টেনেসি উইলিয়ামস: মার্কিন নাট্যকার

টেনেসি উইলিয়ামস (ইংরেজি: Tennessee Williams) (২৬ মার্চ, ১৯১১ – ২৫ ফেব্রুয়ারি, ১৯৮৩), যিনি থমাস লেনিয়ের উইলিয়ামস, নামেও পরিচিত একজন মার্কিন নাট্যকার। নাটক রচনায় তার অনবদ্য অবদানের জন্য তিনি নাট্যক্ষেত্রে উঁচু শ্রেণীর অনেক পুরস্কারই নিজের করায়ত্ব করেছেন। ১৯৩৯ সালে তিনি নিউ অরলিন্সে বসবাসের স্থান পরিবর্তন করেন, এবং তখন থেকেই তিনি তার বাবার জন্মস্থল টেনেসি প্রদেশের নামানুসারে নিজের নামে ‘টেনেসি’ শব্দটি যোগ করেন।

টেনেসি উইলিয়ামস
টেনেসি উইলিয়ামস: মার্কিন নাট্যকার
১৯৬৫ সালে উইলিয়ামস
পেশানাট্যকার
তথ্য
সময়কাল১৯৩০-১৯৮৩
ধারাসাউদার্ন গোথিক

আ স্ট্রিটকার নেইমড ডিজায়ার নাটকের জন্য তিনি ১৯৪৮ সালে, ও ক্যাট অন আ হট টিন রুফ নাটকের জন্য ১৯৫৫ সালে, মোট দুইবার তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেন। এছাড়া দ্য গ্লাস মেনাগেরি (১৯৪৫) এবং দ্য নাইট অফ দি ইগুয়ানা (১৯৬১)-এর জন্য তিনি নিউ ইয়র্ক ড্রামা ক্রিটিকস' সার্কল পুরস্কার লাভ করেন। ১৯৫২ সালে লেখা, তার নাটক দ্য রোজ ট্যাটু সেরা নাটক হিসেবে টনি পুরস্কার লাভ করে। ১৯৮০ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার উইলিয়ামসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্শিয়াল গোল্ড মেডাল অফ ফ্রিডম প্রদান করে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইংরেজি ভাষাটেনেসিনিউ অরলিন্সযুক্তরাষ্ট্র

🔥 Trending searches on Wiki বাংলা:

লিভারপুল ফুটবল ক্লাববিকাশআব্বাসীয় স্থাপত্যবাংলাদেশ সরকারি কর্ম কমিশনইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনসতীদাহসেতুবাংলাদেশের জনমিতিইরানলালনউত্তম কুমারলিঙ্গ উত্থান ত্রুটিবিদায় হজ্জের ভাষণলাইসিয়ামপুরুষে পুরুষে যৌনতামিয়ানমারবাংলাদেশের কোম্পানির তালিকাদীন-ই-ইলাহিবন্ধুত্বডায়াচৌম্বক পদার্থমনসামঙ্গলআবদুল হামিদ খান ভাসানীরবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্পরুয়ান্ডাবাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারকবৃন্দমুঘল সম্রাটশ্রীকৃষ্ণকীর্তনজয়নুল আবেদিনকিরগিজস্তানপ্রাণ-আরএফএল গ্রুপরাষ্ট্রশান্তিনিকেতনআবুল কাশেম ফজলুল হকসমাজবাংলাদেশের রাষ্ট্রপতিবিজ্ঞানবিজয় দিবস (বাংলাদেশ)ত্রিভুজগাঁজা (মাদক)বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩বাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাগোত্র (হিন্দুধর্ম)বাংলাদেশের নদীর তালিকাঢাকা জেলাবাগদাদসাপশনি (দেবতা)চর্যাপদফরিদপুর জেলাশিবডায়াজিপামনারীমঙ্গল গ্রহইস্ট ইন্ডিয়া কোম্পানিগ্রামীণ ব্যাংকবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রজাতীয় সংসদমৌলিক সংখ্যাআস-সাফাহসিরাজগঞ্জ জেলাব্রিটিশ রাজের ইতিহাসময়ূরী (অভিনেত্রী)সামাজিক বিজ্ঞানবাগদাদ অবরোধ (১২৫৮)বাউল সঙ্গীতছিয়াত্তরের মন্বন্তরছয় দফা আন্দোলনরেজওয়ানা চৌধুরী বন্যাকৃষ্ণকৃত্তিবাসী রামায়ণসার্বজনীন পেনশনবদরের যুদ্ধঅলিউল হক রুমিমহাত্মা গান্ধীঅরবরইশবনম বুবলিকাঠগোলাপদি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ🡆 More