রুড ভান নিস্টেলরুই: ওলন্দাজ ফুটবলার

রুতগেরুস ইয়োহানেস মার্তিনিউস রুড ফন নিস্টেলরয় (ওলন্দাজ: Rutgerus Johannes Martinus van Nistelrooy, ওলন্দাজ উচ্চারণ:  (ⓘ); জন্ম ১ জুলাই ১৯৭৬) একজন প্রাক্তন ওলন্দাজ ফুটবলার। ৫৬টি গোল নিয়ে তিনি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। তিনি চ্যাম্পিয়নস লিগের তিনবারের শীর্ষ গোলদাতা। এছাড়া তিনি ইউরোপের তিনটি আলাদা ঘরোয়া লিগেও শীর্ষ গোলদাতার খেতাবও অর্জন করেছেন।

রুড ফন নিস্টেলরয়
রুড ভান নিস্টেলরুই: কর্মজীবন, তথ্যসূত্র, বহিঃসংযোগ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রুতগ্রেরুস ইয়োহানেস মারতিনিউস
ফন নিস্টেলরয়
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান স্ট্রাইকার
যুব পর্যায়
১৯৯৩–১৯৯৭ এফসি ডেন বশ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৩–১৯৯৭ এফসি ডেন বশ ৬৯ (১৭)
১৯৯৭–১৯৯৮ এসসি হিরেনভেন ৩১ (১৩)
১৯৯৮–২০০১ পিএসভি ৬৭ (৬২)
২০০১–২০০৬ ম্যানচেস্টার ইউনাইটেড ১৫০ (৯৫)
২০০৬–২০১০ রিয়াল মাদ্রিদ ৬৮ (৪৬)
২০১০–২০১১ হামবার্গার এসভি ৩৬ (১২)
২০১১–২০১২ মালাগা সিএফ ২৮ (৪)
মোট ৪৪৯ (২৪৯)
জাতীয় দল
১৯৯৮–২০১১ নেদারল্যান্ডস ৭০ (৩৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩ মে ২০১২ তারিখ অনুযায়ী সঠিক।

নিস্টেলরয় তার কর্মজীবন শুরু করেন ডেন বশের হয়ে। এরপর তিনি যোগ দেন হিরেনভেনে। ১৯৯৮ সালে তিনি যোগ দেন পিএসভি আইন্দোভেনে। সেখানে তিনি দুইটি ডাচ লিগ শিরোপা জিতেন। পিএসভিতে তার নৈপূন্য ইংরেজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নজরে আসে। ২০০০ সালের গ্রীষ্মে ক্লাবটি তার সাথে চুক্তি করে। কিন্তু ইনজুরির কারণে এক বছর পর তত্‍কালীন ব্রিটিশ রেকর্ড ফি ১৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ইউনাইটেডের হয়ে তিনি প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ফুটবল লিগ কাপ, এফএ কমিউনিটি শিল্ড এবং দুইবার স্যার ম্যাট বাস্‌বি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেন। নিস্টেলরয় ইউনাইটেডের হয়ে ২১৯ খেলায় ১৫০ গোল করেন। ২০০৬ সালে নিস্টেলরয় রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়ালে তিনি দুইটি লা লিগা এবং একটি স্পেনীয় সুপার কাপ শিরোপা জিতেন। ২০১০ সালের জানুয়ারিতে তিনি হামবার্গার এসভিতে যোগ দেন। ২০১১ সালের গ্রীষ্মে তিনি স্পেনে ফিরে আসেন এবং মালাগায় যোগ দেন। ২০১২ সালের ১৪ মে, তিনি ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

কর্মজীবন

নেদারল্যান্ডের কর্মজীবন

শুরুতে ভ্যান নিস্তেলরয় একজন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলতে শুরু করেছিলেন। এরপর তিনি ডাচ দ্বিতীয় বিভাগের দল এফসি ডেন বস এ যোগ দেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। ১৯৯৭ সালে তিনি ১৩ খেলায় ১২ গোল করেন। একই বছরে তিনি আবার অবস্থান বদলে এসসি হেরেনভেন দলে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে যোগ দেন। এখানে ৩১ খেলায় তিনি ১৩ গোল করেন। ১৯৯৮ সালে তার ২২তম জন্মদিনে তিনি পিএসভির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ৬.৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে। সেটি তখন ছিল রেকর্ড ট্রান্সফার ফি যেকোন ডাচ ক্লাবের জন্য।

