বিবিয়ানা গ্যাস ফিল্ড বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার একটি দর্শনীয় স্থাপনা। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই গ্যাসক্ষেত্রটি নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়ন ও ৪ নং দীঘলবাক ইউনিয়নে অবস্থিত, যেখান থেকে দেশের দৈনন্দিন চাহিদার ৪০% জ্বালানী সরবরাহ করা হয়ে থাকে।

বৈশিষ্ট্য সম্পাদনা

১৯৯৮ সালে আবিস্কৃত বিবিয়ানা গ্যাস ফিল্ডটির অবস্থান নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়ন ও ৪ নং দীঘলবাক ইউনিয়নের নাদামপুর, কাকুরা, করিমপুর, পিরিজপুর এলাকা নিয়ে। এটি কে পি আই শ্রেণীর স্থাপনা।

এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র যাতে মোট অনুমিত গ্যাসের মজুত প্রায় ৫ টি.সি.এফ যার মধ্যে উত্তোলনযোগ্য মজুত ২.৪ টি.সি.এফ।

কীভাবে যাবেন? সম্পাদনা

স্থলপথে সম্পাদনা

সড়ক পথে ঢাকা হতে নবীগঞ্জের দূরত্ব ১৮০ কিলোমিটার ও বিভাগীয় শহর সিলেট হতে দূরত্ব ৮০ কিলোমিটার এবং জেলা শহর হবিগঞ্জ হতে নবীগঞ্জের দূরত্ব ২৬ কিলোমিটার। রেলপথে ঢাকা হতে শায়েস্তাগঞ্জ স্টেশনের দূরত্ব ২০০ কিলোমিটার; এখানে রেল যোগাযোগ নেই বিধায়, প্রথমে শায়েস্তাগঞ্জ এসে তারপর নবীগঞ্জের বিবিয়ানায় আসতে হয়। ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জের সৈয়দপুর বাজার হতে মাত্র ৮ কিলোমিটার পশ্চিমে পাকা সড়ক ধরে গেলেই বিবিয়ানা গ্যাস ফিল্ড।

সড়কপথ সম্পাদনা

ঢাকার সায়েদাবাদ বাস স্টেশন থেকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ বা মৌলভীবাজারের যেকোন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে সৈয়দপুর আসা যায়; কারণ সৈয়দপুর হচ্ছে সড়কপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান বাস স্টেশন এবং এখান দিয়েই মূল ঢাকা-সিলেট মহাসড়ক বিস্তৃত। এখানে এসে সেখান থেকে বাস, ম্যাক্সি, লেগুনা, সিএসজি অটোরিক্সা, জীপ প্রভৃতিতে করে ৮ কিমি দূরে অবস্থিত গ্যাসক্ষেত্রে আসা যায়। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালি প্রভৃতি পরিবহন কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।

  • ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহনে সৈয়দপুর আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
    • এসি বাসে - ১২০০ টাকা এবং
    • নন-এসি বাসে - ৪০০ টাকা।

৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিভাগীয় শহর সিলেট হতে 'হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস' বাসে ২ থেকে ২:৩০ ঘন্টায় সৈয়দপুর আসা যায়। এপথে ভাড়া নেয়া হয় ১০০ টাকা।

জেলা শহর হবিগঞ্জ হতে বিবিয়ানা আসার জন্য সৈয়দপুর হয়ে আসতে হয়; এক্ষেত্রে ভাড়া হলো -

  • সিএনজি অটোতে - ৫০ টাকা এবং
  • ম্যাক্সিতে - ৪০ টাকা।

রেলপথ সম্পাদনা

নবীগঞ্জ আসার জন্য সরাসরি রেল যোগাযোগ নেই; এখানে আসতে হয় নয়াপাড়া বা শায়েস্তাগঞ্জ হয়ে। তবে, সবচেয়ে নিকটবর্তী ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির স্থান হলো শায়েস্তাগঞ্জ রেল স্টেশন।

ঢাকার কমলাপুর রেল স্টেশন বা চট্টগ্রাম রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি শায়েস্তাগঞ্জ এসে সেখান থেকে সড়ক পথে বিবিয়ানা আসা যায়; কারণ শায়েস্তাগঞ্জ হচ্ছে রেলপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান স্টেশন এবং এই শহরটির উপর দিয়েই মূল ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথটি বিস্তৃত। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছাড়ে। ঢাকা – সিলেট এবং চট্টগ্রাম – সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ

