লোকসভার অধ্যক্ষ

অধ্যক্ষ হলেন ভারতীয় সংসদের নিম্নকক্ষের সভা পরিচালক বা প্রিসাইডিং অফিসার। তার ভূমিকা অন্যান্য দেশের ওয়েস্টমিনস্টার ধাঁচের সরকারে স্পিকারের ভূমিকার সমতুল্য।

লোকসভার অধ্যক্ষ
লোকসভার অধ্যক্ষ
লোকসভার অধ্যক্ষ
দায়িত্ব
ওম বিড়লা

২০১৯ থেকে
বাসভবননতুন দিল্লি, ভারত
নিয়োগকর্তাভারতের রাষ্ট্রপতি
সর্বপ্রথমগণেশ বাসুদেব মাবলণকর
গঠন১৯৫২
ওয়েবসাইটলোকসভার অধ্যক্ষের কার্যালয়

সাধারণ নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনে সদস্যদের মধ্যে থেকে পাঁচ বছরের মেয়াদের অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে নিরপেক্ষভাবে কাজ করতে হয়।

ক্ষমতা ও কাজ

স্পিকারের বিস্তৃত ক্ষমতা ও কার্যাবলী রয়েছে, যার মধ্যে রয়েছে:

  • লোকসভার কার্য পরিচালনা
  • কোন বিল অর্থ বিল কিনা তা নির্ধারণ করা
  • সভার শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখা
  • বিভিন্ন ধরনের গতি এবং রেজুলেশনের গতিবিধি অনুমোদন করা
  • বিষয়ের ক্রম নির্ধারণ করা
  • বিতর্কের সময় সদস্যদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা
  • সদস্যদের অযোগ্যতা নির্ধারণ করা
  • লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন পরিচালনা করা

স্পিকার লোকসভার সদস্যদের সুবিধাদিরও রক্ষক। এর অর্থ হল স্পিকার সদস্যদের অধিকার এবং অব্যাহতি রক্ষার জন্য দায়বদ্ধ, যেমন স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং গ্রেপ্তার থেকে অব্যাহতির অধিকার।

স্পিকার ভারতীয় সংসদে একটি অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব। তাদের একটি বিস্তৃত পরিসরের বিষয়গুলিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এবং তাদের সিদ্ধান্তগুলি চূড়ান্ত এবং বাধ্যতামূলক। স্পিকারকে সংসদের নিরপেক্ষতার প্রতীকও বলা হয়।

ভারতের মাননীয় স্পিকারের কাজ ও ক্ষমতার কিছু নির্দিষ্ট উদাহরণ এখানে দেওয়া হল:

  • স্পিকার লোকসভার প্রতিটি অধিবেশনের জন্য এজেন্ডা নির্ধারণ করেন।
  • স্পিকার কোন বিল অর্থ বিল কিনা তা নির্ধারণ করেন। অর্থ বিলগুলি কেবল লোকসভায় পেশ করা যেতে পারে এবং স্পিকারের শেষ কথা হল কোন বিল অর্থ বিল।
  • স্পিকার লোকসভায় শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখেন। তারা অবাধ্য আচরণের জন্য সদস্যদের স্থগিত বা বহিষ্কার করতে পারে।
  • স্পিকার বিভিন্ন ধরনের গতি এবং রেজুলেশনের গতিবিধি অনুমোদন করে। এতে অনাস্থা প্রস্তাব, অধিবেশন মুলতুবি করার প্রস্তাব এবং নিন্দা প্রস্তাব অন্তর্ভুক্ত।
  • স্পিকার বিষয়ের ক্রম নির্ধারণ করেন। এর অর্থ হল স্পিকার সিদ্ধান্ত নেন যে কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং কোন প্রস্তাব উত্থাপন করা যেতে পারে।
  • স্পিকার বিতর্কের সময় সদস্যদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে। এতে বিতরণ প্রক্রিয়ার ব্যাখ্যা বা বক্তৃতার সময়কাল বন্টন অন্তর্ভুক্ত।
  • স্পিকার সদস্যদের অযোগ্যতা নির্ধারণ করে। এতে এমন সদস্যদের অন্তর্ভুক্ত রয়েছে যারা কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে বা যারা সংসদ সদস্যদের আচরণবিধি লঙ্ঘন করেছে।
  • স্পিকার লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন পরিচালনা করেন। এটি তখনই ঘটে যখন দুটি সংসদ একটি বিল নিয়ে একমত হতে পারে না।

