রোয়ান অ্যাটকিনসন

রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন (৬ই জানুয়ারি, ১৯৫৫, কনসেট) একজন ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কমেডিয়ান। তিনি সুপরিচিত মিস্টার বিন, সিটকম্‌ ব্লাকাডার এবং নট দ্য নাইন ও'ক্লক নিউস ব্যঙ্গরচনা স্কেচ শোর জন্য। তাকে ব্রিটিশ ৫০ জন কৌতুক অভিনেতাদের এক হিসেবে পর্যবেক্ষকে তালিকাভুক্ত করা হয়েছে,১৯৫৫ সালের ৬ জানুয়ারি ইংল্যান্ডের ডুরহাম বিভাগের কনসেটে জন্মগ্রহণ করেন মি.

বিন। তার পুরো নাম রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন হলেও ডাক নাম রো। তার বাবার নাম এরিক অ্যাটকিনসন এবং মায়ের নাম এলা মে। তার বাবা এরিক অ্যাটকিনসন একজন কৃষক এবং একটি কোম্পানির পরিচালক ছিলেন। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট মি. বিন। ১৯৯০ সালে মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রীকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে রয়েছে দুটি সন্তান- বেন এবং লিলি। অন্যদিকে মি. বিন একজন ব্রিটিশ লেখক এবং কমেডিয়ান। তবে তিনি সুপরিচিত মি. বিন, ব্যঙ্গরচনা এবং স্কেচ শোর জন্য। রুপালি পর্দার মতো বাস্তবেও রোয়ানকে সবাই ভাবেন হাসি-খুশি একজন মানুষ। আসলে ব্যক্তিগত জীবনে রোয়ান খুবই চুপচাপ স্বভাবের। প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে তার মোটেও ভালো লাগে না। আর কথা কম বলতে পছন্দ করেন বলেই হয়তো মি. বিন চরিত্রে এর প্রতিফলন দেখা যায়। এছাড়া অ্যাটকিনসন ধর্মীয় দৃষ্টিভঙ্গির সমালোচনার জন্য পরিচিত। তিনি যুক্তরাজ্যের ধর্মসংক্রান্ত একটি আইনের ত্রুটি আছে বলে ঘোষণা করেন।শিক্ষাজীবনমানুষ হাসানোর এই কারিগর পড়াশোনায় খুবই ভালো ছিলেন। প্রাথমিক পড়াশোনা করেছেন ডারহ্যামের কোরিস্টার্স স্কুলে। এরপর সেন্ট বিস স্কুলে। ১৯৭৫ সালে তিনি নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং কুইন্স কলেজ থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ফেলো ডিগ্রি অর্জন করেন। এবং ২০০৫ সালে একটি সহযোগী কমেডিয়ানের ভোটে প্রথম ৫০ জন ব্যক্তিদের মধ্যে ছিলেন।

রোয়ান অ্যাটকিনসন
রোয়ান অ্যাটকিনসন
২০১১ সালে রোয়ান অ্যাটকিনসন।
জন্ম (1955-01-06) জানুয়ারি ৬, ১৯৫৫ (বয়স ৬৯)
কনসেট, ডুরহাম বিভাগ, ইংল্যান্ড
মাধ্যম স্ট্যান্ড-আপ, টেলিভিশন, চলচ্চিত্র
সক্রিয় আছেন ১৯৭৯–বর্তমান
ধরন শারীরিক কৌতুকাভিনয়
প্রভাব পিটার সেলার্স, চার্লি চ্যাপলিন, জাক টাটি
প্রভাবিত স্টিভ পেম্বেরটন, ডাভিড ওয়ালিয়ামস
স্বামী/স্ত্রী সুনেত্রা শাস্ত্রী
উল্লেখযোগ্য কাজ এবং ভূমিকা ব্লাকাডার
দ্য থিন ব্লু লাইন
মিস্টার বিন
নট দ্য নাইন ও'ক্লক নিউস
বিএএফটিএ পুরস্কার
বেস্ট লাইট এন্টারটেইনমেন্ট পারফরম্যান্স
১৯৮১ নট দ্য নাইন ও'ক্লক নিউস
১৯৯০ ব্লাকাডার গোস ফোরর্থ
লরেন্স ওলিভির পুরস্কার
সর্বোত্তম কৌতুক পারফরম্যান্স
১৯৮১ রোয়ান অ্যাটলিনসন রিভিউতে

