীপ যাদব (উপ) মুকেশ কুমার খলিল আহমেদ (রাজ)
পাঞ্জাব হারপ্রীত ব্রার (পা) রাহুল চাহার হার্শাল প্যাটেল (হরি) আর্শদীপ সিং (পা)
রাজস্থান ধ্রুব জুরেল - রবিচন্দ্রন অশ্বিন (তামি) যুজবেন্দ্র চাহাল (হরি) প্রসিধ কৃষ্ণা

আভেশ খান (মপ্র)

লখনউ ক্রুনাল পাণ্ড্য (বরদা) কৃষ্ণাপ্পা গৌতম (কর্ণা) রবি বিষ্ণুই (রাজ) যশ ঠাকুর
গুজরাত মোহাম্মদ শামি (বা)

উমেশ যাদব

মোহিত শর্মা

বিদেশী সফল তারকা

দল ওপেনার বাঁ হাতি ব্যাট্সমেন ডান হাতি ব্যাট্সমেন উইকেটকিপার পেসার অলরাউন্ডার স্পিনার অলরাউন্ডার স্পিনার পেসার
মুম্বই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ডেওয়াল্ড ব্রেভিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  টিম ডেভিড

- - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  জোফ্রা আর্চার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ঝাই রিচার্ডসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  জেসন বেহরেনডর্ফ

চেন্নাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ডেভন কনওয়ে - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ড্যারিল মিচেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মঈন আলী,

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  রচিন রবীন্দ্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মিচেল স্যান্টনার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মহেশ থিকসেনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মুস্তাফিজুর রহমান,

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মাথিশা পাথিরানা

হায়দ্রাবাদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  এইডেন মার্করাম - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মার্কো জ্যানসেন
ব্যাঙ্গালোর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ফাফ দু প্লেসিস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  গ্লেন ম্যাক্সওয়েল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ক্যামেরন গ্রীন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  আলজারি জোসেফ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  লকি ফার্গুসন

কলকাতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  আন্দ্রে রাসেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  সুনীল নারাইন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মিচেল স্টার্ক
দিল্লি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ডেভিড ওয়ার্নার - - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মিচেল মার্শ - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  অ্যানরিখ নরকিয়া
পাঞ্জাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  লিয়াম লিভিংস্টোন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ভানুকা রাজাপক্ষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  স্যাম কারেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  কাগিসো রাবাদা
রাজস্থান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  জস বাটলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  শিমরন হেটমায়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  রভম্যান পাওয়েল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  জেসন হোল্ডার - - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ট্রেন্ট বোল্ট
লখনউ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  কুইন্টন ডি কক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  নিকোলাস পুরাণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  মার্কাস স্টইনিস
গুজরাত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ডেভিড মিলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ম্যাথু ওয়েড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  আজমাতুল্লাহ ওমরজাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  রশীদ খান

মূল্যবান বিফল তারকা

সাম্প্রতিক দলবিন্যাসে মূল্য ৪ কোটির বেশি কিন্তু ভালো খেলোয়াড়ি প্রদর্শনে বার্থ খেলোয়াড়গণ :

দল ওপেনার বাঁ হাতি ব্যাট্সমেন ডান হাতি ব্যাট্সমেন উইকেটকিপার পেসার অলরাউন্ডার স্পিনার অলরাউন্ডার স্পিনার পেসার
মুম্বই - - - - -
চেন্নাই শার্দুল ঠাকুর -
হায়দ্রাবাদ আব্দুল সামাদ -
ব্যাঙ্গালোর দিনেশ কার্তিক -
কলকাতা ভেঙ্কটেশ আইয়ার - - বরুন চক্রবর্তী
দিল্লি পৃথ্বী শ - - - খলিল আহমেদ
পাঞ্জাব - শাহরুখ খান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  জনি বেয়ারস্টো -
রাজস্থান - - -
লখনউ মার্ক উড
গুজরাত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  কেন উইলিয়ামসন

সুলভ বিফল তারকা

সাম্প্রতিক দলবিন্যাসে মূল্য ২ কোটির কম কিন্তু ভালো খেলোয়াড়ি প্রদর্শনে বার্থ খেলোয়াড়গণ

দল ওপেনার বাঁ হাতি ব্যাট্সমেন ডান হাতি ব্যাট্সমেন উইকেটকিপার পেসার অলরাউন্ডার স্পিনার অলরাউন্ডার স্পিনার পেসার
মুম্বই - - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ট্রিস্টান স্টাবস হৃতিক শোকিন -
চেন্নাই - - - - রাজবর্ধন হাঙ্গারগেকার (মহা)
হায়দ্রাবাদ - - - - - -
ব্যাঙ্গালোর - সুয়শ প্রভুদেসাই সিদ্ধার্থ কৌল

আকাশ দীপ

কলকাতা - - -
দিল্লি - সরফরাজ খান

মনিশ পাণ্ডে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  ফিল সল্ট - -
পাঞ্জাব রাজ্ বাওয়া প্রভসিমরান সিং হারপ্রীত ব্রার -
রাজস্থান - - -
লখনউ
গুজরাত বিজয় শঙ্কর জয়ন্ত যাদব

