মহিলাদের টেনিস অ্যাসোসিয়েশন

ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ইংরেজিতে: Women's Tennis Association) বা সংক্ষেপে ডব্লিউটিএ (WTA), ১৯৭৩ সালে বিলি জিন কিং কর্তৃক প্রতিষ্ঠিত পেশাদার মহিলা টেনিস খেলোয়ারদের একটি সংস্থা। এটি ডব্লিউটিএ ট্যুর আয়োজন করে থাকে। ডব্লিউটিএ ট্যুর হল বিশ্বব্যাপী অনুষ্ঠিত মহিলা টেনিস খেলোয়াড়দের টেনিস চ্যাম্পিয়নশিপ যা এই সংস্থা আয়োজন করে থাকে।

ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশ
মহিলাদের টেনিস অ্যাসোসিয়েশন
ক্রীড়াপেশাদার টেনিস
সংক্ষেপেডব্লিউটিএ
প্রতিষ্ঠাকাল১৯৭৩
অবস্থানSt. Petersburg
চেয়ারম্যানস্টেসি অ্যালাস্টার
মুখ্য নির্বাহীস্টেসি অ্যালাস্টার
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.wtatennis.com

১৯৭৩ সালের জুনে ডব্লিউটিএ প্রতিষ্ঠা হলেও ডব্লিউটিএ-এর ইতিহাসের সূচনা হয় টেক্সাসের হিউস্টনে, যখন টেনিস তারকা গ্ল্যাডিস হেল্ডম্যান ১৯৭০ সালের সেপ্টেম্বরে ভার্জিনিয়া স্লিমস টুর্নামেন্টের আয়োজন করেন। ডব্লিউটিএ-এর প্রধান দপ্তর ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত। এর ইউরোপিয়ান দপ্তর লন্ডনে এবং এশিয়া প্রশান্ত-মহাসাগরীয় দপ্তর বেইজিং-এ অবস্থিত।

ইতিহাস

Open Era বা টেনিসের উন্মুক্ত যুগ পেশাদার খেলোয়ারদেরকে নতুন খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করার সুযোগ করে দেয়, যা আগে সম্ভব ছিল না। প্রথম ওপেন টুর্নামেন্ট ইংল্যান্ডের বার্নিমাউথে অনুষ্ঠিত হয়। এই যুগের শুরুতে বিশ্বব্যাপী দুইটি পেশাদার টেনিস চ্যাম্পিয়নশিপ প্রচলিত ছিল, একটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টেনিস যা শুধু পুরুষদের জন্য এবং অন্যটি ন্যাশনাল টেনিস লীগ।। অ্যান জোন্স, রোশেল ক্যাসেলস, ফ্রাঙ্কোইস ডার এবং বিলি জিন কিং এনটিএল-এ যোগ দেন। বিলি জিনকে তখন প্রতি বছর ৪০০০০ মার্কিন ডলার দেয়া হত, জোন্সকে দেয়া হত ২৫০০০ এবং ক্যাসেলস ও ডারকে ২০০০০ ডলার করে দেয়া হত। এই গ্রুপটি প্রতিষ্ঠিত টুর্নামেন্ট যেমন ইউএস ওপেন এবং উইম্বলডনেও অংশ নেয়। তবে তারা নিজস্ব টুর্নামেন্টও আয়োজন করে। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন তখন তাদের ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করে যার ফলে তারা উইটম্যান কাপে খেলতে পারেনি।

১৯৭০ নাগাদ এই বৈষম্য আরো প্রকট হয়। বিলি জিন বলেছিলেন, “ব্যবসায়ীরা আরো অর্থ যোগাচ্ছিলেন, পুরুষ টেনিস খেলোয়াড়রা আরো অর্থ উপার্জন করছিলেন। সবাই উপার্জন করছিলেন, কেবল নারীরা ব্যতীত।“ ১৯৬৯ সালে মাঝারি ও ছোট টুর্নামেন্টগুলোতে পুরুষ ও নারী খেলোয়াড়দের প্রদান করা অর্থের অনুপাত ছিল ৫:১। ১৯৭০ সালে এই অনুপাত ছিল ৮:১ এমনকি কোন কোন ক্ষেত্রে ১২:১।

