আদনান জানুজাজ: বেলজীয় ফুটবলার

আদনান জানুজাজ (আলবেনীয়: Adnan Januzaj; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৯৪) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব সেভিয়া এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

আদনান জানুজাজ
আদনান জানুজাজ: প্রাথমিক জীবন, ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল
২০১৪ সালে বেলজিয়ামের হয়ে আদনান
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান ব্রাসেলস, বেলজিয়াম
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেভিয়া
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়
২০০১–২০০৫ ব্রাসেলস
২০০৫–২০১১ আন্ডারলেখট
২০১১–২০১৩ ম্যানচেস্টার ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৭ ম্যানচেস্টার ইউনাইটেড ৫০ (৫)
২০১৫–২০১৬বরুসিয়া ডর্টমুন্ড (ধার) (০)
২০১৬–২০১৭সান্ডারল্যান্ড (ধার) ২৫ (০)
২০১৭–২০২২ রিয়াল সোসিয়েদাদ ১৩২ (১৫)
২০২২– সেভিয়া (০)
জাতীয় দল
২০১৪– বেলজিয়াম ১৫ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:২৫, ৩১ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:২৫, ৩১ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আদনান ২০১৪ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৫ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রাথমিক জীবন

আদনান জানুজাজ ১৯৯৪ সালের ৫ই ফেব্রুয়ারি তারিখে বেলজিয়ামের ব্রাসেলসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার জন্মের দুই বছর পূর্বে তার বাবা যুগোস্লভেকিয়া সেনাবাহিনীতে নিয়োগ অব্যাহতি পাওয়ার পর তার পরিবার ব্রাসেলসে স্থানান্তরিত হয়েছিল। জানুজাজের চাচা জানুজ এবং সেমসেদিন কসোভো লিবারেশন আর্মির সদস্য ছিলেন, যারা কসোভোর স্বাধীনতার জন্য যুদ্ধ করছিলেন। আলবেনীয় জাতীয়তাবাদ দমনপরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে তার মায়ের পরিবারকে তুরস্ক পাঠিয়ে দেয়া হয়েছিল। ২০০৮ সালে কসোভোর স্বাধীনতা ঘোষণার পর থেকে জানুজাজ প্রতি বছর তার পরিবারের বাকি সদস্যদের সাথে দেখা করার জন্য কসোভো যান।

ক্লাব ফুটবল

জানুজাজ ব্রাসেলসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে তার ফুটবল খেলোয়াড়ী জীবন শুরু করেছেন। ২০০৫ সালে ১০ বছর বয়সে আন্ডারলেখটে যোগডান করেছেন। ব্রাসেলসে একটি স্কিল সেশনে অনবদ্য খেলা প্রদর্শনের পর ২০১১ সালের ১৬ই মার্চ তারিখে ১৬ বছর বয়সে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

২০১২–১৩ মৌসুমের শেষদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন জানুজাজকে প্রথম একাদশে উন্নীত করে তাকে ৪৪ নম্বর জার্সি প্রদান করেছিলেন; তিনি উক্ত মৌসুমে কোন ম্যাচে মাঠে নামেননি। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিরুদ্ধে মৌসুমের শেষ ম্যাচে তিনি বদলি খেলোয়াড়ের তালিকায় ছিলেন যদিও তাকে মাঠে নামানো হয়নি। উক্ত মৌসুমে তার কৃতিত্বের জন্য তিনি ম্যানচেস্টার ইউনাইটেড রিসার্ভ প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার জয়লাভ করেছেন । ২০১৩–১৪ এশিয়া প্রাক মৌসুম সফরের জন্য তাকে প্রথম একাদশে অর্ন্তভুক্ত করা হয়েছিল, যেখানে তিনি সফরের শেষ ম্যাচে হংকংয়ীয় ক্লাব কিতছির বিরুদ্ধে গোল করেছেন। সেভিয়ার বিরুদ্ধে ৩–১ গোলে পরাজিত হওয়ার ম্যাচে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের একমাত্র গোলে অ্যাসিস্ট করেছেন।