  • ৭১০ পারাবত এক্সপ্রেস - সিলেট হতে দুপুর ০৩ টায় ছাড়ে এবং ঢাকায় রাত ০৯ টা ৪৫ মিনিটে পৌছে (মঙ্গলবার বন্ধ) ও ঢাকা থেকে ভোর ০৬ টা ৩৫ মিনিটে ছাড়ে এবং সিলেট পৌছে দুপুর ০১ টা ৪৫ মিনিটে (মঙ্গলবার বন্ধ);
  • ৭১৮ জয়ন্তীকা এক্সপ্রেস - সিলেট হতে সকাল ০৮ টা ৪০ মিনেটে ছাড়ে এবং ঢাকায় বিকাল ০৪ টায় পৌছে (বৃহস্পতিবার বন্ধ) ও ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে এবং সিলেট পৌছে সন্ধ্যা ০৭ টা ৫০ মিনিটে (কোন বন্ধ নেই);
  • ৭২০ পাহাড়ীকা এক্সপ্রেস (শনিবার বন্ধ) সিলেট হতে সকাল ১০ টা ১৫ মিনিটে ছাড়ে এবং চট্টগ্রামে রাত ০৭ টা ৪৫ মিনিটে পৌছে;
  • ৭২৪ উদয়ন এক্সপ্রেস (রবিবার বন্ধ) সিলেট হতে রাত ০৭ টা ২০ মিনিটে ছাড়ে এবং চট্টগ্রামে ভোর ০৫ টা ৫০ মিনিটে পৌছে;
  • ৭৪০ উপবন এক্সপ্রেস - সিলেট হতে রাত ১০ টায় ছাড়ে এবং ঢাকায় ভোর ০৫ টা ১০ মিনিটে পৌছে (কোন বন্ধ নেই) ও ঢাকা থেকে রাত ০৯ টা ৫০ মিনিটে ছাড়ে এবং সিলেট পৌছে ভোর ৫ টা ১০ মিনিটে (বুধবার বন্ধ);
  • ৭৭৪ কালনী এক্সপ্রেস - সিলেট হতে সকাল ০৭ টায় ছাড়ে এবং ঢাকায় দুপুর ০১ টা ২৫ মিনিটে পৌছে (শুক্রবার বন্ধ) ও ঢাকা থেকে বিকাল ০৪ টায় ছাড়ে এবং সিলেট পৌছে রাত ১০ টা ৪৫ মিনিটে (শুক্রবার বন্ধ)।
  • ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ট্রেনে শায়েস্তাগঞ্জ আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
    • ২য় শ্রেণির সাধারণ - ৫৫ টাকা;
    • ২য় শ্রেণির মেইল - ৭৫ টাকা;
    • কমিউটার - ৯০ টাকা;
    • সুলভ - ১১০ টাকা;
    • শোভন - ১৮০ টাকা;
    • শোভন চেয়ার - ২১৫ টাকা;
    • ১ম শ্রেণির চেয়ার - ২৮৫ টাকা;
    • ১ম শ্রেণির বাথ - ৪২৫ টাকা;
    • এসি সীট - ৪৮৯ টাকা এবং
    • এসি বাথ - ৭৩১ টাকা।

ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন:

  • কমলাপুর রেলওয়ে স্টেশন, ☎ ০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, মোবাইল নম্বর: +৮৮০১৭১১৬৯১৬১২
  • বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ☎ ০২-৮৯২৪২৩৯
  • ওয়েবসাইট: www.railway.gov.bd

আকাশপথে সম্পাদনা

এখানে সরাসরি বিমানে চলাচলের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয় নি; তবে ঢাকা হতে সিলেটে আকাশ পথে বিমানে এসে সেখান থেকে সড়কপথে সরাসরি কিংবা রেলপথে শায়েস্তাগঞ্জ এসে সেখান থেকে বিবিয়ানায় আসা যায়। ঢাকা থেকে সিলেটে আসার জন্য বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়আর - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে।

ইউনাইটেড এয়ারওয়েজের একটি করে ফ্লাইট সপ্তাহে ৪ দিন ঢাকা- সিলেট ও সিলেট-ঢাকা রুটে চলাচল করে; ভাড়া লাগবে একপথে ৩,০০০/- এবং রিটার্ণ টিকিট ৬,০০০/-। সময়সূচী হলোঃ

  • ঢাকা হতে সিলেট - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - সকাল ১১ টা ২০ মিনিট এবং দুপুর ১২ টায়।
  • সিলেট হতে ঢাকা - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ১২ টা ২০ মিনিট এবং দুপুর ০১ টায়।

এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন:

  • কর্পোরেট অফিস: উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা), ১ জসিম উদ্দিন এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০, ☎ ০২-৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২, ইমেইল: [email protected], ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯
  • ঢাকা এয়ারপোর্ট সেলস অফিস: ডমেস্টিক উইং কুর্মিটোলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-১২৩০, ☎ ০২৮৯৫৭৬৪০, ৮৯৬৩১৯১, মোবাইল: +৮৮০১৭১৩-৪৮৬৬৬০
  • ওয়েবসাইট: www.uabdl.com

জল পথে সম্পাদনা

অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে সরাসরি কোনো নৌযান চলাচল করে না।

