উপন্যাস বাদশাহী আংটি

বাদশাহী আংটি সত্যজিৎ রায় রচিত গোয়েন্দা কাহিনী ফেলুদা সিরিজের একটি উপন্যাস। ১৯৬৯ সালে এটি প্রকাশিত হয়েছিল। উপন্যাসটির উপর চলচ্চিত্র নির্মিত হয়েছে।

বাদশাহী আংটি
লেখকসত্যজিৎ রায়
দেশভারত
ভাষাবাংলা
ধারাবাহিকফেলুদা
বিষয়গোয়েন্দা কাহিনী
ধরনশিশু-কিশোর
প্রকাশিত১৯৬৬-৬৭ (সন্দেশ)
পূর্ববর্তী বইফেলুদার গোয়েন্দাগিরি 
পরবর্তী বইগ্যাংটকে গন্ডগোল 

কাহিনী

তোপসে ও তার বাবার সাথে ফেলুদা লখনউয়ের বড়া ইমামবাড়ার নিকট বসবাসরত তাদের অ্যাডভোকেট আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। সেখানে তারা ডা. শ্রীবাস্তবের সাথে দেখা করেন, যার বাড়িতে সম্প্রতি ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তার বন্ধু পেয়ারেলাল কর্তৃক প্রদত্ত একটি অমূল্য আংটি চুরির উদ্দেশ্যেই চেষ্টাটি করা হয় বলে সকলে ধারণা করে। আংটিটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের। আবারও ডাকাতির ভয়ে তিনি এটাকে তার বন্ধুর বাসাতে রেখে যান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে থেকেও আংটিটি চুরি যায়। এরমধ্যেই ফেলুদা ডাক্তারের প্রতিবেশী বনবিহারীবাবুর সাথে দেখা করেন, যিনি নিজের বাড়িতে একটি ব্যক্তিগত চিড়িয়াখানা নির্মাণ করে সেখানে কুমির, আফ্রিকান বাঘ, হায়েনা, র‍্যাটলস্নেক, কাঁকড়াবিছে ও ব্ল্যাক উইডো মাকড়সা পোষেন। ফেলুদা পেয়ারেলালের ছেলে মহাবীরের সাথেও দেখা করেন। মহাবীর একজন চলচ্চিত্র পরিচালক এবং অনেকে মনে করেন তার বাবার মৃত্যুর পিছনে তারও হাত থাকতে পারে। এরমধ্যে তারা লক্ষ্ণণ ঝুলা মন্দির, হরিদ্বার যান।

এরমধ্যেই প্রকাশিত হয়ে যায় যে আংটিটি আসলে নিরাপত্তার কথা চিন্তা করে ফেলুদাই নিজের কাছে রেখেছেন। এক যাত্রাপথে ফেলুদা ও তোপসে বনবিহারীবাবুর গাড়িতে করে যায়, এবং তখনই জানা যায় যে বনবিহারী বাবুই এর পিছনের মূল হোতা। সে ফেলুদা ও তোপসেকে আটকে ফেলে। কিন্তু ফেলুদা তার বুদ্ধিমত্তা দিয়ে মরিচের গুঁড়া অস্ত্র হিসেবে ব্যবহার করে বনবিহারীবাবু ও তার সহকারী গণেশ গুপ্তে আটক করে।

তোপসের কমবয়সকালীন সময়ে বাদশাহী আংটির মত আর কোনও রোমাঞ্চকর উপন্যাস নেই।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

উপন্যাসচলচ্চিত্রফেলুদাসত্যজিৎ রায়

🔥 Trending searches on Wiki বাংলা:

অস্ট্রেলিয়াচাকমাবাংলাদেশের বন্দরের তালিকাআলেকজান্ডার বোমাশাআল্লাহআহসান মঞ্জিল২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরপদ্মা সেতুব্যাকটেরিয়াআডলফ হিটলারের ধর্মীয় বিশ্বাসজসীম উদ্‌দীনসাকিব আল হাসানশুক্র গ্রহগাঁজাকিরগিজস্তানসামাজিকীকরণঅপরাধবাংলাদেশ সশস্ত্র বাহিনীজীবনানন্দ দাশএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বিজয় দিবস (বাংলাদেশ)মহাত্মা গান্ধীইসতিসকার নামাজব্যঞ্জনবর্ণগৌতম বুদ্ধযতিচিহ্নওবায়দুল কাদেরযোনি পিচ্ছিলকারকঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনআয়তন অনুযায়ী এশিয়ার দেশসমূহের তালিকাবর্তমান (দৈনিক পত্রিকা)পৃথিবীমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহমালয়েশিয়ানিউটনের গতিসূত্রসমূহবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বাংলাদেশসূর্য (দেবতা)বাংলাদেশের স্বাধীনতা দিবসঢাকা বিশ্ববিদ্যালয়বেলি ফুলবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাদৈনিক প্রথম আলোবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাজীবাশ্ম জ্বালানিচতুর্থ শিল্প বিপ্লবআনারসপাগলা মসজিদবাংলাদেশ সেনাবাহিনীর পদবিতাপমেটা প্ল্যাটফর্মসদীপু মনিসিরাজউদ্দৌলাসাদ্দাম হুসাইনলোকসভাইউটিউবঅষ্টাঙ্গিক মার্গদেশ অনুযায়ী ইসলামভারতের প্রধানমন্ত্রীদের তালিকাশিশু পর্নোগ্রাফিভারতীয় জনতা পার্টিআর্দ্রতাসূরা ফালাকটাঙ্গাইল জেলাইউরোপআডলফ হিটলারজয়া আহসানমূল (উদ্ভিদবিদ্যা)জীববৈচিত্র্যগঙ্গা নদীদোয়া কুনুতবাংলাদেশের পোস্ট কোডের তালিকাব্রাজিল জাতীয় ফুটবল দলইস্ট ইন্ডিয়া কোম্পানিযামিনী রায়ব্যাংকঝড়জনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকা🡆 More