রায়ান ফিলিপ: মার্কিন অভিনেতা

ম্যাথিউ রায়ান ফিলিপ (ইংরেজি: Matthew Ryan Phillippe) (জন্ম: ১০ সেপ্টেম্বর, ১৯৭৪)), যদি রায়ান ফিলিপ নামেই সমধিক পরিচিত একজন মার্কিন অভিনেতা। ওয়াল লাইফ টু লাইভ সোপ অপরাতে অভিনয়ের পর তিনি ১৯৯০-এর দশকের শেষের দিকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার অভিনীতি চলচ্চিত্রগুলোর মধ্যে আছে আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার, ক্রুয়েল ইনটেনশন্স এবং ৫৪। খুব সাম্প্রতিককালে তিনি একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ক্র্যাশ-এ অভিনয় করেছেন। এছাড়া ২০০৭ সালে তিনি ব্রিচ নামের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

রায়ান ফিলিপ
রায়ান ফিলিপ: মার্কিন অভিনেতা
জন্ম
ম্যাথিউ রায়ান ফিলিপ
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯২-বর্তমান
দাম্পত্য সঙ্গীরিজ উইদারস্পুন (১৯৯৯-২০০৭) (২ সন্তান)

ব্যক্তিগত জীবন

১৯৯৭ সালে ফিলিপ অভিনেত্রী রিজ উইদারস্পুনের ২১তম জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেসময় তার সাথে উইদারস্পুনের দেখা হয়, এবং পরবর্তীতে তিনি গণমাধ্যমকে জানান যে তারা সেদিন পুরো রাত একত্রে কাটিয়েছেন, এবং উইদারস্পুন ফিলিপকে বলেছেন, “আমার মনে হয় তুমি হচ্ছো আমার জন্মদিনের উপহার” পরের দিন সকালে ফিলিপ ছবির শুটিংয়ের কাজে ক্যালিফোর্নিয়া ছেলে নর্থ ক্যারোলাইনা চলে যান। পরবর্তীতে চিঠি, ই-মেইলটেলিফোনের মাধ্যমে তাদের প্রেম চলতে থাকে। পরে ফিলিপ লস অ্যাঞ্জেলসে ফিরে এলে তারা একসাথে সময় কাটাটে থাকে এবং তাদের বাগদান হয় ১৯৯৮-এর ডিসেম্বরে। পরবর্তী বছরে তারা এক সাথে ক্রুয়েল ইনটেনশন চলচ্চিত্রে অভিনয় করা শুরু করে। ফিলিপ এবং উইদারস্পুন ৫ জুন, ১৯৯৯-এ সাউথ ক্যারোলাইনার এক খামারবাড়িতে ছোট ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধিত হন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইংরেজি ভাষাএকাডেমি পুরস্কারক্র্যাশ (২০০৪-এর চলচ্চিত্র)যুক্তরাষ্ট্র

🔥 Trending searches on Wiki বাংলা:

রামায়ণরাগমোচননৃত্যহইচইমুহম্মদ জাফর ইকবালসং অফারিংস (ইংরেজি গীতাঞ্জলি)সজনেনরেন্দ্র মোদীমোবাইল ফোনলালবাগের কেল্লাপ্রার্থনা ফারদিন দীঘিসৈয়দ রেজাউল করিমমহেরা জমিদার বাড়িশাহ জালালকাজী নজরুল ইসলামের রচনাবলিলক্ষ্মীপুর জেলাওয়ালাইকুমুস-সালামরাঙ্গামাটি জেলাইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডইসলামি সহযোগিতা সংস্থাইংরেজি ভাষারণজিত গুহহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরশ্রাদ্ধবাঙালি জাতিচট্টগ্রাম বিভাগআহল-ই-হাদীসবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাবৃক্ষবর্ডার গার্ড বাংলাদেশঅকাল বীর্যপাতদক্ষিণ সুদানঅপু বিশ্বাসজাতীয় সংসদ ভবনশাহাবুদ্দিন আহমেদবাংলা সাহিত্যের ইতিহাসভারতের জনপরিসংখ্যানঅনন্ত জলিলবঙ্গবন্ধু টানেলহাজংজাফরুল্লাহ চৌধুরীহুমায়ুন আজাদসূরা ফালাকআলবার্ট আইনস্টাইনকুরআনের ইতিহাসবাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাসুনামগঞ্জ জেলাজলবায়ু পরিবর্তনমানুষময়মনসিংহ বিভাগগান বাংলাজাতীয় সংসদশয়তানরঙের তালিকাঅরিজিৎ সিংদুবাইনচিকেতা চক্রবর্তীপল্লী সঞ্চয় ব্যাংকবাংলা একাডেমিমৌলিক পদার্থের তালিকাজীববৈচিত্র্য৩০ এপ্রিলভগবদ্গীতাকানাডাআনন্দবাজার পত্রিকাশচীন তেন্ডুলকরকুমিল্লা জেলাবলাইচাঁদ মুখোপাধ্যায়বাংলাদেশের পদমর্যাদা ক্রমবাংলাদেশী টাকালালসালু (উপন্যাস)বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাবাংলার ইতিহাসচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়🡆 More