সর্পিল ছায়াপথ

সর্পিল ছায়াপথ এক ধরনের ছায়াপথ যা দেখতে চেপ্টা, ধীরে ধীরে এর চারপাশের স্ফীতি চাকতিগুলো কেন্দ্রকে কেন্দ্র করে পর্যাবৃত্তাকারে ঘুরতে থাকে।ইহার কেন্দ্রে নক্ষত্র,গ্যাস,ধূলিকণা,অন্ধকার বস্তু এবং শক্তিশালী কৃষ্ণ বিবর ধারণ করে। উইলিয়া হেরসচেল ১৮শ শতাব্দীতে ছায়াপথের তালিকা তৈরি করেন।১৯৩৬ সালে এডউইন হাবল তার গবেষণায় সর্বপ্রথম সর্পিল ছায়াপথের সন্ধান মেলে দি রিয়েলম অব নেবুলা নামক গ্রন্থে।.

এদের নামকরণ এদের আকারের ভিত্তিতে করা হয়। আমরা আকাশগঙ্গা নামক সর্পিল ছায়াপথে বসবাস করছি। বর্তমানে মহাবিশ্বের প্রায় ৬০% ছায়াপথ সর্পিল আকারের।

সর্পিল ছায়াপথ
একটি সর্পিল ছায়াপথের উদাহরণ, পিনহুইল ছায়াপথ (মেশিয়ার ১০১ বা এন জি সি ৫৪৫৭)
সর্পিল ছায়াপথ
একটি নিষিদ্ধ সর্পিল ছায়াপথ

কাঠামো

সর্পিল ছায়াপথ 
নিষিদ্ধ সর্পিল ছায়াপথ ইউ জি সি ১২১৫৮.

সর্পিল ছায়াপথের উপকরণ:

  • নক্ষত্রদের এবং নক্ষত্রভুক্ত কণার চারপাশের চেপ্টা চাকতি (যা প্রায় নতুন সৃষ্ট)।
  • বয়স্ক নক্ষত্রের স্ফীত আয়তন হতে কেন্দ্রীয় নাক্ষত্রিক মন্ডল সৃষ্ট হয়, যা উপবৃত্তাকার ছায়াপথ এর অনুরূপ হয়।
  • নক্ষত্রের কিছুটা গোলকীয় বর্ণবলয় দেখা, বর্তুলাকার স্তবক যুক্ত রয়েছে
  • অত্যধিক ভরবিশিষ্ট কৃষ্ণবিবর নক্ষত্রের কেন্দ্রে অবস্থিত।
  • কিছুটা গোলকীয় অন্ধকার বস্তু যাতে কিছু বর্ণবলয় দেখা যায়। একটি ছায়াপথের আপেক্ষিক গুরূত্ব, ভর নিরিখে, উজ্জ্বলতা,আকার এবং উপকরণ ছায়াপথ থেকে ছায়াপথে ভিন্ন হয়।

সর্পিল বাহুদয়

সর্পিল ছায়াপথ 
এন জি সি ১৩০০ in অবলোহিত আলো।

সর্পিল বাহুদয় নক্ষত্র এর কেন্দ্র হতে সৃষ্ট সর্পিল এবং নিষিদ্ধ সর্পিল ছায়াপথ।এগুলো লম্বা, চিকন সর্পিলের ন্যায় এবং এই কারণে এগুলোর নামকরণ সর্পিল ছায়াপথ।প্রাকৃতিকভাবে, বিভিন্নরকমের ছায়াপথের বাহুর উপর নির্ভর করেসর্পিল ছায়াপথের প্রকারভেদ করা হয়েছে।উদাহরণস্বরূপ এস ছি এবং এস বি সি ছায়াপথদয়ে, রয়েছে খুবই "হালকা" বাহুদ্বয়।কিন্তু এস এ এবং এস বি এ ছায়াপথে রয়েছে খুবই শক্তিশালী বাহুদয় (হাবল সিকুয়েন্সের তথ্যসূত্রানুযায়ী)। উভয়ক্ষেত্রে, সর্পিলবাহুদ্বয় অনেক নতুন এবং নীল নক্ষত্র ধারণ করে (উচ্চ ঘনত্বের ভর এবং নতুন নক্ষত্রের সৃষ্টির কারণে), যা বাহুদ্বয়কে অনেক উজ্জ্বল করে তুলেছে।

