এডি ম্যাকলিওড: নিউজিল্যান্ডীয় ক্রিকেটার

এডউইন জর্জ ম্যাকলিওড (ইংরেজি: Eddie McLeod; জন্ম: ১৪ অক্টোবর, ১৯০০ - মৃত্যু: ১৪ সেপ্টেম্বর, ১৯৮৯) অকল্যান্ড এলাকায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩০ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

এডি ম্যাকলিওড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামএডউইন জর্জ ম্যাকলিওড
জন্ম(১৯০০-১০-১৪)১৪ অক্টোবর ১৯০০
অকল্যান্ড, নিউজিল্যান্ড
মৃত্যু১৪ সেপ্টেম্বর ১৯৮৯(1989-09-14) (বয়স ৮৮)
অকল্যান্ড, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১২)
২৪ জানুয়ারি ১৯৩০ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২৮
রানের সংখ্যা ১৮ ১৪০৭
ব্যাটিং গড় ১৮.০০ ৩২.৭২
১০০/৫০ ০/০ ১/৯
সর্বোচ্চ রান ১৬ ১০২
বল করেছে ১২ ১০১৮
উইকেট - ২০
বোলিং গড় - ৩৩.২০
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ৪/৫৬
ক্যাচ/স্ট্যাম্পিং ০/- ১১/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২০ ফেব্রুয়ারি ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড ও ওয়েলিংটন দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, লেগ বোলিংয়ে পারদর্শী ছিলেন এডি ম্যাকলিওড

প্রথম-শ্রেণীর ক্রিকেট

১৯২০-২১ মৌসুম থেকে ১৯৪০-৪১ মৌসুম পর্যন্ত এডি ম্যাকলিওডের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। মাঝারিসারি কিংবা ব্যাটিং উদ্বোধন করতেন এডি ম্যাকলিওড। এছাড়াও, লেগ স্পিন বোলিংয়ে দক্ষ ছিলেন। ১৯২০-২১ মৌসুম থেকে ১৯২৩-২৪ মৌসুম পর্যন্ত অকল্যান্ডের পক্ষে খেলেন। এরপর ১৯২৫-২৬ মৌসুম থেকে ১৯৪০-৪১ মৌসুম পর্যন্ত ওয়েলিংটনে খেলেন। তন্মধ্যে, ১৯৩৯-৪০ ও ১৯৪০-৪১ মৌসুমে ওয়েলিংটন দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক ক্রিকেট

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন এডি ম্যাকলিওড। ২৪ জানুয়ারি, ১৯৩০ তারিখে ওয়েলিংটনে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

১৯২৯-৩০ মৌসুমে এমসিসি দল নিউজিল্যান্ড গমনে আসে। এ সময়েই নিউজিল্যান্ড দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট সিরিজে অংশ নেয়। এডি ম্যাকলিওড ওয়েলিংটনের সদস্যরূপে সফরকারীদের বিপক্ষে ৩৭ ও অপরাজিত ২১ এবং ৩/৭ ও ৪/৫৬ বোলিং পরিসংখ্যান দাঁড় করিয়েছিলেন। এর পরপরই নিউজিল্যান্ড দল প্রথম টেস্ট খেলতে নামে ও পরাজিত হয়। দ্বিতীয় টেস্টে নতুন তিনজন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি। নিউজিল্যান্ড দলের খেলার উত্তরণ ঘটে ও খেলাটিকে ড্রয়ের দিকে নিয়ে যায়। তবে, তিনি সফলতার স্বাক্ষর রাখতে পারেননি। এরপর আর তাকে দলে নেয়া হয়নি।

অবসর

টেস্ট সিরিজ শেষে দুই সপ্তাহ পর অকল্যান্ডের বিপক্ষে ১০২ ও ৩৫ রান তুলেন। ক্রিকেট খেলার পাশাপাশি হকি খেলায়ও দক্ষ ছিলেন এডি ম্যাকলিওড। নিউজিল্যান্ড দলের পক্ষে হকি খেলায় অংশ নেন ও পরবর্তীকালে জাতীয় পর্যায়ের হকি খেলোয়াড় নির্বাচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

১৪ সেপ্টেম্বর, ১৯৮৯ তারিখে ৮৮ বছর বয়সে অকল্যান্ড এলাকায় এডি ম্যাকলিওডের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Tags:

এডি ম্যাকলিওড প্রথম-শ্রেণীর ক্রিকেটএডি ম্যাকলিওড আন্তর্জাতিক ক্রিকেটএডি ম্যাকলিওড অবসরএডি ম্যাকলিওড তথ্যসূত্রএডি ম্যাকলিওড আরও দেখুনএডি ম্যাকলিওড বহিঃসংযোগএডি ম্যাকলিওডইংরেজি ভাষানিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল

🔥 Trending searches on Wiki বাংলা:

রোনাল্ড রসআবুল কাশেম ফজলুল হকমাযহাবফরাসি বিপ্লবের কারণঅকাল বীর্যপাতমেসোপটেমিয়াআরবি ভাষাসাকিব আল হাসানবগুড়া জেলাভারতের সংবিধানঅ্যালবামহজ্জআফ্রিকাআফরান নিশোম্যানুয়েল ফেরারারামায়ণমালয়েশিয়াইসলামের ইতিহাসইসলামে আদমদীপু মনিগরুমৌলিক সংখ্যাশাহরুখ খানজনগণমন-অধিনায়ক জয় হেআলহামদুলিল্লাহঠাকুর অনুকূলচন্দ্রপূর্ণিমা (অভিনেত্রী)নিউমোনিয়াপথের পাঁচালীবাংলাদেশ সেনাবাহিনীর পদবিজামালপুর জেলাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়থাইরয়েড হরমোন২০২৩ ক্রিকেট বিশ্বকাপবাংলাদেশ জাতীয়তাবাদী দলহাইড্রোজেনসমাসবাংলাদেশ ব্যাংকমাহদীআবহাওয়াজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাখোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরবাঘবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহনৈশকালীন নির্গমননালন্দাভারতের জাতীয় পতাকাসূরা আরাফবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসাহাবিদের তালিকাঢাকাব্রিটিশ রাজের ইতিহাসবাংলাদেশ জাতীয় ফুটবল দলই-মেইলগাঁজাইন্দিরা গান্ধীউইকিপ্রজাতিসুলতান সুলাইমানযতিচিহ্নকালেমামৌর্য সাম্রাজ্যহরমোনকোষ বিভাজনচট্টগ্রাম জেলাবাংলাদেশ রেলওয়েকুমিল্লাস্বামী বিবেকানন্দনামাজসুনামগঞ্জ জেলাসাপচাকমানীল তিমিহিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণসমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক বিচারালয়রাবণবীর শ্রেষ্ঠবাংলা ভাষা আন্দোলনভারতীয় জনতা পার্টি🡆 More