আইস বাকেট চ্যালেঞ্জ

আইস বাকেট চ্যালেঞ্জ (ইংরেজি: Ice Bucket Challenge; এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ নামেও পরিচিত) অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরসিস (ALS) রোগের সচেতনতা বাড়ানো এবং গবেষণায় অনুদানে উত্সাহিত করার জন্য মাথায় এক বালটি বরফ পানি ঢালার একটি কার্যকলাপ। ২০১৪'র মাঝামাঝি সময়ে এটি সামাজিক মিডিয়ার মাধ্যমে সংক্রামণ রুপে ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যে, লোকজন মোটর নিউরন ডিজিজ এসোসিয়েশন জন্য এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করে।

আইস বাকেট চ্যালেঞ্জ
আইস বাকেট চ্যালেঞ্জ করার সময়।

এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা এক বালতি বরফ পানি মাথায় ঢালেন ও এর ভিডিও করেন এবং অন্যদের একই কাজ করতে চ্যালেঞ্জ জানায়। এর একটি সাধারণ শর্ত হচ্ছে যাজে চ্যালেঞ্জ জানানো হয়ে তাকে এটি ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে অথবা না করার পরিণাম বা শাস্তি হিসাবে দাতব্য প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিতে হবে।

উৎপত্তি

দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করার জন্য এক বালতি ঠান্ডা পানি মাথায় ডাম্পিং করার ধারণা উদ্ভব অস্পষ্ট এবং একাধিক উত্সকে এর জন্য দায়ী করা হয়। ২০১৩'র মাঝামাঝি থেকে ২০১৪'র শুরু দিকে এই অজানা উৎপত্তির যাকে প্রায়ই "কোল্ড ওয়াটার চ্যালেঞ্জ" বলা হত যা উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের এলাকায় সামাজিক মিডিয়ার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। এই কাজ সাধারণত ক্যান্সার গবেষণার হয় অর্থ দান করা অথবা ঠান্ডা জলের মধ্যে ঝাঁপ দেওয়ার মত বিকল্পের সাথে জড়িত।

চ্যালেঞ্জের এক সংস্করণ, জুলাই ৭, ২০১৪ তারিখের নিউজিল্যান্ডে হয়, যেখানে অংশগ্রহণকারীদের ঠাণ্ডা পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয় এবং এর পর একটি দাতব্যকে অর্থ দান করতে হত; উদাহরণস্বরূপ, নিউজিল্যান্ড ক্যান্সার সোসাইটির অকল্যান্ড বিভাগ। অনুরূপ চ্যালেঞ্জ হিসাবে, এটি করার সময় সাধারণত ভিডিও করা হত যাতে ফুটেজ অনলাইন শেয়ার করা যায়।

২০১৪'র প্রথম দিকে তীয় পতিত অগ্নি নির্বাপক কর্মীরা ফাউন্ডেশন বিশেষ অলিম্পিকে সবচেয়ে বহুল ব্যবহৃত মেরু নিমজ্জনের অবিতর্কিত ঘুর্ণন বন্ধে তহবিল বাড়াতে অর্থ সংগ্রহকারী হিসাবে "কোল্ড ওয়াটার চ্যালেঞ্জ"কে জনপ্রিয় করে তোলে।

মে ২০, ২০১৪ তারিখে ওয়াশিংটন পৌরসভা, নিউ জার্সির অগ্নি বিভাগ আগুন নিভানোর নল সহ "কোল্ড ওয়াটার চ্যালেঞ্জ"-এ অংশগ্রহণকারীদের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করে। দপ্তরের অংশগ্রহণকারী সদস্যদের পরবর্তীকালে অনুমতি ছাড়া ফায়ার বিভাগের সরঞ্জাম ব্যবহার করার জন্য শাস্তি দেয়া হয়।

