বুল্লে শাহ

বুল্লে শাহ (১৬৮০–১৭৫৭) (পাঞ্জাবি: بلہے شاہ, ਬੁੱਲ੍ਹੇ ਸ਼ਾਹ, হিন্দি: बुल्ले शाह) ছিলেন একজন পাঞ্জাবি কবি, সুফি, দার্শনিক এবং মানবতাবাদী। তার পুরো নাম ছিল সৈয়দ আব্দুল্লাহ শাহ কাদরি।

বুল্লে শাহ
সুফি কবি
জন্ম১৬৮০
Uch, পশ্চিম পাঞ্জাব
মৃত্যু১৭৫৭
কাসুর, পাঞ্জাব, পাকিস্তান
শ্রদ্ধাজ্ঞাপনইসলাম
যার দ্বারা প্রভাবিতইসলামের নবী মুহাম্মাদ
শাহ হুসেইন
মুলতান বাহু
শাহ শরফ
যাদের প্রভাবিত করেনঅগণিত পাকিস্তানি সুফি কবিতা
ঐতিহ্য বা ধরন
কাফি

পূর্ব জীবন

বুল্লে শাহ ১৬৮০ সালে পাঞ্জাবের একটি ছোট গ্রাম ভাওয়ালপুরে জন্ম গ্রহণ করেন, যা বর্তমান পাকিস্থানে অবস্থিত। তার পিতা নাম শাহ মুহাম্মদ দরবেশ; তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক এবং ধর্ম প্রচারক হিসাবে একটি মসজিদে কাজ করতেন। বুল্লে শাহের পূর্বপুরুষগণ বুখারা থেকে এসেছিলেন। ধারণা করা হয় যে, তার পুর্বপুরুষগন উজবেকিস্তান হতে এসেছিলেন। তার পুর্বপুরুষগন নবী মুহাম্মদের বংশধর। তিনি যখন ৬ মাসের বয়সের ছিলেন তখন তার পরিবার মালাকওয়াল এ বসবাস শুরু করেন। তিনি মাওলানা মইনুদ্দিন-এর নিকট শিক্ষা লাভ করেন।

কবিতার ধরন

কবিতার ধরনের দিক হতে বুল্লে শাহ এর ধরন ছিল কাফি, যা সুফি অধিবিদ্যা ওয়াহদাতুল উজুদ দ্বারা প্রভাবিত ছিল, যা কিনা একটি পাঞ্জাবি ঘরানার রাগ, সিন্ধি এবং সিরাকি কবিতা শুধু সুফি এবং সিন্ধিদের এবং পাঞ্জাবিদের দ্বারাই ব্যবহারিত হত না বরং শিখ গুরুরাও তা ব্যবহার করতেন।

মানবতাবাদী

বুল্লে শাহ ছিলেন একজন মানবতাবাদী। বুল্লে শাহকে পাঞ্জাবের লালন হিসেবে চিহ্ণিত করা যায়। মরমী কবি সুফিসাধক ছাড়াও বাবা বুল্লে শাহ ছিলেন পরম মানবতাবাদী। বুল্লা শাহের সময়কালটা মুসলিম ও শিখ দাঙ্গায় দুঃখজনকভাবে ছিল লাঞ্ছিত । সে ভয়াবহ সময়টায় দু-পক্ষেরই বিপুল মানুষ নিহত হচ্ছিল। সে সময়ই একবার একদল শিখ দ্বারা কয়েকজন মুসলিম নিহত হয়। মুসলিমরা বদলা নেবে সিদ্ধান্ত নেয়। প্রতিশোধ হিসেবে মুসলিমরা একজন নিরীহ শিখকে হত্যা করে। মুসলিম হলেও বুল্লা শাহ নিরীহ শিখ হত্যার বিরোধিতা করেন। তিনি দুহাত তুলে বললেন - স্বন্ত্রাস কখনেই স্বন্ত্রাসের জবাব নয়। এভাবে নিহত শিখের পক্ষ নেওয়ায় মোল্লারা বুল্লে শাহের ওপর ক্ষেপে যায়। ক্ষেপে গেলেও বুল্লে শাহ সেই সময়ে পাঞ্জাবের জনগনের জন্য হয়ে উঠেছিলেন শান্তির প্রতীক।

বর্তমান শিক্ষা

১৯৯০ সালের শুরুএর দিকে জুনুন নামক একটি পশ্চিম পাঞ্জাবি ব্যান্ড তার গান গাওয়া শুরু করে, পরবর্তিতে রাব্বি শরগিল নামক এক ভারতীয় শিখ 'বুল্লা কি জাণাঁ ম্যাঁয় কৌণ্‌' (বুল্লে! আমি জানি না, আমি কে) নামক গান রচনা করে ব্যাপক খ্যাতি লাভ করেন। এইছাড়া বিখ্যাত ছবি 'দিল সে' এর 'ছাইয়া ছাইয়া' গানটিও বুল্লা সাহের থেকে নেওয়া।

মৃত্যু

তিনি ১৭৫৭ সালে মারা যান, তার কবর 'কাসুর' এ অবস্থিত, যা বর্তমানে পাকিস্তানের অংশ।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

বুল্লে শাহ পূর্ব জীবনবুল্লে শাহ কবিতার ধরনবুল্লে শাহ মানবতাবাদীবুল্লে শাহ বর্তমান শিক্ষাবুল্লে শাহ মৃত্যুবুল্লে শাহ তথ্যসূত্রবুল্লে শাহ বহিঃসংযোগবুল্লে শাহপাঞ্জাবি ভাষাহিন্দি

🔥 Trending searches on Wiki বাংলা:

সুনামগঞ্জ জেলাসূরা বাকারামাইটোকন্ড্রিয়াদারাজজলাতংকমৌলিক সংখ্যাকন্যাশিশু হত্যাবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাবাংলা স্বরবর্ণএইচআইভিখালেদা জিয়াভূমি পরিমাপতথ্য ও যোগাযোগ প্রযুক্তিবাংলাদেশ নির্বাচন কমিশনবারো ভূঁইয়াবাংলাদেশ সরকারবাংলা ভাষাআন্তর্জাতিক মাতৃভাষা দিবসসংক্রামক রোগভূগোলতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়গর্ভধারণমৃত্যু পরবর্তী জীবনই-মেইলবাংলাদেশ ব্যাংকফোরাতবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২শামীম শিকদারঅপু বিশ্বাসবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রজিৎ (অভিনেতা)মানব শিশ্নের আকারব্রাহ্মণবাড়িয়া জেলাআনন্দবাজার পত্রিকাকোষ (জীববিজ্ঞান)ঘূর্ণিঝড়বিপন্ন প্রজাতিসেলজুক সাম্রাজ্যমুহাম্মদ ইকবালঈসাভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহহামফেসবুকআর্যতাল (সঙ্গীত)দারুল উলুম দেওবন্দমক্কাঅশোক (সম্রাট)এইচআইভি/এইডসরমজানঅভিমান (চলচ্চিত্র)বাংলাদেশের প্রধানমন্ত্রীবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষমূলদ সংখ্যাবুর্জ খলিফামুজিবনগরগান বাংলারামায়ণশিবআযানবাংলাদেশ জাতীয় ফুটবল দলজুবায়ের জাহান খানআয়নিকরণ শক্তিজোয়ার-ভাটাপরিমাপ যন্ত্রের তালিকাগনোরিয়াহোমিওপ্যাথিফুলবাংলা ভাষা আন্দোলনভীমরাও রামজি আম্বেদকরহস্তমৈথুনসাঁওতাল বিদ্রোহফাতিমাবাবর🡆 More