কলিন ফ্যারল: আইরিশ অভিনেতা

কলিন জেমস ফ্যারল (ইংরেজি: Colin James Farrell; /ˈfærəl/; জন্ম: ৩১ মে ১৯৭৬) একজন আইরিশ অভিনেতা। ২০০০-এর দশক থেকে ব্যবসাসফল ও স্বাধীন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার জয় এবং একটি একাডেমি পুরস্কারের মনোনয়ন-সহ অসংখ্য স্বীকৃতি অর্জন করেছেন। ২০২০ সালে দি আইরিশ টাইমস তাকে আয়ারল্যান্ডের পঞ্চম সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে অভিহিত করে।

কলিন ফ্যারল: আইরিশ অভিনেতা
২০২২ লন্ডন চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ফ্যারল

ফ্যারল বিবিসির নাট্যধর্মী ধারাবাহিক ব্যালিকিসঅ্যাঞ্জেল (১৯৯৮) দিয়ে অভিনয় জীবন শুরু করেন এবং নাট্যধর্মী দ্য ওয়ার জোন (১৯৯৯) দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তার প্রথম প্রধান চরিত্রে অভিনীত চলচ্চিত্র হল যুদ্ধভিত্তিক নাট্যধর্মী চলচ্চিত্র টাইগারল্যান্ড (২০০০) এবং তার প্রথম সফলতা আসে স্টিভেন স্পিলবার্গের বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র মাইনরিটি রিপোর্ট (২০০২) দিয়ে। তার অভিনীত কিছু গুরুত্বপূর্ণ চরিত্র হল ডেয়ারডেভল (২০০৩)-এর বুলসআই ও আলেকজান্ডার (২০০৪)-এর মহান আলেকজান্ডার, এবং তিনি মাইকেল মানের মায়ামি ভাইসউডি অ্যালেনের ক্যাসান্ড্রাস ড্রিম (২০০৭) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।

ফ্যারল মার্টিন মাকডনার হাস্যরসাত্মক ইন ব্রুজ (২০০৮) চলচ্চিত্রে রুকি হিটম্যান চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এরপর তিনি হাস্যরসাত্মক হরিবল বসেস (২০১১), বিজ্ঞান কল্পকাহিনী টোটাল রিকল (২০১২), তিক্ত হাস্যরসাত্মক সেভেন সাইকোপ্যাথস (২০১২), নাট্যধর্মী সেভিং মিস্টার ব্যাঙ্কস (২০১৩), হাস্যরসাত্মক দ্য লবস্টার (২০১৫) ও দ্য কিলিং অব আ স্যাক্রেড ডিয়ার (২০১৭), গথিক থ্রিলার দ্য বিগাইল্ড (২০১৭) এবং কল্পনাধর্মী ডাম্বো (২০১৯) চলচ্চিত্রে প্রধান চরিত্রে ও চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় করেন। এছাড়াও তিনি এইচবিওর থ্রিলার ধারাবাহিক ট্রু ডিটেকটিভ (২০১৫)-এর দ্বিতীয় মৌসুমে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।

ফ্যারল কল্পনাধর্মী ফ্যান্ট্যাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম (২০১৬)-এ পার্সিভাল গ্রেভস এবং সুপারহিরো চলচ্চিত্র দ্য ব্যাটম্যান (২০২২)-এ পেঙ্গুইন চরিত্রে অভিনয় করেন। ২০২২ সালে ফ্যারল বিজ্ঞান কল্পকাহিনীমূলক নাট্যধর্মী চলচ্চিত্র আফটার ইয়াং, থার্টিন লাইভস]] এবং মাকডনার নাট্যধর্মী দ্য ব্যানশিজ অব ইনিশেরিন চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন। শেষোক্ত চলচ্চিত্রে একজন আইরিশ চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভোল্পি কাপ এবং তার দ্বিতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইংরেজি ভাষাএকাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারসাহায্য:আধ্বব/ইংরেজি

🔥 Trending searches on Wiki বাংলা:

সিঙ্গাপুরএইচআইভিনোয়াখালী জেলাচুম্বকচ্যাটজিপিটিওবায়দুল কাদেরকোকা-কোলাবাংলাদেশের স্বাধীনতা দিবসতামান্না ভাটিয়াকক্সবাজার সমুদ্র সৈকতপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাআলাউদ্দিন খিলজিচিরস্থায়ী বন্দোবস্তইউরোপেপসিবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাহিন্দুধর্মমহাভারতআমার দেখা নয়াচীনপর্বতপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমটিকটকদ্য কোকা-কোলা কোম্পানিকক্সবাজারএস এম শফিউদ্দিন আহমেদব্যবস্থাপনা হিসাববিজ্ঞানহস্তমৈথুনপ্রাকৃতিক ভূগোলইহুদি ধর্মনিউটনের গতিসূত্রসমূহনরেন্দ্র মোদীআয়াতুল কুরসিকলাজালাল উদ্দিন মুহাম্মদ রুমিহজ্জহার্নিয়াবিদায় হজ্জের ভাষণযোনিপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০ভারতীয় সংসদআন্তর্জাতিক শ্রমিক দিবসজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবহুব্রীহি সমাসবাংলাদেশের শিক্ষামন্ত্রীগাজওয়াতুল হিন্দবাংলাদেশ ছাত্রলীগসালমান শাহকণাদইমাম বুখারীইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিবাংলাদেশের ইউনিয়নের তালিকাতাপ সঞ্চালনইসলামে বিবাহআডলফ হিটলারএপ্রিলমাদারীপুর জেলাপ্রযুক্তিপ্লাস্টিক দূষণচেঙ্গিজ খানদৈনিক ইত্তেফাকসূর্যমিঠুন চক্রবর্তীথানকুনিবাংলাদেশ সিভিল সার্ভিসশায়খ আহমাদুল্লাহগৌতম বুদ্ধআকবরগ্রামীণ ব্যাংকচিকিৎসকপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরবাংলাদেশ সরকারি কর্ম কমিশনপ্রীতি জিনতাদক্ষিণ কোরিয়াঅরবরইখাওয়ার স্যালাইনমুহাম্মাদের স্ত্রীগণকাবাহরে কৃষ্ণ (মন্ত্র)সহজ পাঠ (বই)🡆 More