শের শাহ সুরি

শের শাহ সুরি (ফরিদুদ্দিন খান, পশতু: شیر شاہ سوری, প্রতিবর্ণী. Šīr Šāh Sūrī; ১৪৮৬ –২২ মে, ১৫৪৫ খ্রি.) যাকে প্রায়ই ন্যায়পরায়ণ রাজা (সুলতান আদিল) বলা হয়, তিনি ছিলেন ভারতে সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ১৫২৯ থেকে ১৫৪০ সাল থেকে তিনি বিহারের শাসক এবং পরবর্তীতে ১৫৪০ সালে মুঘল সাম্রাজ্যকে পরাজিত করে সার্বভৌম শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন। এরপর তিনি সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দিল্লিতে শাসন প্রতিষ্ঠা করেন এবং সম্রাট হিসাবে মুকুট গ্রহণ করে। ১৫৪৫ খ্রিস্টাব্দে তার আকস্মিক মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ তার উত্তরাধিকারী হন। তাঁর উদ্ভাবন এবং সংস্কারের প্রভাব তাঁর সংক্ষিপ্ত শাসনকালের পরও বিদ্যমান ছিল। তার চিরশত্রু হুমায়ুন তাকে উস্তাদ-ই-বাদশাহাঁ (রাজাদের শিক্ষক) হিসেবে উল্লেখ করতেন। তার রাজত্বের সময়কালে তিনি সকল যুদ্ধে অপরাজিত ছিলেন।

শের শাহ সুরি
শাহ
সুলতান আদিল (ন্যায়বিচারক বাদশাহ)
উস্তাদ-ই-বাদশাহাঁ
হযরতে আ'লা
শের শাহ সুরি
মুঘল সম্রাট আকবরের দরবারী চিত্রকরদের দ্বারা প্রস্তুতকৃত তারিখ-ই-খান্দান-ই-তিমুরিয়া (আনুমানিক ১৫৭০-১৫৯০ সালের মধ্যে) এর একটি পাণ্ডুলিপি থেকে শের শাহ সুরির চিত্রকর্ম।
সুরি সাম্রাজ্যের প্রথম সম্রাট
রাজত্ব৬ এপ্রিল ১৫৩৮/১৭ মে ১৫৪০ – ২২ মে ১৫৪৫
রাজ্যাভিষেকপ্রথম: ৬ এপ্রিল ১৫৩৮
দ্বিতীয়: ১৭ মে ১৫৪০
পূর্বসূরিহুমায়ুন (মুঘল সম্রাট হিসেবে)
উত্তরসূরিইসলাম শাহ সুরি
বিহারের শাসক
রাজত্ব১৫২৯ – ৬ এপ্রিল ১৫৩৮/১৭ এপ্রিল ১৫৪০
পূর্বসূরিজালাল খান লোহানি
উত্তরসূরিবিলুপ্ত
জন্মফরিদুদ্দিন খান
১৪৭২ বা ১৪৮৬
সাসারাম, দিল্লি সালতানাত (বর্তমানে বিহার, ভারত)
মৃত্যু২২ মে ১৫৪৫ (বয়স ৭৩ বা ৫৯)
কালিঞ্জর
সমাধি
শের শাহ সুরির মাজার, সাসারাম
দাম্পত্য সঙ্গীউসমাদুন নিসা বানো বেগম
রানী শাহ
বংশধরইসলাম খান সুরি (জালাল খান)
আদিল খান
রাজবংশসুরি
পিতাহাসান খান সুরি
ধর্মসুন্নি ইসলাম

তার শৈশবকালে অভ্যন্তরীণ পারিবারিক কলহের কারণে তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে হয়েছিল। তিনি জৌনপুরে একটি শিক্ষা গ্রহণ করেন, যেখানে তার পিতা তার জায়গীরগুলির ব্যবস্থাপক পদের প্রস্তাব দেওয়ার পর তিনি ক্ষমতায় উত্থান শুরু করেন। শেরশাহ তার পিতার অঞ্চলগুলিকে শাসন করতেন এবং তার সংস্কারের কারণে খ্যাতি অর্জন করতে শুরু করেছিলেন যা এই অঞ্চলে সমৃদ্ধি দেখেছিল। পারিবারিক চক্রান্তের কারণে তিনি জায়গিরদের উপর তার অবস্থান ছেড়ে দেন। শের শাহ আগ্রা চলে যান, কারণ সেখানে তিনি পিতার মৃত্যুর আগপর্যন্ত ছিলেন। মৃত্যুর আগে তার পিতা তাকে নিজের জায়গিরের নিয়ন্ত্রণ নিতে ও এলাকায় ফিরে যেতে বলেছিলেন।

