লিনাস টরভল্ডস

লিনাস বেনেডিক্ট টরভল্ডস (/ˈliːnəs ˈtɔːrvɔːldz/ LEE-nəs TOR-vawldz, সুয়েডিয় উচ্চারণ:  (ⓘ); জন্ম ডিসেম্বর ২৮, ১৯৬৯, হেলসিঙ্কি, ফিনল্যান্ড), একজন বিশ্বখ্যাত সুয়েডীয়-ফিনীয় সফটওয়্যার প্রকৌশলী। তিনি লিনাক্স কার্নেলের আদি রচয়িতা ও নিয়ন্ত্রণকারী এবং মুক্ত সোর্স আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তি। তিনি ২০১৪ সালে আইইই কম্পিউটার সমিতির কম্পিউটিং অগ্রদূত পুরস্কার লাভ করেন। তার রচিত লিনাক্স কার্নেল পরবর্তীতে লিনাক্স, অ্যান্ড্রয়েড এবং গুগল ক্রোম অপারেটিং সিস্টেমগুলোর ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।

লিনাস টরভল্ডস
লিনাস টরভল্ডস
প্রোজেক্ট কো-অর্ডিনেটর, লিনাক্স
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1969-12-28) ২৮ ডিসেম্বর ১৯৬৯ (বয়স ৫৪)
হেলসিঙ্কি, ফিনল্যান্ড
জাতীয়তাসুইডিস
দাম্পত্য সঙ্গীতোভে টরভল্ডস
মাতাআন্না টরভল্ডস
পিতানিল‌স টরভল্ডস
প্রাক্তন শিক্ষার্থীহেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়

জন্ম

লিনাস টরভল্ডস ফিনল্যান্ডের হেলসিংকিতে সাংবাদিক দম্পতি আন্না ও নিলস টরভল্ডসের ঘরে জন্মগ্রহণ করেন। কবি ওলে টরভল্ডস তার পিতামহ। লিনাস ফিনল্যান্ডের সুয়েডীয় ভাষী সংখ্যালঘু জনগোষ্ঠীর একজন সদস্য; এরা ফিনল্যান্ডের জনসংখ্যার মাত্র ৫.৫%। নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ লিনাস পলিং-এর নামে টরভল্ডস-এর নামকরণ করা হয়, যদিও লিনাস তার বই রেবেল কোড: লিনাক্স অ্যান্ড দি ওপেন সোর্স রেভোলিউশন-এ (Rebel Code: Linux and the Open Source Revolution), টরভল্ডস বলেন, "আমি মনে করি আমার নামকরণ করা হয়েছে কার্টুন চরিত্র লিনাস-এর নামে", যা তাকে একইসাথে "নোবেল বিজয়ী রসায়নবিদ" এবং "কার্টুন চরিত্র" বানিয়েছে।

শিক্ষাজীবন

লিনাসের বাবা-মা দুজনেই ১৯৬০-এর দশকে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল রাজনীতিতে জড়িত ছিলেন। লিনাস টরভল্ডস একই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভের জন্য ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পড়াশোনা করেন। তার স্নাতকোত্তর অভিসন্দর্ভের শিরোনাম ছিল লিনাক্স: একটি বহনযোগ্য অপারেটিং সিস্টেম

কম্পিউটার প্রোগ্রামার হিসেবে লিনাস

লিনাসের কম্পিউটারে উৎসাহ শুরু হয় একটি কমোডর VIC-20 এর মাধ্যমে। VIC-20 এর পর তিনি একটি Sinclair QL কেনেন যেটিতে তিনি ব্যাপক পরিবর্তন সাধন করেন- বিশেষত এর অপারেটিং সিস্টেম। তিনি এই QL এর জন্য একটি অ্যাসেম্বলার এবং একটি টেক্সট এডিটর প্রোগ্রাম করেন এবং সেই সাথে কিছু গেমও। তিনি প্যাক ম্যান এর একটি ক্লোন কুল ম্যান এর প্রোগ্রাম করার জন্য পরিচিত। তিনি ১৯৯০ সালে ইন্টেল ৮০৩৮৬ প্রসেসর সংবলিত আইবিএম পিসি কেনেন এবং তার মিনিক্স কপি পাওয়ার আগে কয়েক সপ্তাহ প্রিন্স অব পারসিয়া খেলে কাটান যেটি তাকে পরবর্তীতে লিনাক্স নিয়ে কাজ শুরু করতে সাহায্য করেছিল। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৮৬ ওপেন আর্কিটেকচারের লিনাক্স এবং ইউনিক্সের জন্য একটি স্ট্যান্ডার্ড বাইনারী ফরম্যাট নির্ধারনের কাজে জড়িত ছিলেন।