জন্ম ও পরিবার

১৯৫৫ সালের ৬ জানুয়ারি ইংল্যান্ডের নিউক্যাসলে জন্মগ্রহণ করেন এই ইংলিশ অভিনেতা, কমেডিয়ান এবং নাট্যকার। তার পুরো নাম রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন। ডাক নাম রো। তার বাবার নাম এরিক অ্যাটকিনসন এবং মায়ের নাম এলা মে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট মি. বিন।

প্রাথমিক জীবন

অ্যাটকিনসন ৬ই জানুয়ারি, ১৯৫৫ সালে ইংল্যান্ডের, ডুরহাম বিভাগের, কনসেটে জন্ম গ্রহণ করেন। তার পিতা এরিক অ্যাটকিনসন একজন কৃষক এবং কোম্পানি পরিচালক ছিল এবং তার মাতা এল্লা মে (née Bainbridge)। তার বড় দুই ভাই, রডনি অ্যাটকিনসন, একজন ইউরোসেপ্টিক অর্থনীতিবিদ, যে ২০০০ সালে যুক্তরাষ্ট্র রাজ্য ইন্ডিপেন্ডেন্স পার্টি নেতৃত্ব নির্বাচন অল্পের জন্য হারিয়েছিল, এবং রুপার্ট।

পড়াশোনা

মি. বিন ডারহামের ক্যাথেড্রাল স্কুল, নিউক্যাসল বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেন।

অভিনয় জীবন

ছোটবেলা থেকেই রোয়ান অ্যাটকিনসন ছিলেন বেশ হাসিখুশি একজন মানুষ। কিন্তু কথা খুব কম বলতেন। যেটা তার অভিনয়ে এখন দেখা যায়। রোয়ান অ্যাটকিনসন ডারহামের ক্যাথেড্রাল স্কুলে পড়তেন। সেখানে একটি ফিল্ম সোসাইটি ছিল। সেই ফিল্ম সোসাইটির প্রধান বিষয় ছিল হাসির ও শিশুতোষ বিষয়ক বিভিন্ন সিনেমা দেখানো। ১২ বছর বয়স পর্যন্ত নিজের চোখে টেলিভিশন দেখা হয়ে ওঠেনি রোয়ান অ্যাটকিনসনের। স্কুলে যখন চার্লি চ্যাপলিন সহ আরও যারা কমেডি অভিনেতাদের মুভিগুলো দেখতেন এবং নিজের অজান্তেই তাদের নকল করা শুরু করেন। এরপর এক সময় মঞ্চের বেকস্টেজে কাজ করা শুরু করেন। বেকস্টেজ থেকে চলে আসেন মূল মঞ্চে। মঞ্চে রোয়ান অ্যাটকিনসন এর অভিনয় দেখে তার স্কুলের প্রধান শিক্ষক তাকে অভিনয়কে সিরিয়াসভাবে নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে রোয়ান অ্যাটকিনসন ছিলেন সিরিয়াস। কেননা পড়াশোনায় তিনি খুব ভালো ছিলেন। তাই পড়াশুনাটাকেই সবসময় প্রাধান্য দিয়েছেন। তবে অভিনয় করা কিংবা কমেডিয়ান হওয়া কোনোটিই তার লক্ষ্য ছিল না। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে রিচার্ড কার্টিসের সাথে পরিচয় হয় মি. বিনের। রিচার্ড কার্টিস ছিলেন একজন নাট্যকার ও গীতিনাট্য অভিনেতা। রিচার্ড সাধারণত কমেডি চরিত্রে অভিনয় করতেন। রিচার্ড কার্টিস ও রোয়ান অ্যাটকিনসন দুজনে মিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলেন ‘অক্সফোর্ড নাট্যশালা’। রিচার্ড কার্টিসের সঙ্গে নাটক লেখাও শুরু করেন। সেইসঙ্গে কমেডি নাটকে অভিনয়। রিচার্ড কার্টিসের সঙ্গে একসাথে রোয়ান অ্যাটকিনসন বিবিসি রেডিও থ্রিতে দ্য অ্যাটকিনসন পিপল নামের একটি স্যাটারিক্যাল ইন্টারভিউধর্মী অনুষ্ঠানে পারফর্ম করতেন। 

