দ্য লাস্ট এয়ারবেন্ডার

অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার (ইংরেজি: Avatar: The Last Airbender অথবা কিছু দেশে অ্যাভাটার: দ্য লেজেন্ড অফ আং ইংরেজি: Avatar: The Legend of Aang) অ্যামি পুরস্কার জয়ী মার্কিন এনিমেশনকৃত টেলিভিশন ধারাবাহিক। বর্তমানে নিকেলোডিয়ন টেলিভিশন নেটওয়ার্কে এটি প্রদর্শিত হচ্ছে। বিধ্বংসী ফায়ার নেশন থেকে বিশ্বকে রক্ষার জন্য সুপ্রাচীন অ্যাভাটারদের বর্তমান উত্তরসূরী অ্যান এবং তার বন্ধুদের বিভিন্ন দেশ ও জাতিতে ভ্রমণ এবং ফায়ার বেন্ডারদের খুঁজে বের করে তাদের মোকাবেলা করার প্রচেষ্টা নিয়েই এর কাহিনী নির্মিত হয়েছে। কাহিনীর পটভূমি গঠিত হয়েছে মার্শাল আর্ট নিয়ন্ত্রিত এশীয় সংস্কৃতিতে। একে একটি গ্রন্থাকারের ধারাবাহিক বলা হয়, কারণ এর প্রতিটি মৌসুমকে বুক এবং এক মৌসুমের অন্তর্গত পর্বগুলোকে একেকটি চাপ্টার বলা হয়।

অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার
দ্য লাস্ট এয়ারবেন্ডার
ধরনরোমাঞ্চকর অভিযান, রূপকথা
নির্মাতামাইকেল দান্তে ডিমার্টিনো
ব্রায়ান কনিয়েজকো
অভিনয়েজাক টাইলার আইসেন
মে হুইটম্যান
জ্যাক ডিসেনা
জেসি ফ্লাওয়ার
দান্তে বাস্কো
মাকো
গ্রেগ বাল্ডউইন
ডি ব্রাডলি বেকার
গ্রে ডিলাইল
ক্রয়োর্ড উইলসন
অলিভিয়া হ্যাক
ক্রিকেট লেই
ক্ল্যান্সি ব্রাউন
মার্ক হামিল
জেসন আইজাক্‌স
মূল দেশদ্য লাস্ট এয়ারবেন্ডার যুক্তরাষ্ট্র
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৪৯ (পর্বের তালিকা)
নির্মাণ
ব্যাপ্তিকাল২৪ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কনিকেলোডিয়ন
মূল মুক্তির তারিখফেব্রুয়ারি ২১, ২০০৫ –
বর্তমান
বহিঃসংযোগ
ওয়েবসাইট

এর সম্প্রচারের প্রকৃত তারিখ হিসেবে ২০০৪ সালের নভেম্বরকে উল্লেখ করা হলেও টিভিতে এর মূল সম্প্রচার শুরু হয়েছে ২০০৫ সালের ২১ ফেব্রুয়ারি। এছাড়া ডিভিডি আকারে বাজারে পাওয়া যায়, ইন্টারনেটে আইটিউন্‌স স্টোর বা এক্সবক্স লাইভ মার্কেটপ্লেস থেকে ডাউনলোডও করা যায়। এই ধারাবাহিকের স্রষ্টা এবং নির্বাহী প্রযোজক হলেন যৌথভাবে মাইকেল দান্তে ডিমার্টিনো এবং ব্রায়ান কনিয়েজকো। ৬-১১ বছরের শিশুদের কথা ভেবে নির্মিত হলেও নিকেলোডিয়ন চ্যানেলের রেটিং লাইনআপে এটি খুব ভালো স্কোর করেছে। এর সবচেয়ে বেশি রেটিংপ্রাপ্ত পর্বটি একসাথে প্রায় ৪.৪ মিলিয়ন দর্শক উপভোগ করেছিল। দর্শক ও সমালোচক সবার কাছেই এর জনপ্রিয়তা উল্লেখযোগ্য।জনপ্রিয় হওয়ার কারণেই নিকেলোডিয়ন এর দ্বিতীয় ও তৃতীয় মৌসুম শুরু কথা চিন্তা করতে পেরেছে। মোট ৯টি ডিভিডিতে এর বাজার সংস্করণ প্রকাশিত হয়েছে। এছাড়া একে নিয়ে জনপ্রিয় ধাঁচের কার্ড গেম, একটি ভিডিও গেম এবং দুটি লেগো সেট বেরিয়েছে। প্যরামাউন্ট পার্কস এতে প্রদর্শিত প্রাণীগুলোর স্টাফ সংরক্ষণ করেছে। এর ইংরেজি লোগোর সাথে চীনা অক্ষর 降卋(世)神通 (পিনিয়িন:Jiàngshì Shéntōng) রয়েছে।

