আন্দালুস

আন্দালুস(আরবি: الأنْدَلُس, trans.

al-ʼAndalus; স্পেনীয়: al-Ándalus; পর্তুগিজ: al-Ândalus; কাতালান: al-Àndalus;Berber: Andalus or Wandalus) মুসলিম স্পেন বা ইসলামি ইবেরিয়া দ্বারা মধ্যযুগে মুসলিম শাসিত ইবেরিয়ান উপদ্বীপ বোঝানো হয়। বর্তমানে এটি স্পেনপর্তুগালের অংশ। সংক্ষিপ্তকালের জন্য ফ্রান্সের দক্ষিণের সেপ্টিমেনিয়া অঞ্চল এর অংশ ছিল এবং এটি পশ্চিম ইউরোপ ও ইতালিকে সংযুক্ত করেছিল। পুরো ইবেরিয়ান উপদ্বীপকে বোঝানো হলেও রিকনকোয়েস্টা অগ্রসর হওয়ার সাথে সাথে এর সীমানা পরিবর্তন হয়েছে। ৭১১ থেকে ১৪৯২ সাল পর্যন্ত এর আয়ুষ্কাল ধরা হয়।

আন্দালুস
আন্দালুস

উমাইয়াদের হিস্পানিয়া বিজয়ের পর আন্দালুসকে পাঁচটি প্রশাসনিক ইউনিটে ভাগ করা হয়। এগুলো মোটামুটি আধুনিক আন্দালুসিয়া, গেলিসিয়াপর্তুগাল, কাস্টিল ও লিওন, আরাগণ, বার্সেলোনা কাউন্টি ও সেপ্টিমেনিয়া নিয়ে গঠিত ছিল। রাজনৈতিক পরিচিতির দিক থেকে এটি যথাক্রমে উমাইয়া খিলাফতের প্রদেশ (৭১১-৭৫০), কর্ডোবা আমিরাত (৭৫০-৯২৯), কর্ডোবা খিলাফত (৯২৯-১০৩১) ও কর্ডো‌বা খিলাফতের তাইফা রাজ্য হিসেবে ছিল। এসকল শাসনের সময় মুসলিম, খ্রিষ্টান ও ইহুদিদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় লক্ষ্য করা যায়। খ্রিষ্টানইহুদিরা জিজিয়া দেয়ার বিনিময়ে স্বায়ত্তশাসন ভোগ করত। করডোবা খিলাফতের সময় আন্দালুস জ্ঞানের আলোকে পরিণত হয় এবং কর্ডো‌বা ইউরোপসহ ভূমধ্যসাগরীয় অঞ্চল ও মুসলিম বিশ্বের অন্যতম সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়। জাবির ইবনে আফলা, আবু ইশাক ইবরাহিম আল জারকালি, আবুল কাসিম আল জাহরাউয়ি, ও ইবনে জুহরদের ত্রিকোণমিতি, জ্যোতির্বিজ্ঞান, শল্যচিকিৎসা, ওষুধ ও অন্যান্য নানা বিষয় সংক্রান্ত গবেষণার ফলে ইসলামি ও পশ্চিমা সমাজ অগ্রগতি অর্জন করে। আন্দালুস ইউরোপ ও ভূমধ্যসাগর অঞ্চলের প্রধান শিক্ষাকেন্দ্রের অন্যতম পরিগণিত হত এবং তা মুসলিম ও খ্রিষ্টান বিশ্বের মধ্যে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক আদানপ্রদানের স্থল হয়ে উঠে।

ইতিহাসের অধিকাংশ সময়জুড়ে আন্দালুসের সাথে উত্তরের খ্রিষ্টান রাজ্যগুলোর বিরোধ চলেছিল। উমাইয়া খিলাফতের পতনের পর আন্দালুস কয়েকটি রাজ্যে বিভক্ত হয়ে পড়ে যার মধ্যে গ্রানাডা আমিরাত উল্লেখযোগ্য। খ্রিষ্টান কাস্টিলিয়ানদের হামলা বৃদ্ধি পেতে থাকে। আলমোরাভি সাম্রাজ্য হস্তক্ষেপ করে খ্রিষ্টান হামলা প্রতিহত করে, দুর্বল আন্দালুসিয়ান মুসলিম রাজাদের সরিয়ে আন্দালুসকে সরাসরি বার্বার শাসনের আওতায় আনা হয়। পরবর্তী শতাব্দীগুলোতে আন্দালুস মারাকেশ ভিত্তিক বার্বার মুসলিম সাম্রাজ্য আলমোরাভিআলমোহাদের প্রদেশে পরিণত হয়।

