ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায়

ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায়,ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।

ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায়
জন্ম১৯১৮ সাল
মৃত্যু১৯৮১ সাল
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন,
পিতা-মাতা
  • শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় (পিতা)
  • ননীবালা দেবী (মাতা)

প্রাথমিক জীবন ও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ

ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায় ১৯১৮ সালে হুগলি জেলার আরামবাগ মহকুমার পাটুলে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় এবং মা ননীবালা দেবী। গ্রামের স্কুল শেষ করার পর আর্থিক অবস্থা খারাপ থাকায় বেশি দূর পড়াশোনা করতে পারেননি।

গ্রাম শিক্ষক জীবনকৃষ্ণ মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তাঁর নির্দেশে ষষ্ঠীচরণ গোপনে স্বদেশী পার্টির কর্মীদের গোপন খবর পৌঁছে দিতেন। এছাড়াও তিনি গোপনে কাঙ্গালীচরণ এবং চুনাইটের সন্তোষকুমার ঘোষের সাহায্যে কংগ্রেস কর্মীদের কাছে বুলেটিন পৌঁছে দিতেন। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন প্রফুল্লচন্দ্র সেনের নেতৃত্বে আরামবাগ মহকুমায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মূলত পাতুল গ্রামকে কেন্দ্র করে আরামবাগ মহকুমার খানাকুল এলাকায় এই আন্দোলন চালানো হয়। শান্তিমোহন রায়ের নেতৃত্বে জীবনকৃষ্ণ মুখোপাধ্যায়, বাঁকুবিহারী চৌধুরী ও রবীন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে এই আন্দোলনে যোগ দেন ষষ্ঠীচরণ। সাপোথ গ্রাম থেকে সুলুত পর্যন্ত দুই মাইল টেলিগ্রাফের তার কেটে পুকুরে ফেলে দেওয়া হয়, পটুল গ্রামে পোল ইউনিয়ন বোর্ডের অফিস পুড়িয়ে দেওয়া হয়, পোস্ট অফিস, পোল ডেট আরবিট্রেশন বোর্ডের অফিস এবং কিছু সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়। গ্রেফতারের পর সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আরামবাগে আনা হয়। এখানে তাঁর বিচার হয় এবং দু'বছরের কারাদণ্ড দিয়ে আলিপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয়।

পরবর্তী জীবন

দেশ স্বাধীন হওয়ার পর তিনি আজীবন কংগ্রেস সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭২ সালে ভারতের প্রধানমন্ত্রী তাঁর অসাধারণ অবদানকে সম্মানজনক তাম্রপত্রে ভূষিত করেন।

১৯৮১ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায়।

আরও দেখুন

প্রফুল্লচন্দ্র সেন

ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায়

ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায়,ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।

Tags:

ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায় প্রাথমিক জীবন ও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী জীবনষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায় আরও দেখুনষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায় তথ্যসূত্রষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায়ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনভারতীয় উপমহাদেশ

🔥 Trending searches on Wiki বাংলা:

সুকুমার রায়মানব দেহসূরা ইয়াসীনভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাউয়েফা চ্যাম্পিয়নস লিগউমাইয়া খিলাফতঅভিষেক বন্দ্যোপাধ্যায়জ্ঞানভারতের রাজনৈতিক দলসমূহের তালিকাবাংলাদেশের নদীবন্দরের তালিকাকেরলবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিদ্রোহী (কবিতা)জাপানউপজেলা পরিষদশাহরুখ খানবীর উত্তমইসরায়েলবালুরঘাট লোকসভা কেন্দ্রগুগলমমতা বন্দ্যোপাধ্যায়বদরের যুদ্ধপ্রযুক্তিবাংলাদেশের জলবায়ুআগরতলা ষড়যন্ত্র মামলাইস্তেখারার নামাজকালীসত্যজিৎ রায়মিমি চক্রবর্তীক্যান্সারপ্রেমালুদিল্লিআসমানী কিতাবপ্রকৃতি-প্রত্যয়উদ্ভিদবীর্যবিশ্ব পরিবেশ দিবসইসলামের নবি ও রাসুলরাজশাহীক্রিকেটহস্তমৈথুনআরজ আলী মাতুব্বর২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগদক্ষিণ এশিয়াসাদিকা পারভিন পপিইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিরামায়ণরাজশাহী বিভাগট্রপোমণ্ডলবাঙালি হিন্দুদের পদবিসমূহসূরা কাহফযোগাযোগআবুল হাসান (কবি)ওমানপরমাণুসাঁওতালগঙ্গা নদীস্যাম কারেনবাংলাদেশের জাতিগোষ্ঠীউদারনীতিবাদবেগম রোকেয়াআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাতানজিন তিশানামাজযোহরের নামাজময়মনসিংহভাষা আন্দোলন দিবসবরিশাল১ (সংখ্যা)দোয়া কুনুতবাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকজারুলবাংলার ইতিহাসদাজ্জাল🡆 More