কল-রেডী

কল-রেডী বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মাইক পরিষেবা। বাংলাদেশের স্বাধীনতার পূর্বে এবং পূর্ব পাকিস্তানের বিভিন্ন আন্দোলনে প্রায় সব সময় এ মাইক সার্ভিসটি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সময় সভা ও সমাবেশে এবং সাতই মার্চের ভাষণ।

কল-রেডী
কল-রেডী
পূর্বসূরীআরজু লাইট হাউজ
গঠিত১৯৪৮
প্রতিষ্ঠাতাহরিপদ ঘোষ
দয়াল ঘোষ
প্রতিষ্ঠাস্থানঢাকা, বাংলাদেশ
ধরনমাইক পরিষেবা
সদরদপ্তরসূত্রাপুর,ঢাকা

বাংলাদেশি রাজনীতিবীদ ছাড়ও বাংলাদেশে বিদেশী রাষ্ট্রপ্রধানদের নিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানেও কল-রেডী ব্যবহার করা হয়েছে। যারা কল-রেডীর মাইক দিয়ে বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইন্দিরা গান্ধী, ইয়াসির আরাফাত, নেলসন ম্যান্ডেলা, বিল ক্লিনটন, প্রণব মুখার্জিঅটল বিহারী বাজপেয়ী। ঐতিহ্যগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলও অধিকাংশ সময় কল-রেডী ব্যবহার করে।

ইতিহাস

১৯৪৮ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার সূত্রাপুরে ‘আরজু লাইট হাউস’ নামে একটি দোকান চালু করেন হরিপদ ঘোষ ও দয়াল ঘোষ নামে দুই ভাই। প্রতিষ্ঠার শুরুতে তারা বিভিন্ন অনুষ্ঠানে গ্রামোফোন ভাড়া ও আলোকসজ্জার কাজ করতেন। প্রথমিদিকে ভারত থেকে কয়েকটি মাইক আমদানি করে এবং তারা নিজেরা কিছু হ্যান্ডমাইক তৈরি করে বিভিন্ন অনুষ্ঠান ও সভা-সমাবেশে ভাড়া দেওয়া শুরু করেন। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় চীন, তাইওয়ানজাপানসহ অন্যান্য দেশ থেকেও মাইক আমদানি করেন।

একই সময় থেকে ভাষা আন্দোলনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ বৃদ্ধি পেতে থাকে। এসময় মাইক সার্ভিসের জন্য ‘কল-রেডী’ নামটি ঠিক করা হয়। নামের ইতিহাস সম্পর্কে জানা যায়, ‘মাইক যারা ভাড়া করবেন তারা কল (ডাকলে) করলে যাতে তাদের প্রতিষ্ঠান রেডী (প্রস্তুত) থাকেন।’ অর্থাৎ কল করলে মাইক নিয়ে রেডী। সে ভাবনা থেকে কল-রেডী নামটি এসেছে। দুই ভাইয়ের প্রতিষ্ঠা করা এ মাইক সার্ভিসে ১৯৫৪ সাল নাগাদ কর্মী সংখ্যা ২০ জন অতিক্রম করে।

সাতই মার্চের ভাষণ

১৯৭১ সালের ৭ই মার্চে ঢাকার তৎকালীন রেসকোর্সে ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক এক ভাষণ প্রদান করেন। যে ভাষণটিকে ২০১৭ সালের অক্টোবরের শেষে ইউনেস্কো "ডকুমেন্টারী হেরিটেজ" (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। সাতই মার্চের ভাষণের সময় কল-রেডী মাইক ব্যবহার করা হয়।

৭ই মার্চের পূর্বে শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির বাসভবনে হরিপদ ঘোষ ও দয়াল ঘোষ দুজনকে ডেকে রেসকোর্সে ময়দানে মাইক প্রস্তুত করতে বলেন। সমাবেশের তিনদিন পূর্বেই তারা রাতের আধারে মাইক প্রস্তুত করেন এবং সেগুলো ঢেকে রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিছু মাইক মজুদ রেখেছিলেন। ৭ই মার্চের ভাষণের সময় যে মাইক্রোফোন, মাইক্রোফোনের স্ট্যান্ড ব্যবহার করা হয়েছিল তা বর্তমানে কল-রেডির কাছে সংরক্ষিত আছে।

তথ্যসূত্র

Tags:

ঊনসত্তরের গণঅভ্যুত্থানছয় দফা আন্দোলনপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০পূর্ব পাকিস্তানপূর্ব পাকিস্তানের আইনপরিষদ নির্বাচন, ১৯৫৪বাংলা ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা দিবসসাতই মার্চের ভাষণ

🔥 Trending searches on Wiki বাংলা:

ছোটগল্পবাংলাদেশ জামায়াতে ইসলামীমরা জিঞ্জিরাম নদীতানজিন তিশাহাইপারলিংকঅভিষেক বন্দ্যোপাধ্যায়মহাত্মা গান্ধীজরায়ুবগুড়া জেলাদৈনিক কালবেলাবন্ধুত্বগজলঈদুল আযহাবাস্তুতন্ত্রকরোনাভাইরাসকান্তনগর মন্দিরজামাল নজরুল ইসলামভারতের রাষ্ট্রপতিপশ্চিমবঙ্গ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পরিসংখ্যানপ্রিয়তমামোহাম্মদ সাহাবুদ্দিনযক্ষ্মাভারতীয় সংসদট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশগ্রীষ্মঈসাসুনামিঅনুকুল রায়রবীন্দ্রজয়ন্তীসিয়াচেন দ্বন্দ্বইসলামে যৌনতাবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাশ্রাবন্তী চট্টোপাধ্যায়নরসিংদী জেলামাহিয়া মাহিভাইরাসবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাপাঞ্জাব কিংস৬৯ (যৌনাসন)বাংলাদেশের উপজেলার তালিকাআকবরহোমিওপ্যাথিসৈয়দ সায়েদুল হক সুমনকক্সবাজারপ্রথম বিশ্বযুদ্ধঔষধ প্রশাসন অধিদপ্তরআর্জেন্টিনাপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১রং (বর্ণ)সক্রেটিসজাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক সংস্থামালদ্বীপলালবাগের কেল্লাকামরুল হাসানফোটনইস্তেখারার নামাজবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাবিসমিল্লাহির রাহমানির রাহিমগর্ভধারণভারতের সাধারণ নির্বাচন, ২০১৯জহির রায়হানজাতীয় সংসদ ভবনবাংলাদেশের স্বাধীনতা দিবসসৌদি আরবএ. পি. জে. আবদুল কালামনুসরাত ইমরোজ তিশাজাপানহরপ্রসাদ শাস্ত্রীমাযহাবব্রিটিশ রাজের ইতিহাসনাটকসাইপ্রাসবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাকুরআনবৃহস্পতি গ্রহদ্বিপদ নামকরণ🡆 More