লুকাস ভাসকেস: স্পেনীয় ফুটবলার

লুকাস ভাসকেস ইগলেসিয়াস (স্পেনীয়: Lucas Vázquez, স্পেনীয় উচ্চারণ: ; জন্ম: ১ জুলাই ১৯৯২; লুকাস ভাসকেস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

লুকাস ভাসকেস
লুকাস ভাসকেস: প্রারম্ভিক জীবন, ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল
২০১৮ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ভাসকেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লুকাস ভাসকেস ইগলেসিয়াস
জন্ম (1991-07-01) ১ জুলাই ১৯৯১ (বয়স ৩২)
জন্ম স্থান কুর্তিস, স্পেন
উচ্চতা ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল মাদ্রিদ
জার্সি নম্বর ১৭
যুব পর্যায়
২০০০–২০০৪ কুর্তিস
২০০৪–২০০৭ উরাল
২০০৭–২০১০ রিয়াল মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১১ রিয়াল মাদ্রিদ সি ১৪ (২)
২০১১–২০১৫ রিয়াল মাদ্রিদ কাস্তিয়া ৮৯ (১৫)
২০১৪–২০১৫এস্পানিওল (ধার) ৩৩ (৩)
২০১৫– রিয়াল মাদ্রিদ ১৬৭ (১৫)
জাতীয় দল
২০১৬– স্পেন (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:০৮, ২৯ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:১৫, ২০ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০০–০১ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব কুর্তিসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ভাসকেস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে উরাল এবং রিয়াল মাদ্রিদের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১০–১১ মৌসুমে, প্রথমে রিয়াল মাদ্রিদ সি এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে তিনি ১৪ ম্যাচে ২টি গোল করেছেন। অতঃপর ২০১৪–১৫ মৌসুমে তিনি ধারে এস্পানিওলে যোগদান করেছেন। ২০১৫–১৬ মৌসুমে, তিনি রিয়াল মাদ্রিদ কাস্তিয়া হতে রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন।

ভাসকেস ২০১৬ সালে স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্পেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি স্পেনের হয়ে ২০১৮ ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরো ২০১৬-এ অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, ভাসকেস এপর্যন্ত ১৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে এবং ১২টি রিয়াল মাদ্রিদের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

লুকাস ভাসকেস ইগলেসিয়াস ১৯৯২ সালের ১লা জুলাই তারিখে স্পেনের কুর্তিসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

ক্লাব ফুটবল

রিয়াল মাদ্রিদ কাস্তিয়া

ভাসকেস ২০০৭ সালে ১৬ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগদান করেছিলেন। তিনি ২০১০–১১ মৌসুমে রিয়াল মাদ্রিদ সি-এর হয়ে অভিষেক করেছেন। ২০১২ সালের ১৭ই নভেম্বর তারিখে তিনি রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে ২০১২ অভিষেক করেছেন।

এস্পানিওল

২০১৪ সালের ১৯শে আগস্ট তারিখে ভাসকেস ধারে এস্পানিওলে যোগদান করেছিলেন। ৩০শে আগস্ট তারিখে সেভিয়ার বিরুদ্ধে অভিষেক করেছেন, ম্যাচটিতে তার দল ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। ৫ই অক্টোবর তারিখে, সোসিয়েদাদের বিপক্ষে তিনি প্রথম গোল করেছেন, ম্যাচটিতে তার দল ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।

রিয়াল মাদ্রিদ

২০১৫ সালের ৩০শে জুন তারিখে, তিনি এস্পানিওলের হয়ে ধারে খেলা শেষে রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন। ১২ই সেপ্টেম্বর তারিখে এস্পানিওলের বিপক্ষে তিনি অভিষেক করেছেন, ম্যাচটিতে তার দল ৬–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। ২০১৫ সালের ৩০শে ডিসেম্বর তারিখে ভাসকেস ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের ১৫তম মিনিটে বেনজেমার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে রিয়াল মাদ্রিদের হয়ে ১ম গোল করেন এবং ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ ৩–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। উক্ত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৭টি ম্যাচে অংশগ্রহণ করে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

