ই-মেইল: ডিজিটাল বার্তা

ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই-মেইল পেতে প্রথম দিকের ই-মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই-মেইলগুলোতে এই সমস্যা নেই। ই-মেইল সার্ভারগুলো মেইল গ্রহণ করে এবং সংরক্ষণ করে পরে পাঠায়। ব্যবহারকারী বা প্রাপককে অথবা কম্পিউটারকে অনলাইনে থাকার প্রয়োজন হয় না শুধু মাত্র কোন ই-মেইল সার্ভারে থাকলেই সচল ই-মেইল ঠিকানা থাকলেই হয়।

ই-মেইল: বানান, উৎপত্তি, ই-মেইল ঠিকানা
ই-মেইল পড়ার সফটওয়ার মোজিলা থান্ডারবার্ড

একটি ই-মেইল বার্তা তিনটি অংশ নিয়ে গঠিত- বার্তার খাম বা মোড়ক, বার্তার হেডার বা মূল (যেটাতে বার্তা কোথায় এবং কার কাছ থেকে তথ্য থাকে) এবং বার্তা। হেডার মেইল নিয়ন্ত্রণের তথ্য বহন করে, যেটাতে (কম করে হলেও) প্রেরকের ই-মেইল ঠিকানা, এক বা একাধিক প্রাপকের ঠিকানা থাকে। কিন্তু সাধারণত আরো বিস্তারিত তথ্যও থাকে যেমন হেডার বিষয়বস্তুর জন্য একটি ফিল্ড এবং বার্তা প্রেরণের তথ্য, গ্রহণের তথ্য প্রভৃতি।

উৎপত্তিগতভাবে বার্তায় লেখা (৭ বিটের আসকি এবং অন্যান্যগুলো) হল যোগাযোগের মাধ্যম কিন্তু ই-মেইল এখন মাল্টিমিডিয়াও পাঠাতে পারে এবং এটাচমেন্ট(সংযুক্তি) সংযুক্ত করতে পারে। এটি আরএফসি ২০৪৫ থেকে ২০৪৯এ পাঠানোর একটি প্রক্রিয়া। এই আরএফসি কে এমআইএমই বলে যার অর্থ হল মাল্টিপারপাস ইন্টারনেট মেইল ইক্সটেনশন।

ই-মেইল: বানান, উৎপত্তি, ই-মেইল ঠিকানা
অ্যাট চিহ্ন, প্রত্যেকটি এসএমটিপি ই-মেইলের অত্যাবশ্যকীয় অংশ

অর্পানেটে নেটওয়ার্ক ভিত্তিক ই-মেইলগুলো প্রথমে বিনিময় হত এফটিপি (ফাইল ট্রান্সফার প্রোটোকল) দিয়ে, কিন্তু এখন এসএমটিপি (সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল) দিয়ে বিনিময় করা হয় যা প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে(RFC 821)। বার্তা পাঠানোর প্রক্রিয়ায় এসএমটিপি তার খাম বা এনভেলপ এ ভিন্ন (বার্তা এবং হেডার থেকে)ডেলিভারি তথ্য জমা করে রাখে।

