ব্রুনাইয়ের জাতীয় প্রতীক: সম্পর্কীয়

ব্রুনাইয়ের জাতীয় প্রতীক ব্রুনাইয়ের জাতীয় পতাকার আদলে তৈরি করা হয়েছে। প্রতীকটি ১৯৪০ সালে গৃহীত হয়েছিল। জাতীয় প্রতীকটিতে পাঁচটি প্রধান উপাদান রয়েছে: জাতীয় পতাকা, রাজকীয় ছাতা (প্যারাসোল), ডানা, হাত এবং অর্ধচন্দ্র (ক্রিসেন্ট)।

ব্রুনাই দারুসালামের জাতীয় প্রতীক
Panji-Panji Negara Brunei Darussalam
ব্রুনাইয়ের জাতীয় প্রতীক: বিবরণ, নকশা, সুলতানের ব্যক্তিগত প্রতীক
ব্রুনাইয়ের জাতীয় প্রতীক
আর্মিজারহাসসানাল বলকিয়াহ, ব্রুনাইয়ের সুলতান
গৃহীত১৯৪০
নীতিবাক্যসর্বদা ঈশ্বরের নির্দেশিকা অনুযায়ী মানবজাতির সেবা করা
الدائمون المحسنون بالهدى
Sentiasa membuat kebajikan dengan petunjuk Allah
‘Always in service, with God's guidance’

বিবরণ

অর্ধচন্দ্রটির নিচে একটি লাল ফিতা (ব্যানার) রয়েছে এবং তাতে আরবি ভাষায় হলুদ রঙে কিছু বাণী খোদাই করা আছে। এগুলো হল-

  • অর্ধচন্দ্রে ব্রুনাইয়ের জাতীয় নীতিবাক্য লেখা আছে। তা হল- الدائمون المحسنون بالهدى (বাংলা অনুবাদ: সর্বদা ঈশ্বরের নির্দেশিকা অনুযায়ী মানবজাতির সেবা করা)
  • ব্যানারে বা স্ক্রোলে রাজ্যের নাম লেখা আছে- ব্রুনাই দারুসসালাম (Brunei Darussalamبروني دارالسلام)। এর বাংলা অর্থ ব্রুনাই, শান্তির বাসস্থান

নকশা

প্রতীক বা ক্রেস্টের সব উপাদানই লাল রঙের। কিছু সংস্করণে তাদের কালো সীমারেখা বা আউটলাইন ব্যবহার করা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বর্ণহীন রূপরেখা ব্যবহার করা হয়।

উপাদান

  1. প্রতীকটিতে ছোট দোয়েলের লেজের মতো পতাকা (payung ubor-ubor) রাজছত্র (payung ubor-ubor) এবং সুলতানের রাজমুকুট রয়েছে। প্রতীকটি তৈরির পর থেকে রাজপ্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। (আরও দেখুন: ছত্র)
  2. প্রতীকে ডানার উপস্থিতি ব্রুনাইয়ে ন্যায়বিচার, প্রশান্তি, সমৃদ্ধি এবং শান্তির নির্দেশ করে।
  3. প্রতীকের নিচে অবস্থিত অর্ধচন্দ্র ব্রুনাইয়ে ইসলাম ধর্মের প্রতীক। ব্রুনাইয়ের রাষ্ট্রধর্ম হল ইসলাম।
  4. দুই পাশে উপরের দিকে উত্থিত হাত সরকারের আরোপিত দায়িত্ব পালন এবং নাগরিকদের কল্যাণ ও দেশের উন্নয়ন ও দেশরক্ষায় ভূমিকা রাখাকে নির্দেশ করে।

সুলতানের ব্যক্তিগত প্রতীক

ব্রুনাইয়ের জাতীয় প্রতীক: বিবরণ, নকশা, সুলতানের ব্যক্তিগত প্রতীক 
সুলতানের ব্যক্তিগত প্রতীক

১৯৫৯ সালে ব্রুনাইয়ে সংবিধান প্রণীত হলে ব্রুনাই সুলতান রাষ্ট্র প্রতীক থেকে আলাদা একটি ব্যক্তিগত প্রতীক ব্যবহার করেন।

