বান্টু সম্প্রসারণ

বান্টু সম্প্রসারণ হলো মূল প্রত্ন-বান্টুভাষী গোষ্ঠীর ধারাবাহিক অভিবাসন, যারা পশ্চিম আফ্রিকা-মধ্য আফ্রিকার আশেপাশে সাব-সাহারান আফ্রিকার বেশিরভাগ অঞ্চল জুড়ে একটি মূল অংশ থেকে ছড়িয়ে পড়েছিলো। এই সম্প্রসারণের ফলে প্রত্ন-বান্টুভাষী বসতি স্থাপনকারীরা ওইসব অঞ্চলে পূর্ব-বিদ্যমান শিকারি-সংগ্রহকারী এবং কৃষিজীবী গোষ্ঠীগুলির মুখোমুখি হয়েছিলো বা তাদের স্থানচ্যুত করেছিলো।

বান্টু সম্প্রসারণ
নার্স এবং ফিলিপসনের মতে কালানুক্রমিক পরিলোকন (২০০৩):
1 = ৪,০০০–৩,৫০০ অদ্যপূর্ব: মূল উৎস
2 = ৩,৫০০ অদ্যপূর্ব: প্রারম্ভিক সম্প্রসারণ
"প্রাথমিক বিভক্তি": 2.a = পূর্ব,    2.b = পশ্চিম
3 = ২,০০০–১,৫০০ অদ্যপূর্ব: পূর্বাঞ্চলীয় বান্টুদের উরেওয়ে উৎসস্থল
47: দক্ষিণমুখী অগ্রগমণ
9 = ২,৫০০ অদ্যপূর্ব: কঙ্গো উৎস
10 = ২,০০০–১,০০০ অদ্যপূর্ব: সর্বশেষ পর্যায়

এই সম্প্রসারণের প্রাথমিক প্রমাণটি হলো ভাষাতাত্ত্বিক: উপ-নিরক্ষীয় আফ্রিকা জুড়ে প্রচলিত অনেকগুলি ভাষা একে অপরের সাথে উল্লেখযোগ্যভাবে সাদৃশ্যপূর্ণ, এটি সেসব ভাষার মূলভাষীদের সাধারণ ও অভিন্ন সাংস্কৃতিক উৎসকে নির্দেশ করে। বান্টু ভাষার ভাষাগত মূলটি নাইজার–কঙ্গো পরিবারের একটি শাখা সমন্বিত, যা ক্যামেরুন এবং নাইজেরিয়ার সংলগ্ন অঞ্চলে অবস্থিত ছিলো। যাইহোক, এই প্রসারণের সঠিক পথটি শনাক্ত করার চেষ্টা হচ্ছে, বিষয়টি প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং জিনগত প্রমাণের সাথে সম্পর্কিত যা এখনো চূড়ান্ত হয়নি। সুতরাং যদিও এই সম্প্রসারণটি হয়েছিলো বলেই ব্যাপকভাবে গৃহীত হয়েছে, তবুও এর বহুদিক সন্দেহাতীত নয় বা প্রবলভাবে বিতর্কিত।

ধারণা করা হয় যে এই সম্প্রসারণটি প্রায় ৩,০০০ থেকে ২,০০০ বছর পূর্বে (প্রায় ১০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১ খ্রিস্টাব্দের মধ্যে) কমপক্ষে দুটি জোয়ারে হয়েছিল। ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ থেকে বোঝা যায় যে প্রসারণটি দুটি দিকে এগিয়ে গিয়েছিলো: প্রথমটি কঙ্গোর বন অঞ্চল পেরিয়ে (পূর্ব আফ্রিকার দিকে) এবং দ্বিতীয়টি (সম্ভাব্য অন্যগুলোও) গিয়েছিলো দক্ষিণে আফ্রিকার উপকূল বরাবর গ্যাবনে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং অ্যাঙ্গোলাতে বা কঙ্গো নদী ব্যবস্থার অনেকগুলো দক্ষিণ-উত্তরমুখী প্রবাহিত নদী বরাবর অভ্যন্তরের দিকে। প্রসারণটি দক্ষিণ আফ্রিকাতে সম্ভবত ৩০০ খ্রিস্টাব্দের মধ্যেই পৌঁছেছিল।

