চলচ্চিত্র দরদ

দরদ হচ্ছে ২০২৪ সালের আসন্ন ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, কলকাতার এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে সহ-প্রযোজনা করেছেন সরদার সানিয়াত হোসেন, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং হিমাংশু ধানুকা। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। এটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার প্রথম সর্ব ভারতীয় চলচ্চিত্র ।

দরদ
চলচ্চিত্র দরদ
ফার্স্ট লুক পোষ্টার
পরিচালকঅনন্য মামুন
প্রযোজকসরদার সানিয়াত হোসেন কামাল মোহাম্মদ
কিবরিয়া লিপু
হিমাংশু ধানুকা
চিত্রনাট্যকারঅনন্য মামুন
প্রমিত ঘোষ
শ্রেষ্ঠাংশে
সুরকারআরাফাত মেহমুদ
প্রযোজনা
কোম্পানি
  • অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট
  • কিবরিয়া ফিল্মস
  • এসকে মুভিজ
  • ওয়ান ওয়ার্ল্ড মুভিজ
মুক্তি
  • ২০২৪ (2024)
দেশবাংলাদেশ
ভারত
ভাষাবাংলা
হিন্দি
নির্মাণব্যয়১০ কোটি

কাহিনী

চিত্রনাট্য অনুযায়ী, বারাণসী শহরে হঠাৎ করে একের পর এক খুন। প্রথম সারির ব্যক্তিত্বরা খুনির তালিকায়। বিশিষ্টরা পরপর খুন হতেই নড়ে বসে পুলিশ। শুরু হয় পুলিশের তদন্ত। আর এই তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম। দুলু মিয়া পেশায় অটোচালক। সেই কি ‘সিরিয়াল কিলিং’-এর নেপথ্যে?

অভিনয়

প্রযোজনা

সিনেমাটি প্রযোজনা করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, কলকাতার এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

সঙ্গীত

দরদ
সাউন্ডট্র্যাক অ্যালবাম
ঘরানাচলচ্চিত্র সঙ্গীত
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীএসকে মুভিজ






দরদ থেকে একক গান
  1. "এই ভাবাও এই ভাসাও"

দরদ সিনেমায় মিউজিক ডিরেক্টর ও হিন্দি ভার্সনের লিরিক্স লিখছেন আরাফাত মেহমুদ এবং বাংলা ভার্সনের কথা লিখেছেন জাহিদ আকবর, সোমেশ্বর অলি এবং এসকে ডিপ।"এই ভাবাও, এই ভাসাও" শিরোনামের চলচ্চিত্রটির একটি গানের শুটিং হয়েছিল নভেম্বরের মাঝামাঝি সময়ে ভারতের বেনারসে বাংলা ও অন্যান্য ভাষায়, যা জাহিদ আকবর লিখেছেন এবং বালাম গেয়েছেন ।এটি বালামের সাথে শাকিব খানের দ্বিতীয় এবং জাহিদ আকবরের সাথে চতুর্থ কাজ। যিনি এর আগে সর্বকালের সর্বোচ্চ আয় করা বাংলাদেশী চলচ্চিত্র প্রিয়তমা সিনেমায় শাকিব খানের সাথে কাজ করেছিলেন।

নং.শিরোনামগীতিকারসংঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."এই ভাবাও এই ভাসাও"জাহিদ আকবরবালাম 

নির্মাণ

প্রাক-নির্মাণ

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম সর্বভারতীয় চলচ্চিত্র দরদ প্রাথমিকভাবে ২০২৩ সালের ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বারাণসীএলাহাবাদে চলচ্চিত্রটির শুটিং শুরুর কথা ছিল। ওই দিনই শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের অভিনেতা শাকিব খানের ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে যাওয়া এবং ভারতের বারানসিতে এই সিনেমার শুটিং শুরুর আগে মুম্বাইয়ে তার ফটোশুট, স্ক্রিপ্ট রিডিং সেসন, লুক সেট হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ থেকে যথাসময়ে ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খানসহ ১৪ জনের পুরো ইউনিট, ফলে ভারতে ঘোষিত সময়ে ভারত যাওয়া হয়নি তাদের। ২১ অক্টোবর ছবির অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু প্রথম আলোকে জানায়, "শাকিব খানসহ বাংলাদেশে যেসব শিল্পী এই ছবির শুটিংয়ে ভারত যাবেন, তাঁদের সবার ওয়ার্ক পারমিটের ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা আছে। কিন্তু এখনো ভিসার অনুমতি হয়নি।" পরেরদিন ২২ অক্টোবর, শাকিব খানসহ চলচ্চিত্রের পুরো ইউনিট সবাই ভিসা পায়। যা প্রথম আলোকে নিশ্চিত করেন ছবির অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া ও পরিচালক অনন্য মামুন। শুটিংয়ে অংশ নিতে ২৬ অক্টোবর ভারতের মুম্বাই থেকে বেনারসে যান শাকিব খান।