জনপ্রিয়তা

বর্তমান সময়ে মি. বিন তার অভিনীত মুভি ও টিভি অনুষ্ঠানগুলোর মাধ্যমে জনপ্রিয় হলেও শুরুর দিকে কমেডি বই লিখে জনপ্রিয় হয়ে ওঠেন মি. বিন। ১৯৭৯ সালে তার লেখা স্কেচ কমেডি শো ‘নট দ্যা নাইট’ ও ‘ক্লোক নিউজ’ নামের বইয়ের মাধ্যমে পাঠক হৃদয়ে বেশ ভালোভাবে জায়গা করে নেন রোয়ান অ্যাটকিনসন। বইটি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে, বেস্ট সেলিং এর তকমাটা নিজের করে নেয়। এখানেই শেষ নয়। এই বইটি ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড ও আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডও জয় করে নেয়। পরবর্তীতে এই বই থেকে টিভি কমিক অনুষ্ঠান তৈরি করা হয় এবং তাতে অভিনয় করেন স্বয়ং রোয়ান অ্যাটকিনসন। প্রথমে লেখনি দিয়ে জয় করেছেন একাধিক পুরস্কার এবার অভিনয় দিয়েও জয় করলেন একাধিক পুরস্কার। এই টিভি কমিক অনুষ্ঠানে অভিনয় করে রোয়ান অ্যাটকিনসন জয় করেন ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড ও বিবিসি বর্ষসেরা ব্যক্তিত্বের পুরস্কার। এই সিরিজে অভিনয়ের মাধ্যমে ১৯৮০ সালের সেরা কমেডিয়ান হিসেবে নির্বাচিত হন রোয়ান অ্যাটকিনসন।   

বৈবাহিক জীবন

১৯৯০ সালে রোয়ান অ্যাটকিনসন মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেনজামিন এবং লিলি নামে তাদের দুইটি সন্তান রয়েছে।

মি. বিন

১৯৯০ সালে ‘মি. বিন’ নিয়ে টেলিভিশন পর্দায় হাজির হন রোয়ান অ্যাটকিনসন। মি. বিন মূলত ১৪ পর্বের একটি হাস্যরসাত্মক ব্রিটিশ টিভি ধারাবাহিক। আইটিভি নামক একটি টেলিভিশন চ্যানেলে এর প্রথম পর্বটি প্রচারিত হয় ১৯৯০ সালের প্রথম দিনটিতে। শেষ পর্বটির নাম 'হেয়ার বাই মি. বিন অব লন্ডন'। প্রথমে শুধু টিভি সিরিয়াল থাকলেও মি. বিন নিয়ে সিনেমা এমনকি কার্টুনও নির্মিত হয়েছে এবং মি. বিন প্রতিটি ক্ষেত্রেই অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। টানা বিশ বছর রোয়ান এই চরিত্রে অভিনয় করেছেন। শুরুর দিকে মি. বিন ছাড়াও এ সময় তিনি দ্যা ব্ল্যাক অ্যাডার এবং ফানি বিজনেসসহ বেশ কয়েকটি তুমুল জনপ্রিয় টিভি সিরিজে নিয়মিত অভিনয় করেন। কিন্তু সবগুলোকে ছাড়িয়ে যায় ‘মি. বিন’। এমনকি নিজের নামটাকেও হারাতে হয় রোয়ান অ্যাটকিনসনকে। তারই তালগোল পাকানো কাণ্ড-কারখানায় ভরপুর এ ব্রিটিশ কমেডি সিরিজের লেখক হলেন রবিন ড্রিসকল এবং রোয়ান অ্যাটকিনসন নিজে। ১৯৯৭ সালে ‘বিন: দ্য আলটিমেট ডিজাস্টার মুভি’ এবং ২০০৭ সালে ‘মিস্টার বিন’স হলিডে’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়। এছাড়া যুক্তরাজ্যের ‘আইটিভি ওয়ান’ চ্যানেলে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ‘মিস্টার বিন’ কার্টুন প্রচারিত হয়।