সম্প্রসারণের তত্ত্ব

বান্টুবিদরা বিশ্বাস করেন যে বান্টু সম্প্রসারণ সম্ভবত ক্যামেরুন এবং নাইজেরিয়ার মধ্যবর্তী উচ্চভূমিতে শুরু হয়েছিল। বান্টু-ভাষীদের অধিকাংশই এ অঞ্চল থেকে সরে যাওয়ার কারণে এখানকার সীমান্তবর্তী ৬০,০০০ বর্গকিলোমিটার বিস্তৃত মাম্বিলা অঞ্চলটিকে বর্তমানে "স্বদেশে থাকা" বান্টুদের অবশেষ বলে চিহ্নিত করা হয়েছে। জিন হুরাল্ট (১৯৭৯, ১৯৮৬ এবং ১৯৮৮) এবং রিগবার্ট টুইচের (২০০০) এই অঞ্চল বিষয়ক পৃথক রচনা থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ থেকে ৫ হাজার বছর ধরে আজ অবধি এই অঞ্চলটি একই সংস্কৃতি বসতি স্থাপন করে আসছে। বামেন্দা উচ্চভূমির বেশিরভাগ গোষ্ঠীর (বর্তমান অবধি ২ সহস্রাব্দ ব্যাপী) মাম্বিলা অঞ্চলটির সাথে বংশপারম্পরিক সংশ্লিষ্টতার একটি প্রাচীন ইতিহাস রয়েছে।

প্রাথমিকভাবে প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করতেন যে বান্টু-ভাষীরা যে পথ অনুসরণ করেছিল বলে মনে করা হতো তারা সেই অঞ্চলের প্রাচীন সংস্কৃতিগুলিতে প্রত্নতাত্ত্বিক মিল খুঁজে পেতে পারে। ভাষাতত্ত্ববিদরা ভাষাগুলি শ্রেণিবদ্ধ করেছেন এবং তারা বিশ্বাস করেন যে সম্পর্কতার একটি বংশবৃত্তীয় ছক তৈরির মাধ্যমে এইসব বৈষয়িক সংস্কৃতি উপাদানগুলির পুনর্গঠন করতে পারবেন। তারা বিশ্বাস করেন যে এই সম্প্রসারণটি কৃষির বিকাশ, সিরামিক তৈরি এবং লোহার ব্যবহারের ফলে ঘটেছিল, যা নতুন বাস্তুসংস্থান অঞ্চলকে কাজে লাগানোর সুযোগ দিয়েছিল। ১৯৬৬ সালে রোল্যান্ড অলিভার এই নিবন্ধগুলিকে যুক্তিসঙ্গত অনুমান হিসাবে উপস্থাপন করে একটি হাইপোথিসিস বা প্রকল্প প্রকাশ করেছিলেন।

প্রকল্পটিতে তিনি বান্টু সম্প্রসারণের শিকারি-সংগ্রহকারী প্রত্ন-খোইসানকে একীভূত করে ফেলেছিলেন, যারা পূর্বে দক্ষিণাঞ্চলীয় আফ্রিকায় বসবাস করতো। পূর্ব এবং দক্ষিণ আফ্রিকাতে, বান্টুভাষীরা তাদের মুখোমুখি হওয়া (তবে সম্পর্কহীন) অন্য দুটি জাতি কুশিটীয় ও নিলোটীয়-ভাষী লোকদের কাছ থেকে পশুপালন পদ্ধতি গ্রহণ করে থাকতে পারে। প্রত্নতাত্ত্বিক, ভাষাগত, বংশোদ্ভব-সম্বন্ধীয় এবং পরিবেশগত প্রমাণগুলি এই সিদ্ধান্তকে সমর্থন করে যে বৈশ্বিক ইতিহাসে বান্টু সম্প্রসারণ একটি উল্লেখযোগ্য মানব অভিপ্রয়াণ ছিল।

নাইজার-কঙ্গো ভাষা

নাইজার–কঙ্গো ভাষাপরিবার সাহারা-নিম্ন আফ্রিকা জুড়ে বিস্তৃত ভাষাসমূহের একটি বিশাল সমষ্টি নিয়ে গঠিত। এই পরিবারের বেনু–কঙ্গো শাখায় বান্টু ভাষাগুলি অন্তর্ভুক্ত, যা সমগ্র মধ্য, দক্ষিণ এবং পূর্ব আফ্রিকা জুড়ে দেখা যায়।

