ব্যবস্থা

ব্যবস্থা, সংস্থান, সংশ্রয় বা তন্ত্র বলতে সাধারণ অর্থে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত ও পরস্পরের উপর নির্ভরশীল একাধিক উপাদান বা অংশ মিলে গঠিত একটি মিশ্র ও জটিল সমগ্রকে বোঝায়। প্রতিটি ব্যবস্থাকে এর উপাদান, গঠন, উদ্দেশ্য, কার্যকারিতা, স্থানগত সীমানা, সময়গত সীমানা, বেষ্টনকারী ও প্রভাবিতকারী পরিবেশ, ইত্যাদি দ্বারা বর্ণনা করা যায়।

ব্যবস্থা
ব্যবস্হা করতে কল্পনায় চিত্রায়ন

ব্যবস্থার উদাহরণ ও সমার্থক পরিভাষা

  • কোনও বলের অধীনে পরস্পরের সাথে ক্রিয়াশীল একাধিক বস্তু একটি ব্যবস্থা গঠন করতে পারে। যেমন - মহাকর্ষীয় ব্যবস্থা।
  • কতগুলি বস্তু বা পদার্থের সংযুক্ত রূপ ভারসাম্যপূর্ণ বা স্থিতিশীল অবস্থায় থাকলে তাকে ব্যবস্থা বলা হতে পারে। যেমন - তাপগতীয় ব্যবস্থা।
  • জীবদেহের কতগুলি অঙ্গের একটি দল একত্রে মিলে এক বা একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করলে তাকে তন্ত্র বলে। যেমন পৌষ্টিকতন্ত্র, কঙ্কালতন্ত্র, পেশীতন্ত্র, স্নায়ুতন্ত্র, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, ইত্যাদি।
  • পরস্পর-সম্পর্কিত অনেকগুলি প্রাকৃতিক বস্তুর দলকে সামষ্টিকভাবে ব্যবস্থা বলে। যেমন - নদী ব্যবস্থা।
  • অনেকগুলি জীব ও তাদের পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়ার ফলে যে স্বতন্ত্র সমগ্রটি তৈরি হয়, তাকে নির্দেশ করতে সংস্থান পরিভাষাটি ব্যবহার করা হয়। যেমন - বাস্তুসংস্থান
  • অনেকগুলি কৃত্রিম মানবনির্মিত যন্ত্র বা বস্তুকে পরস্পরের সাথে সংযুক্ত করে যদি এক ধরনের জালিকা বা সমবায় সৃষ্টি করা হয়, যার মাধ্যমে কোনও সেবা বিতরণ করা হয়, কিংবা যার মাধ্যমে কোনও সাধারণ উদ্দেশ্য সাধন করা হয়, তাহলে তাকেও ব্যবস্থা বলে । যেমন - টেলিফোন ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, মহাসড়ক ব্যবস্থা, তাপন ব্যবস্থা, কম্পিউটার ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, ইত্যাদি।
  • সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক রীতিনীতি বা সংগঠনের রূপকে "তন্ত্র" বা "ব্যবস্থা" বলা হয়। যেমন - শিক্ষাব্যবস্থা, সমাজব্যবস্থা, শাসনতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সামন্ত্রতন্ত্র, পুঁজিবাদী ব্যবস্থা, ইত্যাদি।
  • মহাকাশের বস্তুসমূহের বিশেষ সমগ্রকে কখনও কখনও "জগৎ" বলে। যেমন - সৌরজগৎ (Solar system) বা নক্ষত্র জগৎ (Star system)।

ইংরেজি "সিস্টেম"-এর সাথে পার্থক্য

ইংরেজিতে "সিস্টেম" (System) পরিভাষাটি দিয়ে সাধারণত উপরের বিভিন্ন উদাহরণে ব্যবহৃত "ব্যবস্থাঃ-কে বোঝানো হলেও অনেক সময় এটি দিয়ে সুসংগঠিত ও সুপ্রতিষ্ঠিত কোণও কার্যপ্রণালীকে (Procedure, "প্রোসিডিউর") বোঝায়। সেক্ষেত্রে বাংলাতে "কার্যপ্রণালী", "প্রণালী" বা "পদ্ধতি" পরিভাষাগুলি ব্যবহৃত হয়। যেমন - লিখন পদ্ধতি (Writing system)।

আবার অনেক সময় শ্রেণীকরণ, প্রতীকীকরণ বা ছকে বিন্যস্তকরণের পন্থা বা ধরনকেও ইংরেজিতে "সিস্টেম" বলা হয়, এবং এগুলিকে সচরাচর বাংলায় "পদ্ধতি" বলা হয়। যেমন - শ্রেণীকরণ পদ্ধতি, দশমিক পদ্ধতি, সংখ্যা পদ্ধতি, ইত্যাদি।

বাংলা ভাষায় "ব্যবস্থা"-র ভিন্ন অর্থ

বাংলা ভাষায় কখনও কখনও "ব্যবস্থা" বলতে কোনও সমস্যা সমাধানের জন্য গৃহীত পদক্ষেপকে বোঝায়। যেমন- "সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।"


তথ্যসূত্র

Tags:

ব্যবস্থা র উদাহরণ ও সমার্থক পরিভাষাব্যবস্থা তথ্যসূত্রব্যবস্থা

🔥 Trending searches on Wiki বাংলা:

আবহাওয়াচর্যাপদসুফিবাদযোনি পিচ্ছিলকারকপূর্ণ সংখ্যাঅস্ট্রেলিয়ামাহদীঅর্শরোগমহাত্মা গান্ধীসোনাইতালিরামকৃষ্ণ পরমহংসসানরাইজার্স হায়দ্রাবাদবিদায় হজ্জের ভাষণপৃথিবীর বায়ুমণ্ডলসার্বিয়াওমানতারাবীহমুঘল সাম্রাজ্যচন্দ্রযান-৩জাতীয় গণহত্যা স্মরণ দিবসসাঁওতালনামসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাট্রাভিস হেডইন্ডিয়ান প্রিমিয়ার লিগনাটকবাংলার শাসকগণলিঙ্গ উত্থান ত্রুটিবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২বাংলা সাহিত্যফ্রান্সের ষোড়শ লুইআর্জেন্টিনাদুরুদলালনরামজাপানর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নআল্লাহজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাফজলুর রহমান খানতথ্যবাংলাদেশের কোম্পানির তালিকামুহাম্মাদপদ (ব্যাকরণ)সাপবাংলার ইতিহাসমুহাম্মদ ইউনূসহস্তমৈথুনবাউল সঙ্গীতবাংলাদেশের জেলাসমূহের তালিকামাটিআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতারোহিত শর্মামুহম্মদ জাফর ইকবালবাংলাদেশ আনসারজেলেজালাল উদ্দিন মুহাম্মদ রুমিকরআফগানিস্তানরোডেশিয়াপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১বাংলা উইকিপিডিয়াআলিবাংলাদেশের স্বাধীনতার ঘোষকগুজরাত টাইটান্সদারাজওপেকসিফিলিসজন্ডিসআবু হানিফাপদার্থবিজ্ঞানপ্রীতিলতা ওয়াদ্দেদারদোলযাত্রাজসীম উদ্‌দীনবাংলাদেশের নদীবন্দরের তালিকাকামরুল হাসান🡆 More