হাবীবুল্লাহ সিরাজী

হাবীবুল্লাহ সিরাজী (৩১ ডিসেম্বর ১৯৪৮ - ২৪ মে ২০২১) ছিলেন একজন বাংলাদেশী কবি ও লেখক। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন। সিরাজী ২০১৮ সালের ২০ ডিসেম্বর থেকে মৃত্যু অবধি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন।

হাবীবুল্লাহ সিরাজী
কবি হাবীবুল্লাহ সিরাজী
কবি হাবীবুল্লাহ সিরাজী
জন্ম (1948-12-31) ৩১ ডিসেম্বর ১৯৪৮ (বয়স ৭৫)
ফরিদপুর, বাংলাদেশ
মৃত্যু২৪ মে ২০২১(2021-05-24) (বয়স ৭২)
পেশাকবি, ঔপন্যাসিক, প্রকৌশলী
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষাপ্রকৌশল-স্নাতক
উল্লেখযোগ্য রচনাবলিদাও বৃক্ষ দাও দিন (কবিতা), নোনা জলে বুনো সংসার (কবিতা), নির্বাচিত কবিতা
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১)
একুশে পদক (২০১৬)

জন্ম ও শিক্ষা জীবন

সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হোসেন সিরাজী ও মাতা জাহানারা বেগম। তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে ১৯৬৪ সালে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে ১৯৬৬ সালে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন।

সাহিত্য কর্ম

হাবীবুল্লাহ সিরাজী'র প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২টি। এছাড়াও তিনি ২টি উপন্যাস, ২টি প্রবন্ধ, ১টি স্মৃতিকথা এবং ১০টির মতো ছড়া/পদ্যগ্রন্থ রচনা করেছেন।

কাব্যগ্রন্থ

  1. কবিরাজ বিল্ডিংয়ের ছাদ
  2. দাও বৃক্ষ দাও দিন (১৯৭৫),
  3. মোমশিল্পের ক্ষয়ক্ষতি (১৯৭৭),
  4. মধ্যরাতে দুলে ওঠে গ্লাশ (১৯৮১),
  5. হাওয়া কলে জোড়া গাড়ি (১৯৮২),
  6. নোনা জলে বুনো সংসার (১৯৮৩),
  7. স্বপ্নহীনতার পক্ষে (১৯৮৪),
  8. আমার একজনই বন্ধু (১৯৮৭),
  9. পোশাক বদলের পালা (১৯৮৮),
  10. প্রেমের কবিতা (১৯৮৯),
  11. কৃষ্ণ কৃপাণ ও অন্যান্য কবিতা (১৯৯০),
  12. সিংহদরজা (১৯৯০),
  13. বেদনার চল্লিশ আঙুল (১৯৯০),
  14. ম্লান, ম্রিয়মাণ নয় (১৯৯২),
  15. বিপ্লব বসত করে ঘরে (১৯৯৯),
  16. ছিন্নভিন্ন অপরাহ্ণ (১৯৯৯),
  17. জয় বাংলা বলোরে ভাই (২০০০),
  18. সারিবদ্ধ জ্যোৎস্না (২০০০),
  19. সুগন্ধ ময়ূর লো (২০০০),
  20. নির্বাচিত কবিতা (২০০১),
  21. মুখোমুখি (২০০১),
  22. তুচ্ছ (২০০৩),
  23. স্বনির্বাচিত প্রেমের কবিতা (২০০৪),
  24. হ্রী (২০০৫),
  25. কতো কাছে জলছত্র, কতোদূর চেরাপুঞ্জি (২০০৬),
  26. কাদামাখা পা (২০০৬),
  27. ভুলের কোনো শুদ্ধ বানান নেই (২০০৮),
  28. শূন্য, পূর্বে না উত্তরে (২০০৯),
  29. ইতিহাস বদমাশ হ’লে মানুষ বড়ো কষ্ট পায় (২০০৯),
  30. একা ও করুণা (২০১০),
  31. যমজ প্রণালী (২০১১),
  32. কবিতাসমগ্র (২০১১),
  33. আমার জ্যামিতি (২০১২)

ছড়া-পদ্য

  1. ইল্লিবিল্লি (১৯৮০),
  2. নাইপাই (১৯৮৪),
  3. রাজা হটপট (১৯৯৯),
  4. ফুঁ (২০০১),
  5. ফুড়–ৎ (২০০৪),
  6. এই আছি, মৌমাছি (২০০৮),
  7. মেঘভ্রমণ (২০০৯),
  8. রে রে (২০১০),
  9. ছয় লাইনের ভূত (২০১১),
  10. ছড়াপদ্য (২০১২)
  • উপন্যাস: ১. কৃষ্ণপক্ষে অগ্নিকা- (১৯৭৩), ২. পরাজয় (১৯৮৮)
  • প্রবন্ধ: দ্বিতীয় পাঠ (২০১০), মিশ্রমিল (২০১২)
  • স্মৃতিকথা: আমার কুমার (২০১০)

পদক, পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

Tags:

হাবীবুল্লাহ সিরাজী জন্ম ও শিক্ষা জীবনহাবীবুল্লাহ সিরাজী সাহিত্য কর্মহাবীবুল্লাহ সিরাজী পদক, পুরস্কার ও সম্মাননাহাবীবুল্লাহ সিরাজী তথ্যসূত্রহাবীবুল্লাহ সিরাজীএকুশে পদককবিবাংলা একাডেমির মহাপরিচালক

🔥 Trending searches on Wiki বাংলা:

ইলমুদ্দিনবাংলাদেশের পোস্ট কোডের তালিকাযৌনসঙ্গমবীর্যবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাজননীতিসূরা ইখলাসতায়াম্মুমডেঙ্গু জ্বরমারবার্গ ফাইলশাহ জাহানতাহাজ্জুদগেরিনা ফ্রি ফায়ারবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাউপন্যাসতারেক রহমানশর্করাফরিদপুর জেলাবগুড়া জেলাবাজিও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদইতালিবেল (ফল)মুহাম্মাদবাংলা সাহিত্যের ইতিহাসগাঁজাগোলাপজলবায়ু পরিবর্তনবাংলাদেশের রাষ্ট্রপতিগুগলবাংলাদেশ পুলিশশব্দ (ব্যাকরণ)ক্রিকেটইসলামে আদমসুলতান সুলাইমানমদিনাডাচ-বাংলা ব্যাংক লিমিটেডজীবনানন্দ দাশসজীব ওয়াজেদগাণিতিক প্রতীকের তালিকাপদ্মা সেতুবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়দাজ্জালতিমিক্যান্সারমালদ্বীপঅ্যান মারিপুঁজিবাদ২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপহৃৎপিণ্ডপ্রশান্ত মহাসাগরকুরাকাওহনুমান (রামায়ণ)কক্সবাজারন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালমিশরআব্দুল হামিদবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোররাধাজন্ডিসপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)জওহরলাল নেহেরুসংক্রামক রোগসাহাবিদের তালিকাসূরা নাসসেন্ট মার্টিন দ্বীপবাংলাদেশ আওয়ামী লীগতাল (সঙ্গীত)ছবিইন্দোনেশিয়াদ্রৌপদী মুর্মুসূরা বাকারাফেসবুকইসলামের ইতিহাস২৮ মার্চহোমিওপ্যাথি🡆 More