সম্প্রসারণ

পশ্চিম আফ্রিকার মূল অঞ্চল থেকে বান্টু-ভাষী মানুষের সম্প্রসারণ শুরু হয়েছিল সম্ভবত খ্রিস্টপূর্ব ৪০০০ থেকে ৩০০০ অব্দের মধ্যে। যদিও প্রাথমিক উদাহরণগুলো থেকে ধারণা হয়ছিলো যে প্রথম দিকের বান্টুরা লোহার ব্যবহার এবং কৃষিকাজ উভয়ই করতো, তবে খ্রিস্টপূর্ব ৪০০ অব্দ অবধি লোহার ব্যবহার প্রত্নতাত্ত্বিকভাবে প্রমাণিত হয়নি। ক্রিস্টোফার এহ্রেটের মতে বান্টুদের পশ্চিমা শাখাটি ভাষাতাত্ত্বিকভাবে পৃথক নয়, তারা দক্ষিণাঞ্চলে উপকূল এবং কঙ্গো সিস্টেমের প্রধান নদীগুলি অনুসরণ করে প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্য অঙ্গোলায় পৌঁছেছিল।

সমালোচনা

ম্যানফ্রেড কে. এইচ. এগার্ট বলেছিলেন যে "মধ্য আফ্রিকান রেইন ফরেস্টের বর্তমান প্রত্নতাত্ত্বিক রেকর্ডগুলো অত্যন্ত স্পষ্ট এবং ফলস্বরূপ এটা বিশ্বাস করা কঠিন যে বান্টুভাষীরা সুস্থিতভাবে বনের মধ্যে প্রবেশ করেছিলো।"

আরও দেখুন

  • বান্টু জাতি
  • মাতৃতান্ত্রিক বলয়

তথ্যসূত্র

Tags:

বান্টু সম্প্রসারণ সম্প্রসারণের তত্ত্ববান্টু সম্প্রসারণ নাইজার-কঙ্গো ভাষাবান্টু সম্প্রসারণ সম্প্রসারণবান্টু সম্প্রসারণ সমালোচনাবান্টু সম্প্রসারণ আরও দেখুনবান্টু সম্প্রসারণ তথ্যসূত্রবান্টু সম্প্রসারণপশ্চিম আফ্রিকামধ্য আফ্রিকা

🔥 Trending searches on Wiki বাংলা:

রোনাল্ড রসবিষ্ণুবাংলা ভাষা আন্দোলনগ্রিনহাউজ গ্যাসভারতের ইতিহাসমামুনুর রশীদবান্দরবান বিশ্ববিদ্যালয়শরৎচন্দ্র চট্টোপাধ্যায়২০২৩ ক্রিকেট বিশ্বকাপবদরের যুদ্ধইশার নামাজইংল্যান্ডদ্রৌপদী মুর্মুমাগরিবের নামাজগ্রীন-টাও থিওরেমডিএনএবুধ গ্রহজাতীয় বিশ্ববিদ্যালয়ইরানটেনিস বলদুরুদবাংলাদেশের ইউনিয়নগাণিতিক প্রতীকের তালিকামক্কামানব মস্তিষ্কনারী ক্ষমতায়নসত্যজিৎ রায়বঙ্গাব্দসমকামিতাপায়ুসঙ্গমনোয়াখালী জেলাদক্ষিণ চব্বিশ পরগনা জেলাসেশেলসলিটন দাসনৈশকালীন নির্গমনযক্ষ্মাডিজেল গাছআগরতলা ষড়যন্ত্র মামলাআকবরফ্রান্সবাংলাদেশের অর্থনীতিবৃহস্পতি গ্রহবাংলাদেশের স্বাধীনতার ঘোষকরক্তনিউটনের গতিসূত্রসমূহসিংহব্রাহ্মণবাড়িয়া জেলাইসরায়েলন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালআলীমৃত্যু পরবর্তী জীবনশব্দ (ব্যাকরণ)ভূমি পরিমাপশেখ হাসিনাজয়তুনজন্ডিসসূরা ইয়াসীনতারেক রহমানইসলামি সহযোগিতা সংস্থাবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলরাশিয়ায় ইসলামঅ্যাসিড বৃষ্টিমূলদ সংখ্যাপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়ভারততাশাহহুদবাংলাদেশ নির্বাচন কমিশনআন্তর্জাতিক নারী দিবসইউরোপীয় ইউনিয়নসালাতুত তাসবীহসালেহ আহমদ তাকরীমবাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকাক্রিকেটকার্বন ডাই অক্সাইডচাঁদপুর জেলাঅ্যালবামগ্রহআমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান🡆 More