বানান

বিভিন্ন রকম ইংরেজি বানান রয়েছে বাছাই করার যেগুলো একে অন্যের সাথে মিলে না।

  • "ইমেইল" (email) বানানটি আইইটিএফ রিকোয়েস্ট ফর কমেন্ট এবং তাদের কাজের দল এবং বিস্তৃত ভাবে স্টাইল গাইডস দ্বারা ব্যবহৃত হয়। এই বানানটি বিভিন্ন অভিধানেও দেখা যায়।
  • "ই-মেইল" (e-mail) এই বানানটি কিছু প্রথম সারির খ্যাতিমান সাংবাদিক এবং বিভিন্ন টেকনিকাল স্টাইল গাইড দ্বারা সুপারিশ করা হয়েছিল। করপাস অব কনটেমপরারি আমেরিকান ইংলিশ তথ্য অনুযায়ী, এই বানানটি আমেরিকান সম্পাদনাতে পুনপুন প্রকাশিত হয়েছিল।
  • "মেইল" (mail) এই বানান প্রধান আরএফসি ব্যবহার করত। সেবা মেইল হিসেবে বুঝানো হত এবং একটি ইলেক্ট্রনিক মেইলকে ম্যাসেজ বলা হত।
  • "ইমেইল" (eMail) প্রথম এম অক্ষরটি বড় হাতের হরফে লেখা হত এটা অর্পানেট ব্যবহারকারী এবং প্রথম দিকের উন্নয়নকারী ইউনিক্স, সিএমএস, এ্যপললিংক, ইওয়ার্ল্ড, এওএল, জিনি এবং হটমেইল কর্তৃক ব্যবহৃত হত।
  • "ইমেইল" (EMail) এই বানানটি আরএফসির প্রথাগত বানান যেখানে এটি ব্যবহৃত হত অথর বা প্রবর্তকের ঠিকানা হিসেবে।
  • "ই-মেইল (E-mail) প্রথম ই অক্ষরটি কে বড় হরফে লেখার যেটা X-ray বা T-shirt এর মতো।

উৎপত্তি

বিশ শতকের ষাট-সত্তরের দশকে ইন্টারনেট প্রোটোকল(INTERNET PROTOCOL)এর মাধ্যমে আরপানেট (ARPANET) এর জন্ম হয় ১৯৭১ সালে তখন আমেরিকার প্রোগ্রামার রোমান্ড স্যামুয়েল টমলিসন ই-মেইল এর সূচনা করেন

ই-মেইল ঠিকানা

ইমেইল ঠিকানা দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশটি হল ব্যবহারকারী নাম। এর ঠিক পরপরই থাকে @ চিহ্নটি। তার পরে থাকে সংশ্লিষ্ট ব্যবহারকারীর প্রতিষ্ঠানের নাম। যেমন: [email protected] এই ঠিকানাটিতে abc হল ব্যবহারকারী নাম, cde.com হল ব্যবহারকারীর মেইল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের নাম।

ই-মেইল সিস্টেম

ইমেইল প্রেরণের ক্ষেত্রে দুইটি মূল সফটওয়ার কাজ করে। এগুলো হলো:

  • মেইল ইউজার এজেন্ট (MUA) অর্থাৎ ইমেইল প্রেরক/প্রাপকের ব্যবহৃত প্রোগ্রাম
  • মেইল ট্রান্সফার এজেন্ট (MTA) যা মেইল স্থানান্তর করে।
মোজিলা থান্ডারবার্ড। ইন্টারনেট ভিত্তিক মেইল ব্যবস্থায় ওয়েবভিত্তিক ইন্টারফেসটিই মেইল ইউজার এজেন্ট হিসাবে কাজ করে থাকে। 

মেইল ট্রান্সফার এজেন্ট

মেইল ট্রান্সফার এজেন্ট হল ইমেইল স্থানান্তরের কাজে ব্যবহৃত সার্ভার সফটওয়ার। উদাহরণ হল সেন্ডমেইল, কিউমেইল, প্রভৃতি।

ওয়েবভিত্তিক ই-মেইল

অনেক প্রতিষ্ঠানই বর্তমানে ওয়েবভিত্তিক ই-মেইল সেবা প্রদান করে থাকে। যেমন, মাইক্রোসফটের হটমেইল, ইয়াহু!র ইয়াহু! মেইল, গুগলের জিমেইল প্রভৃতি।

ব্যবহার

ব্যবসায়ে

উপকারিতা

এর অন্যতম দিক হল দ্রুততম সময়ে ও কমখরচে তথ্য আদানপ্রদান করা যায় ৷

অপকারিতা

আজকাল প্রতারকচক্র ইমেইলের মাধ্যমে প্রতারনা করছে এবং অনেক অবৈধ তথ্য অাদানপ্রদান করে ৷ অনেক সময় অবৈধ বস্তু কেনাবেচাতে চোরাকারবারিরা ইমেইলের ব্যবহার করে ৷