সঞ্চিত তারকা

সাম্প্রতিক দলবিন্যাসে মূল্য ১ কোটির বেশি কিন্তু দলে ব্যবহৃত হয়নি বা সুযোগ পাননি খেলোয়াড়গণ :

দল ওপেনার বাঁ হাতি ব্যাট্সমেন ডান হাতি ব্যাট্সমেন উইকেটকিপার পেসার অলরাউন্ডার স্পিনার অলরাউন্ডার স্পিনার পেসার
মুম্বই - -
চেন্নাই আম্বতি রায়ডু - - -
হায়দ্রাবাদ - - এইডেন মার্করাম গ্লেন ফিলিপস -
ব্যাঙ্গালোর মহিপাল লোমরোর - ফিন আলীন

অনুজ রাওয়াত

কলকাতা শ্রেয়াস আইয়ার - হর্ষিত রানা
দিল্লি রাইলি রুশো ঋষভ পন্ত - লুঙ্গি এনগিডি
পাঞ্জাব - - - নাথান এলিস
রাজস্থান - - -
লখনউ
গুজরাত

ম্যাচ পরিচালক

আইসিসি’র সেরা আম্পায়ার তালিকাভুক্ত হওয়ায় ব্রুস অক্সেনফোর্ড, রড টাকার, ক্রিস গফানি, নিতিন মেনন (মধ্যপ্রদেশ) ম্যাচ পরিচালনা করেন ।

এছাড়া আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকাভুক্ত হওয়ায় অনিল চৌধুরী (দিল্লি), চেত্তিথোদি শামসুদ্দিন (হায়দ্রাবাদ), কে.এন অনন্তপদ্মানাভান (কেরল) এবং বীরেন্দ্র শর্মা (হিমাচল প্রদেশ) ম্যাচ পরিচালনা করেন ।

যশবন্ত বার্দে (গোয়া), সদাশিব আইয়ার (নাগপুর), নভদীপ সিং (চণ্ডীগড়), উলহাস গান্ধে (মহারাষ্ট্র), জয়ারামান মদনগোপাল (তামিলনাড়ু), তপন শর্মা (রাজস্থান), সাইয়েদ খালিদ (গুজরাত), নিতিন পণ্ডিত, পশ্চিম পাঠক (মহারাষ্ট্র - মুম্বই), নিখিল পটবর্ধন (ইন্দোর), রোহন পণ্ডিত এবং চিররা রবিকান্তরেডি (বিশাখাপত্তনম) আইপিএল-এ ম্যাচ পরিচালনা করেন।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাস।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সংগঠনইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচার স্বত্বইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দলসমূহইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট মৌসুম এবং ফলাফলইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পুরস্কারইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচারকইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারতীয় প্রতিভাইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিদেশী সফল তারকাইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মূল্যবান বিফল তারকাইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সুলভ বিফল তারকাইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সঞ্চিত তারকাইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচ পরিচালকইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আরও দেখুনইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথ্যসূত্রইন্ডিয়ান প্রিমিয়ার লিগআইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামঘরোয়া টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতার তালিকাভারতভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডললিত মোদী

🔥 Trending searches on Wiki বাংলা:

এরিস্টটলস্মার্ট বাংলাদেশযোগাযোগশাকিব খানকম্পিউটারবঙ্গবন্ধু-১বাংলাদেশের উপজেলার তালিকাজোট-নিরপেক্ষ আন্দোলনকুষ্টিয়া জেলাইহুদি গণহত্যাইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাজাযাকাল্লাহরাজবাড়ী জেলাশব্দ (ব্যাকরণ)ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহসালোকসংশ্লেষণমাশাআল্লাহবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলবাংলার প্ৰাচীন জনপদসমূহমানিক বন্দ্যোপাধ্যায়ইংরেজি ভাষারাজস্থান রয়্যালসমাইকেল মধুসূদন দত্ত২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপওয়েবসাইটবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলছয় দফা আন্দোলনবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবনগরায়নশ্রাবস্তী দত্ত তিন্নিবটমোবাইল ফোনমহাত্মা গান্ধীবৃত্তচতুর্থ শিল্প বিপ্লববিন্দুবদরের যুদ্ধপ্রেমালুআলী খামেনেয়ীপানি দূষণবাংলাদেশের প্রধানমন্ত্রীবাংলাদেশের জনমিতিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনযশস্বী জয়সওয়াললালসালু (উপন্যাস)পাখিপৃথিবীর বায়ুমণ্ডলইরানমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহমেঘনাদবধ কাব্যবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশবাংলাদেশের জনগণের মৌলিক অধিকারচিকিৎসকঅর্থনৈতিক সম্পর্ক বিভাগশিক্ষাপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাঢাকাজ্ঞানতাইওয়াননরেন্দ্র মোদীযোহরের নামাজশাহরুখ খানচৈতন্যচরিতামৃতজীবমণ্ডলজরায়ুকলকাতা নাইট রাইডার্সশরীয়তপুর জেলাকোষ (জীববিজ্ঞান)সিন্ধু সভ্যতাপর্যায় সারণিসাইপ্রাসভারতীয় গণ্ডারচাঁদপুর জেলাবেনজীর আহমেদহিন্দুআলাউদ্দিন খিলজিকমনওয়েলথ অব নেশনসসৈয়দ সায়েদুল হক সুমন🡆 More