বিহু: অসমের জাতীয় উৎসব।

বিহু অসমের জাতীয় উৎসব। বিহুর এক বিশেষ বৈশিষ্ট্য হল এই উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে উদ্‌যাপন করেন। বিহু মূলতঃ এক কৃষি ভিত্তিক উৎসব।। মূলত তিন প্রকার বিহু উৎসব পালিত হয়, এগুলি হল ব’হাগ বিহু বা রঙ্গালী বিহু, কাতি বিহু বা কঙ্গালী বিহু এবং মাঘ বিহু বা ভোগালী বিহু।

বিহু
বিহু: বিহু শব্দের উৎপত্তি, বহাগ বিহু বা রঙ্গালী বিহু, রঙ্গালী বা বহাগ বিহু অনুষ্ঠান
বিহু নৃত্য শিল্পী
আনুষ্ঠানিক নামঅসমীয়া: বিহু
পালনকারীঅসমীয়া
ধরনকৃষিভিত্তিক উৎসব
ভারতীয় উৎসব

বিহু শব্দের উৎপত্তি

বিহু: বিহু শব্দের উৎপত্তি, বহাগ বিহু বা রঙ্গালী বিহু, রঙ্গালী বা বহাগ বিহু অনুষ্ঠান 
পশ্চিমবঙ্গের কোলকাতায় অনুষ্ঠিত ভারত সাংস্কৃতিক উৎসব ২০২৩ এ আসামের দুলিয়াজানের এক বিহু নৃত্যশিল্পী।
বিহু: বিহু শব্দের উৎপত্তি, বহাগ বিহু বা রঙ্গালী বিহু, রঙ্গালী বা বহাগ বিহু অনুষ্ঠান 
বিহু নাচনী

'বিহু' শব্দের উৎপত্তি সম্বন্ধে নানান মতবাদ আছে, কিন্তু কোনো মতই সর্বসম্মত নয়। কোনো কোনো পণ্ডিতের মতে সংস্কৃত 'বিষুবত' শব্দ থেকে বিহু শব্দের উদ্ভব হয়েছে। বৈদিক 'বিষুবন' শব্দের অর্থ বছরের যে সময়ে দিন এবং রাত সমান হয়। অনেকের মতে, বিহু শব্দটি বৈ (উপাসনা) এবং হু (গোরু) এই শব্দ দুটি থেকে এসেছে। বিষ্ণুপ্রসাদ রাভার মতে বিহু শব্দটি কৃষিজীবী ডিমাস জনজাতির মধ্যে প্রচলিত শব্দ। তারা তাদের দেবতা ব্রাই শিবরাইকে শস্য উৎসর্গ করে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন। বি শব্দটির অর্থ প্রার্থনা করা এবং শু শব্দের অর্থ শান্তি ও সমৃদ্ধি। বিশু শব্দ থেকে বিহু শব্দের উৎপত্তি। অন্যমতে হু শব্দটির অর্থ দান করা। বিহু মূলত আসামের চুটিয়া উপজাতিদের মধ্যে প্রচলিত ছিল বলে জানা যায়। কিছু পণ্ডিতের মতে, বিহু শব্দটির উৎপত্তি চুটিয়াদের 'বিচু' থেকে। এ ছাড়া চুটিয়াদের নিকটবর্তী উপজাতি যেমন মরান, সোনোয়াল, থেঙ্গাল প্রভৃতির মধ্যেও বিহুর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। আহোম রাজার দিনগুলিতে বিহুর সার্বজনীনতা পরিলক্ষিত হয়েছিল