২০১৩ সালের ১১ই আগস্ট তারিখে, এফএ কমিউনিটি শিল্ডে উইগান অ্যাথলেটিকের বিরুদ্ধে প্রতিযগিতাপুর্ণ ম্যাচে জানুজাজের অভিষেক ঘটে। এই ম্যাচে তিনি খেলার ৬ মিনিট বাকি থাকতে রবিন ফন পার্সির বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। এর এক মাস পর ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ৬৮ মিনিটে অ্যাশলি ইয়াংয়ের বদলি খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে তার অভিষেক ঘটে, উক্ত ম্যাচে ইউনাইটেড ২–০ গোলে জয়লাভ করেছিল। ২০১৩ সালের ৫ই আগস্ট তারিখে তিনি ইউনাইটেডের হয়ে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে সর্বপ্রথম প্রথম একাদশের হয়ে মাঠে নামেন এবং উক্ত খেলায় তার ২ গোলের উপর ভিত্তি করে ইউনাইটেড ২–০ গোলে সান্ডারল্যান্ডকে পরাজিত করেছিল। অন্যান্য ক্লাবের দৃষ্টি থেকে তাকে রক্ষা করার জন্য, যারা তাকে যুতসামান্য ক্ষতিপূরণ দিয়ে তাদের দলে নিয়ে যেতে পারতো, ইউনাইটেড কর্তৃপক্ষ ২০১৩ সালের ১৯শে অক্টোবর তারিখে জানুজাজের সাথে ৫ বছর মেয়াদী চুক্তিস্বাক্ষর করেছিল। ২০১৩ সালের ৩রা ডিসেম্বর তারিখে তিনি বিবিসি বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন; উক্ত সময়ে তিনি ইউনাইটেডের হয়ে মাত্র ১০টি ম্যাচ খেলেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

জানুজাজ জন্মসূত্রে ও পাসপোর্টের মাধ্যমে বেলজিয়াম জাতীয় দলের হয়ে, জাতিগতভাবে আলবেনিয়া জাতীয় দলের হয়ে, তার পিতামহের সূত্রে তুরস্ক জাতীয় দলকসোভো জাতীয় দলের খেলার যোগ্য। জানুজাজ তার অনেক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে তার বাবা আবেদিন তার হয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি নিবেন।

২০১৪ সালের ২৬শে মে তারিখে, ২০ বছর, ৩ মাস ও ২১ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী আদনান লুক্সেমবুর্গের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় এদেন আজারের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচে তিনি ২০ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি বেলজিয়াম ৫–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে আদনান সর্বমোট ৬ ম্যাচে ১টি গোল করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

    ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বেলজিয়াম ২০১৪
২০১৮
২০১৯
২০২১
২০২২
সর্বমোট ১৫

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

আদনান জানুজাজ প্রাথমিক জীবনআদনান জানুজাজ ক্লাব ফুটবলআদনান জানুজাজ আন্তর্জাতিক ফুটবলআদনান জানুজাজ পরিসংখ্যানআদনান জানুজাজ তথ্যসূত্রআদনান জানুজাজ বহিঃসংযোগআদনান জানুজাজআক্রমণভাগের খেলোয়াড়আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়আলবেনীয় ভাষাডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড়ফুটবল খেলোয়াড়বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড়বেলজিয়াম জাতীয় ফুটবল দলসেভিয়া ফুটবল ক্লাব

🔥 Trending searches on Wiki বাংলা:

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডপানিপথের প্রথম যুদ্ধইসলামের পঞ্চস্তম্ভভূমি পরিমাপনারীভারতীয় জনতা পার্টিবাংলাদেশের নদীবন্দরের তালিকাবঙ্গভঙ্গ (১৯০৫)মুস্তাফিজুর রহমানপীযূষ চাওলারাগ (সংগীত)রামমোহন রায়ওয়ালাইকুমুস-সালামদেলাওয়ার হোসাইন সাঈদীবাটাবাংলাদেশ সশস্ত্র বাহিনীসিরাজউদ্দৌলাবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়শীর্ষে নারী (যৌনাসন)জেলা প্রশাসকপশ্চিমবঙ্গের জেলাইশার নামাজইহুদিআবহাওয়ালাহোর প্রস্তাবফ্রান্সিস স্কট কী সেতু (বাল্টিমোর)তাজমহলকুষ্টিয়া জেলাভারতের প্রধানমন্ত্রীদের তালিকাযশোর জেলাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কুরআনসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাপ্রেমসোনালী ব্যাংক পিএলসিউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাবিসমিল্লাহির রাহমানির রাহিমজামালপুর জেলাবাংলা উইকিপিডিয়ানওগাঁ জেলাবাংলাদেশের উপজেলাডায়াজিপামধানমাশাআল্লাহঅশোকসুকুমার রায়স্বরধ্বনিতিলক বর্মাপ্রধান ধর্মাবলম্বী গোষ্ঠীসমূহযাকাতের নিসাবআমাজন অরণ্যমহাভারতবাঙালি হিন্দুদের পদবিসমূহসার্বিয়ামার্চজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাহাদিসআলবার্ট আইনস্টাইনতেজস্ক্রিয়তাগর্ভধারণমৌলিক সংখ্যাইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসুকান্ত ভট্টাচার্যদ্বৈত শাসন ব্যবস্থাস্মার্ট বাংলাদেশকলকাতা নাইট রাইডার্সরাজশাহী বিভাগবৌদ্ধধর্মসূরা কাহফবিজয় দিবস (বাংলাদেশ)র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নবাংলা শব্দভাণ্ডারমুহাম্মাদের নেতৃত্বে যুদ্ধের তালিকাজনগণমন-অধিনায়ক জয় হেহরমোনমাইটোকন্ড্রিয়া🡆 More