সজীব ওয়াজেদ

সজীব আহমেদ ওয়াজেদ জয় (জন্ম: ২৭ জুলাই ১৯৭১) হলেন একজন বাংলাদেশী আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ
সজীব ওয়াজেদ জয়
জন্ম (1971-07-27) ২৭ জুলাই ১৯৭১ (বয়স ৫২)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামজয়
নাগরিকত্ববাংলাদেশী
শিক্ষা
  • বিএসসি (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং)
  • এমএ (পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন)
মাতৃশিক্ষায়তন
দাম্পত্য সঙ্গীক্রিস্টিন ওয়াজেদ
সন্তানসোফিয়া রেহানা ওয়াজেদ
পিতা-মাতা

প্রাথমিক জীবন

জয় ২৭ জুলাই ১৯৭১ সালে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্ম নেন। তার বাবা এম এ ওয়াজেদ মিয়া, একজন খ্যাতনামা পরমাণুবিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তার নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালে তার নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পরে, জয় মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন।

ফলে তার শৈশব এবং কৈশোর কেটেছে ভারতে। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস এ্যট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক-প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাস করছেন।

কর্মজীবন

২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি, জয়কে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়।

তিনি একাদশ জাতীয় সংসদ ২০১৯ থেকে নভেম্বর ২০২৩ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২১ জানুয়ারি তাকে আবার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে আওয়ামীলীগের বিগত মেয়াদের সরকারে ২০১৪ সালেও প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।

ব্যক্তিগত জীবন

জয় ২৬ অক্টোবর ২০০২ সালে মার্কিন নাগরিক ক্রিস্টিন ওয়াজেদকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তাদের সন্তানের নাম সোফিয়া ওয়াজেদ।

সমালোচনা

২০১৪ সালের ১৮ই নভেম্বর এক সভায় বিএনপির সমসাময়িক ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ের বেতন নিয়ে প্রশ্ন তুলে বলেন, “প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রতি মাসে এক কোটি ৬০ লাখ টাকা বেতন নেন। এই তথ্য তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী ফাঁস করে দিয়েছেন। এ জন্য লতিফ সিদ্দিকীর মন্ত্রীত্বও কেড়ে নেওয়া হয়েছিল।” একই দিনে বিএনপির অপর এক নেতা আ স ম হান্নান শাহ বলেন, “সজীব ওয়াজেদ জয় মন্ত্রী পদমর্যাদায় প্রতি মাসে দুই লাখ ডলার বেতন নিচ্ছেন। এ রকম বেতন রাষ্ট্রপতিও পান না।”

২০২২ সালের ১লা ফেব্রুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জয়ের বিরুদ্ধে লবিস্ট নিয়োগে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সমসাময়িক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপি সরকারের বিরুদ্ধে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৩ বছরে সজীব ওয়াজেদ জয়ের সংশ্লিষ্টতায় ৯০ লাখ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেছিল আওয়ামী লীগ। বিএনপি জানতে চায়, সজীব ওয়াজেদ জয়ের ওই টাকার উৎস কী ছিল?” তিনি আরও বলেন, “লবিস্ট নিয়োগের প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েব পেজে আছে। বিএনপি জানতে চায়, সজীব ওয়াজেদ জয়ের ওই টাকার উৎস কী ছিল। কীভাবে ওই টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছিল?”

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

সজীব ওয়াজেদ প্রাথমিক জীবনসজীব ওয়াজেদ কর্মজীবনসজীব ওয়াজেদ ব্যক্তিগত জীবনসজীব ওয়াজেদ সমালোচনাসজীব ওয়াজেদ তথ্যসূত্রসজীব ওয়াজেদ বহিঃসংযোগসজীব ওয়াজেদকম্পিউটারশেখ মুজিবুর রহমানশেখ হাসিনা

🔥 Trending searches on Wiki বাংলা:

হাসান হাফিজুর রহমানঅর্থ (টাকা)যৌনসঙ্গমব্রিটিশ রাজের ইতিহাসবরিশাল বিভাগবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রবাংলাদেশভালোবাসাগোপাল ভাঁড়মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ)অস্ট্রেলিয়া (মহাদেশ)চর্যাপদরশ্মিকা মন্দানাফ্রান্সআল্লাহযুক্তফ্রন্টদিনাজপুর জেলাইস্তেখারার নামাজইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাসাইপ্রাসলোহিত রক্তকণিকাফিদিয়া এবং কাফফারাপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর২০১৮–১৯ লা লিগাবেদপ্যারাডক্সিক্যাল সাজিদঈদুল ফিতরসিদরাতুল মুনতাহাপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)রচিন রবীন্দ্রবিভিন্ন দেশের মুদ্রাহিন্দি ভাষাবাংলাদেশের প্রধানমন্ত্রীঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাভারতের রাষ্ট্রপতিআবুল আ'লা মওদুদীপ্রধান ধর্মাবলম্বী গোষ্ঠীসমূহআব্বাসীয় খিলাফতকিরগিজস্তানজাতিসংঘভারত বিভাজনপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমভরিভারতের প্রধানমন্ত্রীদের তালিকাআহসান হাবীব (কার্টুনিস্ট)সার্বিয়াবাটাবাংলা লিপিহৃৎপিণ্ডফুলরজঃস্রাবআর্জেন্টিনাআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতামুজিবনগরলোকসভা কেন্দ্রের তালিকামহাদেশমহাভারতহেপাটাইটিস বিমানব দেহভিটামিনডিএনএতুরস্কবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকামথুরাপুর লোকসভা কেন্দ্রসূর্যরমজান (মাস)পাল সাম্রাজ্যগৌতম বুদ্ধলোটে শেরিংগায়ত্রী মন্ত্রপ্রোফেসর শঙ্কুভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহমরিয়ম বিনতে ইমরানস্টকহোমকোষ (জীববিজ্ঞান)বসিরহাট লোকসভা কেন্দ্রবাংলার প্ৰাচীন জনপদসমূহডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রতুতানখামেন🡆 More