পরবর্তী বছরসমূহ

লিনাস টরভল্ডস ১৯৯৩ সালের শরতে ৬ বার ফিনিয় জাতীয় কারাতে চ্যাম্পিয়ন তুভে টরভল্ডসকে বিয়ে করেন। টরভল্ডস ছাত্রদের জন্য পরিচিতি মূলক প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষন ক্লাস নিচ্ছিলেন এবং কোর্সে অংশগ্রহণকারীদের জন্য একটি পরীক্ষা হিসেবে তাকে একটি ই-মেইল পাঠাতে বলেছিলেন,যেটিতে তুভে উত্তর দিয়েছিলেন একটি ডেটিং এর অফার এর মাধ্যমে। তুভে এবং লিনাস পরবর্তী কালে বিয়ে করেছিলেন এবং তিন কন্যা সন্তান যথাক্রমে প্যাট্রিসিয়া, ড্যানিয়েলা এবং চেলেস্তের বাবা হন। ১৯৯৬ এর শেষ দিকে ট্রান্সমেটা পরিদর্শনের পরে তিনি ক্যালিফোর্নিয়ায় কোম্পানির একটি পদে যোগদান করেন, যেখানে তিনি ফেব্রুয়ারি ১৯৯৭ থেকে জুন ২০০৩ পর্যন্ত কাজ করেন। তিনি এরপর উম্মুক্ত সোর্স উন্নয়ন প্রকল্পে যোগদান করেন, যেটি লিনাক্স ফাউন্ডেশন এ পরিনত হয়েছিল ফ্রি স্ট্যান্ডার্ড গ্রুপের সাথে একীভূত হওয়ার মাধ্যমে, পরবর্তীতে যার আনুকূল্যে তিনি কাজ চালিয়ে যান। জুন,২০০৪ এ সংঘের বিভারটন, ওরেগন-ভিত্তিক সদর অফিস এর কাছাকাছি থাকার জন্য টরভল্ডস এবং তার পরিবার পোর্টল্যান্ড, ওরেগন এ স্থানান্তরিত হন। রেড হ্যাট এবং ভিএ লিনাক্স, উভয়ই লিনাক্স নির্ভর সফটওয়্যারের নেতৃত্বদানকারী ডেভেলপারগণ, তার সৃষ্টির জন্য কৃতজ্ঞতাস্বরূপ Stock Options এর সঙ্গে টরভল্ডসকে উপস্থাপন করেছিল। ১৯৯৯ এ উভয় কোম্পানি জনগনের কাছে যায় এবং এর ফলে টরভল্ডস এর মূল্যমান খুব দ্রুত $২০ মিলিয়ন এর উপরে পৌছে যায়। তার ব্যক্তিগত মাসকট হচ্ছে একটি পেঙ্গুইন যার ডাকনাম টাক্স, যেটি লিনাক্স কার্নেলের মাসকট হিসেবে লিনাক্স সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। অনেক ওপেন সোর্স আইকনের থেকে ভিন্নতাস্বরূপ টরভল্ডস সব সময় নিজেকে আড়ালে রাখেন এবং অন্যান্য প্রতিযোগী সফটওয়্যার পণ্য নিয়ে মতামত দান থেকে সবসময় দূরে থাকেন। টরভল্ডস সাধারণত non-kernel-related বিতর্কের বাইরে থাকেন। যদিও টরভল্ডস বিশ্বাস করেন যে " সফটওয়্যার তৈরির সর্বোত্তম পন্থা হচ্ছে মুক্ত সফটওয়্যার পদ্ধতি", তারপরও মালিকানাভিত্তিক সফটওয়্যার হলেও তিনি কাজের জন্য সবথেকে ভাল টুলস ব্যবহার করেন । এজন্যই লিনাক্স কার্নেলে মালিকানাভিত্তিক ভার্সন কন্ট্রোল সফটওয়্যার বিটকিপার ব্যবহার এবং তার পক্ষাবলম্বনের জন্য তিনি সমালোচিত হয়েছেন। তবে টরভল্ডস বিটকিপার এর একটি ফ্রি ভার্সন গিট তৈরি করে দিয়েছেন সবার জন্য । টরভল্ডস জিনোমের অফিসিয়াল মেইলিং লিস্টে মন্তব্য করেছেন যে, ডেস্কটপ এনভারোনমেন্ট এর ক্ষেত্রে তিনি কেডিই ব্যবহারকে উৎসাহিত করেন এবং কেন তিনি এই মত পোষন করেন তার ব্যাখ্যাও তিনি সেখানে দিয়েছিলেন।

