হিউ লরি

জেমস হিউ ক্যালাম লরি সিবিই (ইংরেজি: James Hugh Calum Laurie; জন্ম: ১১ জুন ১৯৫৯) একজন ইংরেজ অভিনেতা, কৌতুকাভিনেতা, লেখক ও সঙ্গীতশিল্পী। ফক্স চ্যানেলের চিকিৎসা নাট্যধর্মী ধারাবাহিক হাউজ (২০০৪-২০১২)-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত এই অভিনেতা তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও দুটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন এবং ১০টি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়নসহ একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি ২০১১ সালে তিনি গিনেজ বিশ্ব রেকর্ডের টেলিভিশনে সর্বাধিকবার দেখা প্রধান অভিনেতা তালিকায় তার নাম আসে এবং টেলিভিশন নাটকে সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন ছিলেন, তিনি হাউজ-এর প্রতি পর্বের জন্য ২৫০,০০০ পাউন্ড (৪০৯,০০০ মার্কিন ডলার) পারিশ্রমিক নিতেন।

হিউ লরি

Hugh Laurie
হিউ লরি
২০১২ সালে লরি
জন্ম
জেমস হিউ ক্যালাম লরি

(1959-06-11) ১১ জুন ১৯৫৯ (বয়স ৬৪)
ব্ল্যাকবার্ড লেইস, অক্সফোর্ডশায়ার, ইংল্যান্ড
শিক্ষাইটন কলেজ
মাতৃশিক্ষায়তনসেলউইন কলেজ, কেমব্রিজ
পেশা
  • অভিনেতা
  • কৌতুকাভিনেতা
  • লেখক
  • পরিচালক
  • সঙ্গীতশিল্পী
কর্মজীবন১৯৮১-বর্তমান
দাম্পত্য সঙ্গীজো গ্রিন (বি. ১৯৮৯)
সন্তান
আত্মীয়র‍্যান লরি (পিতা)
সঙ্গীত কর্মজীবন
ধরনব্লুজ
বাদ্যযন্ত্র
লেবেলওয়ার্নার রেকর্ডস
ওয়েবসাইটhughlaurieblues.com

লরি তার বন্ধু ও কৌতুকাভিনয়ের সঙ্গী স্টিভেন ফ্রাইয়ের সাথে দ্বৈত কৌতুকাভিনয় অনুষ্ঠান ফ্রাই অ্যান্ড লরি দিয়ে প্রথম পরিচিতি অর্জন করেন। ১৯৮০-এর দশক থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত এই দুজন স্কেচ কৌতুকাভিনয় অনুষ্ঠান আ বিট অব ফ্রাই অ্যান্ড লরি এবং পি. জি. ওডহাউজের জিভস অ্যান্ড উস্টার-সহ অসংখ্য কৌতুকাভিনয় অনুষ্ঠানে কাজ করেছেন। এই সময়ে লরি অন্যান্য কাজের মধ্যে রয়েছে কৌতুকাভিনয় ধারাবাহিক ব্ল্যাক্যাডার এবং চলচ্চিত্র সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি (১৯৯৫), ১০১ ডালমাশিয়ান্স (১৯৯৬), দ্য বরোয়ার্স (১৯৯৭), এবং স্টুয়ার্ট লিটল (১৯৯৯)।

লরি হাউজ ধারাবাহিকে ডক্টর গ্রেগরি হাউজ চরিত্রে অভিনয় করে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেছেন। টেলিভিশনে তার অভিনীত অন্যান্য কাজগুলো হল মিনি ধারাবাহিক দ্য নাইট ম্যানেজার (২০১৬)-এ অস্ত্র ব্যবসায়ী রিচার্ড অনস্লো রোপার, যার জন্য তিনি তার তৃতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং এইচবিওর সিটকম ভিপ (২০১২-২০১৯)-এ সেনেটর টম জেমস, যার জন্য তিনি তার ১০ম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

অভিনয়ের বাইরে লরি লেট দেম টক (২০১১) ও ডিন্ট ইট রেইন (২০১৩) নামক দুটি ব্লুজ অ্যালবাম প্রকাশ করেন। দুটি অ্যালবামই ইতিবাচক পর্যালোচনা লাভ করে। এছাড়া তিনি দ্য গান সেলার (১৯৯৬) শীর্ষক একটি উপন্যাস রচনা করেন। ২০০৭ সালের নববর্ষ সম্মাননায় তাকে অফিসার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার এবং ২০১৮ সালের নববর্ষ সম্মাননায় কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাবে ভূষিত হন।

প্রারম্ভিক জীবন

জেমস হিউ ক্যালাম লরি ১৯৫৯ সালের ১১ই জুন অক্সফোর্ডের ব্ল্যাকবার্ড লেইস এলাকায় জন্মগ্রহণ করেন। তার মাতা প্যাট্রিশিয়া (জন্ম: লেইডল) এবং পিতা উইলিয়াম র‍্যানাল্ড মান্ডেল "র‍্যান" লরি একজন চিকিৎসক এবং ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকের কক্সলেস পেয়ার্সে (রোইং) স্বর্ণপদক বিজয়ী। তিনি তাদের চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বড় ভাই চার্লস আলেকজান্ডার লিওন মান্ডেল লরি এবং দুই বড় বোন সুজান ও জ্যানেট। তার মাতা ১৯৮৯ সালে মোটর নিউরন রোগে ভুগে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইংরেজি ভাষাগোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাইমটাইম এমি পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার

🔥 Trending searches on Wiki বাংলা:

মাম্প্‌সতুরস্কঢাকা বিশ্ববিদ্যালয়অ্যাসিড বৃষ্টিস্ক্যাবিসলিওনেল মেসিময়মনসিংহনেপালপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়২০২৩ তুরস্ক–সিরিয়া ভূমিকম্পআহ্‌মদীয়াঅনুসর্গনীল তিমিএশিয়ামানব শিশ্নের আকারসাঁওতালইসলামের পঞ্চস্তম্ভশিববাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ জাতীয়তাবাদী দলষাট গম্বুজ মসজিদদুরুদআরবি ভাষাএইচআইভিঔষধআবহাওয়ালাহোর প্রস্তাবআলবার্ট আইনস্টাইনবুর্জ খলিফামালয়েশিয়াবাংলাদেশ জামায়াতে ইসলামীমার্কিন ডলারশীতলাকার্বননারায়ণগঞ্জ জেলাকুমিল্লা জেলাচৈতন্য মহাপ্রভুমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবাংলাদেশরনি তালুকদারভূগোলপারাইসলামি সহযোগিতা সংস্থাজরায়ুশামীম শিকদারসূরা নাসআফগানিস্তানরক্তইলেকট্রনফরাসি বিপ্লবশেখ হাসিনা২৮ মার্চব্যঞ্জনবর্ণলোহিত রক্তকণিকাবাংলাদেশ জাতীয় ফুটবল দলদেলাওয়ার হোসাইন সাঈদীবিদায় হজ্জের ভাষণআল্প আরসালানআর্য২০২৬ ফিফা বিশ্বকাপবর্ডার গার্ড বাংলাদেশবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহজয়তুনজয়নুল আবেদিনমক্কাআন্তর্জাতিক নারী দিবসহরে কৃষ্ণ (মন্ত্র)রমজান (মাস)শাহরুখ খানকক্সবাজারজনতা ব্যাংক লিমিটেডময়ূরসামন্ততন্ত্রবিভিন্ন দেশের মুদ্রাবাংলাদেশ নৌবাহিনীবেল (ফল)🡆 More