কমান্ডার আব্দুর রউফ

আব্দুর রউফ (১১ নভেম্বর ১৯৩৩ - ২৭ ফেব্রুয়ারি ২০১৫) ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং রাজনীতিবিদ। তিনি গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৮ সালে দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। ২০১১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০২০ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করে।

আব্দুর রউফ
কমান্ডার আব্দুর রউফ
জন্ম(১৯৩৩-১১-১১)১১ নভেম্বর ১৯৩৩
মৃত্যু২৭ ফেব্রুয়ারি ২০১৫(2015-02-27) (বয়স ৮১)
জাতীয়তাবাংলাদেশি
পুরস্কারবাংলা একাডেমি ফেলো (২০১১)
স্বাধীনতা পদক (২০২০)

প্রারম্ভিক জীবন

আব্দুর রউফ ১৯৩৩ সালের ১১ নভেম্বর ভৈরবে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল লতিফ স্থানীয় পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৫১-৫২ সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক, ১৯৫৩-৫৪ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং ১৯৫৫-৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাধারণ সম্পাদক ছিলেন।

কর্ম ও রাজনৈতিক জীবন

আব্দুর রউফ ১৯৬২ সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগদান করেন। কর্মরত অবস্থায় স্বাধীন বাংলাদেশ আন্দোলনের সাথে যুক্ত হওয়ার কারণে ১৯৬৮ সালে গ্রেপ্তার হোন। আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে শেখ মুজিবুর রহমানের সাথে ১৪ মাস কারাগারে থাকেন। পরবর্তীতে ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের পর মুক্তি পান। এরপর নরসিংদী কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হোন। স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। মোজাফফর আহমেদের নেতৃত্বাধীন ন্যাপছাত্র ইউনিয়নের তরুণদের সমন্বয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর তিন-সদস্যবিশিষ্ট পরিচালকমণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭২ সালের আগস্ট মাসে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৭৩ সালে কমান্ডার পদে উন্নীত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তিনি কারারুদ্ধ হোন। ১৯৭৬ সালে তিনি মুক্তি পান। ১৯৯৩ সালে কামাল হোসেনের সাথে গণফোরাম প্রতিষ্ঠা করেন এবং আমৃত্যু গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

মৃত্যু

২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করেন।

গ্রন্থ

আগরতলা ষড়যন্ত্র মামলা ও আমার নাবিক জীবন, আমার ছেলেবেলা ও ছাত্র রাজনীতিসহ ৭টি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন তিনি।

সম্মাননা

তথ্যসূত্র

Tags:

কমান্ডার আব্দুর রউফ প্রারম্ভিক জীবনকমান্ডার আব্দুর রউফ কর্ম ও রাজনৈতিক জীবনকমান্ডার আব্দুর রউফ মৃত্যুকমান্ডার আব্দুর রউফ গ্রন্থকমান্ডার আব্দুর রউফ সম্মাননাকমান্ডার আব্দুর রউফ তথ্যসূত্রকমান্ডার আব্দুর রউফআগরতলা ষড়যন্ত্র মামলাবাংলা একাডেমি ফেলোশিপ

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২হোমিওপ্যাথিমনোবিজ্ঞানপদার্থের অবস্থাডেভিড অ্যালেনসজনেচট্টগ্রাম বিভাগসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাবুরহান ওয়ানিইসলাম ও অন্যান্য ধর্মসাকিব আল হাসানকাবাসেশেলস জাতীয় ফুটবল দলইউটিউবকলি যুগপথের পাঁচালীনালন্দাছায়াপথমূলদ সংখ্যাবিষ্ণুসৌদি আরবহিন্দি ভাষাবাংলা ব্যঞ্জনবর্ণফরিদপুর জেলারাবণমাইকেল মধুসূদন দত্তপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাঠাকুর অনুকূলচন্দ্রফিতরাপর্যায় সারণী (লেখ্যরুপ)ভীমরাও রামজি আম্বেদকরগায়ত্রী মন্ত্রমরিশাসগ্রীন-টাও থিওরেমইসবগুলআব্দুল কাদের জিলানীডাচ-বাংলা ব্যাংক লিমিটেডবিজ্ঞানসমাজতন্ত্র২০২২ ফিফা বিশ্বকাপপারাবাল্যবিবাহবাংলাদেশের স্বাধীনতা দিবসত্রিভুজমার্কসবাদলিঙ্গ উত্থান ত্রুটিযুক্তরাজ্যসিরাজউদ্দৌলামামুনুর রশীদকুরাকাওবায়ুদূষণগুগলঅগ্নিবীণা (কাব্যগ্রন্থ)ইন্সটাগ্রামসালোকসংশ্লেষণনিউমোনিয়ামিশরকোষ প্রাচীরবীরাঙ্গনানেপালআবদুর রব সেরনিয়াবাতঅভিমান (চলচ্চিত্র)লোহিত রক্তকণিকাবাংলাদেশ রেলওয়েগানা ডট কম২০২৩ ক্রিকেট বিশ্বকাপকার্বন ডাই অক্সাইডআন্তর্জাতিক নারী দিবসথাইরয়েড হরমোনছবিভূগোলউসমানীয় সাম্রাজ্যসিলেট০ (সংখ্যা)আইজাক নিউটনউপসর্গ (ব্যাকরণ)ফোর্ট উইলিয়াম কলেজচীন🡆 More