আটলান্টা ফাল্কনস খেলোয়াড়, কোচ এবং স্টাফ যিনি এই চ্যালেঞ্জ নেন।

নিয়মাবলী

চ্যালেঞ্জ শুরু ২৪ ঘণ্টার মধ্যে অংশগ্রহণকারীদের একটানা চলমান ফুটেজে নিজেদের একটি ভিডিও রেকর্ড করতে হবে। প্রথমে, তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করার কথা বলতে হবে, এরপর একটি বালতিতে বরফসহ ঠাণ্ডা পানি ঢালতে হবে। এরপর বরফ পূর্ন বালতি উঠিয়ে অংশগ্রহণকারীদের মাথায় ঢালতে হবে। এরপর অংশগ্রহণকারীরা অন্যদের এই চ্যালেঞ্জ জানাতে পারবেন।

এখানে যে কোন ব্যক্তি চ্যালেঞ্জ গ্রহণ, দান করা অথবা দুটিই করতে পারবে। চ্যালেঞ্জের এক সংস্করণ হচ্ছে অংশগ্রহণকারীর কাছে আশা করা হয় $১০ দান করার যদি তারা বরফ পূর্ন বালতি মাথায় ঢালে অথবা $১০০ যদি তারা তা না করে। অন্য সংস্করণ হচ্ছে, কোন দান করা ছাড়াই বরফ পূর্ন বালতি মাথায় ঢালা হয় যা চ্যালেঞ্জের কিছু সমালোচনা নেতৃত্বাধীনে রয়েছে। ব্যক্তিগত ভিডিওতে অংশগ্রহণকারীরা বলেছেন যে এই চ্যালেঞ্জ সম্পন্ন করার সাথে দানও করবেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

আইস বাকেট চ্যালেঞ্জ উৎপত্তিআইস বাকেট চ্যালেঞ্জ নিয়মাবলীআইস বাকেট চ্যালেঞ্জ তথ্যসূত্রআইস বাকেট চ্যালেঞ্জ বহিঃসংযোগআইস বাকেট চ্যালেঞ্জইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

বিষ্ণুআমার দেখা নয়াচীনমাওয়ালিআন্তর্জাতিক শ্রমিক দিবসইন্দিরা গান্ধীভারতের স্বাধীনতা আন্দোলনমহেন্দ্র সিং ধোনিব্যাকটেরিয়াজওহরলাল নেহেরুপাবনা জেলাসমাসউসমানীয় সাম্রাজ্যশ্রীলঙ্কাজীবনানন্দ দাশ২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরপৃথিবীবিদীপ্তা চক্রবর্তীনীল বিদ্রোহকালেমারাজা মানসিংহতামান্না ভাটিয়াকারামান বেয়লিকসরকারি বাঙলা কলেজযুক্তফ্রন্ট০ (সংখ্যা)যিনাতুলসীমানব শিশ্নের আকারদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাদক্ষিণবঙ্গভারতীয় জনতা পার্টিকারকভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহবাংলা ব্যঞ্জনবর্ণসাদ্দাম হুসাইনবাংলাদেশের কোম্পানির তালিকাহোমিওপ্যাথিসৌদি রিয়ালনাহরাওয়ানের যুদ্ধচুয়াডাঙ্গা জেলাবাংলা সাহিত্যের ইতিহাসসাকিব আল হাসানবঙ্গবন্ধু-২মিয়া খলিফাছোটগল্পকাঁঠালরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামমেটা প্ল্যাটফর্মসঅসহযোগ আন্দোলন (১৯৭১)আওরঙ্গজেববিসমিল্লাহির রাহমানির রাহিমআবহাওয়ামহিবুল হাসান চৌধুরী নওফেলউজবেকিস্তানউদ্ভিদকোষমঙ্গল গ্রহযতিচিহ্নউপসর্গ (ব্যাকরণ)আল মনসুরপাগলা মসজিদসুলতান সুলাইমানবুর্জ খলিফাবাংলা ভাষা আন্দোলনমেষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)বাল্যবিবাহবিভিন্ন দেশের মুদ্রাকিশোর কুমারঅসমাপ্ত আত্মজীবনীহারুনুর রশিদকমনওয়েলথ অব নেশনসসুকুমার রায়আগলাবি রাজবংশধানঅর্থনীতিসমরেশ মজুমদারঐশ্বর্যা রাইমৌলিক সংখ্যা🡆 More