বাংলাদেশের সীতাকুন্ড উপজেলার একটি সমুদ্র সৈকত

সীতাকুণ্ড উপজেলা > বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম শহর থেকে ২৫ কি.মি. উত্তরে একটি ছোট্ট বাজারের নাম বাঁশবাড়িয়া বাজার। এই বাজারের মধ্য দিয়ে সরু পিচ ঢালা পথে মাত্র ১৫ মিনিটে পৌঁছানো যায় বাঁশবাড়িয়া সমুদ্র উপকুলে। এই সমুদ্র সৈকতের মুল আকর্ষণ হল, প্রায় আধা কিলোমিটারের বেশি আপনি সুমুদ্রের ভিতর হেটে যেতে পারবেন। তবে সুমুদ্রের মতই বড় বড় ঢেউ আছে। এখানে এসে নির্বিঘ্নে ঘুরে বেড়ানো যাবে, আহরন করা যাবে প্রকৃতির শোভা। ঝাউ বাগানের সারি সারি ঝাউ গাছ ও নতুন জেগে উঠা বিশাল বালির মাঠ, সব মিলিয়ে এ এক অপূর্ব সৌন্দর্য অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য।

কীভাবে যাবেন সম্পাদনা

ঢাকা থেকে সম্পাদনা

ঢাকা-চট্টগ্রাম রোডের বাঁশবাড়িয়া নামতে হবে। বাঁশবাড়িয়া নামার পর সিএনজি তে করে আরও ২.৫ কি.মি. গেলে বেড়িবাঁধ পাওয়া যাবে। সিএনজি ভাড়া জনপ্রতি ২০টাকা করে। চাইলে রিজার্ভও নেওয়া যায়। ওখানেই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সিএনজি রিজার্ভ করে নিতে পারেন তাহলে আপনাকে বাঁধের সামনে পযর্ন্ত নিয়ে যাবে। রিজার্ভ ভাড়া ৩০০ টাকা নিবে।

চট্টগ্রাম হতে সম্পাদনা

চট্টগ্রাম এর অলংকার থেকে সীতাকুণ্ড যাওয়ার যেকোন বাস বা টেম্পুতে করে বাঁশবাড়িয়া নামতে হবে। ভাড়া ৩০-৪০ টাকা। অলংকার থেকে চট্টগ্রাম হাইওয়ে ধরে ২৩ কি.মি. যেতে হবে। এটা বাড়বকুন্ডের একটু আগে। বাঁশবাড়িয়া নামার পর সিএনজি তে করে আরও ২.৫ কি.মি. গেলে বেড়িবাঁধ পাওয়া যাবে। সিএনজি ভাড়া জনপ্রতি ২০টাকা করে। চাইলে রিজার্ভও নেওয়া যায়। ওখানেই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সিএনজি রিজার্ভ করে নিতে পারেন তাহলে আপনাকে বাঁধের সামনে পযর্ন্ত নিয়ে যাবে। রিজার্ভ ভাড়া ৩০০ টাকা নিবে।

🔥 Popular: প্রধান পাতাসুন্দরবনপানাম নগরফিলিস্তিনকিরগিজস্তানরাজশাহী বিভাগপাহাড়পুর বৌদ্ধবিহাররাশিয়াসাজেক উপত্যকাবঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কচাঁদতাজমহলচট্টগ্রামআফগানিস্তানআফ্রিকাইউরোপশিশু পার্ক, ঢাকাতাজিংডংসিলেট বিভাগজাপানপশ্চিমবঙ্গনীলগিরিসেন্ট মার্টিন দ্বীপবগুড়া জেলাব্যবহারকারী আলাপ:Sbb1413হাকালুকি হাওররাঢ়চন্দ্রনাথ পাহাড়ইরানকাপ্তাই হ্রদইংল্যান্ডজাতীয় সংসদ ভবনলালবাগ কেল্লাজাতিসংঘরংপুর বিভাগযুক্তরাজ্যমায়াপুরশালবন বৌদ্ধ বিহারকুমিল্লাশরীয়তপুর জেলারাঙ্গামাটিবাংলাদেশবঙ্গপঞ্চগড় জেলাইরাকঢাকা/পুরান ঢাকাদার্জিলিংকুড়িগ্রাম জেলাদীঘাপারকি সমুদ্র সৈকতনুহাশ পল্লীহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরঢাকাকুলাউড়া উপজেলাতাইওয়ানবালিয়াটি জমিদার বাড়িচিম্বুক পাহাড়আগরতলাশ্যামলী শিশু পার্কধর্মসাগর দীঘিবিবিয়ানা গ্যাসক্ষেত্রলাদাখবনগাঁইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাব্যবহারকারী আলাপ:AshLinমাদারীপুর জেলাকুতুবদিয়া বাতিঘরচাঁদপুর জেলাউজবেকিস্তানবরগুনা জেলাঢাকা বিভাগশিলিগুড়িমধ্যপ্রাচ্যশ্রীমঙ্গল উপজেলালস অ্যাঞ্জেলেসশিলংমেরিন ড্রাইভ কক্সবাজারদক্ষিণ-পূর্ব এশিয়ানরসিংদী জেলা