মি. বিন থেকে রোয়ান অ্যাটকিনসনের বিদায়

২০১২ সালের নভেম্বরে রোয়ান অ্যাটকিনসন ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে বিন চরিত্রে আর হাজির না হওয়ার ঘোষণা দেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন এই চরিত্রটি দিনে দিনে তাকে শিশুতে রূপান্তর করে দিচ্ছে। এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যে শারীরিক শক্তির প্রয়োজন হয় সেটিও আজকাল আর তিনি পাচ্ছেন না। এছাড়া তার মতে, একজন পঞ্চাশ ঊর্ধ্বের ব্যক্তিকে শিশুসুলভ অভিনয় করাটা একেবারেই বেমানান। তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি সিরিয়াসধর্মী চরিত্রগুলোতেই শুধু অভিনয় করব।’ সুতরাং এই চরিত্রে তাকে আর দেখা যাবে না কখনোই।

ধর্মীয় দৃষ্টিভঙ্গি

অ্যাটকিনসন ধর্মীয় দৃষ্টিভঙ্গির সমালোচনার জন্য পরিচিত। তিনি যুক্তরাজ্যের ধর্ম সংক্রান্ত একটি আইনের ত্রুটি আছে বলে ঘোষণা করেন।

চলচ্চিত্র

বছর শিরোনাম পার্ট
১৯৭৯ দ্য সিক্রেট পোলিসম্যান'স বল বিভিন্ন চরিত্র
১৯৮১ ফান্ডামেন্টাল ফ্রোলিক নিজে
১৯৮২ দ্য সিক্রেট পোলিসম্যান'স আদার বল নিজে এবং বিভিন্ন চরিত্র
১৯৮৩ ডেড অন টাইম বার্নার্ড ফ্রিপ
নেভার সে নেভার এগেইন নাইজেল স্মল-ফসেট
১৯৮৯ দ্য অ্যাপয়ন্টমেন্টস অফ ডেনিস জেনিংস ডাঃ স্কুনার
দ্য টল গাই রোন এন্ডারসোন
১৯৯০ দ্য উইচেস মিস্টার স্ত্রিনজার
১৯৯১ দ্য ড্রাইভেন ম্যান নিজে
১৯৯৩ হট শটসঃ পার্ট দো ডেক্সটার হেম্যান
১৯৯৪ ফোর ওয়েডিংস অ্যান্ড অ্যা ফিউনেরাল ফাদার জেরাল্ড
দ্য লাইআন কিং জাজু
১৯৯৭ মিস্টার বিন দ্য আলটিমাট ডিজাসটার মুভি মিস্টার বিন
২০০০ মে বি বেবি মিস্টার জেমস
২০০১ র‌্যাট রেইস এনরিক পোল্লি
২০০২ স্কোবি-ডু এমিল মন্ডাভেরিয়াস
২০০৩ জনি ইংলিশ জনি ইংলিশ
লাভ অ্যাকচ্যুয়েলি রুফাস
২০০৫ কিপিং মাম রেভারেন্ড ওয়াল্টার গুডফেলো
২০০৭ মি. বিন'স হলিডে মিস্টার বিন