১৯৭০ সালে মার্গারেট কোর্ট গ্র্যান্ড স্ল্যাম জয় করেন এবং মাত্র ১৫০০০ ডলার বোনাস হিসেবে পান। যেখানে পুরুষ খেলোয়াড়রা বোনাস হিসেবে ১ মিলিয়ন ডলার পর্যন্ত পেতেন। ১৯৭০ সালে অনুষ্ঠিত ইউএস ওপেনেও এই ধরনের বৈষম্য দেখা যায়। প্যাসিফিক সাউথওয়েস্ট চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী খেলোয়াড়দের প্রদান করা অর্থের অনুপাত ছিল প্রায় ১২:১। বেশ কয়েকজন নারী খেলোয়াড় সেসময় গ্ল্যাডিস হেল্ডম্যানের সাথে যোগাযোগ করেন। গ্ল্যাডিস ছিলেন ওয়ার্ল্ড টেনিস ম্যাগাজিনের প্রকাশক। তারা গ্ল্যাডিসকে বলেন যে এই চ্যাম্পিয়নশিপ তারা বয়কট করতে চান। তখন প্রাথমিকভাবে গ্ল্যাডিস এর বিপক্ষে বললেও তিনি ১৯৭০ হিউস্টন ওমেন্স ইনভাইটেশন আয়োজন করেন যাতে নয়জন নারী খেলোয়াড় অংশ নেন। এই নয়জন খেলোয়াড় এবং গ্ল্যাডিস পরে নারীদের জন্য ভার্জিনিয়া স্লিমস সার্কিট ট্যুরের আয়োজন করেন। এটাই পরবর্তিতে ডব্লিউটএ ট্যুরে রূপ নেয়। এই সার্কিটে ছিল ১৯টি টুর্নামেন্ট। সবগুলো টুর্নামেন্টই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হত এবং প্রাইজ মানির পরিমাণ ছিল ৩০৯,১০০ ডলার।

১৯৭৩ উইম্বলডন চ্যাম্পিয়নশিপের এক সপ্তাহ আগে বিলি জিন কিং কর্তৃক আয়োজিত একটি মিটিং-এ ডব্লিউটিএ প্রতিষ্ঠিত হয়। মিটিংটি লন্ডনের একটি হোটেলে হয়। ডব্লিউটিএ একটি টেলিভিশন চ্যানেলের সাথে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অর্থের ব্যবস্থা করে। এছাড়া আর নানা আর্থিক নিশ্চয়তার ব্যবস্থা করা হয়। ১৯৭৬ সালে কোলগেট ডব্লিউটিএ সার্কিটের পৃষ্ঠপোষকতা করে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইংরেজিবিলি জিন কিং

🔥 Trending searches on Wiki বাংলা:

বিশ্বায়নআল-মামুননিজামিয়া মাদ্রাসামালদ্বীপআবুল কাশেম ফজলুল হকভূগোলঢাকা বিশ্ববিদ্যালয়হামাসপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকাকুয়েতব্রিটিশ রাজের ইতিহাসভোটচতুর্থ শিল্প বিপ্লবগোপাল ভাঁড়আমাশয়সিলেটসূর্যগ্রহণমানব শিশ্নের আকারনেপোলিয়ন বোনাপার্টফরিদপুর জেলাএইচআইভি/এইডসদর্শনবাংলাদেশের জাতিগোষ্ঠীশিবনারায়ণ দাসইসরায়েলকুরআনচন্দ্রযান-৩লোকসভা কেন্দ্রের তালিকাসাঁওতালমঙ্গল গ্রহবিদায় হজ্জের ভাষণআল মনসুরস্মার্ট বাংলাদেশবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকারক্তের গ্রুপজান্নাতুল ফেরদৌস পিয়ারাজনীতিইসরায়েলের ইতিহাসঅপটিক্যাল ফাইবারকক্সবাজারঢাকা বিভাগরানা প্লাজা ধসসাদিয়া জাহান প্রভাবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকাপেপসিশিবলী সাদিকচৈতন্য মহাপ্রভুযৌনসঙ্গমধর্মভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাজীবাশ্ম জ্বালানিপানিবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাজাতীয় সংসদ ভবনবঙ্গবন্ধু সেতুকুষ্টিয়া জেলাপাকিস্তানআয়াতুল কুরসিপশ্চিমবঙ্গবীর্যবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবগোলাপকনডমদুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)হুমায়ূন আহমেদকালিদাসকাজী নজরুল ইসলামডায়াচৌম্বক পদার্থদৈনিক যুগান্তরগৌতম বুদ্ধঅষ্টাঙ্গিক মার্গসুমন কাঞ্জিলালবাঙালি জাতিবাস্তুতন্ত্রজনগণমন-অধিনায়ক জয় হেস্বামী বিবেকানন্দ🡆 More