স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের আধুনিকতম চলচ্চিত্র হল। এটি শো মোশন লিমিটেডের মালিকানাধীন প্রতিষ্ঠান।

স্টার সিনেপ্লেক্স
ধরনমাল্টিপ্লেক্স মুভি প্রেক্ষাগৃহ
শিল্পবিনোদন (চলচ্চিত্র প্রেক্ষাগৃহ)
প্রতিষ্ঠাকাল৯ অক্টোবর ২০০৪; ১৯ বছর আগে (2004-10-09)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
মাহবুব রহমান রুহেল (চেয়ারপারসন)
মাতৃ-প্রতিষ্ঠানশো মোশন লিমিটেড
ওয়েবসাইটwww.cineplexbd.com

ইতিহাস

স্টার সিনেপ্লেক্স 
বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্স ২০০৪ সালের ৯ অক্টোবর বসুন্ধরা সিটিতে প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সালে এটি কক্সবাজারে তাদের প্রথম থিয়েটার চালু করে। স্টার সিনেপ্লেক্সে ছয়টি সম্পূর্ণ ডিজিটাল সিনেমা পর্দা রয়েছে, এছাড়া এতে ত্রিমাত্রিক প্রক্ষেপণ প্রযুক্তি, রূপালী পর্দা, ডলবি-ডিজিটাল সাউন্ড এবং স্টেডিয়ামের মত বসার ব্যবস্থা রয়েছে। প্রায় ১৬০০টি আসনের ধারণক্ষমতা রয়েছে এটির।

২০১৯ সালের জানুয়ারিতে, স্টার সিনেপ্লেক্স ঢাকার ধানমন্ডির সীমান্ত স্কয়ারের পাশে নির্মিত সীমান্ত সম্ভার বিপনী বিতানে তাদের দ্বিতীয় সিনেপ্লেক্স চালু করে। ২০১৯ সালের অক্টোবরে, তারা মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ারে তাদের তৃতীয় সিনেপ্লেক্স চালু করে। ২০২১ সালের আগস্টে, তারা মিরপুর-২-এ সনি সিনেমা হলের স্থলে তাদের ৪র্থ সিনেপ্লেক্স চালু করে। ২০২২ সালের এপ্রিলে, তারা বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে তাদের পঞ্চম সিনেপ্লেক্স চালু করে।

কার্যক্রম

হলে দর্শক আসনের মোট ২টি শ্রেণী রয়েছে। শ্রেণীগুলো হলো- প্রিমিয়াম ও দৈনিক। সকাল, ম্যাটিনী ১, ম্যাটিনী ২, সন্ধ্যা ১, এবং সন্ধ্যা ২ - এই মোট পাঁচ বেলা ছবি প্রদর্শন করা হয়। প্রতি সপ্তাহে চলচ্চিত্রের সময়সূচী পরিবর্তিত হয়।

সমালোচনা

২০২২ সালের ৩ আগস্ট, মিরপুর-২-এ অবস্থিত স্টার সিনেপ্লেক্সে আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধ পরাণ চলচ্চিত্রটি দেখতে যান। তবে লুঙ্গি পরা থাকায় তার কাছে টিকিট বিক্রি করতে অস্বীকৃতি জানায় হল কর্তৃপক্ষ। এক প্রত্যক্ষদর্শী সেই বৃদ্ধের ছবি, ভিডিও ও ঘটনা ফেসবুকে "বাংলা চলচ্চিত্র" নামক গ্রুপে প্রকাশ করেন। যা ব্যাপক সমালোচনার জন্ম দেয় ও পরে পরাণ চলচ্চিত্রের অভিনয়শিল্পীগণও এই নিয়ে পোস্ট করেন। সমালোচনার মুখে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে এ ঘটনাকে ভুল–বোঝাবুঝি হিসেবে দাবি করে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

স্টার সিনেপ্লেক্স ইতিহাসস্টার সিনেপ্লেক্স কার্যক্রমস্টার সিনেপ্লেক্স সমালোচনাস্টার সিনেপ্লেক্স তথ্যসূত্রস্টার সিনেপ্লেক্স বহিঃসংযোগস্টার সিনেপ্লেক্স

🔥 Trending searches on Wiki বাংলা:

উসমানীয় খিলাফতরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)অর্থনীতিইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিবাংলাদেশ সরকারি কর্ম কমিশননগরায়নকুরআনভাষা আন্দোলন দিবসআন্তর্জাতিক মাতৃভাষা দিবসসাভার উপজেলাপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)আমার সোনার বাংলাআনন্দবাজার পত্রিকাণত্ব বিধান ও ষত্ব বিধানকুমিল্লাইউরোপীয় ইউনিয়নহৃৎপিণ্ডকনডমবাংলাদেশের অর্থনীতিগীতাঞ্জলিআসসালামু আলাইকুমবাংলাদেশের রাষ্ট্রপতিআন্তর্জাতিক নারী দিবসবিভক্তিমেটা প্ল্যাটফর্মসকুমার বিশ্বজিৎ১৮৫৭ সিপাহি বিদ্রোহজয়নুল আবেদিনশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরহিট স্ট্রোকমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)২০২৪ কোপা আমেরিকাক্ষুদিরাম বসুগজলচেন্নাই সুপার কিংসফিলিস্তিনের ইতিহাসব্যাকটেরিয়ামহাসাগরভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকা২ মেবৃষ্টিবাঙালি জাতিবাংলাদেশ বিমান বাহিনীরংপুর জেলাষাট গম্বুজ মসজিদসরকারশেরপুর জেলাবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডপৃথিবীবাংলাদেশের জনমিতিপ্রাকৃতিক দুর্যোগআমির খানকৃষকম্যালেরিয়াযতিচিহ্নবাংলাদেশ জাতীয়তাবাদী দলবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়লালনবাঙালি মুসলিমদের পদবিসমূহআফগানিস্তানশাহরুখ খানরংপুর বিভাগনিমপারি সাঁ-জেরমাঁআনারসবেলুড় মঠবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ফরাসি বিপ্লববিমান বাংলাদেশ এয়ারলাইন্সদীপু মনিইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাপ্লাস্টিক দূষণসিরাজগঞ্জ জেলাকুনাল ঘোষবাংলাদেশের সংবিধানভগবদ্গীতা🡆 More