পুরস্কার

  • বিভিন্ন ক্লাব বিবিসির বছরের ব্যক্তিত্বের জন্য পুরস্কার - ১৯৮০।
  • বিএএফটিএ সর্বোত্তম লাইট বিনোদন কার্যকারিতা - ১৯৮৯।
  • ওলিভার! এর জন্য Whatsonstage পুরস্কার - ২০১০
  • ওলিভার! এর জন্য লরেন্স ওলিভির পুরস্কার পূরস্কারের জন্য মনোনয়ন। - ২০১০

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

রোয়ান অ্যাটকিনসন জন্ম ও পরিবাররোয়ান অ্যাটকিনসন প্রাথমিক জীবনরোয়ান অ্যাটকিনসন পড়াশোনারোয়ান অ্যাটকিনসন অভিনয় জীবনরোয়ান অ্যাটকিনসন জনপ্রিয়তারোয়ান অ্যাটকিনসন বৈবাহিক জীবনরোয়ান অ্যাটকিনসন মি. বিনরোয়ান অ্যাটকিনসন মি. বিন থেকে ের বিদায়রোয়ান অ্যাটকিনসন ধর্মীয় দৃষ্টিভঙ্গিরোয়ান অ্যাটকিনসন চলচ্চিত্ররোয়ান অ্যাটকিনসন পুরস্কাররোয়ান অ্যাটকিনসন তথ্যসূত্ররোয়ান অ্যাটকিনসন বহিঃসংযোগরোয়ান অ্যাটকিনসনঅভিনেতামিস্টার বিন

🔥 Trending searches on Wiki বাংলা:

শিবমাদারীপুর জেলাবঙ্গবন্ধু সেতুবৈষ্ণব পদাবলিযক্ষ্মামান্নাভালোবাসাবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানবিষ্ণুভারতের রাষ্ট্রপতিদের তালিকাপুলিশএল নিনোকৃষ্ণপায়ুসঙ্গমরাধাসচিব (বাংলাদেশ)বায়ুদূষণস্বরধ্বনিপর্যায় সারণিরামপ্রসাদ সেনপ্রোফেসর শঙ্কুশাবনূরভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহম্যালেরিয়ানগরায়নখলিফাদের তালিকাএইচআইভিবারো ভূঁইয়াকক্সবাজারমুহাম্মাদের সন্তানগণরক্তশূন্যতাআলিমাযহাবরেওয়ামিলরাজশাহীনরেন্দ্র মোদীবাংলাদেশের কোম্পানির তালিকাদৈনিক যুগান্তরআবহাওয়াযৌনসঙ্গমমালদ্বীপকাবাজগদীশ চন্দ্র বসুমাইকেল মধুসূদন দত্তএম. জাহিদ হাসানঅনাভেদী যৌনক্রিয়াবাংলাদেশী অভিনেত্রীদের তালিকাজয়নুল আবেদিনইউএস-বাংলা এয়ারলাইন্সবাংলাদেশ আওয়ামী লীগবাংলাদেশের স্বাধীনতা দিবসফুলপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহদৌলতদিয়া যৌনপল্লিদ্বিতীয় বিশ্বযুদ্ধবাস্তুতন্ত্রবাংলাদেশের জাতিগোষ্ঠীগোপাল ভাঁড়আবদুল মোনেমবিমান বাংলাদেশ এয়ারলাইন্সপর্নোগ্রাফিদ্বিতীয় মুরাদনিমনোয়াখালী জেলাফারাক্কা বাঁধ২৫ এপ্রিলভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আল মনসুরবাংলাদেশ আনসারবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিলোহিত রক্তকণিকাকাঠগোলাপশিবলী সাদিকসূরা ইয়াসীনঝড়সম্প্রদায়রামমোহন রায়🡆 More