পটভূমি

নির্মাণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বারব্যাংকে অবস্থিত নিকেলোডিয়ন এনিমেশন স্টুডিও থেকে এই টিভি ধারাবাহিকটি নির্মাণ করেছেন যৌথভাবে মাইকেল দান্তে ডিমার্টিনো এবং ব্রায়ান কনিয়েজকো। এর মূল ধারণার জন্মেরও ৬ বছর পরে প্রথম পর্ব নির্মাণ করা হয়েছে। একটি এনিমেশন চিত্রের পক্ষে সময়কে বেশ দীর্ঘই বলতে হবে। সহ-নির্মাতা ব্রায়ান কনিয়েজকোর কথা অনুসারে, তিনি সর্বপ্রথম ন্যাড়া মাথার এক মধ্যবয়স্ক ব্যক্তির ছবি আঁকেন এবং আঁবার পর তাকে বাচ্চা বয়সে নিয়ে যান, এবাবেই অবতারের ধারণা প্রথম আসে। এরপরই ব্রয়ানের ছবিতে ছেলেটিকে একটি বাইসনে চড়ে আকাশে উড়তে দেখা যায়। সেই সময় মাইক ডিমার্টিনো দক্ষিণ মেরুতে আটকে পড়া একদল অভিযাত্রীর উপর নির্মিত ডকুমেন্টারি পর্যবেক্ষণ করছিলেন। এই দুইটি চিন্তা পরবর্তিতে এক সূত্রে গ্রন্থিত হয়।:

"There's an air guy along with these water people trapped in a snowy wasteland... and maybe some fire people are pressing down on them..."

মাত্র দুই সপ্তাহ পরেই নির্মাতা দুজন নিকেলোডিয়ানের ভিপি ও নির্বাহী প্রযোজক এরিক কোলম্যানকে তাদের চিন্তার কথাটি জানান।

২০০৪ সালের নভেম্বর মাসে সম্প্রচারিত হওয়ার কথা থাকলেও অ্যাভাটার সম্প্রচারিত হয় ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে। প্রথম মৌসুমের সম্প্রচারের শেষ হতে না হতেই নিকেলোডিয়ন আরেকটি ২০ পর্বের মৌসুম তৈরির নির্দেশ দেয়। দ্বিতীয় মৌসুম সম্প্রচার শুরু হয় ২০০৬ সালের ১৭ মার্চ তারিখে। ঐ বছরেরই ১ ডিসেম্বর দ্বিতীয় মৌসুম শেষ হয়ে যায়। তৃতীয় মৌসুম শুরু হয়ে ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর তারিখে। ব্রায়ান কনিয়েজকো মাইকেল দান্তে ডিমার্টিনো জানিয়েছেন, বর্তমান গল্পগাঁথা অনুযায়ী এর পর আর কোন চতুর্থ মৌসুম থাকবেনা। তারা আরও বলেছেন, এই কল্পিত সম্প্রসারিত মহাবিশ্ব নিয়ে গল্প চালিয়ে যবার জন্য তাদের অন্য পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র

Tags:

ইংরেজি ভাষানিকেলোডিয়ন

🔥 Trending searches on Wiki বাংলা:

শ্রাবন্তী চট্টোপাধ্যায়সুফিয়া কামালউদ্ভিদকোষবাংলাদেশ বিমান বাহিনীভারতীয় জনতা পার্টিবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহবাংলাদেশের বিমানবন্দরের তালিকাসমাজকর্মরক্তের গ্রুপইহুদি ধর্মহিট স্ট্রোকইন্ডিয়ান প্রিমিয়ার লিগইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাকুমিল্লা জেলাআসসালামু আলাইকুমমুস্তাফিজুর রহমানজনি সিন্সভারতের রাষ্ট্রপতিগোলাপপলাশীর যুদ্ধইউরোপনেপালগাণিতিক প্রতীকের তালিকামিজানুর রহমান আজহারীপাখিপিঁয়াজগঙ্গা নদীকৃত্রিম বুদ্ধিমত্তাঅপারেটিং সিস্টেমমহাসাগরনোরা ফাতেহিঢাকা জেলাপহেলা বৈশাখবৈষ্ণব পদাবলিমুখমৈথুনজ্বীন জাতিধর্ষণচ্যাটজিপিটিপানি দূষণচট্টগ্রাম জেলালিভারপুল ফুটবল ক্লাবইব্রাহিম (নবী)বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাজাতীয় বিশ্ববিদ্যালয়১৮৫৭ সিপাহি বিদ্রোহআমলাতন্ত্রথ্যালাসেমিয়াসিঙ্গাপুরসালোকসংশ্লেষণর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নবাংলাদেশ আওয়ামী লীগগাজীপুর জেলাকবিতাব্রিটিশ রাজের ইতিহাসরবীন্দ্রনাথ ঠাকুরপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)অমর সিং চমকিলানরসিংদী জেলাকাতারলখনউ সুপার জায়ান্টসসাজেক উপত্যকারক্তবাগদাদতাপস রায়বৃত্তি (গুণ)ণত্ব বিধান ও ষত্ব বিধাননারায়ণগঞ্জ জেলা৬৯ (যৌনাসন)ওয়ালাইকুমুস-সালামসমাসসজনেবঙ্গবন্ধু-১উপজেলা পরিষদব্রাহ্মী লিপিজলবায়ু🡆 More