বিবরণ

প্রতীকটিতে দুইটি হাত সুবর্ণ সেজান্ট বিড়ালের (কুচিং এমাস) নিচে অবনমিত অবস্থায় আছে। ১৯৬৮ সালে তাঁর রাজ্যাভিষেকের সময় সুলতান হাসসান আল-বলকিয়াহ প্রতীকটির মূল নকশা সংবলিত একটি মুকুট (মাহকোটা) ব্যবহার করেছিলেন। মুকুটটি পূর্ববর্তী সুলতানদের ব্যবহৃত ব্রোকেড (পাগড়ির) উপর ভিত্তি করে নির্মিত হলেও নতুন এই মুকুটটি মূল্যবান ধাতু দিয়ে তৈরি এবং এটি পেন্ডিলিয়া দিয়ে সজ্জিত ছিল। অলঙ্কার স্বরূপ এই মুকুটে ছিল একটি অর্ধচন্দ্র এবং তার শীর্ষে দশটি তারা বিদ্যমান। যার সাতটি বাহ্যিকভাবে দৃশ্যমান হত।

১৯৯৯ সালে প্রতীকটির বিস্তর পরিবর্তন সাধিত হয়। নতুন প্রতীকে পূর্ববর্তী প্রতীকের খোদাইকৃত অর্ধচন্দ্র (ক্রিসেন্ট) বজায় রাখা হয় তবে প্রধান উপাদান হিসাবে রাজকীয় ছত্র এবংং উপরের দিকে সুলতানের মুকুট যোগ করা হয়েছিল। নতুন এই প্রতীকটি ধানের বক্রমালা দ্বারা বেষ্টিত। তার ভেতরে একটি সবুজ ব্যানার রয়েছে যাতে আরবি হরফে আল্লাহু আকবার (আল্লাহ মহান) লেখা থাকে।

রাষ্ট্রীয় সকল কাজে প্রতীকটি লাল বর্ণের ব্যবহার করা হলেও সুলতানের ব্যক্তিগত ক্ষেত্রে তা হলুদ বর্ণে ব্যবহৃত হবে।

পূর্ববর্তী প্রতীকসমূহ

তথ্যসূত্র

Tags:

ব্রুনাইয়ের জাতীয় প্রতীক বিবরণব্রুনাইয়ের জাতীয় প্রতীক নকশাব্রুনাইয়ের জাতীয় প্রতীক সুলতানের ব্যক্তিগত প্রতীকব্রুনাইয়ের জাতীয় প্রতীক পূর্ববর্তী প্রতীকসমূহব্রুনাইয়ের জাতীয় প্রতীক তথ্যসূত্রব্রুনাইয়ের জাতীয় প্রতীকছাতাপতাকাব্রুনাইয়ের জাতীয় পতাকাহাত

🔥 Trending searches on Wiki বাংলা:

যিনামানব দেহঅর্থনীতিআওরঙ্গজেবলোকসভালিঙ্গ উত্থান ত্রুটিরমজানছোলা১ (সংখ্যা)লগইনহামবিসমিল্লাহির রাহমানির রাহিমযুক্তফ্রন্টমহামৃত্যুঞ্জয় মন্ত্রবেদে জনগোষ্ঠীন্যাটোদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনব্র্যাকইংরেজি ভাষামাহরামআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাবদরের যুদ্ধজন্ডিসপৃথিবীর বায়ুমণ্ডলদুর্গাপূজামহাত্মা গান্ধীমোবাইল ফোনসিরাজউদ্দৌলা২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগরমজান (মাস)স্পিন (পদার্থবিজ্ঞান)ব্রহ্মপুত্র নদসায়মা ওয়াজেদ পুতুলভিটামিনআফ্রিকাপ্রীতিলতা ওয়াদ্দেদারজয়তুনজাতীয়তাবাদবঙ্গবন্ধু সেতুনাটকগুগল ম্যাপসপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরমাদার টেরিজাবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাবাংলা স্বরবর্ণওমানবুর্জ খলিফাচিয়া বীজউমাইয়া খিলাফতদারাজশাহরুখ খানসিঙ্গাপুরআরবি ভাষাহস্তমৈথুনফরাসি বিপ্লবের পূর্বের অবস্থাবেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশসলিমুল্লাহ খানভালোবাসাশাহ জাহানঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকাজী নজরুল ইসলামের রচনাবলিশবে কদরআলবার্ট আইনস্টাইনত্বরণমুহাম্মাদ ফাতিহ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (এএফসি)পাহাড়পুর বৌদ্ধ বিহারজয়নগর লোকসভা কেন্দ্ররামমোহন রায়বাংলাদেশের জাতিগোষ্ঠীস্বাধীনতামাশাআল্লাহবিতর নামাজশক্তিনেপালযাদবপুর লোকসভা কেন্দ্রঅরবিন্দ কেজরীওয়ালঅধিবর্ষবিরাট কোহলি🡆 More