মুঘলরা ক্ষমতা লাভের পর শের শাহ আগ্রায় সময় কাটিয়েছিলেন, বাবরের অধীনে মুঘলদের নেতৃত্ব পর্যবেক্ষণ করেছিলেন। আগ্রা ত্যাগ করার পর তিনি বিহারের গভর্নরের অধীনে চাকরি নেন। ১৫২৮ সালে বিহারের গভর্নরের মৃত্যুর পর তিনি বিহারে একটি উচ্চ পদ লাভ করেন এবং ১৫৩০ সালে রাজ্যের ওয়ালি এবং দে ফাক্তো শাসক হন। তিনি এই অঞ্চলের আভিজাত্যের সাথে এবং বাংলা সালতানাতের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত হন। ১৫৩৮ সালে যখন মুঘল সম্রাট হুমায়ুন অন্যত্র সামরিক অভিযানে ছিলেন, তখন শের শাহ বাংলা সালতানাত দখল করেন এবং সুরি রাজবংশ প্রতিষ্ঠা করেন। তিনি মুঘলদের পরাজিত করেন এবং তাদের ভারত থেকে বিতাড়িত করেন, দিল্লিতে নিজেকে উত্তর ভারতের সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেন। একজন সেরা কৌশলবিদ শের শাহ নিজেকে দক্ষ শাসক ও দক্ষ সেনাপতি হিসেবে প্রমাণ করেছিলেন। তার সাম্রাজ্যের পুনর্গঠন, তার কৌশলগুলির পাশাপাশি পরবর্তী মুঘল সম্রাটদের, বিশেষ করে আকবরের ভিত্তি স্থাপন করে। ১৫৪৫ সালের মে মাসে কালিঞ্জর দুর্গ অবরোধ করার সময় তিনি মারা যান। তার মৃত্যুর পর, সাম্রাজ্য গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এবং পরে এটি মুঘলদের দ্বারা পুনরায় জয় করা হয়।

প্রাথমিক জীবন ও উদ্ভব

শের শাহ সুরি 
সাসারামে শের শাহ সুরীর সমাধি।

তার পিতামহ ইব্রাহিম খান সুর, যিনি একজন ঘোড়া ব্যবসায়ী হিসাবে শুরু করেছিলেন, নারনাউল এলাকায় (বর্তমান হরিয়ানা) একজন জমিদার (জায়গিরদার) হয়েছিলেন, তার পৃষ্ঠপোষক জামাল খান লোদি সারাংখানির প্রতিনিধিত্ব করেছিলেন, যিনি তাকে হিসারের কয়েকটি গ্রাম বরাদ্দ করেছিলেন। সিকান্দার লোদি সারাংখানিকে নিযুক্ত করেন, যিনি সিংহাসনে সিকান্দার সংগ্রামকে সমর্থন করেছিলেন, জয়ের পর জৌনপুর এলাকার (বর্তমান উত্তর প্রদেশ) গভর্নর হিসেবে নিযুক্ত হন। জামালের পুত্র এবং উত্তরাধিকারী খান-ই-আজম আহমেদ খান সারাংখানি, ২০,০০০ সাওয়ারের পদমর্যাদার সাথে, ইব্রাহিম সুরের পুত্র হাসান, আফগান দুর্ধর্ষ নেতা, সাসারাম এবং খাওয়াসপুর-থান্ডার ইকতাতে ৫০০ সাওয়ারের পদে নিযুক্ত করেন।