অধ্যক্ষের তালিকা

লোকসভার অধ্যক্ষ 
কংগ্রেসের বলরাম জাখর এখনও পর্যন্ত দীর্ঘতম মেয়াদের অধ্যক্ষ, তিনি ৯ বছর, ১০ মাস, ২৭ দিন অধ্যক্ষ পদে ছিলেন।
# নাম মেয়াদ দল ক্ষমতাসীন দল বা জোট
গণেশ বাসুদেব মাবলণকর ১৫ মে, ১৯৫২ – ২৭ জানুয়ারি, ১৯৫৬ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস
এম এ আয়াঙ্গার ৮ মার্চ, ১৯৫৬ – ১৬ এপ্রিল, ১৯৬২ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস
সর্দার হুকুম সিং ১৭ এপ্রিল, ১৯৬২ – ১৬ মার্চ, ১৯৬৭ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস
নীলম সঞ্জীব রেড্ডি ১৭ মার্চ, ১৯৬৭ – ১৯ জুলাই, ১৯৬৯ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস
জি এস ধীলন ৮ আগস্ট, ১৯৬৯ – ১ ডিসেম্বর, ১৯৭৫ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস
বলিরাম ভগত ১৫ জানুয়ারি, ১৯৭৬ – ২৫ মার্চ, ১৯৭৭ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস
(৪) নীলম সঞ্জীব রেড্ডি ২৬ মার্চ, ১৯৭৭ – ১৩ জুলাই, ১৯৭৭ জনতা পার্টি জনতা পার্টি
কে এস হেগড়ে ২১ জুলাই, ১৯৭৭ – ২১ জানুয়ারি, ১৯৮০ জনতা পার্টি জনতা পার্টি
বলরাম জাখর ২২ জানুয়ারি, ১৯৮০ – ১৮ ডিসেম্বর, ১৯৮৯ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস
রবি রায় ১৯ ডিসেম্বর ১৯৮৯ – ৯ জুলাই, ১৯৯১ জনতা দল জাতীয় ফ্রন্ট
১০ শিবরাজ পাটিল ১০ জুলাই, ১৯৯১ – ২২ মে, ১৯৯৬ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস
১১ পি এ সাংমা ২৫ মে, ১৯৯৬ – ২৩ মার্চ, ১৯৯৮ ভারতীয় জাতীয় কংগ্রেস যুক্তফ্রন্ট
১২ জি এম সি বালাযোগী ২৪ মার্চ, ১৯৯৮ – ১৩ মার্চ, ২০০২ তেলুগু দেশম পার্টি জাতীয় গণতান্ত্রিক জোট
১৩ মনোহর যোশী ১০ মে, ২০০২ – ২ জুন, ২০০৪ ভারতীয় জনতা পার্টি জাতীয় গণতান্ত্রিক জোট
১৪ সোমনাথ চট্টোপাধ্যায় ৪ জুন, ২০০৪ – ৩০ মে, ২০০৯ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সংযুক্ত প্রগতিশীল জোট
১৫ মীরা কুমার ৩০ মে, ২০০৯–৪ জুন, ২০১৪ ভারতীয় জাতীয় কংগ্রেস সংযুক্ত প্রগতিশীল জোট
১৬ সুমিত্রা মহাজন ৫ জুন, ২০১৪ – ২০১৯ ভারতীয় জনতা পার্টি জাতীয় গণতান্ত্রিক জোট
১৭ ওম বিড়লা ২০১৯ – ভারতীয় জনতা পার্টি জাতীয় গণতান্ত্রিক জোট

বহিঃসংযোগ

Tags:

ভারতীয় সংসদস্পিকার (রাজনীতি)

🔥 Trending searches on Wiki বাংলা:

চাকমাউপসর্গ (ব্যাকরণ)বাংলাদেশের সংবিধান২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগপুরুষে পুরুষে যৌনতাবাংলাদেশ আওয়ামী লীগশিশ্ন বর্ধনপরীমনিকক্সবাজারকৃষ্ণচূড়াউমর ইবনুল খাত্তাবএরিস্টটলক্রিস্তিয়ানো রোনালদোমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবাংলাদেশ জামায়াতে ইসলামীবলাইচাঁদ মুখোপাধ্যায়টিকটকআন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলননারী ক্ষমতায়নজাকির নায়েকবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাআফগানিস্তানমিজানুর রহমান আজহারীরবীন্দ্রজয়ন্তীরঙের তালিকারনিল বিক্রমসিংহশ্রীকৃষ্ণকীর্তনফজলুর রহমান খানজেমি ম্যাকলারেনক্লিওপেট্রাপ্লাস্টিক দূষণলোকসভাবিভক্তিইউরোপীয় ইউনিয়নজান্নাতুল ফেরদৌস পিয়াফিলিস্তিনের ইতিহাস২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরসিফিলিসবৃত্তরশ্মিকা মন্দানানিউমোনিয়ানিরাপদ যৌনতাতাপমাত্রাউপেন্দ্রকিশোর রায়চৌধুরীদুরুদমালয়েশিয়াইসলামের নবি ও রাসুলপ্রাণ-আরএফএল গ্রুপদারুল উলুম দেওবন্দগীতাঞ্জলিমীর জাফর আলী খানমানব দেহদৌলতদিয়া যৌনপল্লিমাদ্রাসা শিক্ষা অধিদপ্তরমুহাম্মাদের অলৌকিক ঘটনাসমূহইংরেজি ভাষা৬৯ (যৌনাসন)ছাগলআসামধর্ষণবাংলাদেশ সিভিল সার্ভিসআবু দাউদসিঙ্গাপুরমৌলিক পদার্থের তালিকানারায়ণগঞ্জ জেলাজসীম উদ্‌দীনরাজশাহী বিশ্ববিদ্যালয়ঘূর্ণিঝড়মুঘল সাম্রাজ্য২০২৩ ক্রিকেট বিশ্বকাপমুখমৈথুনগেরিনা ফ্রি ফায়ারক্রিকেটক্যান্সাররাজবাড়ী জেলামাদারীপুর জেলাবাংলাদেশের ভূগোল🡆 More