অভিনয় শিল্পী নির্বাচন

অনেক গুঞ্জনের পর অক্টোবরের শুরুতে চলচ্চিত্রটি অভিনেত্রী নাম প্রকাশ করা হয়। এটির প্রধান অভিনেত্রী হিসাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের নাম প্রকাশ করা হয়, যা ৬ অক্টোবর প্রথম আলোকে নিশ্চিত করে ছবিটির ভারতীয় অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকেয় মুভিজ। যা ৬ অক্টোবর ভারতীয় অংশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান এসকেয় মুভিজের কর্ণধার অশোক ধানুকার বরাত দিয়ে প্রথম আলো নিশ্চিত করেন। একইদিন পরিচালক ছবিটির অন্যান্য অভিনেতার নাম করেন, যথাক্রমে তারা হলেন পায়েল সরকার, মিশা সওদাগর, লুৎফুর রহমান, রাজেশ শর্মা, দেবচন্দ্রিমা সিংহ রায়, এলিনা শাম্মী ইমতু রাতিশ, ফারহান আহমেদ রিও। পায়েল সরকার একজন সাহসী পুলিশ কর্মকর্তা এবং দেবচন্দিমা সিংহ রায় একজন মডেল হিসাবে অভিনয় করবেন বলে গণমাধ্যমে নিশ্চিত করেন পরিচালক। এরপর ৮ অক্টোবর প্রধান অভিনেতা ছবিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন শাকিব খান, যার মাধ্যমে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান ছবি করতে যাচ্ছেন তিনি। চুক্তির পর তার কাছে চূড়ান্ত চিত্রনাট্য হস্তান্তর করা হয়। পরেরদিন ৯ অক্টোবর ছবির সঙ্গে যুক্ত হন প্রবীণ ভারতীয় অভিনেতা রাহুল দেব, যিনি এর আগে ২০১৬ সালে শিকারি ছবিতে শাকিব খানের সঙ্গে কোলাবরেট করেন। দুইদিন পর ১১ অক্টোবর মিস বাংলাদেশ ২০১৭ মুকুটধারী জেসিয়া ইসলাম একটি অতিথি চরিত্রের জন্য ছবিতে চুক্তিবদ্ধ হন, যা তার দ্বিতীয় চলচ্চিত্র। তার ১০ দিনের জন্য চিত্রগ্রহণে অংশ নেওয়ার কথা রয়েছে।

চিত্রগ্রহণ

২০২৩ সালের সালের ২৭ অক্টোবর ভারতের বেনারসের চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়। একইদিন পরিচালক তার ফেইসবুকে চলচ্চিত্রটির শুটিং একটি দৃশ্য প্রকাশ করেন। ২৮ অক্টোবর চিত্রগ্রহণের দ্বিতীয় দিন সিকোয়েন্সের ধারাবাহিকতার জন্য শাকিব খান প্রায় ১৮ ঘন্টা শুটিং করেন।

মুক্তি

২০২৩ সালের ২৪ অক্টোবর ভারতের মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চলচ্চিত্রটি ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে।৷

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

চলচ্চিত্র দরদ কাহিনীচলচ্চিত্র দরদ অভিনয়চলচ্চিত্র দরদ প্রযোজনাচলচ্চিত্র দরদ সঙ্গীতচলচ্চিত্র দরদ নির্মাণচলচ্চিত্র দরদ মুক্তিচলচ্চিত্র দরদ তথ্যসূত্রচলচ্চিত্র দরদ বহিঃসংযোগচলচ্চিত্র দরদঅনন্য মামুনএসকে মুভিজভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণশাকিব খানসর্ব ভারতীয় চলচ্চিত্রসোনাল চৌহান

🔥 Trending searches on Wiki বাংলা:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংঅশোকরামায়ণআশারায়ে মুবাশশারাবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাযোনি পিচ্ছিলকারকআসসালামু আলাইকুমকুরআনের সূরাসমূহের তালিকানারীপীযূষ চাওলামহিবুল হাসান চৌধুরী নওফেলঋগ্বেদমূলদ সংখ্যাইন্ডিয়ান প্রিমিয়ার লিগস্বত্ববিলোপ নীতিদোয়াগ্রাহামের সূত্রদেব (অভিনেতা)হজ্জখন্দকের যুদ্ধপুনরুত্থান পার্বণচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়এইচআইভি/এইডসসাইবার অপরাধজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সোভিয়েত ইউনিয়নকম্পিউটারফুসফুসগুজরাত টাইটান্সদারাজআমর ইবনে হিশামব্যঞ্জনবর্ণসাধু ভাষামিশনারি আসনজ্বীন জাতিকৃষ্ণবাংলাদেশের অর্থনীতিপদার্থবিজ্ঞানসংস্কৃতিশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রপশ্চিমবঙ্গের জেলাদোয়া কুনুতব্র্যাকউসমানীয় উজিরে আজমদের তালিকাওয়েব ধারাবাহিকমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাব্যাকটেরিয়ারমজানবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ভূমি পরিমাপকোস্টা রিকাভুটানজাতীয় স্মৃতিসৌধবাংলাদেশ জামায়াতে ইসলামীস্বাধীন বাংলা বেতার কেন্দ্রআসরের নামাজবিটিএসসেন রাজবংশইউএস-বাংলা এয়ারলাইন্সতরমুজফিতরাসহীহ বুখারীইউরোপপ্রাণ-আরএফএল গ্রুপক্যাসিনোকারকময়মনসিংহসিলেট বিভাগবরিশাল বিভাগহরপ্পারবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)নেপালপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাপ্রথম বিশ্বযুদ্ধবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাতাজমহলইন্দোনেশিয়াপারা🡆 More