মুরাসাকি শিকিবু: জাপানী ঔপন্যাসিক এবং কবি

মুরাসাকি শিকিবু (Murasaki Shikibu) (জন্ম আন্দাজ ৯৭৩ খ্রীস্টাব্দ - মৃত্যু আন্দাজ ১০১৪ বা ১০২৫ খ্রীস্টাব্দ) একজন জাপানী মহিলা ঔপন্যাসিক, কবি এবং হেইয়ান আমলে রাজদরবারের কর্মচারী ছিলেন। তিনি জাপানী সাহিত্যের বিখ্যাত উপন্যাস গেঞ্জির উপাখ্যান (The Tale of Genji)-এর লেখক হিসেবে চিরস্মরনীয় হয়ে আছেন। ১০০০ খ্রীস্টাব্দ থেকে ১০০৮ খ্রীস্টাব্দের মধ্যে রচিত এই গ্রন্থটি মানবসাহিত্যের ইতিহাসে সর্বপ্রথম উপন্যাসগুলোর অন্যতম।

মুরাসাকি শিকিবু
জন্ম৯৭৩
কিওতো, জাপান
মৃত্যু১০১৪ বা ১০২৫
পেশাঔপন্যাসিক
জাতীয়তাজাপানী
মুরাসাকি শিকিবু: নাম রহস্য, জীবনী, রচনা সমূহ
মুরাসাকি শিকিবুর প্রতিকৃতি

নাম রহস্য

মুরাসাকি শিকিবু তার ছদ্মনাম। তার আসল নাম এখনো অজ্ঞাতই র‌য়ে গিয়েছে, যদিও কোন কোন বিশেষজ্ঞের মতে তার নাম ছিল সম্ভবত তাকাকো। তার ডায়েরী থেকে জানা যায় যে 'মুরাসাকি' নামটি তাকে রাজদরবারে ডাকনাম হিসেবে দেয়া হয়। 'মুরাসাকি' ছিল তারই লেখা গেঞ্জির উপাখ্যান-এর একটি চরিত্রের নাম। 'মুরাসাকি' শব্দটির মানে 'বেগুনী। আর 'শিকিবু' সরকারী আমলাতন্ত্রে তার বাবার পদস্থলের নাম।

জীবনী

মুরাসাকি শৈশবে তার মাকে হারান। হেইয়ান আমলে জাপানের প্রথা ছিল যে স্বামী-স্ত্রী আলাদা বসবাস করবে এবং সন্তান-সন্ততিদের বড় করে তোলার দায়িত্ব বর্তাবে মা এবং মাতৃপরিবারের উপর। মুরাসাকির বাবা তামেতোকি ছিলেন রাজদরবারের পণ্ডিত। তিনি প্রচলিত প্রথা ভঙ্গ করে তার কন্যাকে নিজের কাছে রেখেই বড় করেন। শুধু তাই নয়, তিনি মুরাসাকি-কে পুত্র সন্তানের শিক্ষা দেন। সে আমলে ছেলেরা চীনা ভাষায় শিক্ষা লাভ করতো, কারণ চীনা ছিল রাজদরবাররের আনুষ্ঠানিক ভাষা। অন্যদিকে মেয়েরা শিখতো জাপানী কানা বর্ণমালা এবং কবিতা। তামেতোকি তার কন্যার মেধা ও বুদ্ধিমতা দেখে আক্ষেপ করেন কেন মুরাসাকি ছেলে হয়ে জন্মায়নি।

রাজদরবারে মুরাসাকি সম্রাজ্ঞী আকিকোর মহিলা সঙ্গিনী (lady-in-waiting) হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর বছর সম্পর্কে আজও নিশ্চিত হওয়া যায়নি।

রচনা সমূহ

বিশেষজ্ঞদের মতে তিনটি গ্রন্থ মুরাসাকির লেখা - গেঞ্জির উপাখ্যান, মুরাসাকির ডায়েরী, এবং মুরাসাকির সংকলন। এর মধ্যে প্রথমোক্তটি নিঃসন্দেহে তার শ্রেষ্ঠ রচনা। শেষোক্তটি একটি কবিতার বই। মুরাসাকির লেখা ১২৮টি কবিতা তার মৃত্যুর পর এই বইতে সংকলিত আকারে প্রকাশ পায়।

তথ্যসূত্র

Tags:

মুরাসাকি শিকিবু নাম রহস্যমুরাসাকি শিকিবু জীবনীমুরাসাকি শিকিবু রচনা সমূহমুরাসাকি শিকিবু তথ্যসূত্রমুরাসাকি শিকিবুগেঞ্জির উপাখ্যান

🔥 Trending searches on Wiki বাংলা:

স্মার্ট বাংলাদেশব্রিটিশ রাজের ইতিহাসসূরা আর-রাহমানলোকসভা কেন্দ্রের তালিকামুহম্মদ জাফর ইকবালকারিনা কাপুরকার্তিক (দেবতা)বীর উত্তমটিম ডেভিডআসসালামু আলাইকুমচতুর্থ শিল্প বিপ্লবরামমোহন রায়বাউল সঙ্গীতঅসমাপ্ত আত্মজীবনীসূরা নাসরমল্লিকা সেনগুপ্তবাংলাদেশের পদমর্যাদা ক্রমপীযূষ চাওলারোডেশিয়াপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১ঢাকা বিভাগমাইকেল মধুসূদন দত্তঅ্যান্টিকিথেরা যন্ত্রকৌশলসমাসকানাডাঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকুড়িগ্রাম জেলাশশাঙ্কব্রাজিল জাতীয় ফুটবল দলভাষা আন্দোলন দিবসশবনম বুবলিডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রযিনারামায়ণবাংলাদেশের প্রধানমন্ত্রীতেজস্ক্রিয়তাচর্যাপদঅস্ট্রেলিয়া (মহাদেশ)মিল্ফশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাপ্রথম বিশ্বযুদ্ধস্বাস্থ্যের অধিকার২০১৮–১৯ লা লিগানিউমোনিয়াব্রাহ্মণবাড়িয়া জেলাবিপাশা বসুগোত্র (হিন্দুধর্ম)প্রাকৃতিক পরিবেশনামাজের সময়সমূহকুতুব মিনারঅমর্ত্য সেনবুড়িমারী এক্সপ্রেসণত্ব বিধান ও ষত্ব বিধানসাইপ্রাসহজ্জজালাল উদ্দিন মুহাম্মদ রুমিসোভিয়েত ইউনিয়নজাতীয় স্মৃতিসৌধআসিফ নজরুললাহোর প্রস্তাবআয়িশামোহাম্মদ সাহাবুদ্দিনআতাব্রিক্‌সজলাতংকহেপাটাইটিস সিশাকিব খানদুবাইআইজাক নিউটনহিন্দুধর্মের ইতিহাসবাংলাদেশের জনমিতি২০২৩ ক্রিকেট বিশ্বকাপএইচআইভি/এইডসপিনাকী ভট্টাচার্যকিরগিজস্তানচন্দ্রযান-৩🡆 More