ব্যক্তিস্বাধীনতা

ব্যক্তিস্বাধীনতা (ইংরেজি: Civil liberty বা Individual Freedom) হল ব্যক্তিগত অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা। এটি সরকার সাধারণত নির্ধারিত প্রক্রিয়া ব্যতীত আইন বা বিচারিক প্রক্রিয়া প্রয়োগ করে খর্ব করতে পারে না। যদিও ব্যক্তিস্বাধীনতার ব্যাপ্তি রাষ্ট্রভেদে ভিন্ন হতে পারে, তবু মোটামুটি যে জিনিসগুলো ব্যক্তিস্বাধীনতার মধ্যে পড়ে সেগুলো হল, নির্যাতন থেকে বাঁচার অধিকার, বাস্তুচ্যুত হওয়া থেকে বাঁচার অধিকার, আত্মপক্ষ সমর্থনের অধিকার, সংবাদ মাধ্যমের সহায়তা পাওয়ার অধিকার, ধর্ম পালনের অধিকার, মত প্রকাশের অধিকার, গণতান্ত্রিক অধিকার, নিরাপত্তার ও স্বাধীনতার অধিকার, নিজস্ব গোপনীয়তা রক্ষা করতে পারার অধিকার, আইনের অধিকার, নিরপেক্ষ আদালতে বিচার পাবার অধিকার, এবং জীবন বাঁচানোর অধিকার। ব্যক্তিস্বাধীনতার মধ্যে আরও আছে সম্পত্তির মালিকানার অধিকার ও আত্নরক্ষার অধিকার এবং শরীরের ব্যক্তিগত শুদ্ধতার অধিকার। ইতিবাচক ও নেতিবাচক স্বাধীনতা ও অধিকারের উপর ভিত্তি করে ব্যক্তিস্বাধীনতা ও অন্যান্য বিভিন্ন ধরনের স্বাধীনতার মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে।

সারসংক্ষেপ

অনেক সমসাময়িক রাষ্ট্রে ব্যক্তিস্বাধীনতা রক্ষার জন্য সংবিধানে অনুচ্ছেদ, অধিকার সংক্রান্ত বিল ও এরকম বিভিন্ন সাংবিধানিক নথি রয়েছে। অন্য অনেক রাষ্ট্রে অন্যান্য বিবিধ সমন্বয় স্বাক্ষর ও চুক্তির মাধ্যমে এসংক্রান্ত নীতিমালা ও কার্যপ্রণালী প্রয়োগ করে, যেমন ‘ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস’ আর ‘ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিকাল রাইটস’।

ব্যক্তিস্বাধীনতার কিছু অংশের চর্চা নিয়ে কিছু বিতর্ক রয়েছে, যেহেতু সেগুলি অন্য আরও কিছু অধিকার সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত। এমন উদাহরণের মধ্যে রয়েছে প্রপার্টি রাইট, প্রজনন অধিকার, সিভিল মেরেজ ইত্যাদি। ভিকটিমবিহীন অপরাধের ক্ষেত্রে ব্যক্তিস্বাধীনতার প্রক্রিয়াগুলোর ব্যতিক্রম ঘটে, আরও একটি ক্ষেত্রে ব্যক্তিস্বাধীনতার প্রশ্নবিদ্ধ স্বরূপ দেখা যায়, যুদ্ধকালীন ও জরুরি অবস্থায় কোথায় কি অবস্থায় প্রক্রিয়া চলমান তার উপর ভিত্তি করে ব্যক্তিস্বাধীনতা বিবর্তিত হয়। ব্যক্তিস্বাধীনতার সাধারণ বিষয়গুলো এসেছে ১২১৫ সালের ১৫ জুন সম্পাদিত ম্যাগনা কার্টা চুক্তি থেকে, এটি ইংরেজ আইন সংশ্লিষ্ট ও সাংবিধানিক ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ অংশ।

ব্যক্তিস্বাধীনতা সকল মানুষের জন্মগত অধিকার যা নিশ্চিত করা একটা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব।

Tags:

ইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

শরচ্চন্দ্র পণ্ডিতপ্রযুক্তিমেটা প্ল্যাটফর্মসআয়তন অনুযায়ী এশিয়ার দেশসমূহের তালিকাবাংলার প্ৰাচীন জনপদসমূহহরিকেলইহুদি ধর্মকম্পিউটার২০২২ ফিফা বিশ্বকাপসুকুমার রায়গোত্র (হিন্দুধর্ম)বাগানবিলাসকক্সবাজারবাঙালি সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)আরজ আলী মাতুব্বরচাঁদপুর জেলাআন্তর্জাতিক ন্যায়বিচার আদালতজাতিসংঘজ্বীন জাতিনারীপ্রধান পাতাওমানশরীয়তপুর জেলাসৌদি রিয়ালণত্ব বিধান ও ষত্ব বিধানঊনসত্তরের গণঅভ্যুত্থানতুলসীউপজেলা পরিষদপ্রাকৃতিক দুর্যোগসূর্যবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধমহাসাগরবন্যা নিয়ন্ত্রণসালমান শাহমৌলিক পদার্থের তালিকাস্ক্যাবিসকাজী নজরুল ইসলামের রচনাবলিতুরস্কবাংলাদেশের উপজেলার তালিকা২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (এপ্রিল ২০২৩)ইউক্যালিপটাসইডেন গার্ডেন্সরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মবাংলাদেশ ছাত্র ইউনিয়নইউরোপজনগণমন-অধিনায়ক জয় হেঅমর সিং চমকিলামুহাম্মাদ ফাতিহদর্শনতামান্না ভাটিয়াকালিদাসসোনালুসাদিয়া জাহান প্রভাজাযাকাল্লাহযিনাইসলামের পঞ্চস্তম্ভভূগোলআরবি বর্ণমালাকরোনাভাইরাসপশ্চিমবঙ্গের জলবায়ুবাংলাদেশের সংবিধানমালয়েশিয়াবাংলাদেশের জাতিগোষ্ঠীজিয়াউর রহমানরাজশাহী বিশ্ববিদ্যালয়মুসাব্রাজিলকানাডামরা জিঞ্জিরাম নদীসানি লিওনকনডমদুধতাপঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাবাংলাদেশ ব্যাংক🡆 More