আরো দেখুন

তথ্যসূত্র

Tags:

লিনাস টরভল্ডস জন্মলিনাস টরভল্ডস শিক্ষাজীবনলিনাস টরভল্ডস কম্পিউটার প্রোগ্রামার হিসেবে লিনাসলিনাস টরভল্ডস পরবর্তী বছরসমূহলিনাস টরভল্ডস আরো দেখুনলিনাস টরভল্ডস তথ্যসূত্রলিনাস টরভল্ডসঅগ্রদূতঅপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েডউইকিপিডিয়া:বাংলা ভাষায় সুয়েডীয় শব্দের প্রতিবর্ণীকরণক্রোম ওএসচিত্র:Sv-Linus Torvalds2.oggডিসেম্বর ২৮ফিনল্যান্ডমুক্ত সোর্সলিনাক্সলিনাক্স কার্নেলসফটওয়্যার প্রকৌশলীসাহায্য:Pronunciation respelling keyসাহায্য:আধ্বব/ইংরেজিসুইডেনহেলসিঙ্কি

🔥 Trending searches on Wiki বাংলা:

গরুসমাজতন্ত্রনৈশকালীন নির্গমনইসলাম ও অন্যান্য ধর্মআবুল আ'লা মওদুদীকিশোরগঞ্জ জেলাশামীম শিকদারঢাকাদৈনিক প্রথম আলোচট্টগ্রাম জেলাবাংলা টিভি চ্যানেলের তালিকাবাংলাদেশের উপজেলার তালিকাডিজেল গাছপল্লী সঞ্চয় ব্যাংকগজবাংলাদেশে পালিত দিবসসমূহদোয়া কুনুতবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিসেন্ট মার্টিন দ্বীপজন্ডিসসালমান শাহপুঁজিবাদকাবাজাযাকাল্লাহব্রহ্মপুত্র নদইশার নামাজচেঙ্গিজ খানবাংলাদেশের ইউনিয়নফুটবলউত্তর চব্বিশ পরগনা জেলাবাংলাদেশ রেলওয়েপৃথিবীর ইতিহাসমুহাম্মাদের মৃত্যুবাংলাদেশের ডেন্টাল কলেজসমূহের তালিকাটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাভারতের জাতীয় পতাকাবাংলাদেশের প্রধানমন্ত্রীবিভিন্ন দেশের মুদ্রাসাঁওতাল বিদ্রোহশাহরুখ খানভারতের ইতিহাসবাবরমাহদীতাওরাতবাংলা লিপিজীবাশ্ম জ্বালানিরেনেসাঁভুট্টাফিতরাইস্তিগফারইন্দোনেশিয়াও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদগ্রীন-টাও থিওরেমদ্বিপদ নামকরণহেপাটাইটিস বিথানকুনিকুমিল্লাবিশেষ্যদুরুদআনন্দবাজার পত্রিকারামমোহন রায়খালিস্তানত্রিভুজইসলামে বিবাহমোহাম্মদ সাহাবুদ্দিনশুক্রাণুবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রবুরহান ওয়ানিস্বরধ্বনিবর্ডার গার্ড বাংলাদেশনালন্দাতেজস্ক্রিয়তাসিঙ্গাপুর২০২৩ ক্রিকেট বিশ্বকাপললিকনচট্টগ্রামহিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণইউটিউবারব্রাজিল জাতীয় ফুটবল দল🡆 More