সর্বজিৎ সিং: ভারতীয় গুপ্তচর

সর্বজিৎ সিং ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে কারাবন্দী ভারতীয় নাগরিক যিনি লাহোর ও মুলতানে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ছিলেন। ১৯৯০ সাল থেকে লাহোর কারাগারে বন্দি ছিলেন তিনি। এর আগে সর্বজিৎ সিংকে মুক্তি দিতে পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক আহবান জানিয়েছিল নয়াদিল্লি। ৪৯ বছর বয়সী এই বন্দিকে ভারতে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা গ্রহণের সুবিধার্থে স্থানান্তরেরও আহবান জানিয়েছিল ভারত সরকার।

সর্বজিৎ সিং
জন্ম
সর্বজিৎ সিং

১৯৬৩
মৃত্যু২ মে ২০১৩(২০১৩-০৫-০২) (বয়স ৪৯)
জিন্নাহ হাসপাতাল, লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
মৃত্যুর কারণকোট লাখপাট জেল, লাহোর, পাকিস্তানে বন্দিদের দ্বারা হত্যা
জাতীয়তাভারতীয়
অপরাধীর অবস্থাUnder review BY PMRC
দণ্ডাদেশের কারণEspionage and terrorism
ফৌজদারি দণ্ডমৃত্যুদণ্ড

বোমা হামলা

২২ বছর আগে ১৯৯১ সালে পাকিস্তানে গ্রেপ্তার হন ভারতীয় নাগরিক সর্বজিৎ। তারপর থেকেই তিনি সেখানে বন্দী ছিলেন। তার বিরুদ্ধে ভারতের হয়ে গোয়েন্দাগিরি ও লাহোর ও মুলতানে সিরিজ বোমা হামলা চালিয়ে ১৪ জনকে হত্যার অভিযোগ আনা হয়।

মৃত্যুদণ্ড

বোমা হামলার অভিযোগে সর্বজিৎকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয় পাকিস্তান আদালত। পরিবারের দাবি সর্বজিত সিং একজন কৃষক। তাকে ভুল করে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানে ওই বোমা হামলার ৩ মাস পরে সর্বজিৎ অবস্থান করেন। পরিবারের এমন দাবি সত্বেও বিচারে তার মৃত্যুদণ্ড হয়।

মৃত্যুদণ্ডাদেশ স্থগিত

ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অনুরোধে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সর্বজিতের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেন। এরপর পাকিস্তান পিপলস পার্টি নেতৃত্বাধীন পাক সরকার অনির্দিষ্টকালের জন্য সর্বজিতের প্রাণদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত করে দেয়।

মৃত্যু

কোট লাখপাত জেলে মৃত্যদণ্ডপ্রাপ্ত অপর দুই কারাবন্দির হামলায় আহত হন সর্বজিত। কারা-কর্মকর্তা মুনওয়ার আলি জানান, “মুদাসসির এবং আমিরের সঙ্গে চা পান করছিলেন সর্বজিত। এসময় কোনো একটি বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তারা ইট নিয়ে হামলা চালায় সর্বজিতের ওপর।” ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ লাহোরের জিন্না হাসপাতালে মৃত্যু হয় সর্বজিতের৷ চিকিত্সকরা জানিয়েছেন, হৃদযন্ত্র বিকল হয়েই তার মৃত্যু হয়েছে৷

বিক্ষোভ

সর্বজিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তার নিজ শহর পাঞ্জাবের ভিখিউইন্ডসহ বেশ কিছু শহরে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

তথ্যসূত্র

Tags:

সর্বজিৎ সিং বোমা হামলাসর্বজিৎ সিং মৃত্যুদণ্ডসর্বজিৎ সিং মৃত্যুদণ্ডাদেশ স্থগিতসর্বজিৎ সিং মৃত্যুসর্বজিৎ সিং বিক্ষোভসর্বজিৎ সিং তথ্যসূত্রসর্বজিৎ সিং বহিঃসংযোগসর্বজিৎ সিং

🔥 Trending searches on Wiki বাংলা:

সেলজুক সাম্রাজ্যমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)জয়তুনরামছিয়াত্তরের মন্বন্তরজামালপুর জেলাসনি মিউজিকদুধফুটিদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাপ্রথম বিশ্বযুদ্ধশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষআয়নিকরণ শক্তিহস্তমৈথুনকোষ প্রাচীরইংল্যান্ডদুর্গাপ্রশান্ত মহাসাগরজীবনরঙের তালিকাদশাবতারখোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরধানঅনাভেদী যৌনক্রিয়ামোহাম্মদ সাহাবুদ্দিনভারতের ভূগোল২০২০-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগউৎপল দত্তআবহাওয়ামুহাম্মাদের বংশধারাস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবচট্টগ্রাম বিভাগফজরের নামাজমনোবিজ্ঞানমহাবিশ্ববিদায় হজ্জের ভাষণকোষ বিভাজনমালয় ভাষানামের ভিত্তিতে মৌলসমূহের তালিকানেমেসিস (নুরুল মোমেনের নাটক)পহেলা বৈশাখম্যানুয়েল ফেরারাস্নায়ুতন্ত্রমাশাআল্লাহপর্যায় সারণী (লেখ্যরুপ)মেসোপটেমিয়াশশাঙ্কদ্বিঘাত সমীকরণহৃৎপিণ্ডবাংলা সাহিত্যের ইতিহাসমিজানুর রহমান আজহারীসামরিক বাহিনীদক্ষিণ আফ্রিকাঅন্নপূর্ণা পূজাপর্তুগালত্রিপুরামৌর্য সাম্রাজ্যথ্যালাসেমিয়াগীতাঞ্জলিজীববৈচিত্র্যথাইরয়েড হরমোনজোয়ার-ভাটালালবাগের কেল্লাঢাকাআন্তর্জাতিক মাতৃভাষা দিবসফোরাতক্লিওপেট্রামুহাম্মদ ইউনূসবাবরসামন্ততন্ত্রইলেকট্রন বিন্যাসবাংলাদেশ জাতীয় ফুটবল দলবাংলাদেশ ছাত্রলীগপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০🡆 More