বহাগ বিহু বা রঙ্গালী বিহু

অসমের মূল বিহু উৎসব বসন্তের শুরুতে উদ্‌যাপন করা হয়। রঙ্গালী বিহু যৌবনের উৎসব। বহাগ বা রঙ্গালী বিহু সাতদিন ধরে উদ্‌যাপন করা হয়। চৈত্র সংক্রান্তির দিন থেকে আরম্ভ করে পরের মাসে ৬ তারিখ পর্যন্ত এই উৎসব পালিত হয়। এই সাত দিনে প্রত্যেক দিনে বিহুর পৃথক নাম রয়েছে। একে সাত বিহু বলে জনা যায়। এই উৎসবে কৃষকেরা ধান উৎপাদনের জন্য জমি প্রস্তুত করেন এবং মহিলারা পিঠা, নাড়ু প্রভৃতি প্রস্তুত করেন। এই বিহুর প্রথম দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন গোরু বিহু নামে পরিচিত। এই দিন গোরুদের পরিষ্কার করিয়ে পুজো করা হয়। পরের দিন মানুহ বিহু বা মানুষ বিহু পালন করা হয়। এই দিন নতুন বস্ত্র পরিধান করে নতুন বছর উদ্‌যাপন করা হয়। পরের দিন দেবতার মূর্তিকে স্নান করিয়ে প্রার্থনা করা হয়ে থাকে। ব্রহ্মপুত্রের উত্তর পাড়ে 'গোঁসাই বিহু' নাম এই উৎসব পালন করা হয়। এই সময় বিহুগীত সহযোগে বিহু নৃত্যের মাধ্যমে যুবক-যুবতীরা উৎসব পালন করে থাকেন।

রঙ্গালী বা বহাগ বিহু অনুষ্ঠান

রঙ্গালী বা বহাগ বিহু হচ্ছে আনন্দের বিহু । বৈশাখ মাসের প্রথম দিন থেকেই গান-বাজনা ও বিহু নৃত্যের মাধ্যমে রঙ্গালী বিহু অনুষ্ঠান পালন করা হয় । রঙ্গালী বিহু মূঃলত অসমীয়া জাতির সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানে অসমের বিভিন্ন জনজাতি যেমন: বড়ো, তিবা, কছাড়ি ইত্যাদি জনজাতিরা নিজেদের সাংস্কৃতি প্রকাশ করার সুযোগ পায় । অসমীয়া সংস্কৃতির বাদ্যযন্ত্র ঢোল, পেপা, বাশি ব্যবহার করে গাওয়া গান ও বিহু নর্তকদের নাচ বিহু মঞ্চকে সুমধুর করে তোলে । উল্লেখযোগ্য যে এই অনুষ্ঠানটি বিনামুল্যে উপভোগ করার সুবিধা দেওয়া হয় । এই অনুষ্ঠানের মাধ্যমে ছোট- বড় সবাই নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পায়। সাধারনতঃ এই অনুষ্ঠান সন্ধ্যাকাল থেকে আরম্ভ হয় ও পরদিন সূর্য উদয় হওয়ার ঠিক পুর্বে সমাপ্ত করা হয়। আসামের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত শিল্পী দ্বারা গানের অনুষ্ঠান করা হয়। আগেকার বিহু অনুষ্ঠানে কেবল বিহু ও অসমীয়া গান গাওয়ার অনুমতি ছিল কিন্তু বর্ত্তমান দিনে স্থানভেদে হিন্দী, বাঙ্গালী ও নেপালী গান গাওয়ার প্রচলন হয়েছে।

কাতি বিহু বা কঙ্গালী বিহু

বিহু: বিহু শব্দের উৎপত্তি, বহাগ বিহু বা রঙ্গালী বিহু, রঙ্গালী বা বহাগ বিহু অনুষ্ঠান 
কাতি বিহুতে তুলসী গাছের সামনে আর ক্ষেতে প্রদীপ জ্বালানো হয়

কার্তিক সংক্রান্তির দিনে কাতি বিহু উদযাপিত হয়৷ এইসময় আঊশ ধানের চাষ শেষ হয়। এই বিহুকে কঙ্গালী বিহুও বলা হয়ে থাকে। এই সময় কৃষকদের শস্যভান্ডার প্রায় শূন্য থাকে এবং শস্য মাঠে ফলনশীল অবস্থায় থাকে। এই বিহুতে তুলসী রোপন করে তার সামনে, ক্ষেতে, শস্য ভান্ডারে ও বাড়িতে মাটির তৈরী প্রদীপ বা সাকি জ্বালানো হয়। ফলনশীল ধানকে রক্ষা করার জন্য কৃষক একটি বাঁশদন্ড ঘুরিয়ে রোয়া-খোয়া নামক মন্ত্র উচ্চারণ করে অশুভ শক্তি ও পোকামাকড়কে দূরে সরানোর চেষ্টা করেন। বিকেলবেলায় গৃহপালিত পশুদের পিঠা খাওয়ানো হয়। এই বিহুতে লম্বা বাঁশদন্ডের ডগায় আকাশ বন্তি বা আকাশ গঙ্গা নামক প্রদীপ জ্বালিয়ে মৃতদের আত্মার স্বর্গের রাস্তা দেখানোর রীতিও প্রচলিত।

