আতাতুর্ক বিমানবন্দর

ইস্তাম্বুল আতাতুর্ক বিমানবন্দর (আইএটিএ: IST, আইসিএও: LTBA) (তুর্কি: İstanbul Atatürk Havalimanı) ইস্তাম্বুল শহরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং এটি যাত্রী সংখ্যা, গন্তব্যস্থল পরিসেবা ও বিমান ওঠানামার দিক থেকে তুরস্কের সবচেয়ে ব্যস্ততম ও বড় বিমানবন্দর। এটি ১৯১২ সালে ইস্তাম্বুল শহরের কেন্দ্র থেকে ২৪ কিলোমিটার (১৫ মাইল) পশ্চিমে, শহরের ইউরোপীয় অংশের ইয়েসিলকয়ে প্রথম মিলিটারি বিমানাঙ্গন হিসেবে চালু করা হয়েছিল। টার্কিশ এয়ারলাইনসের জন্য এ বিমানবন্দরটি নাভি হিসেবে কাজ করে। এই শহরে অন্য আরেকটি ছোট বিমানবন্দর রয়েছে হলো সাবিহা গোকেন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেব্রুয়ারি ২০১৭ সালের হিসাবে, বিমানবন্দরটি আঙ্কারা ইস্তাম্বুল রুটে ২৭৩টি অবিরাম উড়ান পরিচালনা করেছে। জার্মানির ফ্রাংকফুর্ট বিমানবন্দরের পর এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অবিরাম উড়ান পরিচালনাকারী বিমানবন্দর।

আতাতুর্ক বিমানবন্দর
ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দর

এ বিমানবন্দরটি মূলত য়েসিলকো বিমানবন্দর হিসেবে তৈরি করা হয়েছিল। ১৯৮০-এর দশকে তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্কের সম্মানে ইস্তাম্বুল আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দর নামে পুনঃনামকরণ করা হয়। এটি ২০১৫ সালে ৬ লক্ষ যাত্রীকে পরিসেবা প্রদান করেছে, যা তাকে সর্বমোট যাত্রী ট্রাফিকে বিশ্বের ১১তম ব্যস্ততম বিমানবন্দর এবং আন্তর্জাতিক যাত্রী ট্রাফিকে বিশ্বের ১০ম ব্যস্ততম বিমানবন্দরে পরিণত করেছে। ২০১৭ সালের হিসাব অনুযায়ী, এটি লন্ডন হ্যাথ্র, প্যারিস, ফ্রাংকফুর্ট ও আমস্টারডাম বিমানবন্দরের পরে ইউরোপের ৫ম ব্যস্ততম বিমানবন্দর, যদিও তৃতীয় স্থানে ছিল কিন্ত নিরাপত্তার কারণে পঞ্চম স্থানে পিছিয়ে যায়।

টার্মিনাল

ইস্তাম্বুল আতাতুর্ক বিমানবন্দরে দুটি টার্মিনাল রয়েছে, টার্মিনাল দুটি একটির সাথে আরেকটি সমন্বয় করা।

অভ্যন্তরীণ টার্মিনাল

বিমানবন্দরের দুটি টার্মিনালের মধ্যে অভ্যন্তরীণ টার্মিনাল হল পুরনো ও ছোট টার্মিনাল, যাতে শুধুমাত্র তুরস্কের অভ্যন্তরীণ বিমান নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আন্তর্জাতিক টার্মিনাল চালু করার পূর্বে এটিই ছিল এ বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল।

আন্তর্জাতিক টার্মিনাল

আন্তর্জাতিক টার্মিনালটির ২০০০ সালে অভিষেক হয় এবং সকল আন্তর্জাতিক বিমান এ টার্মিনাল ব্যবহার করে। এতে আটটি চেক ইন আইলেসসহ একটি বিশাল হলঘর এবং দোকান ও রেস্তোরাঁ নিয়ে বিস্তৃত বায়ুচলাচল সুবিধা রয়েছে।

প্রধান এলাকা থেকে উত্তর-পশ্চিম দিকে সাধারণ বিমানচালনার জন্য আরও একটি সহযোগী টার্মিনাল রয়েছে।

যোগাযোগ

ইস্তাম্বুল আতাতুর্ক বিমানবন্দর শহরের সাথে বিভিন্নভাবে সংযুক্ত রয়েছে।

রেল

পাতালরেল পরিষেবা: আতাতুর্ক বিমানবন্দর মেট্রোস্টেশন থেকে শহরের এনিকেপি পর্যন্ত ইস্তাম্বুল মেট্রো লাইন এম১-এ পর্যন্ত সংযুক্ত। এ লাইনটি শহরের ইউরোপীয় অংশের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার সাথে ইন্টারসিটি বাস টার্মিনালও যুক্ত।

তথ্যসূত্র

Tags:

আতাতুর্ক বিমানবন্দর টার্মিনালআতাতুর্ক বিমানবন্দর যোগাযোগআতাতুর্ক বিমানবন্দর তথ্যসূত্রআতাতুর্ক বিমানবন্দরআন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থা বিমানবন্দর সংকেতআন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বিমানবন্দর সংকেতইস্তাম্বুলজার্মানিটার্কিশ এয়ারলাইন্সতুরস্কতুর্কি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

ভূগোলবেল (ফল)প্রাথমিক শিক্ষা অধিদপ্তরমিশরীয় সভ্যতাইতিহাসদূষণবহরমপুর লোকসভা কেন্দ্রপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকামমতা বন্দ্যোপাধ্যায়শিক্ষাতামান্না ভাটিয়াদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনশান্তিনিকেতনবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানমানব উন্নয়ন সূচককৃষ্ণমণিপুরী (জাতি)বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকানগরায়নসানরাইজার্স হায়দ্রাবাদগুগলবিভব শক্তিবাংলা স্বরবর্ণবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধক্রিয়েটিনিনযক্ষ্মাজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগহিমালয় পর্বতমালাবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালপশ্চিমবঙ্গের জেলাব্যক্তিস্বাতন্ত্র্যবাদপূর্ব পাকিস্তানদ্রোণাচার্যআল-আকসা মসজিদভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহআবু হানিফানামাজের সময়সমূহআলবার্ট আইনস্টাইনসমাসচন্দ্রগ্রহণধর্মওমানপ্রাকৃতিক দুর্যোগশিয়া ইসলামসুনীল নারাইনবাঙালি হিন্দু বিবাহণত্ব বিধান ও ষত্ব বিধানতেজস্ক্রিয়তাবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলঅপারেশন সার্চলাইটঋগ্বেদশামসুর রাহমানউসমানীয় সাম্রাজ্যইস্তেখারার নামাজক্যান্সারফরিদপুর জেলাভারতীয় জনতা পার্টিঅশ্বত্থঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাগ্রিনহাউজ গ্যাসতাপপ্রবাহইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাভগবদ্গীতাচন্দ্রবোড়াময়মনসিংহ জেলাবিকাশস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবখালেদা জিয়াইরানমাইটোসিসভারতহৃৎপিণ্ডমাথিশা পাথিরানাইবাদাতগাজীপুর জেলা🡆 More