ভাসকেস ২০১৬–১৭ মৌসুমে ৩৩ ম্যাচে ২টি গোল করে রিয়াল মাদ্রিদকে ৪ বছর পর লিগ শিরোপা জয়লাভ করাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন। একই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ১০টি ম্যাচে অংশগ্রহণ করেছেন; যার গ্রুপ পর্বের ম্যাচেই তিনি ২টি গোল করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

২০১৬ সালের ৭ই জুন তারিখে, মাত্র ২৪ বছর ১১ মাস ৭ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ভাসকেস জর্জিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন, তবে উক্ত ম্যাচের ৬২তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় ডেভিড সিলভার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠ ত্যাগ করেন; ম্যাচে তিনি ৯ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। ম্যাচটি জর্জিয়া ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। স্পেনের হয়ে অভিষেকের বছরে ভাসকেস সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

ভাসকেস রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ফের্নান্দো ইয়েরোর অধীনে ঘোষিত স্পেন দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পান। ২০১৮ সালের ১৫ই জুন তারিখে, তিনি পর্তুগালের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক করেছেন। উক্ত বিশ্বকাপে তিনি ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

    ২০ আগস্ট ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
স্পেন ২০১৬
২০১৮
সর্বমোট

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

লুকাস ভাসকেস প্রারম্ভিক জীবনলুকাস ভাসকেস ক্লাব ফুটবললুকাস ভাসকেস আন্তর্জাতিক ফুটবললুকাস ভাসকেস পরিসংখ্যানলুকাস ভাসকেস তথ্যসূত্রলুকাস ভাসকেস বহিঃসংযোগলুকাস ভাসকেসআক্রমণভাগের খেলোয়াড় (ফুটবল)উইকিপিডিয়া:বাংলা ভাষায় স্পেনীয় শব্দের প্রতিবর্ণীকরণডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড়ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড়ফুটবল খেলোয়াড়রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবলা লিগাস্পেন জাতীয় ফুটবল দলস্পেনীয় ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

পদ (ব্যাকরণ)সিরাজগঞ্জ জেলামিয়ানমারদোয়ারক্তশূন্যতাফুটবলইন্ডিয়ান প্রিমিয়ার লিগ২০২২ ফিফা বিশ্বকাপফিফা বিশ্বকাপশশাঙ্কমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাডায়াজিপাম২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (এএফসি)ণত্ব বিধান ও ষত্ব বিধানসেন্ট মার্টিন দ্বীপতুতানখামেনযোনি পিচ্ছিলকারকঐশ্বর্যা রাইবিজয় দিবস (বাংলাদেশ)বাংলাদেশের প্রধানমন্ত্রীসালাতুত তাসবীহশবনম বুবলিআব্বাসীয় খিলাফতকুষ্টিয়া জেলাবাংলাদেশের স্বাধীনতার ঘোষকসাইপ্রাসযৌনসঙ্গমপ্রযুক্তিসিদরাতুল মুনতাহাঅ্যান্টিবায়োটিকমুসাজগদীশ চন্দ্র বসুপ্রেমগাঁজা (মাদক)ভারতীয় জনতা পার্টিবসন্ত উৎসবকৃত্রিম বুদ্ধিমত্তাবাংলাদেশের ইউনিয়নের তালিকামুহাম্মদ ইউনূসর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাজনগণমন-অধিনায়ক জয় হেআন্তর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাদক্ষিণ কোরিয়াজাতীয়তাবাদবাংলাদেশের উপজেলার তালিকাটাঙ্গাইল জেলাবিশেষণসেনেগালআয়িশাপ্রীতিলতা ওয়াদ্দেদারআনন্দবাজার পত্রিকাওমানসাপজাতিসংঘের মহাসচিবলোকনাথ ব্রহ্মচারীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজার্মানিবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাবাংলাদেশের সংস্কৃতিতক্ষকব্রাহ্মী লিপিস্পেন জাতীয় ফুটবল দলবন্ধুত্বআবদুল হামিদ খান ভাসানীহুমায়ূন আহমেদভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহমদিনামুকেশ আম্বানিইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১আগরতলা ষড়যন্ত্র মামলাবিশ্ব ব্যাংকলুয়ান্ডাশাহরুখ খানশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাহেপাটাইটিস বিতাজমহল🡆 More