মাঘ বিহু বা ভোগালী বিহু

মাঘ মাসে ভোগালী বিহু বা মাঘ বিহু পালন করা হয়। ভোগালী শব্দটি ভোগ বা খাদ্য থেকে এসেছে। এই বিহু তিন দিন ধরে পালন করা হয়। পৌষ সংক্রান্তির দিনের বিকেল বেলায়, যা উরুকা নামেও পরিচিত, যুবকেরা নদীর তীরে মাঠে উৎপাদিত শস্যের খড় দিয়ে ভেলাঘর নামক কুটির নির্মাণ করেন এবং তা দিয়ে রাত্রে মেজি নামক আগুন জ্বালিয়ে উৎসব পালন করেন। রাত্রিবেলায় তারা মেজির চারপাশে জড়ো হয়ে বিহুগীতের গান করেন, ঢোল আদি বাদ্যযন্ত্র বাজান এবং সমবেতভাবে খাবার খান। পরের দিন সকালে তারা স্নান করে মূল মাজিতে আগুন জ্বালান এবং ওই আগুনে পিঠা ও সুপুরি ছুড়ে দেন। এরপর তারা অগ্নির নিকট প্রার্থনা করেন। এরপর এলাকার ফলগাছগুলিতে শস্য বেঁধে দেওয়া হয়। এই দিন সারাদিন ধরে মোষের লড়াই, মোরগের লড়াই প্রভৃতি ক্রীড়া চলতে থাকে।

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

বিহু শব্দের উৎপত্তিবিহু বহাগ বা রঙ্গালী বিহু রঙ্গালী বা বহাগ অনুষ্ঠানবিহু কাতি বা কঙ্গালী বিহু মাঘ বা ভোগালী বিহু আরো দেখুনবিহু তথ্যসূত্রবিহু বহিঃসংযোগবিহুঅসমউৎসবকাতি বিহুকৃষিজাতিধর্মব’হাগ বিহুমাঘ বিহু

🔥 Trending searches on Wiki বাংলা:

সাইবার অপরাধইসলামে বিবাহবাংলাদেশ নৌবাহিনীবদরের যুদ্ধমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাজামালপুর জেলাজাতীয় সংসদগ্রীন-টাও থিওরেমবাংলাদেশের স্বাধীনতা দিবসবিশ্ব ব্যাংকপুরুষাঙ্গের চুল অপসারণপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থামুহাম্মাদের মৃত্যুমেটা প্ল্যাটফর্মসকাতারপদ (ব্যাকরণ)যক্ষ্মাআল-আকসা মসজিদফিতরাবেলারুশপাল সাম্রাজ্যশব্দ (ব্যাকরণ)কম্পিউটার কিবোর্ডতারাবীহবাংলা স্বরবর্ণঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরশুক্র গ্রহকুরাকাওসাঁওতাল বিদ্রোহবিষ্ণুদৈনিক প্রথম আলোওজোন স্তরকৃষ্ণগহ্বরনেইমারপ্যারিসকেন্দ্রীয় শহীদ মিনারহরমোনজান্নাতবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সিংহসাহাবিদের তালিকাবাংলা টিভি চ্যানেলের তালিকাকুমিল্লা জেলাজিৎ (অভিনেতা)নেমেসিস (নুরুল মোমেনের নাটক)নামের ভিত্তিতে মৌলসমূহের তালিকাপদার্থের অবস্থাপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)পদার্থবিজ্ঞানএস এম শফিউদ্দিন আহমেদইফতারপল্লী সঞ্চয় ব্যাংকফ্রান্সের ষোড়শ লুইবাংলাদেশের অর্থনীতিজাতীয় স্মৃতিসৌধগুপ্ত সাম্রাজ্যকোষ প্রাচীরকুলম্বের সূত্রপরমাণুবাজিমিয়ানমারপদ্মা সেতুবাংলাদেশের ভূগোলভূগোলসোনালী ব্যাংক লিমিটেডক্রিয়েটিনিনবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩মিয়োসিসপর্যায় সারণী (লেখ্যরুপ)সূরা লাহাবটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতাশাহহুদজাযাকাল্লাহআল্লাহণত্ব বিধান ও ষত্ব বিধানথানকুনিব্রহ্মপুত্র নদ🡆 More