আকাশগঙ্গা

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল আকাশগঙ্গা একটি সাধারণ সর্পিল ছায়াপথ। কিন্তু পরবর্তীতে ১৯৬০ সালে ধারণা করা হয় এর কেন্দ্রে একটি বার আকৃতির অংশ রয়েছে। অর্থাৎ, এটি একটি নিষিদ্ধ সর্পিল ছায়াপথ। এটি ২০০৫ সালে Spitzer Space Telescope এর সাহায্যে এটি নিশ্চিত করা হয়।

সর্পিল ছায়াপথ 
WISE থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আকাশগঙ্গা ছায়াপথ

বিখ্যাত উদাহরণ

তথ্যসূত্র

Tags:

সর্পিল ছায়াপথ কাঠামোসর্পিল ছায়াপথ আকাশগঙ্গাসর্পিল ছায়াপথ বিখ্যাত উদাহরণসর্পিল ছায়াপথ তথ্যসূত্রসর্পিল ছায়াপথ বহিঃসংযোগসর্পিল ছায়াপথEdwin HubbleWilliam Herschelআকাশগঙ্গা ছায়াপথছায়াপথ

🔥 Trending searches on Wiki বাংলা:

মূত্রনালীর সংক্রমণর‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নদোলোর ই গ্লোরিয়াআমার সোনার বাংলাবাংলাদেশের নদীর তালিকাসত্যজিৎ রায়রাধাবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাসেজদার আয়াতবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষবেলজিয়ামশ্রীকান্ত (উপন্যাস)ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালউর্ফি জাবেদইউরোপদশাবতারমহাদেশজাতীয় বিশ্ববিদ্যালয়আতাতারাবীহসূরা মাউনশিববাংলাদেশের ভূগোলবাংলাদেশ ছাত্রলীগনামের ভিত্তিতে মৌলসমূহের তালিকারমজান (মাস)নীল বিদ্রোহযক্ষ্মাচ্যাটজিপিটিবাংলাদেশের জেলাসমূহের তালিকাসুকুমার রায়ইলেকট্রন বিন্যাসউপসর্গ (ব্যাকরণ)প্রথম বিশ্বযুদ্ধইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনইতিহাসমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাআয়নিকরণ শক্তিবিভিন্ন দেশের মুদ্রাআব্বাসীয় খিলাফতকোষ প্রাচীরবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩অর্থনীতিছোটগল্পভারত বিভাজনবাংলাদেশের জনমিতিমারবার্গ ফাইলকুরাসাও জাতীয় ফুটবল দলরক্তশূন্যতাবাংলাদেশের ডেন্টাল কলেজসমূহের তালিকাসামন্ততন্ত্রমহাভারতের চরিত্র তালিকাইব্রাহিম (নবী)ঋগ্বেদসূরা আল-ইমরানকম্পিউটার কিবোর্ডবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাম্যালেরিয়াশয়তানপ্রযুক্তি২০২৩ ক্রিকেট বিশ্বকাপজন্ডিসউমাইয়া খিলাফতহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকনমেবলজান্নাতবঙ্গবন্ধু টানেলসংযুক্ত আরব আমিরাতকার্বনকুরআনের ইতিহাসহান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়জামালপুর জেলাসজীব ওয়াজেদগাণিতিক প্রতীকের তালিকামদিনাসময়রেখাছিয়াত্তরের মন্বন্তরবাংলাদেশ সশস্ত্র বাহিনী🡆 More