শিখণ্ডী

শিখণ্ডী (সংস্কৃত: शिखंडी) হিন্দু মহাকাব্য মহাভারতের একটি চরিত্র। দ্রুপদ কন্যা ও দ্রৌপদীর বড় বোন। কুরুক্ষেত্রের যুদ্ধে তার পিতা দ্রুপদ ও ভাই ধৃষ্টদ্যুম্ন এর সাথে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং ভীষ্মের মৃত্যুর কারণ হয়েছিলেন। তার পুত্রের নাম ক্ষত্রদেব।

শিখণ্ডী
কৃপা শিখণ্ডীর সাথে যুদ্ধ করছে (ওপরের ডানে).

পূর্বজন্ম

পূর্বজন্মে শিখণ্ডী ছিলেন কাশীরাজার বড় মেয়ে অম্বা। হস্তিনাপুরের রাজা বিচিত্রবীর্য এর সাথে বিয়ে দেয়ার জন্য ভীষ্ম তাঁর দুই বোনসহ তাঁকে স্বয়ম্বর সভা থেকে জয় করে নিয়ে যান। কিন্তু তিনি সুবলের রাজ শাল্বকে ভালোবাসেন জেনে বিচিত্রবীর্য তাঁকে বিয়ে করেননি। শাল্বও পরাজয়ের গ্লানি নিয়ে তাঁকে বিয়ে করতে রাজী না হওয়ায় তাঁর দুর্দশার জন্য তিনি ভীষ্মকে দায়ী করেন এবং ভীষ্মের মৃত্যু কামনায় সাধনা করে শিবের বর লাভ করে শিখণ্ডী নামে দ্রুপদ রাজার মেয়ে হিসেবে জন্ম গ্রহণ করেন।

শৈশব ও পুরুষত্ব লাভ

শৈশবে শিখণ্ডী রাজপ্রাসাদের ফটকে রাখা একটা মালা গলায় পড়ে দ্রুপদের কাছে এলে দ্রুপদ বুঝতে পারে শিখণ্ডীই অম্বা। কারণ কার্ত্তিকের প্রদত্ত চিরসবুজ পদ্মের মালাটি শুধু অম্বাই পরতে পারতো। তখন রাজা ভীষ্মের আক্রমণ এড়ানোর জন্য শিখণ্ডীকে বনে থাকার ব্যবস্থা করেন। সেখানে শিখণ্ডী সাধনা করে স্থুণাকর্ণ নামে এক যক্ষের কাছ থেকে পুরুষত্ব লাভ করে। এরপর শিখণ্ডী বন থেকে রাজ প্রাসাদে ফিরে আসে। বিয়ে করে সংসারী হয়। তার ঔরসে ক্ষত্রদেবের জন্ম হয়।

কুরুক্ষেত্রের যুদ্ধ

কুরুক্ষেত্রে যুদ্ধে শিখণ্ডী পুরুষ যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করে। ভীষ্মের সাথে যুদ্ধের সময় ভীষ্ম তাকে দ্রুপদের মেয়ে হিসেবে জানতে পেরে অস্ত্রপরিত্যাগ করে শরাক্রান্ত হয়ে শরশয্যায় শায়িত হয় এবং মৃত্যুবরণ করে। যুদ্ধের অষ্টাদশ দিনে অশ্বত্থামার সাথে যুদ্ধে পরাজিত হয়ে শিখণ্ডী মৃত‌্যুবরণ করে।

কোন কোন স্থানে বলা হয়েছে, শিখণ্ডীকে শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের ১০ম দিন এই দেখা যায়, সে তার প্রতিজ্ঞা পূরণ তথা ভীষ্মদেবকে নিরস্ত্র করতে যুদ্ধে পদার্পণ করেন, সে যুদ্ধক্ষেত্রে যে প্রবেশ করবে একথা আগেই জানিয়া শকুনি শিখণ্ডীকে রুখতে মায়াস্ত্র যোজনা করেন এবং শিখণ্ডীকে তার রচিত সংক্ষিপ্ত বূহ্যে বন্দী করেন, যার মহারথী হিসেবে ছিলেন রাজকুমার দুঃশাসন, মহাবীর অশ্বত্থামা, আর গান্ধার রাজ শকুনি। শিখণ্ডীকে নিরস্ত্র করা সহজসাধ্য ব্যাপার ছিল না। আর তার সামনে তারা টিকতেও পারছিলেন না। শেষ পর্যায়ে মিলিত আক্রমনে শিখণ্ডী মারাত্মক আহত হলেন এবং মূর্ছা গেলেন। তারা শিখণ্ডীকে মৃত ভেবে চলে গেলেন। কিন্তু শিখণ্ডীর দেহে তখনও প্রাণ অবশিষ্ট ছিল যা হয়ত মহাবীর ভীষ্মদেবকে নিরস্ত্র বা পরাজিত করার জন্যই, শেষ পর্যন্ত সে তার প্রতিজ্ঞা রক্ষা করলেন এবং ভীষ্মদেব শরশয্যায় শায়িত হলেন। অনেকে বলেন এর পরই শিখণ্ডী মৃত্যুবরণ করেন। কারণ ১০ম দিনের পর আর কখনো তাকে রণাঙ্গনে দেখা যায়নি।

তথ্যসূত্র

Tags:

শিখণ্ডী পূর্বজন্মশিখণ্ডী শৈশব ও পুরুষত্ব লাভশিখণ্ডী কুরুক্ষেত্রের যুদ্ধশিখণ্ডী তথ্যসূত্রশিখণ্ডীদ্রৌপদীসংস্কৃত ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

বাল্যবিবাহলিটন দাসস্লোভাক ভাষাবাংলাদেশ রেলওয়েবাংলাদেশ সশস্ত্র বাহিনীশামীম শিকদারবীর্যহরে কৃষ্ণ (মন্ত্র)পাঞ্জাব, ভারতআগরতলা ষড়যন্ত্র মামলামাদার টেরিজাপ্রতিবেদনছোটগল্পউর্ফি জাবেদনিরাপদ যৌনতাগণতন্ত্রবুরহান ওয়ানিমরক্কো জাতীয় ফুটবল দলচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়পদার্থের অবস্থাকালীশ্রীলঙ্কাআয়নিকরণ শক্তিআরবি ভাষাভারতের রাষ্ট্রপতিদের তালিকারাজনীতিস্নায়ুকোষসূর্যচিঠি২৯ মার্চম্যালেরিয়াও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদআহল-ই-হাদীসপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমমীর মশাররফ হোসেনবাংলা লিপিব্রাজিলতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়বাংলাদেশ পুলিশসোনালী ব্যাংক লিমিটেডসোমালিয়াসংযুক্ত আরব আমিরাতফজরের নামাজশিক্ষাথ্যালাসেমিয়াসংস্কৃতিশিবলাইকিকুমিল্লা জেলাঢাকা মেট্রোরেলপাল সাম্রাজ্যটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাএইচআইভিমদিনাজন্ডিসস্নায়ুতন্ত্রবুর্জ খলিফাক্যান্টনীয় উপভাষাবন্ধুত্বভারতীয় জাতীয় কংগ্রেসবাঙালি হিন্দু বিবাহঅশ্বগন্ধাপশ্চিমবঙ্গের জেলামৌর্য সাম্রাজ্যমাইটোকন্ড্রিয়ারাধাইসলামি সহযোগিতা সংস্থাবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাভিটামিনকুরআনের ইতিহাসআলীখালিস্তানরামসার কনভেনশনউহুদের যুদ্ধবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা🡆 More