শেষপর্যন্ত উত্তরের খ্রিষ্টান রাজ্যগুলো তাদের মুসলিম প্রতিবেশী রাজ্যগুলোকে উৎখাত করতে সক্ষম হয়। ১০৮৫ সালে ষষ্ঠ অলফেনসো টলেডো দখল করেন। এরপর মুসলিমদের ধীরে ধীরে পতনের সূচনা হয়। ১২৩৬ সালে করডোবার পতনের পর গ্রানাডা আমিরাত বর্তমান স্পেনের একমাত্র মুসলিম অঞ্চল হিসেবে টিকে ছিল। ১২৪৯ পর্তুগিজ রিকনকোয়েস্টা শুরু হয় এবং পর্তুগালের তৃতীয় অলফেনসো আলগারভ জয় করেন। ১২৩৮ সালে গ্রানাডা আমিরাত কাস্টিল রাজ্যের করদ রাজ্যে পরিণত হয়। অবশেষে ১৪৯২ সালের ২ জানুয়ারি আমির দ্বাদশ মুহাম্মদ কাস্টিলের রাণী প্রথম ইসাবেলার কাছে আত্মসমর্পণ করেন। ইসাবেলা ও তার স্বামী দ্বিতীয় ফার্ডিনেন্ড একত্রে "ক্যাথলিক সম্রাট" বলা হত। আত্মসমর্পণের পর আন্দালুসের রাজনৈতিক পরিচিতির অবসান ঘটে। এ অঞ্চলে ইসলামি সংস্কৃতির চিহ্ন এখনও বিদ্যমান রয়েছে।

নাম

টোপোনিয়ম আল-আন্দালুস প্রথম আইবেরিয়ার নতুন মুসলিম সরকার কর্তৃক ৭১৬ সালে তৈরি মুদ্রার শিলালিপি দ্বারা সত্যায়িত হয়। এই মুদ্রাগুলি, যাকে দিনার বলা হয়, ল্যাটিন এবং আরবি উভয় ভাষায় খোদাই করা হয়েছিল। "আল-আন্দালুস" নামের ব্যুৎপত্তি ঐতিহ্যগতভাবে ভান্ডালদের নাম থেকে উদ্ভূত হয়েছে (স্প্যানিশ ভাষায় ভান্ডালোস); যাইহোক, ১৯৮০-এর দশক থেকে প্রস্তাবগুলি এই ঐতিহ্যকে চ্যালেঞ্জ করেছে।

আরও দেখুন

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ


Tags:

আন্দালুস নামআন্দালুস আরও দেখুনআন্দালুস তথ্যসূত্রআন্দালুস গ্রন্থপঞ্জিআন্দালুস বহিঃসংযোগআন্দালুসBerber languagesআরবি ভাষাইবেরিয়ান উপদ্বীপকাতালান ভাষাপর্তুগালপর্তুগিজ ভাষারিকনকোয়েস্টাস্পেনস্পেনীয় ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

শয়তানবাংলা স্বরবর্ণসুন্দরবনইউসুফনামের ভিত্তিতে মৌলসমূহের তালিকাঅনুসর্গবাস্তুতন্ত্রফুটবলবিজয় দিবস (বাংলাদেশ)আতাঅশোক (সম্রাট)ইক্বামাহ্‌ময়মনসিংহ জেলাআগরতলা ষড়যন্ত্র মামলামহাভারতের চরিত্র তালিকাদর্শনবাংলা বাগধারার তালিকাসালমান শাহসোনালী ব্যাংক লিমিটেডবিকাশঅনাভেদী যৌনক্রিয়ালিঙ্গ উত্থান ত্রুটিপানি দূষণবাংলাদেশ রেলওয়েসালেহ আহমদ তাকরীমহিন্দি ভাষারূহ আফজাহামআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাইমাম বুখারীসেহরিজাতীয় সংসদের স্পিকারদের তালিকাজলাতংকমুঘল সাম্রাজ্যদৈনিক প্রথম আলোমাহদীবাংলাদেশের বিমানবন্দরের তালিকারোনাল্ড রসবুরহান ওয়ানিরাহুল গান্ধীণত্ব বিধান ও ষত্ব বিধানজামালপুর জেলাকানাডাফ্রান্সতরমুজঅমেরুদণ্ডী প্রাণীবাংলাদেশের জেলাসমূহের তালিকাবাংলাদেশের ভূগোলমাহিয়া মাহিখ্রিস্টধর্মঅস্ট্রেলিয়াশীতলাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ২০২২ ফিফা বিশ্বকাপপারদ২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপক্যান্সারবাংলাদেশের জেলাইজিও অডিটরে দা ফিরেনজেফেরেশতা২০২০-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগমীর মশাররফ হোসেনউত্তর চব্বিশ পরগনা জেলাছোলাডিরেক্টরি অব ওপেন অ্যাক্সেস জার্নাল্‌সজগন্নাথ বিশ্ববিদ্যালয়বাংলাদেশ আওয়ামী লীগসাহাবিদের তালিকাসামরিক বাহিনীইয়াজুজ মাজুজঅগ্নিবীণা (কাব্যগ্রন্থ)বাংলাদেশের বিভাগসমূহআমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানফ্রান্সের ষোড়শ লুইনারায়ণগঞ্জ জেলাখোজাকরণ উদ্বিগ্নতা🡆 More