পিএসভিতে প্রথম মৌসুমে তিনি ৩৪ খেলায় ৩১ গোল করেন যা ছিল সেই লিগের সর্বোচ্চ এবং ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৯৮ সালে চ্যাম্পিয়নস লিগের একটি খেলায় হেলসিঙ্কি দলের বিপক্ষে ৩টি গোল করে তিনি ইউরোপে পরিচিতি পান। এতে তার দল ৩-১ গোলে জেতে। ভ্যান নিস্তেলরয়কে নেয়ার জন্য অনেক ক্লাব মুখিয়ে ছিল। পরের মৌশুমে তিনি লিগে আবার ২৯ গোল করেন এবং নেদারল্যান্ডে আবারও শীর্ষ গোলদাতা হন। তার প্রথম আন্তর্জাতিক গোল আসে ১৯৯৯ সালে যখন মরক্কোর বিপক্ষে ২-১ গোলের হারে তিনি একমাত্র গোল করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

রুড ভান নিস্টেলরুই কর্মজীবনরুড ভান নিস্টেলরুই তথ্যসূত্ররুড ভান নিস্টেলরুই বহিঃসংযোগরুড ভান নিস্টেলরুইউইকিপিডিয়া:বাংলা ভাষায় ওলন্দাজ শব্দের প্রতিবর্ণীকরণউয়েফা চ্যাম্পিয়নস লিগওলন্দাজ ভাষাচিত্র:Nl-Ruud van Nistelrooy.oggনেদারল্যান্ডস

🔥 Trending searches on Wiki বাংলা:

ব্যাংকআব্দুল লতিফ চৌধুরী ফুলতলীসিদরাতুল মুনতাহাবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলআর্জেন্টিনাসালাহুদ্দিন আইয়ুবিরাজনীতিবাংলাদেশের জনমিতিকামরুল হাসানবায়ুদূষণজীবনহস্তমৈথুনবাংলা শব্দভাণ্ডারফুসফুসসাইবার অপরাধঋতুমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)আহল-ই-হাদীসআফ্রিকামৌলিক পদার্থের তালিকাখেজুরশামসুর রাহমানহরমোনমানিক বন্দ্যোপাধ্যায়ফিলিস্তিনক্রিস্তিয়ানো রোনালদোভারতের রাষ্ট্রপতিনিষ্ক্রিয় গ্যাসলগইনআনন্দবাজার পত্রিকাঅস্ট্রেলিয়া (মহাদেশ)গাঁজা (মাদক)এন্দ্রিক ফেলিপেমাটিচোখভারতের ইতিহাসসূরা ফালাকঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়সানরাইজার্স হায়দ্রাবাদফিলিস্তিনের ইতিহাসপূর্ণ সংখ্যাভারতজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকামক্কাব্যাকটেরিয়াঅভিষেক শর্মা (পাঞ্জাবের ক্রিকেটার)লিঙ্গ উত্থান ত্রুটিমতিউর রহমান (বীরশ্রেষ্ঠ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়আইসোটোপজনি সিন্সতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কোকা-কোলাউদ্ভিদকোষভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহজাপানবাংলার ইতিহাসভারতের নির্বাচন কমিশনজাকির নায়েকইসরায়েলবিজ্ঞানআরবি বর্ণমালাফরাসি বিপ্লবের কারণশিবউসমানীয় খিলাফতবাংলাদেশের জাতীয় পতাকাছাগলগাজওয়াতুল হিন্দমাদার টেরিজালোকনাথ ব্রহ্মচারী২০২৩মহিবুল হাসান চৌধুরী নওফেলগোপাল ভাঁড়ভারতের জাতীয় পতাকাশ্রাবন্তী চট্টোপাধ্যায়জলাতংক🡆 More