সুলতান বাহলোলের এই অনুগ্রহের সময়েই শের শাহের পিতামহ, যার নাম ইব্রাহিম খান সুরি,*[সুররা নিজেদেরকে মহম্মদ সূরির বংশধর হিসেবে উপস্থাপন করেছিলেন, যে ঘুর সাম্রাজ্যের বাড়ির রাজকুমারদের একজন, যিনি চলে গিয়েছিলেন। তার জন্মভূমি, এবং রোহের আফগান প্রধানদের একজনের কন্যাকে বিয়ে করেছিলেন।] তার ছেলে হাসান খানের সাথে, শের শাহের পিতা, আফগানিস্তান থেকে হিন্দুস্তানে এসেছিলেন, এমন একটি জায়গা থেকে যাকে আফগান ভাষায় বলা হয় "শরগারি"। "* কিন্তু মুলতানের ভাষায় "রোহরি" (তহসিল কুলাচি)। এটি একটি শৈলশিরা, সুলাইমান পর্বতমালার একটি স্ফুর, প্রায় ছয় বা সাত ক্রোশ দৈর্ঘ্য, গোমল নদীর তীরে অবস্থিত। তারা মুহাব্বত খান সুর, দাউদ সাহু-খাইল, যাদেরকে সুলতান বাহলোল পাঞ্জাবের হরিয়ানা এবং বাহকলা প্রভৃতি পরগনা জাগিরে দিয়েছিলেন, এর চাকরিতে প্রবেশ করেন এবং তারা বাজওয়ারার পরগণায় বসতি স্থাপন করেন।

আরও দেখুন

পাদটীকা

সূত্র তালিকা

বহিঃসংযোগ

পূর্বসূরী
প্রতিষ্ঠাতা
সুরি সাম্রাজ্য
১৫৩৯ - ১৫৪৫
উত্তরসূরী
ইসলাম শাহ সুরি

This article uses material from the Wikipedia বাংলা article শের শাহ সুরি, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). বিষয়বস্তু সিসি বাই-এসএ ৪.০-এর আওতায় প্রকাশিত যদি না অন্য কিছু নির্ধারিত থাকে। Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki বাংলা (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.

Tags:

শের শাহ সুরি প্রাথমিক জীবন ও উদ্ভবশের শাহ সুরি আরও দেখুনশের শাহ সুরি পাদটীকাশের শাহ সুরি সূত্র তালিকাশের শাহ সুরি বহিঃসংযোগশের শাহ সুরিইসলাম শাহ সুরিপশতু ভাষাসুরি সাম্রাজ্য

🔥 Trending searches on Wiki বাংলা:

আল্লাহর ৯৯টি নামভাষামানুষমোহাম্মদ সাহাবুদ্দিনদাজ্জালপদ্মা নদীভগবদ্গীতাবাঙালি হিন্দু বিবাহবেলি ফুলআন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বভারতীয় জনতা পার্টিইউরোবিশ্ব শরণার্থী দিবসক্রিকেটমহাভারতজাতিসংঘইন্দোনেশিয়াফুলবিভক্তিকৃষ্ণগহ্বরউপন্যাসপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯শনি (দেবতা)উদারনীতিবাদক্লিওপেট্রাবীর শ্রেষ্ঠ২০২৪ ইসরায়েলে ইরানি হামলাকাজী নজরুল ইসলামদ্বিপদ নামকরণনেপালকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টআন্তর্জাতিক শ্রমিক দিবসঅ্যান্টিবায়োটিক তালিকানিমজাযাকাল্লাহচণ্ডীদাসবাংলাদেশের উপজেলাশিল্প বিপ্লববিমান বাংলাদেশ এয়ারলাইন্সমৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটসৌদি আরবের ইতিহাসরাজশাহী বিভাগরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)বাংলার প্ৰাচীন জনপদসমূহইব্রাহিম (নবী)বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহদ্য কোকা-কোলা কোম্পানিমাটিবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাচন্দ্রবোড়াআইসোটোপআবহাওয়াগোপাল ভাঁড়চিরস্থায়ী বন্দোবস্তসুকান্ত ভট্টাচার্যক্রিস্তিয়ানো রোনালদোমৃণাল ঠাকুরবরিশালশর্করাফিলিস্তিনমৌলিক সংখ্যামুঘল সাম্রাজ্যহস্তমৈথুনের ইতিহাসবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকাজলরেখাপশ্চিমবঙ্গের জলবায়ুযাকাতকাশ্মীরবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাজয়নুল আবেদিনশিশ্ন বর্ধনযোগাযোগসিন্ধু সভ্যতাঅস্ট্রেলিয়াতামান্না ভাটিয়া🡆 More