আবু বকর আহমদ বিন আবু খাইসামা

আবু বকর আহমদ ইবনে আবি খাইসামা (জুহাইর ইবনে হারব) ইবনে শাদ্দাদ। তিনি ২৭৯ হিজরিতে মারা যান। হাদীসের বর্ণনাকারীগণ থেকে তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী এবং নুসা বংশোদ্ভূত।

আবু বকর আহমদ বিন আবু খাইসামা
ইবনে আবি খাইসামা
ব্যক্তিগত তথ্য
মৃত্যু২৭৯ হিজরী
ধর্মইসলাম
প্রধান আগ্রহহাদীসশাস্ত্র
উল্লেখযোগ্য ধারণাশুধুমাত্র সহীহ হাদীসের সংকলন
উল্লেখযোগ্য কাজতারিখুল কাবির

তার পিতা আবু খাইসামা ছিলেন একজন পন্ডিত এবং নবীর হাদীসের বর্ণনাকারী। তার চাচা জাহের বিন হারব ছিলেন মক্কার গভর্নরের কেরানি। এভাবে আবু বকর বিন আবু খাইসামা একটি পণ্ডিত পরিবারে বেড়ে ওঠেন। তাঁর পিতা শৈশব থেকেই তাঁর কথা শুনেন এবং বিভিন্ন পর্যায়ে তাঁর যত্ন নেন। আর তিনি তাঁর জন্য শিক্ষক বেছে দেন এবং তাঁকে বিখ্যাত ইমামদের কাছে নিয়ে যান। যেমন, ইয়াহইয়া ইবনে মা'ঈন এবং আহমদ বিন হাম্বল প্রমুখ মুহাদ্দিস তার সঙ্গী ছিলেন। তিনি তাদের সম্পর্কে লিখেছেন এবং তাদের কাছ থেকে শুনেছেন। ইবনে আবু খাইসামা তার আবদুল্লাহ ইবনে জাফর ইবনে গাইলানের অনুবাদ গ্রন্থে বলেছেন: “আমরা তার সম্পর্কে দুইশত আঠারো হিজরি সালে লিখেছিলাম এবং আমার পিতা ও ইয়াহিয়া ইবনে মাঈন আমাদের সাথে আছেন।”

খতিব বাগদাদী বলেছেন: “আমি ইয়াহিয়া বিন মাঈন এবং আহমাদ বিন হাম্বলের কাছ থেকে হাদিসের জ্ঞান, মুসআব বিন আবদুল্লাহ জুবায়েরীর কাছ থেকে বংশগত বিদ্যা এবং আবুল হাসান মাদানীর কাছ থেকে ঐতিহাসিক দিবস বিষয়ে জ্ঞান এবং মুহাম্মাদ বিন সালাম জামাহি থেকে সাহিত্য শিখেছি। তিনি বলেছিলেন: "আমি ইতিহাসের বই যা ইবনে আবি খাইসামা দ্বারা সংকলিত হয়েছিল তা থেকে সর্বাধিক প্রচুর উপকারিতা পেয়েছি।”

তার সম্পর্কে আলেমদের উক্তি

  • খতিব বাগদাদী বলেন, তিনি সেকাহ, নির্ভরশীল আলেম হাফেজ বিশেষ দিবস ও আরবি সাহিত্যে জ্ঞানী ছিলেন।
  • দারে কুতনি বলেন, তিনি সেকাহ ছিলেন।
  • যাহবী বলেন, তিনি হাফেজ, হুজ্জত ও ইমাম ছিলেন।

তাঁর গুরুজন ও শিষ্যরা

    শিক্ষক

বুহ, আবু নাইম, হাওজা বিন খলিফা, আফফান, মুহাম্মদ বিন সাবিক, আবু সালামাহ তাবুযী, আবু গাসসান নাহদি, আহমেদ বিন ইউনিস, কুতুবাহ বিন আলা, মুসলিম বিন ইব্রাহিম, আহমদ বিন ইসহাক হাদরামি, মুসা বিন দাউদ ধাবি, হুসাইন বিন মুহাম্মাদ মারওয়াধি, সাঈদ বিন সুলেমান, খালিদ বিন খাদাশ, সারিজ বিন নুমান, সুলেমান বিন হারব, আহমেদ বিন হাম্বল, আলী বিন জাদ, খালাফ বিন হিশাম এবং অন্যান্যরা।