আরও দেখুন

  • এন্টি স্প্যাম
  • কম্পিউসার্ভ
  • কম্পিউটার ভাইরাস
  • ই-মেইল জ্যাম
  • ই-মেইল স্প্যাম
  • ই-মেইল ঝড়
  • ই-মেইলের বিষয়ের বিশদ বিবরণ
  • অত্যধিক তথ্য প্রবাহ
  • ইন্টারনেট হিউমার
  • ইন্টারনেট স্লাঙ
  • বিফ
  • ই-মেইল ঠিকানা
  • ই-মেইল ক্লায়েন্ট, ই-মেইল ক্লায়েন্টের তুলনা
  • ইন্টারনেট আদর্শ বার্তা
  • বার্তা প্রেরক এজেন্ট
  • বার্তা ব্যবহারকারী এজেন্ট
  • অজানা পুনবার্তা প্রেরক
  • বার্তা ঠিকানা মুছে ফেলা
  • বার্তা ডাইজেস্ট
  • বার্তা এনক্রিপশন
  • বার্তা অণুসরণ
  • বার্তার তালিকা
  • বার্তা আর্কাইভ করা
  • আইএমএপি
  • পিওপি৩
  • এসএমটিপি
  • ইউইউসিপি
  • এক্স৪০০

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ই-মেইল বানানই-মেইল উৎপত্তিই-মেইল ঠিকানাই-মেইল সিস্টেমই-মেইল ওয়েবভিত্তিক ই-মেইল ব্যবহারই-মেইল আরও দেখুনই-মেইল তথ্যসূত্রই-মেইল বহিঃসংযোগই-মেইলকম্পিউটার

🔥 Trending searches on Wiki বাংলা:

পরীমনিগোত্র (হিন্দুধর্ম)বিভিন্ন দেশের মুদ্রাপ্রীতি জিনতাদর্শনবাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকাক্রিস্তিয়ানো রোনালদোজ্ঞানপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরবাংলাদেশের টেলিফোন নম্বরসমূহসূর্য (দেবতা)কুমিল্লা জেলাআনারসসুকান্ত ভট্টাচার্যমহাদেশবাংলাদেশের স্বাধীনতা দিবসরক্তশূন্যতাবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবসাতক্ষীরা জেলাউমাইয়া খিলাফতকালমেঘবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহইব্রাহিম (নবী)বাংলাদেশের বিভাগসমূহ১৮৫৭ সিপাহি বিদ্রোহফিলিস্তিনের ইতিহাসলগইনরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মপ্লাস্টিক দূষণসিঙ্গাপুরযৌন প্রবেশক্রিয়াশিবনারায়ণ দাসছিয়াত্তরের মন্বন্তরমালয়েশিয়াবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকামেহজাবীন চৌধুরীঋগ্বেদবাংলাদেশের ইউনিয়নের তালিকাবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাঈদুল ফিতরজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)ক্রিয়েটিনিনকারিনা কাপুরসোনালী ব্যাংক পিএলসিআলিসুকুমার রায়কলকাতা নাইট রাইডার্সটিকটকবাংলা সাহিত্যওঁ নমঃ শিবায়চট্টগ্রাম জেলাবাংলা বাগধারার তালিকাঅশ্বত্থঅগ্ন্যাশয়রাজনীতিবীর শ্রেষ্ঠসয়াই মানসিং স্টেডিয়ামমৌসুমি বায়ুইউএস-বাংলা এয়ারলাইন্সজন্ডিসসমাজকর্মবিজ্ঞাননিউমোনিয়াপ্রাকৃতিক দুর্যোগএল নিনোলালন২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (এপ্রিল ২০২৩)বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ পুলিশইসলামে যৌনতাহস্তমৈথুনময়মনসিংহ বিভাগবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাশিল্প বিপ্লবলেবাননসিফিলিসহাদিসসার্বিয়াভাষা আন্দোলন দিবস🡆 More