নিকটবর্তী দর্শনীয় স্থান ও স্থাপনা সম্পাদনা

  • ইমাম চা বাগান;
  • বাওয়ানি চা বাগান;
  • নবী শাহ-এর মাজার ও পুকুর;
  • গুংগিয়াজুড়ী হাওড়;
  • মকার হাওড়;
  • বেরীর হাওড়;
  • বড় হাওড়;
  • জোয়াল ভাঙ্গার হাওড়;
  • আগনার হাওড়।

খাওয়া দাওয়া সম্পাদনা

নবীগঞ্জে স্থানীয় পর্যায়ের বিশেষ কোনো বিখ্যাত খাদ্য নেই। তবে স্থানীয় আনারস, কমলা, পান, লেবু এবং কাঠালের বেশ সুখ্যাতি রয়েছে। এছাড়াও রয়েছে চা-পাতা। হাওড় এলাকায় প্রচুর মাছ পাওয়া যায় এবং খামার ভিত্তিক হাঁস পালন করা হয়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া-দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়। স্থানীয় পর্যায়ের উন্নতমানের ও নিরিবিলি পরিবেশের রেস্তোরা হিসাবে রয়েছেঃ

  • হোটেল বাবুল;
  • হোটেল শাহজালাল।

থাকা ও রাত্রিযাপনের স্থান সম্পাদনা

নবীগঞ্জে থাকার জন্য স্থানীয় পর্যায়ের কিছু সাধারণ মানের হোটেল রয়েছে। আবাসিক ও রাত্রিযাপনের জন্য সরকারি পর্যায়ে যেসব আবাসন ব্যবস্থা রয়েছে এখানে সেগুলোর মধ্যে রয়েছেঃ

  1. উপজেলা সরকারি ডাকবাংলো।
  2. শায়েস্তাগঞ্জ রেলওয়ে রেস্টহাউজ - বাংলাদেশ রেলওয়ে'এর ব্যবস্থাধীন (সরকারী)। মোবাইল: +৮৮০১৯২০-৪১৬৬২৩।
  3. পল্লী বিদ্যুৎ রেস্টহাউজ, শায়েস্তাগঞ্জ - পল্লী বিদ্যুৎ'এর ব্যবস্থাধীন (সরকারী)।

জরুরি নম্বরসমূহ সম্পাদনা

জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
  • উপজেলা নির্বাহী অফিসার, নবীগঞ্জ - মোবাইল নম্বর: +৮৮০১৭৫৩ ২৮৬৬৭৭; ফোন: ০৮৩২ ৮৫৬ ০০৩;
  • ওসি হবিগঞ্জ: +৮৮০১৭১৩৩৭৪৩৯৮;
  • ওসি নবীগঞ্জ: +৮৮০১৭১৩৩৭৪৪০৩;
  • ওসি শায়েস্তাগঞ্জ: +৮৮০১৭১৩৩৭৪৪০৬।
🔥 Popular: প্রধান পাতাসুন্দরবনকিরগিজস্তানপাহাড়পুর বৌদ্ধবিহারচাঁদফিলিস্তিনব্যবহারকারী আলাপ:Sbb1413বঙ্গরাজশাহী বিভাগরাশিয়াউজবেকিস্তাননীলগিরিআফগানিস্তানতাজমহলপশ্চিমবঙ্গবরিশাল বিভাগবগুড়া জেলাসিলেট বিভাগজাতিসংঘচট্টগ্রামতাজিংডংচন্দ্রনাথ পাহাড়হাকালুকি হাওরআফ্রিকাসাজেক উপত্যকাযুক্তরাজ্যইংল্যান্ডশালবন বৌদ্ধ বিহারইউরোপপানাম নগরব্যবহারকারী আলাপ:Moheenসেন্ট মার্টিন দ্বীপগোয়াদক্ষিণ এশিয়াজাতীয় সংসদ ভবনলালবাগ কেল্লাবিশেষ:সংস্করণ/চিত্র:Afghanistan (orthographic projection).svgশিলিগুড়িরাঙ্গামাটিআগরতলাবঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কজাপানকুড়িগ্রাম জেলাদীঘাসুনামগঞ্জ জেলাপারকি সমুদ্র সৈকতবাংলাদেশের দর্শনীয় স্থানসমূহচাঁপাইনবাবগঞ্জ জেলাতাইওয়ানমায়াপুরশিলংচলন বিলইউরোপীয় ইউনিয়ননাফাখুম জলপ্রপাতরাঙ্গামাটি জেলাময়মনসিংহ বিভাগইরানরাজশাহী জেলাকুমিল্লারাজবাড়ী জেলাচিম্বুক পাহাড়চাঁদপুর জেলাকুতুবদিয়া বাতিঘরকলকাতাধর্মসাগর দীঘিবিহারচীনহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকুষ্টিয়া জেলামাদারীপুর জেলাঠাকুরগাঁওরাঢ়কাজাখস্তাননীলাচলনারিকেল জিঞ্জিরাবালিয়াটি জমিদার বাড়িমুর্শিদাবাদবেঙ্গালুরু