    ছাত্র

তার ছেলে মুহাম্মদ ইবনে আহমদ হাফিজ, আবু কাসিম বাঘাভি, ইয়াহিয়া ইবনে সাঈদ, আলী ইবনে মুহাম্মদ ইবনে ওবায়েদ, মুহাম্মদ ইবনে মাখলিদ, মুহাম্মদ ইবনে আহমদ হাকিম, ইসমাইল ইবনে মুহাম্মদ সাফার, আবু সাহল ইবনে যিয়াদ, কাসিম ইবনে আসবাগ, আহমদ ইবনে কামেল এবং অন্যরা।

রচনা

তার একটি হচ্ছে "তারিখুল কাবির", যা "তারিখ ইবনে আবি খাইথামা" নামেও পরিচিত, যা ছাপা হয়েছে।

তথ্যসূত্র

Tags:

আবু বকর আহমদ বিন আবু খাইসামা তার সম্পর্কে আলেমদের উক্তিআবু বকর আহমদ বিন আবু খাইসামা তাঁর গুরুজন ও শিষ্যরাআবু বকর আহমদ বিন আবু খাইসামা রচনাআবু বকর আহমদ বিন আবু খাইসামা তথ্যসূত্রআবু বকর আহমদ বিন আবু খাইসামাসুন্নি ইসলামহাদিস

🔥 Trending searches on Wiki বাংলা:

তাপপ্রবাহজনগণমন-অধিনায়ক জয় হেগম্ভীরাব্যাকটেরিয়াবাংলাদেশ বিমান বাহিনীসুকুমার রায়মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটকানাডামোহাম্মদ ফরাসউদ্দিনপদ্মা সেতুবাংলা ব্যঞ্জনবর্ণদেলাওয়ার হোসাইন সাঈদীচেন্নাই সুপার কিংসজ্ঞানবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডহামফজলুর রহমান খানসর্বনামআবহাওয়াপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাকোকা-কোলারক্তের গ্রুপমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরপথের পাঁচালীআমার সোনার বাংলাগোপালগঞ্জ জেলাঠাকুরমার ঝুলিজলাতংকরেখাবাংলাদেশের বিভাগসমূহক্রিয়াপদরবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্পরাদারফোর্ড পরমাণু মডেলমহিউদ্দীন জাহাঙ্গীরপুরুষে পুরুষে যৌনতাকাজী নজরুল ইসলামের রচনাবলিরশ্মিকা মন্দানাএশিয়াএস এম শফিউদ্দিন আহমেদহিন্দি ভাষালিঙ্গ উত্থান ত্রুটিটাঙ্গাইল জেলাঅর্শরোগবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কুতুব মিনারশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডইন্ডিয়ান প্রিমিয়ার লিগযোনি পিচ্ছিলকারকপৃথিবীর বায়ুমণ্ডলমালদ্বীপসমাসমুহাম্মাদ ফাতিহবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহছয় দফা আন্দোলনসহীহ বুখারীরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রশ্রাদ্ধশেখ হাসিনাদোয়া কুনুতসিলেট বিভাগমার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসপহেলা বৈশাখমোহনবাগান সুপার জায়ান্টসুলতান সুলাইমানবাংলাদেশের জাতীয় পতাকারংপুর বিভাগ২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরটেলিগ্রাম (সেবা)দৈনিক প্রথম আলোউদ্ভিদকোষইন্টারনেটজাতীয় সংসদসুবর্ণা মুস্তাফাহিন্দুধর্মনরওয়েশেখ আব্দুল হাই বাচ্চুমার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন🡆 More