অসীমা চট্টোপাধ্যায়: ভারতীয় রসায়নবিদ

অসীমা চট্টোপাধ্যায় (২৩ সেপ্টেম্বর, ১৯১৭ – ২২ নভেম্বর, ২০০৬) একজন ভারতীয় জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ ছিলেন। তিনি ভিঙ্কা অ্যালকালয়েডের (নয়নতারা থেকে প্রাপ্ত উপক্ষার) গবেষণা করেন এবং ম্যালেরিয়া ও মৃগীরোগের ঔষধ প্রস্তুত করেন।

অসীমা চট্টোপাধ্যায়
অসীমা চট্টোপাধ্যায়: শিক্ষা জীবন, কর্ম জীবন, পুরস্কার
অসীমা চট্টোপাধ্যায়
জন্ম(১৯১৭-০৯-২৩)২৩ সেপ্টেম্বর ১৯১৭
মৃত্যু২২ নভেম্বর ২০০৬(2006-11-22) (বয়স ৮৯)
জাতীয়তাব্রিটিশ ভারতীয় (১৯১৭-১৯৪৭)
ভারতীয় (১৯৪৭-২০০৬)
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
দাম্পত্য সঙ্গীবরদানন্দ চট্টোপাধ্যায়
পুরস্কারশান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার (১৯৬১)
পদ্মভূষণ (১৯৭৫)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজৈব রসায়ন, উদ্ভিদ রসায়ন
প্রতিষ্ঠানসমূহকলকাতা বিশ্ববিদ্যালয়

শিক্ষা জীবন

অসীমা চট্টোপাধ্যায় (বিবাহ-পূর্ববর্তী উপাধি মুখোপাধ্যায়) ১৯১৭ খ্রিষ্টাব্দের ২৩শে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। শৈশব হতেই মেধাবী অসীমা স্কুলজীবনের পরে ১৯৩৬ খ্রিষ্টাব্দে স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নবিদ্যায় স্নাতক হন। ১৯৩৮ খ্রিষ্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এরপর তিনি এই বিশ্ববিদ্যালয় থেকেই উদ্ভিদ রসায়ন এবং কৃত্রিম জৈব রসায়নের ওপর ডক্টরেট ডিগ্রী লাভ করেন। এছাড়া উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ক্যালটেক ইত্যাদি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানেও তিনি গবেষণার সুযোগ পান।

কর্ম জীবন

অসীমা চট্টোপাধ্যায় ১৯৪০ খ্রিষ্টাব্দে কলকাতা শহরের লেডি ব্র্যাবোর্ন কলেজে রসায়ন বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। ১৯৪৪ খ্রিষ্টাব্দে তিনি প্রথম নারী ছিলেন যাকে কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় ডক্টরেট অব সায়েন্স উপাধি প্রদান করেন। ১৯৪৫ খ্রিস্টাব্দে খ্যাতনামা অধ্যাপক ও মৃত্তিকা বিজ্ঞানী বরদানন্দ চট্টোপাধ্যায়কে বিবাহ করেন। ১৯৫৪ খ্রিষ্টাব্দে তিনি রাজাবাজার অঞ্চলে অবস্থিত ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের সহ-অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৬২ খ্রিষ্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের ঐতিহ্যশালী খয়রা অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং এই পদে তিনি ১৯৮২ খ্রিষ্টাব্দ পর্যন্ত থাকেন।

পুরস্কার

১৯৬০ খ্রিষ্টাব্দে অসীমা চট্টোপাধ্যায় ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির ফেলো হিসেবে নির্বাচিত হন। ১৯৬১ খ্রিষ্টাব্দে তিনি প্রথম মহিলা হিসেবে রসায়ন বিজ্ঞানে শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার লাভ করেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দে তাকে পদ্মভূষণ প্রদান করা হয়। এই বছরেই তিনি প্রথম মহিলা বিজ্ঞানী হিসেবে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সাধারণ সভাপতি হিসেবে নির্বাচিত হন। ১৯৮২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি হতে ১৯৯০ খ্রিষ্টাব্দের মে পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়ে দায়িত্ব পালন করেন। ২০১৭ খ্রিস্টাব্দের ২৩শে সেপ্টেম্বর তার জন্মশতবর্ষে গুগল এক ডুডলের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানায়।

তথ্যসূত্র

Tags:

অসীমা চট্টোপাধ্যায় শিক্ষা জীবনঅসীমা চট্টোপাধ্যায় কর্ম জীবনঅসীমা চট্টোপাধ্যায় পুরস্কারঅসীমা চট্টোপাধ্যায় তথ্যসূত্রঅসীমা চট্টোপাধ্যায়উপক্ষারজৈব রসায়ননয়নতারা (উদ্ভিদ)ম্যালেরিয়া

🔥 Trending searches on Wiki বাংলা:

সমাসবিদায় হজ্জের ভাষণআনারসদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাবিশ্ব ব্যাংকনাহরাওয়ানের যুদ্ধইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)টাঙ্গাইল জেলাকাবামাওলানাগর্ভধারণপথের পাঁচালী (চলচ্চিত্র)পানিপথের যুদ্ধবাংলা সাহিত্যনগরায়নব্যাংকতক্ষকইসনা আশারিয়াচৈতন্য মহাপ্রভুইসলামবিভিন্ন দেশের মুদ্রাকানাডারবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্পক্রোমোজোমবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়হোমিওপ্যাথিশব্দদূষণমমতা বন্দ্যোপাধ্যায়জনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)বাংলা সাহিত্যের ইতিহাসরামমোহন রায়ভাষাশশী পাঁজাবাংলাদেশের অর্থনীতিপৃথিবীর বায়ুমণ্ডলকালিদাসপথের পাঁচালী২৪ এপ্রিলঅপরাধমুহাম্মাদের সন্তানগণএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)কুয়েতনিউটনের গতিসূত্রসমূহচীনদোয়া কুনুতকারকইসতিসকার নামাজশিক্ষাসালোকসংশ্লেষণদীপু মনিস্পিন (পদার্থবিজ্ঞান)রক্ততরমুজফারাক্কা বাঁধঅক্ষর প্যাটেলটিকটকউদ্ভিদচাঁদপুর জেলাটাইফয়েড জ্বরময়মনসিংহ জেলাপশ্চিমবঙ্গের জেলাবাগদাদযোহরের নামাজবেল (ফল)ভরিন্যাটোদৈনিক ইত্তেফাকরক্তশূন্যতাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসিঙ্গাপুরবিরসা দাশগুপ্তচতুর্থ শিল্প বিপ্লবঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)চাকমাসিলেটবাঙালি মুসলিমদের পদবিসমূহদুরুদবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকা🡆 More